রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-6

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-6


আগের মতো এই  পোস্টেও আমরা ভারতীয় সংবিধান থেকে আরো ৩০  টি খুব গুরুত্বপূর্ণ এম সি কিউ প্রশ্নোত্তর দেখে নেব।যেগুলো  আসন্ন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক সাহায্যকারী। 


Indian constitution : MCQ questions and answers in Bengali Part-6
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-6

Indian constitution MCQ questions and answers in Bengali Part-6

এই  পোস্ট  এ তোমাদের মোট 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে দেওয়া হল। পরবর্তী পোস্ট গূলোতে  তোমরা আরও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে পাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যেও, পরীক্ষাহলে তোমায় অনেক সাহায্য করবে।




Indian constitution 

MCQ questions and answers in Bengali 

Part-6


Question 151.
রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা যান ?
      (a) রাজেন্দ্র প্রসাদ
      (b) ভি ভি গিরি
      (c) প্রতিভা পাটিল
      (d) জাকির হোসেন

Question 152.
কোন রাজ্যে সর্বপ্রথম লোক আদালত কাজ করে ?
      (a) পাঞ্জাব
      (b) গুজরাট
      (c) উত্তর প্রদেশ 0
      (d) গোয়া

Question 153.
ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে ?
      (a) সুপ্রিম কোর্ট
      (b) রাষ্ট্রপতি
      (c) রাজ্যপাল
      (d) পার্লামেন্ট

Question 154.
কে মন্তব্য করেছেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচের এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়-
      (a) মহাত্মা গান্ধী
      (b) জহরলাল নেহেরু
      (c) মতিলাল নেহেরু
      (d) ডঃ বি আর আম্বেদকর

Question 155.
ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি ?
      (a) ভারতের জনগণ
      (b) ভারতের সংবিধান
      (c) কেন্দ্রীয় আইনসভা
      (d) কেন্দ্র ও রাজ্য আইনসভা

Question 156.
পাবলিক অ‍্যাকাউন্টস কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকেন ?
      (a) 22 জন
      (b) 15 জন
      (c) 33 জন
      (d) 7 জন


Question 157.
হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?
      (a) 1987 সালে
      (b) 1975 সালে
      (c) 1970 সালে
      (d) 1978 সালে


Question 158.
1953 সালে ভাষাভিত্তিক রাজ্য বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্বিন্যাস আয়োগ এর প্রধান কে ছিলেন ?
      (a) ফজল আলি
      (b) কে এম পানিক্কর
      (c) এমসি মহাজন
      (d) আর কে গুপ্তা


Question 159.
কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) রাজ্যপাল
      (c) মুখ্যমন্ত্রী
      (d) হাইকোর্টের প্রধান বিচারপতি


Question 160.
সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
      (a) আমেরিকা
      (b) কানাডা
      (c) আয়ারল্যান্ড
      (d) দক্ষিণ আফ্রিকা


Question 161.
রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক কত দিন বলবৎ থাকে ?
      (a) 6 মাস
      (b) 3 মাস
      (c) 1 মাস
      (d) 1 বছর

Question 162.
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কি ?
      (a) লেফটেন্যান্ট গভর্নর
      (b) চীফ কমিশনার
      (c) প্রশাসক
      (d) উপরের সব কটি

Question 163.
ভারতের কে ঠিক করেন কোন বিল অর্থবিল কি না ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) স্পিকার
      (d) ডেপুটি স্পিকার

Question 164.
ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকারের নাম কি ?
      (a) সোমনাথ চ্যাটার্জি
      (b) গুরুদাস দাশগুপ্ত
      (c) ইন্দ্রজিৎ গুপ্ত
      (d) বাসুদেব আচারিয়া

Question 165.
লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন ?
      (a) জি এম সি বালাযোগী
      (b) বলিরাম ভগৎ
      (c) নীলাম সঞ্জীব রেড্ডি
      (d) সোমনাথ চ্যাটার্জি

Question 166.
ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন ?
      (a) জি এম সি বালাযোগী
      (b) বলীরাম ভগৎ
      (c) বলরাম জাখোর
      (d) নিলাম সঞ্জীব রেড্ডি

Question 167.
লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কি ?
      (a) এম অনন্তশন্নম আয়াঙ্গার
      (b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
      (c) বলরাম চ্যাটার্জী
      (d) এদের কেউই নন

Question 168.
কোন বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয় ?
      (a) পার্লামেন্টের বিশেষ অধিবেশন
      (b) পার্লামেন্টের যৌথ অধিবেশন
      (c) লোকসভার বিশেষ অধিবেশন
      (d) রাজ্যসভার বিশেষ অধিবেশন

Question 169.
সংবিধানের কোন অংশ মৌলিক অধিকারের উল্লেখ আছে ?
      (a) পার্ট-III
      (b) পার্ট-IV
      (c) পার্ট-V
      (d) পার্ট-VI

Question 170.
মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে ?
      (a) ডিক্রি
      (b) অধ্যাদেশ
      (c) রিট
      (d) বিজ্ঞপ্তি

Question 171.
ভারতীয় সংবিধানে কত বছরের নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়োগ কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ?
      (a) 10 বছর
      (b) 12 বছর
      (c) 14 বছর
      (d) 16 বছর

Question 172.
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলো সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে ?
      (a) মৌলিক অধিকার
      (b) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
      (c) মৌলিক কর্তব্য
      (d) কোনোটিই নয়

Question 173.
ভারতীয় সংবিধানে অন্যায় ভাবে গ্রেফতার ও আটক এর বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কত ধারায় ?
      (a) 20 ধারা
      (b) 22 ধারা
      (c) 21 ধারা
      (d) 23 ধারা

Question 174.
সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয় ?
      (a) শুধুমাত্র লোকসভায়
      (b) শুধুমাত্র রাজ্যসভায়
      (c) পার্লামেন্টের উভয় কক্ষের
      (d) বিধান পরিষদে

Question 175.
19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকার গুলির বর্তমান সংখ্যা কত ?
      (a) 3
      (b) 6
      (c) 8
      (d) 9

Question 176.
ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোন আইন কে বাতিল করার ?
      (a) 13 ধারা
      (b) 14 ধারা
      (c) 15 ধারা
      (d) 16 ধারা

Question 177.
ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল?
      (a) 15 আগস্ট 1946
      (b) 27 আগস্ট 1947
      (c) 26 মে 1948
      (d) 20 জুন 1947

Question 178.
অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী তা হল নিম্নের কোনটি ?
      (a) 352 ধারা
      (b) 354 ধারা
      (c) 356 ধারা
      (d) 360 ধারা

Question 179.
অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনে নোটিশ দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয় ?
      (a) 15 দিন
      (b) 14 দিন
      (c) 12 দিন
      (d) 30 দিন

Question 180.
লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত কার হাতে থাকে ?
      (a) স্পিকার
      (b) প্রধানমন্ত্রী
      (c) রাজ্যসভার চেয়ারম্যান
      (d) রাষ্ট্রপতি

  <<<Previous   5   6  7   8  9  10    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• গণপরিষদ হল কোন দেশের জনগণের তবে যারা সংবিধান রচনায় অংশ নেয় তাদের সমষ্টি
• গণপরিষদ গঠনের প্রস্তাব প্রথম আলোচিত হয় 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস ওয়াকিং কমিটির বৈঠকে
• ব্রিটিশ সরকার সরকারিভাবে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করে  1940 
  খ্রিস্টাব্দ এবং সেজন্য 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে
• গণপরিষদে হিন্দু (সাধারণ) 214 টি আসন মুসলমান 78 টি আসন ও শিখ চারটি আসন নির্দিষ্ট হয়
• গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন 207 জন সদস্য

• গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত 1950 খ্রিস্টাব্দে 24 শে জানুয়ারি

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

Current Affairs : November – 2018

Current Affairs : October – 2018

Current Affairs : September – 2018

Current Affairs : August – 2018

Current Affairs : July – 2018