বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2

Indian constitution MCQ questions and answers

ভারতের সংবিধান থেকে MCQ প্রশ্নোত্তর 

WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D ইত্যাদির মতো যেকোনো প্রতিযোগিতামুলক পরীক্ষার  জন্য  ভারতের সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা  অত্যন্ত গুরুত্বপূর্ণ
          এই  পোস্ট  এ তোমাদের মোট 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে দেওয়া হল। পরবর্তী পোস্ট গূলোতে  তোমরা আরও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে পাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যেও, পরীক্ষাহলে তোমায় অনেক সাহায্য করবে।


Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2 is provided in this post. I hope you have read previous 30 questions on Indian Constitution in the previous post. Here another 30 questions are included in this Indian constitution : MCQ questions and answers in Bengali Part-2. 

ভারতের সংবিধানএর কোন কোন জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তে প্রশ্ন আসে ?

ভারতের সংবিধানের প্রস্তাবনা, ভারতের সংবিধানের বিভিন্ন ধারার বৈশিষ্ট্য যেমন - ভারত ইউনিয়ন ও তার ভু-খণ্ড, ভারতের নাগরিকত্ব, মৌলিক অধিকারসমূহ, মৌলিক কর্তব্যসমূহ,নির্দেশমূলক নীতিসমূহ,ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা, ভারতের কেন্দ্রের শাশনবিভাগ, ভারতের কেন্দ্রের আইনবিভাগ, ভারতের রাজ্যের শাশনবিভাগ, ভারতের রাজ্যের আইনবিভাগ, ভারতবর্ষের বিচারব্যাবস্থা, ভারতবর্ষে ইউনিয়ন এলাকাসমূহের প্রশাসন তপশিলি এলাকা ও উপজাতি এলাকার প্রশাসন, ভারতবর্ষের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতবর্ষের আমলাতন্ত্র ও রাষ্ট্র কৃত্যক কমিশনসমূহ,ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন, ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ, ভারতবর্ষের সরকারি ভাষাসমূহ,ভারতবর্ষে বিভিন্ন জরুরি অবস্থা মূলক সাংবিধানিক ধারা সমূহ, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এবং বিভিন্ন সংবিধান সংশোধনী,, ভারতের রাজনীতি ও ধর্ম, ভারতের বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি এছাড়া ভারতবর্ষের মানবাধিকার আন্দোলন এবং ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থার পর্যালোচনাইত্যাদি


Indian constitution 

 MCQ questions and answers in Bengali 
Part-2


Question 31.
পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে নিম্নের?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) পরিকল্পনামন্ত্রী
      (d) অর্থমন্ত্রী

Question 32.
রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ(ordinances) জারি করতে পারেন ?
      (a) সংসদে অধিবেশন না চলাকালীন
      (b) জরুরি অবস্থায়
      (c) সংসদ অধিবেশন চলাকালীন
      (d) ওপরের কোনোটিই নয়

Question 33.
সুপ্রিম কোর্ট গঠিত হয়
      (a) একজন প্রধান বিচারপতি এবং 18 জন বিচারপতি
      (b) একজন প্রধান বিচারপতি এবং 25 জন বিচারপতি
      (c) একজন প্রধান বিচারপতি এবং 26 জন বিচারপতি
      (d) একজন প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতি

Question 34.
কোন সংসদীয় কমিটি ‘মাস্টার্স অফ প্রসিডিওর এন্ড কন্ডাক্ট অফ বিজিনেস’ বিবেচনা করে ?
      (a) বিধি কমিটি
      (b) ব্যবসায়িক উপদেষ্টা কমিটি
      (c) তদর্থক কমিটি গুলি
      (d) অর্থনৈতিক কমিটি গুলি

Question 35.
শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রী কে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে?
      (a) 30%
      (b) 22%
      (c) 25%
      (d) কোনোটিই নয়

Question 36.
অর্থ কমিশনের মূল কাজ কি ?
      (a) জাতীয় পরিকল্পনার পর্যালোচনা
      (b) কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা
      (c) কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান ও উপদেশ দান
      (d) সর্বস্তরের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি


Question 37.
বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে অনুমোদন প্রয়োজন নিম্নের কার ?
      (a) বিরোধীদলের
      (b) মুখ্যমন্ত্রীর
      (c) স্পিকারের
      (d) রাজ্যপালের


Question 38.
সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে ?
      (a) একবার
      (b) দুই বার
      (c) তিনবার
      (d) চারবার


Question 39.
পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি 22 জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন ?
      (a) সকলেই
      (b) 10 জন
      (c) 12 জন
      (d) 15 জন


Question 40.
বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কটি নির্দেশমূলক নীতি আছে ?
      (a) 12 টি
      (b) 14 টি
      (c) 17 টি
      (d) 18 টি


Question 41.
আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে ?
      (a) দুই বার
      (b) তিনবার
      (c) চারবার
      (d) পাঁচবার

Question 42.
মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে ?
      (a) রাশিয়া
      (b) মার্কিন যুক্তরাষ্ট্র
      (c) মার্কিন যুক্তরাষ্ট্র
      (d) গ্রিস

Question 43.
কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
      (a) 42 তম সংবিধান সংশোধন
      (b) 44 তম সংবিধান সংশোধন
      (c) 48 তম সংবিধান সংশোধন
      (d) 51 তম সংবিধান সংশোধন

Question 44.
ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে?
      (a) দ্বিতীয় অধ্যায়
      (b) প্রথম অধ্যায়
      (c) তৃতীয় অধ্যায়
      (d) চতুর্থ অধ্যায়

Question 45.
কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয় না ?
      (a) ধর্মীয় স্বাধীনতার অধিকার
      (b) স্বাধীনভাবে চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা
      (c) কর্ম ক্ষেত্রে স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান বেতন পাওয়ার অধিকার
      (d) সাম্যের অধিকার

Question 46.
পৌর নিগমের প্রধান কে কি নামে অভিহিত করা হয় ?
      (a) মেয়র
      (b) চেয়ারম্যান
      (c) জেলা শাসক
      (d) পৌর সচিব

Question 47.
কোন সালে ভারতে প্রথম বার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয় ?
      (a) 1962 সালে
      (b) 1963 সালে
      (c) 1978 সালে
      (d) 1965 সালে

Question 48.
নবম তালিকা কোন কোন সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত হয় ?
      (a) প্রথম
      (b) সপ্তম
      (c) 42 তম
      (d) 44 তম

Question 49.
হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
      (a) 62 বছর
      (b) 60 বছর
      (c) 65 বছর
      (d) 58 বছর

Question 50.
ভারতীয় সংবিধান কত ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে ?
      (a) 1 ধরনের
      (b) 10 ধরনের
      (c) 6 ধরনের
      (d) 8 ধরনের

Question 51.
সংবিধান স্বীকৃত ভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন নিম্নের কে ?
      (a) রাজ্যপাল
      (b) স্পিকার
      (c) প্রধানমন্ত্রী
      (d) রাষ্ট্রপতি

Question 52.
সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে ?
      (a) প্রথম অধ্যায়
      (b) দ্বিতীয় অধ্যায়
      (c) তৃতীয় অধ্যায়
      (d) চতুর্থ অধ্যায়

Question 53.
ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে ?
      (a) কানাডা
      (b) ফ্রান্স
      (c) ব্রিটেন
      (d) আমেরিকা

Question 54.
পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে-
      (a) রাজ্য সরকার
      (b) কেন্দ্রীয় সরকার
      (c) উভয়েই
      (d) রাষ্ট্রপতি

Question 55.
লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করেন ?
      (a) প্রধানমন্ত্রী
      (b)স্পিকার
      (c) রাষ্ট্রপতি
      (d) উপরাষ্ট্রপতি

Question 56.
কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় ?
      (a) ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন
      (b) ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্টস
      (c) ন্যাশনাল কমিশন ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস
      (d) কম্পট্রোলার অ‍্যান্ড অডিটর জেনারেল

Question 57.
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের গ্রহণের বয়স কত ?
      (a) 62 বছর
      (b) 65 বছর
      (c) 60 বছর
      (d) 58 বছর

Question 58.
ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন ?
      (a) মুখ্য নির্বাচন কমিশনার
      (b) স্পিকার
      (c) অভিজ্ঞ নির্বাচন কমিশনার
      (d) নিযুক্ত বিশেষ নির্বাচন আধিকারিক

Question 59.
সরকারি ভাষা কমিশন কে গঠন করেন ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) স্পিকার
      (d) স্বরাষ্ট্রমন্ত্রী

Question 60.
সংবিধানের পদ মর্যাদার দিক থেকে রাষ্টপতির পর কার স্থান ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) স্পিকার
      (c) প্রধান বিচারপতি
      (d) উপরাষ্ট্রপতি



পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


induction coil কে আবিষ্কার করেন ?

নিকোলা ক‍্যালেন

band-aid কে আবিষ্কার করেন ?
আর্লে ডিকসন্

হ্যারি পটার সিরিজের লেখক কে ?
জে কে রাউলিং

দ্য গড অব স্মল থিংস কার লেখাদ্য গড অব স্মল থিংস কার লেখা ?
অরুন্ধতী রায়

the arabian nights কার লেখা ?
রিচার্ড বার্টন

কোন ভারতীয় অভিনেত্রী সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার পেয়েছে ?
শাবানা আজমি

কর্ণাটকের কথ‍্য ভাষা কি ?
কন্নড়

প্রথম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
সি কে নাইডু


  <<<Previous   1  2   3   4   5   6   Next >>>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019


Current Affairs : January – 2019


Current Affairs : December – 2018


আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স