RRB NTPC GK General Science : Physics - Units and Measurement
Physics - Units and Measurement
We are going to discuss all about Units and Measurement chapter in Physics in the RRB NTPC and RRC Group-D Exam 2019 exam point of view. All MCQ questions and answers are also provided in this post. We have covered all important questions related to Units and Measurement
![]() |
RRB NTPC GK General Science : Physics - Units and Measurement |
⧭ ভৌতবিজ্ঞান - একক ও পরিমাপ
ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি: কেবল মাত্র স্থান অথবা মান এবং আভিমুখ দ্বারা সম্মিলিতভাবে প্রকাশ করা হয়।এইরুপ
প্রাকৃতিক বিষয় সমূহকে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, বেগ,
ত্বরণ ইত্যাদি।
·
প্রকারভেদ: রাশি প্রকাশের অপর ভিত্তি করে দুই প্রকার-
I. স্কেলার রাশি: কেবল
মানের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি ইত্যাদি।
II.ভেক্টর রাশি: ইহাকে মান এবং অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন- বেগ, ত্বরণ,সরণ,ওজন, ইত্যাদি।
II.ভেক্টর রাশি: ইহাকে মান এবং অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন- বেগ, ত্বরণ,সরণ,ওজন, ইত্যাদি।
·
একক: যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের সাহায্যে
কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করা
যায়।
·
প্রকার: একক গঠন
প্রকৃতির উপর ভিত্তি করে প্রকার-
I.প্রাথমিক বা মৌলিক বা মূল একক: যে সমস্ত একক স্বাধীন
এবং যার সাহায্যে অন্যান্য রাশির একক গঠিত হয়। যেমন- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির
একক।
II. লব্ধ একক: যে সমস্ত
রাশির একক একাধিক মূল এককের সাহায্যে গঠিত। যেমন- ক্ষেত্রফল, বেগ ইত্যাদির একক।
·
একক প্রকাশের পদ্ধতি:
বর্তমানে চারটি পদ্ধতিতে একক গুলিকে প্রকাশ করা হয়। সেগুলি হল- [i] CGS বা মেট্রিক পদ্ধতি, [ii] FPS বা ব্রিটিশ পদ্ধতি, [iii] MKS পদ্ধতি এবং [iv] SI
বা আন্তর্জাতিক পদ্ধতি।
প্রয়োজনীয় তথ্যাদি
·
দৈর্ঘ্য, ভর, কম্পাঙ্ক, উষ্ণতা, দ্রুতি, ঘনত্ব, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি
স্কেলার রাশি।
·
ওজন, সরণ, বল, বেগ, ভরবেগ, ত্বরণ, ক্ষেত্রফল, ইত্যাদি ভেক্টর রাশি।
·
SI একক ম্যাট্রিক পদ্ধতির আধুনিক
রূপ। ইহা 1960 সালে সর্বগ্রহন যোগ্যতা পেয়ে প্রচলিত হয়েছিল।
·
SI
একককে সাতটি রাশির একককে প্রধান মূল একক বা আধুনিক একক রূপে গন্য করা হয়।
·
একক সব সময় রওমান হরফে লেখা হয়।
·
একক সব সময় এক বচন হয়।
·
আলোর তরঙ্গদৈর্ঘ্য ও অনু, পরমানুর ব্যাস ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে ব্যাবহৃত
অতি ক্ষুদ্র এককগুলি হল-
I. অ্যাংস্ট্রম(Å)- 1Å = 10-10
m
II. ফার্মি(Fermi )-1 Fermi =10-15m
·
নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে ব্যাবহৃত অতি বৃহদ এককগুলি হল-
I. আস্ট্রনমিক্যাল একক(AU)-1
AU = 1.495*108km
II. আলোকবর্ষ(Light year)- 1
light year =9.45*1012km
III. পারসেক(Parsec)- 1 parsec =3.26 light year = 30.84*1012km
·
পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক
মধ্যরেখাকে সূর্য একবার অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে
তাকে 1 সৌরদিন বলে।
·
এক বছরের মোট সৌরদিনের 365 ভাগের এক ভাগকে গড় সৌরদিন বলে। ইহার 24 ভাগের 1
ভাগের 1 ভাগকে 1 ঘন্টা বলে।
·
CGS এবং SI পদ্ধতি ভৌত রাশির এককগুলির ক্ষেত্রে বড় বা
ছোটো এককে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিকের স্থান পরিবর্তন করলেই হয় তাই একে
দশমিক পদ্ধতি বলে।
·
মূল ভৌত রাশির মাত্রা গুলি- দৈর্ঘ্য (L), ভর(M), সময়(T), তড়িৎপ্রবাহ(I), তাপগতীয় তাপমাত্রা, দীপন প্রাবল্য(J)।
·
বস্তুর
ভর সাধারন তুলা যন্ত্রের সাহায্যে এবং ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ
করা হয়।
·
দোলক
ঘড়ির কোন এক প্রান্ত থেকে দোলক পিন্ড অপর প্রান্তে ফিরে পুনরায় সেই প্রান্তে ফিরে
আসতে যে সময় অতিক্রম করে তাকে দোলক কাল বলে। দোলক ঘড়ির দোলক কাল 2 সেকেন্ড।
·
আমাদের
ব্যাবহৃত হাত ঘড়ি একপ্রকার স্প্রিং ঘড়ি। বর্তমানে কোয়ার্টজ কেলাস(Quartz Crystal)-এর ঘড়ি ব্যাটারী চালিত ।
এবার আমরা একক ও পরিমাপ এর MCQ প্রশ্নোত্তর দেখে নেবো
এবার আমরা একক ও পরিমাপ এর MCQ প্রশ্নোত্তর দেখে নেবো
Unit and Measurement
MCQ
Question 1.
কম্পিউটারের মেমোরি মাপার জন্য সব থেকে বড় একক কি ?
(a) Yottabite
(b) Zettabite
(c) Petabite
(d) Terabite
Question 2.
1 a.m.u = কত কেজি ?
(a) 1.627 × 10 ^ (-24)
(b) 1.627 × 10 ^ (-27)
(c) 1.627 × 10 ^ (-19)
(d) 9.11 × 10 ^ (-27)
Question 3.
মাত্রাহীন ভৌত রাশির মাত্রা কত ?
(a) 0
(b) 1
(c) 100
(d) বলা সম্ভব নয়
Question 4.
প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দন্ডে প্লাটিনাম ও ইরিডিয়ামের পরিমাণের অনুপাত কত ?
(a) 1:1
(b) 9:1
(c) 1:9
(d) 2:3
Question 5.
0 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম ভরের জলের আয়তন কত হয় ?
(a)1 লিটার
(b) 1 লিটার এর থেকে বেশি
(c) 1 লিটার এর থেকে কম
(d) ওপরের কোনোটিই নয়
Question 6.
1 ফার্মি = কত মিটার ?
(a) 10^(-9)
(b) 10^(-10)
(c) 10^(-12)
(d) 10^(-15)
Question 7.
1 AU = কত মিটার ?
(a) 1.495 × 10^15
(b) 1.495 × 10^12
(c) 1.495 × 10^11
(d) 1.495 × 10^14
Question 8.
ভর, চাপ, ওজন, তড়িৎ প্রবাহ মাত্রা, বেগ, কম্পাঙ্ক, দ্রুতি, ত্বরণ – এখানে কতগুলি স্কেলার রাশি রয়েছে ?
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) দুটি
Question 9.
1 ফ্যাদম = কত ?
(a) 60 ফুট
(b) 6 ফুট
(c) 6 মিটার
(d) 6 A.U.
Question 10.
নট (Knot) কীসের একক ?
(a) জাহাজের গতিবেগ এর একক
(b) সমুদ্র উপকূলের দৈর্ঘ্যের একক
(c) সমুদ্রের গভীরতা মাপার একক
(d) ওপরের কোনোটিই নয়
Question 11.
DNA এর প্যাঁচ মাপতে কোন একক ব্যবহার করা হয় ?
(a) ফার্মি
(b) মাইক্রন
(c) অ্যাংস্ট্রম
(d) ন্যানোমিটার
Question 12
আলোকবর্ষ কিসের একক ?
(a) গভীরতার একক
(b) দূরত্বের একক
(c) গতিবেগ এর একক
(d) সময়ের একক
Question 13.
কোন রাশির একক ডাইন – সেকেন্ড ?
(a) চাপ
(b) অভিকর্ষজ ত্বরণ
(c) ভরবেগ
(d) ভার
Question 14.
পরমাণুর ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?
(a) মিটার
(b) ফার্মি
(c) অ্যাংস্ট্রম
(d) ন্যানো মিঃ
Question 15.
কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় ?
(a) হ্যানয়মিটার
(b) ফ্যাগোমিটার
(c) অল্টিমিটার
(d) ওপরের কোনোটিই নয়
Question 16.
কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
(a) তড়িৎ প্রবাহ
(b) তড়িৎ শক্তি
(c) বৈদ্যুতিক ক্ষমতা
(d) তড়িৎ আধান
Question 17.
পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করার সুবিধাজনক একক কোনটি ?
(a) আলোকবর্ষ
(b) মহাকর্ষীয় একক
(c) মিটার
(d) মিটার
Question 18.
দোলক ঘড়ির দোলনকাল কত ?
(a) 0.5 সেকেন্ড
(b) 1 সেকেন্ড
(c) 2 সেকেন্ড
(d) 4 সেকেন্ড
Question 19.
1 ক্যারাট = কত মিলিগ্রাম ?
(a) 100 মিলিগ্রাম
(b) 200 মিলিগ্রাম
(c) 240 মিলিগ্রাম
(d) 480 মিলিগ্রাম
Question 20.
সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে ওজন করার জন্য যে বাটখারা গুলি থাকে সেগুলি কি অনুপাতে থাকে ?
(a) 2 : 2 : 5 : 1
(b) 5 : 2 : 2 : 1
(c) 1 : 2 : 5 : 2
(d) 2 : 2 : 1 : 5
তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
এছাড়াও তোমরা পড়তে পারো -