current affairs - April 2019 MCQ in Bengali part-2
Hi friends, important current affairs in Bengali for the second week of April is ready here for your practice. maybe you are preparing for Railway NTPC exam 2109 or RRC group d 2019. Nowadays railway boards asking questions from the current affairs section from very deep. So we should read thoroughly all the current events. I hope you are done. So let you test yourself here. I have arranged here all the important current affairs of April-2nd week in MCQ format for your convenience. Best of Luck.
current affairs - April 2019 MCQ in Bengali part-2 |
current affairs : April 2019
MCQ in Bengali
part-2
Question 23.
National Hand loom week কবে পালন করা হল ?
(a) 1 এপ্রিল থেকে 7 এপ্রিল
(b) 7 এপ্রিল থেকে 14 এপ্রিল
(c) 14 এপ্রিল থেকে 21 এপ্রিল
(d) 21 মার্চ থেকে 28 মার্চ
Question 24.
কে Maharishi Badran Vyas Samman 2019, পেল?
(a) সঞ্জয় চৌধুরী
(b) জ্ঞানাদিত্য শাক্য
(c) মেধা পাটেকর
(d) এদের কেউ নন
Question 25.
Cafe Scientifique কোন রাজ্যে চালু হলো ?
(a) রাজস্থান
(b) মহারাষ্ট্র
(c) কেরালা
(d) আসাম
Question 26.
আফ্রিকান লায়ন 2019 কোন কোন দেশের যৌথ সামরিক মহড়া ?
(a) মরক্কো ও ইউনাইটেড স্টেটস
(b) ভারত ও মরক্কো
(c) স্পেন ও ফ্রান্স
(d) চীন ও পাকিস্তান
Question 27.
ESPN India Multi-sport Awards 2018 এ কোন মহিলা “Sportsperson of the year” হলেন?
(a) মেরি কম
(b) পি ভি সিন্ধু
(c) সাক্ষী মালিক
(d) গীতা ফোগাট
Question 28.
কোন কোম্পানি ‘Global slag company of the year 2019’ পেল ?
(a) Hindalco
(b) Reliance
(c) Tata
(d) Aditya Birla Group and Industries
Question 29.
কোন ভারতীয় রাজ্য কোহিমা যুদ্ধ 75 তম বর্ষ উদযাপন করলো ?
(a) ত্রিপুরা
(b) মেঘালয়
(c) পশ্চিমবঙ্গ
(d) নাগাল্যান্ড
Question 30.
সম্প্রতি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হলো ?
(a) পশ্চিমবঙ্গ
(b) কেরালা
(c) নাগাল্যান্ড
(d) তামিলনাড়ু
Question 31.
ভারতের কোন রেলওয়ে স্টেশন প্রথম Green ISO Certificate পেল ?
(a) হায়দ্রাবাদ
(b) গুয়াহাটি
(c) দিল্লি
(d) ভূপাল
Question 32.
ভারতীয় হকি টিমের কোচ হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন ?
(a) নিকোলাস জ্যাকোবী
(b) গ্রাহাম রেইড
(c) অজিত পাল সিং
(d) সিয়ারেট মার্জিনে
Question 33.
কে সম্প্রতি International Chember of commerce (ICC) এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ?
(a) রাজিব বর্মণ
(b) অতুল আগরওয়াল
(c) বিক্রমজীত সিংহ
(d) অনু শ্রীনিবাসন
Question 34.
Jashn-e-Ittihaad the music and poetry festival কোন রাজ্যে হলো?
(a) নিউ দিল্লি
(b) হায়দ্রাবাদ
(c) পুনে
(d) লখনৌ
Question 35.
Bold Kurukshetra-2019 যৌথ সামরিক কোন কোন দেশের মধ্যে হলো ?
(a) ভারত ও শ্রীলঙ্কা
(b) ভারত ও মায়ানমার
(c) ভারত ও সিঙ্গাপুর
(d) ভারত ও জাপান
Question 36.
বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় ?
(a) 9 এপ্রিল
(b) 10 এপ্রিল
(c) 11 এপ্রিল
(d) 12 এপ্রিল
Question 37.
World Gold Council এর সভাপতি কে ?
(a) ডেভিড ফ্রস্ট
(b) ডেভিড টেইট
(c) ডেভিড হারকুয়েল
(d) দিরহাম গোপে
Question 38.
National safe motherhood day কবে পালন করা হয় ?
(a)11 এপ্রিল
(b) 12 এপ্রিল
(c) 13 এপ্রিল
(d) 14 এপ্রিল
Question 39.
ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন ?
(a) এরিয়েল সোরেন
(b) বেঞ্জামিন নেতান্যাহু
(c) টেরিটোরি কার্সৈন
(d) সিমন রিচার্ড
Question 40.
কে সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন ?
(a) সোমনাথ হালদার
(b) কার্নাম শেখর
(c) ললিত শ্রীনিবাসন
(d) উপরের কেউ নয়
Question 41.
সম্প্রতি অমরাবতী হাইকোর্টের প্রথম মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) বিজয় সিংহ
(b) বিক্রম নাথ
(c) রাহুল জৈন
(d) রাহুল জৈন
Question 42.
Sir Edmund Hillary Fellowship Award 2019 কে পেলেন?
(a) সাক্ষী মালিক
(b) পিভি সিন্ধু
(c) দীপা কর্মকার
(d) দীপা মালিক
Question 43.
জিয়ান মাইকেল ল্যাপিন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ?
(a) কোমোরস
(b) হাইতি
(c) নামিবিয়া
(d) কঙ্গো প্রজাতন্ত্র
Question 44.
Fantasy 11 এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন ?
(a) মহেন্দ্র সিং ধোনি
(b) মুনাফ প্যাটেল
(c) ইরফান পাঠান
(d) মুরলী কার্তিক
Question 45.
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতে যে সাইক্লোন দেখা গিয়েছিল তার নাম কি ?
(a) Idai
(b) Phailin
(c) Hudhud
(d) Nilofar
Question 46.
নিউইয়র্কে 2018 তে সরস্বতী সম্মান এর জন্য নির্বাচিত হয়েছেন ?
(a) কে শিবা রেড্ডী
(b) জয়ন্ত কর্মকার
(c) কলানিধি মরণ
(d) অরুন্ধতী ভট্টাচার্য ভট্টাচার্য
Question 47.
Forbes World Best Bank Survey অনুযায়ী কোন ব্যাংক ভারতের এক নম্বর ব্যাংক হল উপভোক্তার দিক থেকে ?
(a) SBI
(b) HDFC
(c) Axis
(d) ICICI
Question 48.
World Parkinson’s Day কবে পালিত হয় ?
(a) 9 এপ্রিল
(b) 10 এপ্রিল
(c) 11 এপ্রিল
(d) 12 এপ্রিল
Question 49.
কে সম্প্রতি ডাক্তার ভিমরাও বাবাসাহেব আম্বেদকার নোবেল আওয়ার্ড পেলেন ?
(a) সঞ্চিতা ঋষি
(b) রাজকুমার সিং
(c) সুধাংশু কুমার
(d) মুকেশ ত্রিপাঠী
Question 50.
কোন হকি দল মালয়েশিয়া সিরিজ জিতল ?
(a) ভারত
(b) মালয়েশিয়া
(c) নিউজিল্যান্ড
(d) স্পেন
Question 51.
কবে International Day of Human Space Flight পালন করা হয়?
(a) 11 এপ্রিল
(b) 12 এপ্রিল
(c) 13 এপ্রিল
(d) 14 এপ্রিল
Question 52.
সম্প্রতি নির্মিত কে সেক্রেটারি অফ ডিফেন্স ফাইন্যান্স হিসাবে নিযুক্ত হলেন ?
(a) গার্গী কল
(b) রাজ কুমার গোয়েল
(c) রাজেশ কুমার চতুর্বেদী
(d) অনিল কুমার ঝাঁ
National
Handloom week 7 এপ্রিল থেকে
14 এপ্রিল পালন
করা হল
• The National Handloom Day – 7th
August
• 2018 তে
এই
National Handloom week পালন করা
হয়েছিল
ডিসেম্বর
মাসে।
• এই
সময়ের
মধ্যে
একটি
গুরুত্বপূর্ণ
বই
প্রকাশিত
হয়
যার
নাম
– The Indian textile sourcebook এবং
লেখক
– Avalon Fotheringham
জ্ঞানাদিত্য শাক্য Maharshi Badran Vyas Samman 2019 পেল
• এই
পুরস্কারটি
প্রদান
করেন
উপরাষ্ট্রপতি
ভেঙ্কাইয়া
নাইডু
• এই
পুরস্কারের
পুরস্কার
মূল্য
1 লক্ষ
টাকা
• পালি
ভাষা
সম্পর্কিত
গবেষণায়
বিশেষ
অবদানের
জন্য
এনাকে
এই
পুরস্কার
দেওয়া
হয়।
• ব্যস
সম্মান
✓ এটি
দিয়ে
থাকে
কে
কে
বিড়লা
ফাউন্ডেশন
✓ পুরস্কার
মূল্য
3 লাখ
50 হাজার
টাকা
✓ হিন্দি
সাহিত্যে
বিশেষ
অবদানের
জন্য
এই
পুরস্কার
দেওয়া
হয়ে
থাকে
✓ 2018 – লিলাধর
জাগুরী,
জিতে
প্রেম
উতনে
রোগ
এর
জন্য
✓ 2017 মমতা
কালিয়া
, দুঃখম
– সুখম
এর
জন্য।
Café Scientifique কেরালা রাজ্যে চালু
হলো
জনসাধারণের
সামনে
বিজ্ঞানকে
মজাদার
ভাবে
পরিবেশন
করার
জন্য
একটি
নতুন
কর্মসূচি
হলো
Café Scientifique.
এটির
সাহায্যে
জনসাধারণের
সামনে
একদম
প্রাথমিক
পর্যায়ের
বিজ্ঞানকে
মজাদার
ভাবে
উপস্থাপনা
করা
হবে
যাতে
তারা
বিজ্ঞানের
প্রাথমিক
জ্ঞান
সম্পর্কে
অবগত
হয়।
আফ্রিকান লায়ন
2019 মরক্কো ও ইউনাইটেড স্টেটসদেশের
যৌথ সামরিক মহড়া
এই
সামরিক
মহড়া
টি
সংঘটিত
হয়েছে
মরক্কোতে
16 মার্চ
থেকে
7 এপ্রিল
পর্যন্ত
<<<Previous 1 2 3 4 5 6 Next >>>
তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
এছাড়াও তোমরা পড়তে পারো -