বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

Indian History-MCQ questions and answers in Bengali part-3

Indian History-MCQ questions and answers in Bengali part-3

Indian History-MCQ questions and answers  

আমরা ভারতের ইতিহাস এর MCQ প্রশ্নোত্তর বাংলাতে অনুশীলন করছিলাম।  আমরা দুটো Part এ মোট ৬০ টি প্রশ্ন দেখেছিলাম। এই Part এ আমরা Indian History-MCQ questions and answers in Bengali part-3  টা দেখে নেবো। 

Indian History-MCQ questions and answers in Bengali part-3
Indian History-MCQ questions and answers in Bengali part-3


কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরির জন্য  যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভারতের ইতিহাস থেকে বাংলাতে MCQ প্রশ্নোত্তর (বাংলায়) এর Practice set -3 এই পোস্টে Mock Test এর মতো দেওয়া হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। যেমন West Bengal Police , WBCS, Railway Group D, Railway NTPC, SSC CGL, SSC CHSL ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে  খুব কাজ দেবে এই  প্রশ্নগুলো। তাই দেরি না করে একবার ঝালিয়ে নাও প্রশ্ন গুলো।


Indian History

MCQ questions and answers in Bengali 

part-3


Question 61.
সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
      (a) হরপ্পা
      (b) মহেঞ্জোদারো
      (c) লোথাল
      (d) রোপার

Question 62.
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?
      (a) মহাত্মা গান্ধী
      (b) মদনমোহন মালব্য       (c) জহরলাল নেহেরু
      (d) কোনোটিই নয়

Question 63.
নিচের কোন বিপ্লবে পরবর্তীকালে যোগী ও দার্শনিক এ পরিণত হন ?
      (a) বালগঙ্গাধর তিলক
      (b) অরবিন্দ ঘোষ
      (c) লালা রাজপথ রায়
      (d) আগরকর

Question 64.
মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন ?
      (a) 1915 সালে
      (b) 1914 সালে
      (c) 1916 সালে
      (d) 1919 সালে

Question 65.
নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান ?
      (a) আনন্দপুর
      (b) অমৃতসর
      (c) তালবন্দী
      (d) নানদেব

Question 67.
কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাত্ পতনের ফলে মারা যান ?
      (a) বাবর
      (b) হুমায়ুন
      (c) জাহাঙ্গীর
      (d) ঔরঙ্গজেব


Question 68.
আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
      (a) 336 খ্রিস্টাব্দে
      (b) 326 খ্রিস্টাব্দে
      (c) 320 খ্রিস্টাব্দে
      (d) 308খ্রিস্টাব্দে


Question 69.
কারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ?
      (a) রাজপুতরা
      (b) মুঘলরা
      (c) শিখরা
      (d) মারাঠারা


Question 70.
কুতুবমিনার কে তৈরি করেছিলেন ?
      (a) কুতুবউদ্দিন আইবক
      (b) ইলতুৎমিস
      (c) বলবন
      (d) রিজিয়া


Question 71.
ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ ?
      (a) জৈন
      (b) হিন্দু
      (c) মুসলমান
      (d) বৌদ্ধ


Question 72.
কে বন্দেমাতরাম লিখেছিলেন ?
      (a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      (b) প্রভাত কুমার মুখোপাধ্যায়
      (c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়00
      (d) রবীন্দ্রনাথ ঠাকুর

Question 73.
বিবি কা মাকবারা ভারতের কোথায় অবস্থিত ?
      (a) হায়দ্রাবাদ0
      (b) ফতেপুর সিক্রি
      (c) ঔরঙ্গাবাদ
      (d) বিজাপুর

Question 74.
খাজুরাহো নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
      (a) মহারাষ্ট্র
      (b) মধ্যপ্রদেশ
      (c) গুজরাট
      (d) উড়িষ্যা

Question 75.
হরিসেন কার সভাকবি ছিলেন ?
      (a) অশোক
      (b) সমুদ্র গুপ্ত
      (c) চন্দ্রগুপ্ত
      (d) হর্ষবর্ধন

Question 76.
গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন ?
      (a) কপিলাবস্তু
      (b) মগধ
      (c) গয়া
      (d) লুম্বিনী

Question 77.
নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত নিম্মের কে ?
      (a) বসুবন্ধু
      (b) শ্রীজ্ঞান অতীশ0
      (c) শীলভদ্র
      (d) নাগার্জুন

Question 78.
পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হত ?
      (a) মহাদেব গোবিন্দ
      (b) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
      (c) কেশব চন্দ্র সেন
      (d) স্বামী বিবেকানন্দ

Question 79.
আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয় ?
      (a) হরিশচন্দ্র
      (b) দীনবন্ধু মিত্র
      (c) মাইকেল মধুসূদন দত্ত
      (d) আনন্দমোহন বসু

Question 80.
সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল নিম্নের কোনটি ?
      (a) ধান গাছ
      (b) শাল গাছ
      (c) পান গাছ
      (d) অশথ্ব গাছ

Question 81.
নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন নিম্নের কে ?
      (a) হরিশচন্দ্র
      (b) মাইকেল মধুসূদন দত্ত
      (c) দীনবন্ধু মিত্র
      (d) কেউই নয়

Question 82.
বঙ্গভঙ্গ রদ করেন নিম্নের কে ?
      (a) লর্ড হার্ডিঞ্জ
      (b) লর্ড মেয়ো
      (c) লর্ড কর্নওয়ালিস
      (d) লড ডালহৌসি

Question 83.
কত খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয় ?
      (a) 1912 সালে
      (b) 1910 সালে
      (c) 1911 সালে
      (d) 1925 সালে

Question 84.
কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ?
      (a) সুভাষচন্দ্র বসু
      (b) রাজবিহারী বসু
      (c) মাস্টারদা সূর্যসেন
      (d) কোনটাই নয়

Question 85.
প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ?
      (a) সরোজিনী নাইডু
      (b) মাতঙ্গিনী হাজরা
      (c) অ্যানি বেসান্ত
      (d) কোনটাই নয়

Question 86.
নিম্নের কে গদর নামে এক পত্রিকা প্রকাশ করে ?
      (a) লালা হরদয়াল
      (b) ভগৎ সিং
      (c) লালা রাজপথ রায়
      (d) দাদাভাই নওরোজি

Question87.
ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত কে ?
      (a) মাতঙ্গিনী হাজরা
      (b) অ্যানি বেসান্ত
      (c) মাদাম ভিকাজি রুস্তম কামা
      (d) কোনটাই নয়

Question .
প্রথম কোন ভারতীয় ইনক্লাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন ?
      (a) মাস্টারদা সূর্যসেন
      (b) সুভাষচন্দ্র বসু
      (c) ভগৎ সিং
      (d) লালা হরদয়াল

Question 88.
কত খ্রিস্টাব্দে রাজবিহারী বসু জাপানে আসেন ?
      (a) 1910 সালে
      (b) 1912 সালে
      (c) 1911 সালে
      (d) 1915 সালে

Question 89.
জালিওনাবাগ এর হত্যাকান্ড কোন ব্রিটিশ শাসক গুলি চালাবার নির্দেশ দেন ?
      (a) লর্ড হার্ডিঞ্জ
      (b) লর্ড কার্জন
      (c) জেনারেল ও ডায়ার
      (d) কোনটাই নয়

Question 90.
কত খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয় ?
      (a) 1942 খ্রিস্টাব্দের 8 ই আগস্ট
      (b) 1948 খ্রিস্টাব্দের 9 ই আগস্ট
      (c) 1941 খ্রিস্টাব্দের 8 ই আগস্ট
      (d) কোনোটিই না


পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


জীবাণুনাশক হিসেবে কি ব্যবহৃত হয় ?

অতিবেগুনি রশ্মি

অশ্ব ক্ষমতা কিসের একক ?
ক্ষমতার FPS একক

কোন ধাতুটি অতি লঘুশীতল HNO3 থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে ?
Mg

গোবর গ্যাসপ্রধানত কোন উপাদানটি থাকে ?
মিথেন

কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম বায়ু পরিশোধক তৈরি করল ?
চীন

দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায়  ?
গরমকালে

জার্মান সিলভারকোন ধাতুটি অনুপস্থিত ?
সিলভার

1 লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে ?
২৫ গ্রাম


 <<<Previous   1  2   3   4   5     Next >>>


তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018