বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

RRB NTPC GK General Science : Physics - Heat and Temperature

RRB NTPC GK General Science : Physics - Heat and Temperature

Physics - Heat and Temperature

Today we are going to discuss all about a chapter of physics named Heat and Temperature for RRB NTPC and RRB Group-D. Here we will analyze the previous year exams questions of Railway NTPC exam and will go through some expected questions from the chapter Heat and Temperature (followed by NCERT Syllabus) of General Science.So I think all Railway Exam 2019 aspirants will be help full by this important RRB NTPC Exam 2019 study materials.


RRB NTPC GK General Science : Physics - Heat and Temperature
RRB NTPC GK General Science : Physics - Heat and Temperature


ভৌতবিজ্ঞান - তাপ ও উষ্ণতা 


তাপ : তাপ হল এক রকমের শক্তি যা গ্রহণ করলে সাধারণভাবে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়
তাপের একক :
CGS – ক্যালোরি
SI - জুল
তাপ পরিবহনের পদ্ধতি : (1) পরিবহন (কঠিন) (2) পরিচলন(তরলগ্যাস) (3) বিকিরন
তাপ পরিমাপক যন্ত্র : ক্যালোরিমিটার
তাপমাত্রা বা উষ্ণতা : বস্তুর তাপীয়  অবস্থা যা স্থির করে দেয়  যে একটি বস্তুকে অন্য কোন একটি বস্তুর সংস্পর্শে লাগলে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে তাপ দেবে না দ্বিতীয় বস্তু থেকে তাপ নেবে
তাপমাত্রার একক CGS – °C     SI কেলভিন
উষ্ণতা পরিমাপক যন্ত্র : থার্মোমিটার

উষ্ণতার বিভিন্ন স্কেল :-
নাম
প্রতীক
নিম্ন স্থিরাঙ্ক
ঊর্ধ্ব স্থিরাঙ্ক
সেলসিয়াস
°C
0
100
ফারেনহাইট
°F
32
212
কেলভিন
K
273
373
রয়মার
°R
0
80


ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার
পারদের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কযথাক্রমে -39 সেন্টিগ্রেট এবং 357 ডিগ্রী সেন্টিগ্রেট
সুবেদী থার্মোমিটার এর গুন :-
বাল্বটির আয়তন বড়  হওয়া উচিত
উষ্ণতা বৃদ্ধির জন্য থার্মোমিটারব্যবহৃত তরলের আয়তন প্রসারণ যতটা সম্ভব বেশি হওয়া দরকার পারদ এর আয়তন প্রসারণ অন্যান্য তরল এর চেয়ে অনেক বেশি হয়
নলটি যত সরু এবং দীর্ঘ হবে পা নেওয়ার ততোই সুবিধা হবে এবং দাগগুলি দূরে দূরে হবে ফলে সামান্য উষ্ণতা বৃদ্ধিতে পারদ সূত্রটি নড়বে বেশি উপরে উঠবে ফলে উষ্ণতার পার্থক্য খুব কম হলেও তা সহজে নির্ণয়  করা যাবে

থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা :-
পারদস্বচ্ছ এবং চকচকে 
জল বা অন্যান্য ধরনের মত পারদ কাছে দেওয়ালের সঙ্গে আটকে থাকে না 
বিশুদ্ধ পারদ সহজলভ্য
উষ্ণতার বিস্তীর্ণ পার্লার মধ্যে পারদ তরল অবস্থায় থাকে
পারদ এর আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি 
পারদ এর তাপগ্রাহিতা কম 
উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পারদ এর প্রসারণ একমাত্রায় হয়
পারদ তাপের সুপরিবাহী


আপেক্ষিক তাপ : কোন পদার্থের একক ঘরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়  তাকেপদার্থের আপেক্ষিক তাপ বলে
একক : CGSক্যালোরি / গ্রাম ডিগ্রি সেলসিয়াস  SI জুল/কেজি কেলভিন
আপেক্ষিক তাপ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি / গ্রাম ডিগ্রি সেলসিয়াস
জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি / গ্রাম ডিগ্রি সেলসিয়াস বা 4200 জুল/কেজি কেলভিন
জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য জলের তাপ ধারণ ক্ষমতা বেশি
একই পরিমাণ তাপ সমান ভরের জলদুধে দিলে দুধ তাড়াতাড়ি গরম হয় কারণ দুধের আপেক্ষিক তাপ জলের চেয়ে কম
ক্যালোরিমিতির মূলনীতি : বর্জিত তাপ = গৃহীত তাপ

লসম : কোন বস্তুরউষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন যায়  সেই পরিমান তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায়  সেই পরিমাণ জল কেবস্তুর জলসম বলে
একক : CGSগ্রাম‌  SIকিলোগ্রাম
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক : (J)
একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে
J = 4.2 × 10^7  আর্গ/ক্যালোরি


   = 4.2  জুল /ক্যালোরি


Heat and Temperature
Physics MCQ Questions and Answers


Question 1.
কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয় ?
      (a) 1 ডিগ্রি
      (b) 0 ডিগ্রী
      (c) 4°
      (d) 100 ডিগ্রী

Question 2.
কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ঘর কে এক গ্রাম বলে ?
      (a) 1 ডিগ্রি
      (b) 0 ডিগ্রী
      (c) 4°
      (d) 100 ডিগ্রী

Question 3.
পারদ এর বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?
      (a) তাপের সুপরিবাহী
      (b) ঘনত্ব বেশি
      (c) তড়িৎ সুপরিবাহী
      (d) সহজ লভ্য

Question 4.
কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হলে বস্তুর তলটি কি রকমের হবে ?
      (a) সাদা
      (b) মসৃণ
      (c) মসৃণ কিন্তু কালো
      (d) অমসৃণ কিন্তু কাল

Question 5.
থার্মোস্ট্যাট কি ধরনের যন্ত্র ?
      (a) এমন একটি যন্ত্র যা স্নানের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল
      (b) এমন একটি যন্ত্র যার সাহায্যে থার্মোমিটার এর সঠিক মান নির্ধারিত হয়
      (c) এমন একটি যন্ত্র যা স্নানের জল বা ওভেন এর তাপমাত্রা স্থির রাখে
      (d) আধুনিক ধরনের থার্মোফ্লাক্স যা তাপ শক্তির সমবিভাজন নীতি তে কাজ করে

Question 6.
20° C = কত °F ?
      (a) 52° C
      (b) 68° C
      (c) 102° C
      (d) 40° C



Question 7.
কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে ?
      (a) - 40
      (b) 40
      (c) 20
      (d) - 20



Question 8.
মানুষের ত্বক সর্বাধিক কোন তাপমাত্রায় ফোসকা না পড়ে সহ্য করতে পারে ?
      (a) 60 °C
      (b) 30 °C
      (c) 40°C
      (d) 38 °C



Question 9.
জলসম এর একক কি ?
      (a) গ্রাম
      (b) গ্রাম/ক্যালরি
      (c) ক্যালরি/ ডিগ্রি প্রতি সেন্টিগ্রেড
      (d) উপরের কোনটি নয়



Question 10.
জলকে কেন সেঁক দেওয়ার কাজে ব্যবহার করা হয় ?
      (a) তাপগ্রাহিতা বেশি
      (b)আপেক্ষিক তাপ বেশি
      (c) তাপগ্রাহিতা কম
      (d) আপেক্ষিক তাপ কম



Question 11.
1 ক্যালোরি = কত জুল ?
      (a) 4.2855 জুল
      (b) 4.1855 জুল
      (c) 0.2855 জুল
      (d) 4.0055 জুল

Question 12.
1 জুল = কত ক্যালোরি ?
      (a) 4.2 ক্যালোরি
      (b) 2.4 ক্যালোরি
      (c) 0.24 ক্যালোরি
      (d) 0.024 ক্যালোরি

Question 13.
জলের আপেক্ষিক তাপ কত ?
      (a) 1 জুল / কেজি কেলভিন
      (b) 42 জুল / কেজি কেলভিন
      (c) 4.2 জুল / কেজি কেলভিন
      (d) 4200 জুল / কেজি কেলভিন

Question 14.
50 গ্রাম জলের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াতে কি পরিমান তাপ এর প্রয়োজন হবে ?
      (a) 2000 ক্যালোরি
      (b) 4000 ক্যালোরি
      (c) 4200 ক্যালোরি
      (d) 3200 ক্যালোরি

Question 15.
কোন বস্তুর ভর ও আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09 ক্যালোরি/গ্রাম । ওই বস্তুর জলসম কত হবে ?
      (a) 0.009 গ্রাম
      (b) 0.09 কেজি
      (c) 0.009 গ্রাম
      (d) 0.009 কেজি

Question 16.
10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমান কার্য করতে হবে ?
      (a) 420 জুল
      (b) 42 জুল
      (c) 4.2 জুল
      (d) 0.42 জুল

Question 17.
1 ব্রিটিশ থার্মাল একক = কত ক্যালোরি ?
      (a) 252 ক্যালোরি
      (b) 427 ক্যালোরি
      (c) 420 ক্যালোরি
      (d) 537 ক্যালোরি

Question 18.
শূন্য মাধ্যমে বিকীর্ণ তাপের বেগ কত ?
      (a) 2×10^9 cm/sec
      (b) 3×10^10 cm/sec
      (c) 9×10^11 cm/sec
      (d) 4×10^10 cm/sec

Question 19.
থার্মোমিটার এর আবিষ্কর্তা কে ?
      (a) ফারেনহাইট
      (b) ফ্রাঙ্কলিন
      (c) গ্যালিলিও
      (d) বেকেরেল

Question 20.
জলের ট্রিপল পয়েন্ট এর মান কত ?
      (a) 280 .18 K
      (b) 273.16 K
      (c) 300 K
      (d) 302 K

  

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।


গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 





আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স 


এছাড়াও তোমরা পড়তে পারো -