বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

RRB NTPC GK General Science : Physics - Units and Measurement

RRB NTPC GK General Science : Physics - Units and Measurement

Physics - Units and Measurement

We are going to discuss all about Units and Measurement chapter in Physics in the RRB NTPC and RRC Group-D Exam 2019 exam point of view. All MCQ questions and answers are also provided in this post. We have covered all important questions related to Units and Measurement


RRB NTPC GK General Science : Physics - Units and Measurement
RRB NTPC GK General Science : Physics - Units and Measurement

ভৌতবিজ্ঞান - একক ও পরিমাপ

 ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি: কেবল মাত্র স্থান অথবা মান এবং আভিমুখ দ্বারা সম্মিলিতভাবে প্রকাশ করা হয়।এইরুপ প্রাকৃতিক বিষয় সমূহকে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি।

·       প্রকারভেদ:  রাশি প্রকাশের অপর ভিত্তি করে দুই প্রকার-

 I. স্কেলার রাশি: কেবল মানের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি ইত্যাদি।
 II.ভেক্টর রাশি: ইহাকে মান এবং অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন- বেগ, ত্বরণ,সরণ,ওজন, ইত্যাদি।

·       একক: যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের সাহায্যে কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করা যায়।
·       প্রকার: একক গঠন প্রকৃতির উপর ভিত্তি করে প্রকার-
      I.প্রাথমিক বা মৌলিক বা মূল একক:  যে সমস্ত একক স্বাধীন এবং যার সাহায্যে অন্যান্য রাশির একক গঠিত হয়। যেমন- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির একক।
      II. লব্ধ একক: যে সমস্ত রাশির একক একাধিক মূল এককের সাহায্যে গঠিত। যেমন- ক্ষেত্রফল, বেগ ইত্যাদির একক।
·       একক প্রকাশের পদ্ধতি: বর্তমানে চারটি পদ্ধতিতে একক গুলিকে প্রকাশ করা হয়। সেগুলি হল- [i] CGS বা মেট্রিক পদ্ধতি, [ii] FPS বা ব্রিটিশ পদ্ধতি, [iii] MKS পদ্ধতি এবং [iv] SI  বা আন্তর্জাতিক পদ্ধতি।


                                               প্রয়োজনীয় তথ্যাদি


·       দৈর্ঘ্য, ভর, কম্পাঙ্ক, উষ্ণতা, দ্রুতি, ঘনত্ব, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি স্কেলার রাশি।
·       ওজন, সরণ, বল, বেগ, ভরবেগ, ত্বরণ, ক্ষেত্রফল, ইত্যাদি ভেক্টর রাশি।
·       SI  একক ম্যাট্রিক পদ্ধতির আধুনিক রূপ। ইহা 1960 সালে সর্বগ্রহন যোগ্যতা পেয়ে প্রচলিত হয়েছিল।
·       SI একককে সাতটি রাশির একককে প্রধান মূল একক বা আধুনিক একক রূপে গন্য করা হয়।
·       একক সব সময় রওমান হরফে লেখা হয়।
·       একক সব সময় এক বচন হয়।
·       আলোর তরঙ্গদৈর্ঘ্য ও অনু, পরমানুর ব্যাস ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে ব্যাবহৃত অতি ক্ষুদ্র এককগুলি হল-
                            I.  অ্যাংস্ট্রম(Å)- 1Å = 10-10 m
                            II.  ফার্মি(Fermi )-1 Fermi =10-15m
·       নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে ব্যাবহৃত অতি বৃহদ এককগুলি হল-
                   I. আস্ট্রনমিক্যাল একক(AU)-1 AU = 1.495*108km
                II. আলোকবর্ষ(Light year)- 1 light year =9.45*1012km
             III. পারসেক(Parsec)-  1 parsec =3.26 light year = 30.84*1012km
·       পৃথিবীর  কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে সূর্য একবার অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলে।
·       এক বছরের মোট সৌরদিনের 365 ভাগের এক ভাগকে গড় সৌরদিন বলে। ইহার 24 ভাগের 1 ভাগের 1 ভাগকে 1  ঘন্টা বলে।
·       CGS এবং SI পদ্ধতি ভৌত রাশির এককগুলির ক্ষেত্রে বড় বা ছোটো এককে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিকের স্থান পরিবর্তন করলেই হয় তাই একে দশমিক পদ্ধতি বলে।
·       মূল ভৌত রাশির মাত্রা গুলি- দৈর্ঘ্য (L), ভর(M), সময়(T), তড়িৎপ্রবাহ(I), তাপগতীয় তাপমাত্রা, দীপন প্রাবল্য(J)
·       বস্তুর ভর সাধারন তুলা যন্ত্রের সাহায্যে এবং ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়।
·       দোলক ঘড়ির কোন এক প্রান্ত থেকে দোলক পিন্ড অপর প্রান্তে ফিরে পুনরায় সেই প্রান্তে ফিরে আসতে যে সময় অতিক্রম করে তাকে দোলক কাল বলে। দোলক ঘড়ির দোলক কাল  2  সেকেন্ড।

·       আমাদের ব্যাবহৃত হাত ঘড়ি একপ্রকার স্প্রিং ঘড়ি। বর্তমানে কোয়ার্টজ কেলাস(Quartz Crystal)-এর ঘড়ি ব্যাটারী চালিত । 
 এবার আমরা  একক ও পরিমাপ এর MCQ প্রশ্নোত্তর দেখে  নেবো 





Unit and Measurement
MCQ


Question 1.
কম্পিউটারের মেমোরি মাপার জন্য সব থেকে বড় একক কি ?
      (a) Yottabite
      (b) Zettabite
      (c) Petabite
      (d) Terabite

Question 2.
1 a.m.u = কত কেজি ?
      (a) 1.627 × 10 ^ (-24)
      (b) 1.627 × 10 ^ (-27)
      (c) 1.627 × 10 ^ (-19)
      (d) 9.11 × 10 ^ (-27)

Question 3.
মাত্রাহীন ভৌত রাশির মাত্রা কত ?
      (a) 0
      (b) 1
      (c) 100
      (d) বলা সম্ভব নয়

Question 4.
প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দন্ডে প্লাটিনাম ও ইরিডিয়ামের পরিমাণের অনুপাত কত ?
      (a) 1:1
      (b) 9:1
      (c) 1:9
      (d) 2:3

Question 5.
0 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম ভরের জলের আয়তন কত হয় ?
      (a)1 লিটার
      (b) 1 লিটার এর থেকে বেশি
      (c) 1 লিটার এর থেকে কম
      (d) ওপরের কোনোটিই নয়

Question 6.
1 ফার্মি = কত মিটার ?
      (a) 10^(-9)
      (b) 10^(-10)
      (c) 10^(-12)
      (d) 10^(-15)


Question 7.
1 AU = কত মিটার ?
      (a) 1.495 × 10^15
      (b) 1.495 × 10^12
      (c) 1.495 × 10^11
      (d) 1.495 × 10^14


Question 8.
ভর, চাপ, ওজন, তড়িৎ প্রবাহ মাত্রা, বেগ, কম্পাঙ্ক, দ্রুতি, ত্বরণ – এখানে কতগুলি স্কেলার রাশি রয়েছে ?
      (a) তিনটি
      (b) চারটি
      (c) পাঁচটি
      (d) দুটি


Question 9.
1 ফ্যাদম = কত ?
      (a) 60 ফুট
      (b) 6 ফুট
      (c) 6 মিটার
      (d) 6 A.U.


Question 10.
নট (Knot) কীসের একক ?
      (a) জাহাজের গতিবেগ এর একক
      (b) সমুদ্র উপকূলের দৈর্ঘ্যের একক
      (c) সমুদ্রের গভীরতা মাপার একক
      (d) ওপরের কোনোটিই নয়


Question 11.
DNA এর প্যাঁচ মাপতে কোন একক ব্যবহার করা হয় ?
      (a) ফার্মি
      (b) মাইক্রন
      (c) অ্যাংস্ট্রম
      (d) ন্যানোমিটার

Question 12
আলোকবর্ষ কিসের একক ?
      (a) গভীরতার একক
      (b) দূরত্বের একক
      (c) গতিবেগ এর একক
      (d) সময়ের একক

Question 13.
কোন রাশির একক ডাইন – সেকেন্ড ?
      (a) চাপ
      (b) অভিকর্ষজ ত্বরণ
      (c) ভরবেগ
      (d) ভার

Question 14.
পরমাণুর ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?
      (a) মিটার
      (b) ফার্মি
      (c) অ্যাংস্ট্রম
      (d) ন্যানো মিঃ

Question 15.
কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় ?
      (a) হ্যানয়মিটার
      (b) ফ্যাগোমিটার
      (c) অল্টিমিটার
      (d) ওপরের কোনোটিই নয়

Question 16.
কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
      (a) তড়িৎ প্রবাহ
      (b) তড়িৎ শক্তি
      (c) বৈদ্যুতিক ক্ষমতা
      (d) তড়িৎ আধান

Question 17.
পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করার সুবিধাজনক একক কোনটি ?
      (a) আলোকবর্ষ
      (b) মহাকর্ষীয় একক
      (c) মিটার
      (d) মিটার

Question 18.
দোলক ঘড়ির দোলনকাল কত ?
      (a) 0.5 সেকেন্ড
      (b) 1 সেকেন্ড
      (c) 2 সেকেন্ড
      (d) 4 সেকেন্ড

Question 19.
1 ক্যারাট = কত মিলিগ্রাম ?
      (a) 100 মিলিগ্রাম
      (b) 200 মিলিগ্রাম
      (c) 240 মিলিগ্রাম
      (d) 480 মিলিগ্রাম

Question 20.
সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে ওজন করার জন্য যে বাটখারা গুলি থাকে সেগুলি কি অনুপাতে থাকে ?
      (a) 2 : 2 : 5 : 1
      (b) 5 : 2 : 2 : 1
      (c) 1 : 2 : 5 : 2
      (d) 2 : 2 : 1 : 5

  



তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।


গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 



আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স 

এছাড়াও তোমরা পড়তে পারো -