রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-9

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-9

this is the continuation of Indian constitution : MCQ questions and answers in Bengali posts. Int this post part-9 is provided. which is going to help you if you are going to appear in upcoming examinations in 2109 like WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D etc.

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-9
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-9 




Indian constitution

 MCQ questions and answers in Bengali 

Part-9


Question 241.
তৃতীয়বার তথা শেষ কবে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল ?
      (a) 1968 সালে
      (b) 1971 সালে
      (c) 1972 সালে
      (d) 1975 সালে

Question 242.
আভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ?
      (a) 1962 সালে
      (b) 1975 সালে
      (c) 1977 সালে
      (d) 1971 সালে

Question 243.
ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে ?
      (a) 17 ধারা
      (b) 18 ধারা
      (c) 19 ধারা
      (d) 21 ধারা

Question 244.
কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে ?
      (a) আইনমন্ত্রী
      (b) প্রধানমন্ত্রী
      (c) অ্যাটর্নি জেনারেল
      (d) অ‍্যাডভোকেট জেনারেল

Question 245.
অ‍্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় ?
      (a) রাষ্ট্রপতি
      (b) রাজ্যপাল
      (c) অ্যাটর্নি জেনারেল
      (d) মুখ্যমন্ত্রী

Question 246.
কে অর্থবিল এর উপর শংসাপত্র প্রদান করেন
      (a) স্পিকার
      (b) রাষ্ট্রপতি
      (c) প্রধানমন্ত্রী
      (d) প্রধান বিচারপতি


Question 247.
ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
      (a) আয়ারল্যান্ড
      (b) অস্ট্রেলিয়া
      (c) জার্মানি
      (d) ফ্রান্স


Question 248.
পারিবারিক আদালত কোন রাজ্যে প্রথম চালু হয় ?
      (a) কর্ণাটক
      (b) রাজস্থান
      (c) বিহার
      (d) দিল্লি


Question 249.
অর্থ কমিশন কার কাছে তার সুপারিশ পেশ করে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) স্পিকার
      (d) উপরাষ্ট্রপতি


Question 250.
ভারতের প্রথম পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয়েছিল কত সালে ?
      (a) 1950 সালে
      (b) 1951 সালে
      (c) 1952 সালে
      (d) 1953 সালে


Question 251.
পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান কে কি নামে অভিহিত করা হয় ?
      (a) চেয়ারম্যান
      (b) ডেপুটি স্পিকার
      (c) স্পিকার
      (d) সংসদীয় মন্ত্রী

Question 252.
বিশ্বে প্রথম কোথায় সংসদীয় সরকার গঠিত হয় ?
      (a) ব্রিটেন
      (b) চীন
      (c) রাশিয়া
      (d) ভারত

Question 253
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় নিম্নের কোন কারনে ?
      (a) রাষ্ট্রপতি আস্থা হারালে
      (b) জনগণের আস্থা হারালে
      (c) রাজ্যসভা আস্থা হারালে
      (d) লোকসভায় আস্থা হারালে

Question 254.
নিন্মের কোন অধিকার লাভের থেকে কোন ব্যক্তিকেই কখনো বঞ্চিত করা যায় না -
      (a) মানবাধিকার
      (b) নৈতিক অধিকার
      (c) সামাজিক অধিকার
      (d) প্রাকৃতিক অধিকার

Question 255.
মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল কটি ?
      (a) ছটি
      (b) সাতটি
      (c) নয়টি
      (d) দশটি

Question 256.
মূল সংবিধানে কটি নির্দেশমূলক নীতি ছিল ?
      (a) 10 টি
      (b) 13 টি
      (c) 14 টি
      (d) 15 টি

Question 257.
সংবিধানের মৌলিক অধিকার গুলি কিরূপ ?
      (a) ইতিবাচক
      (b) নেতিবাচক
      (c) ইতিবাচক ও নেতিবাচক
      (d) কোনটাই না

Question 258.
0000000000000000000000000000
      (a) 1951 খ্রিস্টাব্দে
      (b) 1952 খ্রিস্টাব্দে
      (c) 1955 খ্রিস্টাব্দে
      (d) 1957 খ্রিস্টাব্দে

Question 259.
সংবিধানের কোন ধারা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায় ইচ্ছানুযায়ী স্কুল স্থাপন ও পরিচালনা করতে পারেন ?
      (a) 29 নং ধারা অনুযায়ী
      (b) 30 নং ধারা অনুযায়ী
      (c) 32 নং ধারা অনুযায়ী
      (d) 35 নং ধারা অনুযায়ী

Question 260.
সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বর্জিত হয় কত সালে ?
      (a) 1978 সালে
      (b) 1980 সালে
      (c) 1981 সালে
      (d) 1982 সালে

Question 261.
কত নং ধারায় সাম্যের অধিকার ভারতের সংবিধানে স্বীকৃত হয়েছে ?
      (a) 14-18 নং ধারায়
      (b) 19-22 নং ধারায়
      (c) 23-24 নং ধারায়
      (d) 25-28 নং ধারায়

Question 262.
ভারতের সংবিধানের লেখ এর সংখ্যা হল কটি ?
      (a) 5 টি
      (b) 7 টি
      (c) 10 টি
      (d) 11 টি

Question 263.
ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা হল কটি ?
      (a) 17 টি
      (b) 18 টি
      (c) 20 টি
      (d) 25 টি

Question 264.
ভারতের সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে কত নং ধারায় ?
      (a) 32 নং ধারায়
      (b) 35 নং ধারায়
      (c) 23 নং ধারায়
      (d) 25 নং ধারায়

Question 265.
ভারতে কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি গুলি নেওয়া হয়েছে ?
      (a) ব্রিটেন থেকে
      (b) ইউএসএ থেকে
      (c) কানাডা থেকে
      (d) আয়ারল্যান্ড থেকে

Question 266.
কত নং ধারা অনুযায়ী শিশুদের বিপদজনক কাজে লাগানো নিষিদ্ধ করা হয়েছে ?
      (a) 24 নং
      (b) 25 নং
      (c) 26 নং
      (d) 27 নং

Question 267.
কত তম সংবিধান সংশোধন আইন শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ?
      (a) 82 তম
      (b) 84 তম
      (c) 85 তম
      (d) 86 তম

Question 268.
কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকৃত ?
      (a) 21 নং
      (b) 23 নং
      (c) 25 নং
      (d) 27 নং

Question 269.
ভারতের সংবিধানের 19 নং ধারায় ক’টি স্বাধীনতার অধিকার রয়েছে ?
      (a) পাঁচটি
      (b) ছয়টি
      (c) সাতটি
      (d) নয়টি

Question 270.
সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার বিষয়টি উল্লেখিত রয়েছে সংবিধানের কত নং ধারায় ?
      (a) 13 নং
      (b) 14 নং
      (c) 15 নং
      (d) 16 নং

  <<<Previous   8  9  10  11  12  13    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

সার্বভৌম ( Sovereign): সার্বভৌম বলতে বোঝায় ভারতরাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিদেশি                    নিয়ন্ত্রণমুক্ত এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী
সমাজতান্ত্রিক(Socialist) : সমাজতান্ত্রিক এর প্রকৃত অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি । রাষ্ট্রের সবকিছু দায়-দায়িত্ব                 প্রত্যক্ষভাবে থাকলে তখন সেই ব্যবস্থাকে সমাজতান্ত্রিক বলা হয় ভারতের মিশ্র                         অর্থব্যবস্থা প্রচলিত।
ধর্মনিরপেক্ষ (Secular): ভারত রাষ্ট্রের কোন বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা বিরোধিতা করতে পারবেনা সর্বধর্ম                    এখানে সমান স্বীকৃতি পায়।
গণতান্ত্রিক (Democratic): ভারতের শাসন ব্যবস্থা জনগণের সম্মতি উপর প্রতিষ্ঠিত।
প্রজাতন্ত্র (Republic): ভারতের রাষ্ট্রপ্রধান বিভিন্ন ক্ষেত্রে শাসক সম্প্রদায় উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করবেন                না।তিনি জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন।



Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স