শুক্রবার, ২৮ জুন, ২০১৯

6000 gk questions and answers pdf in bengali

6000 gk questions and answers pdf in bengali

6000 gk questions and answers 

বন্ধুরা এই পোস্টে তোমরা 6000 gk questions and answers আগে পড়ে নাও তারপর  এর পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।
6000 gk questions and answers pdf in bengali
6000 gk questions and answers pdf in bengali

এই 6000 জিকে এর প্রশ্নোত্তরের সেট এ তোমরা বিগত বছরগুলির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন পাবে যাতে ভারতের ইতিহাস,ভারতের সংবিধান, সাধারণ বিজ্ঞান, ভারতের ভূগোল, পৃথিবীর ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স, খেলা সংক্রান্ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে।  




প্রশ্ন :-  অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক ?
উওর :- অস্ট্রেলিয়া
প্রশ্ন :- 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটের নাম কি ?
উওর :-  ফুলেকো
প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে  ?
উওর :-  সোনালী গুহ
প্রশ্ন :-  ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতী গভর্নরের নাম কি ?
উওর :- সিভি দেশমুখ
প্রশ্ন :-  বাহমনী রাজ্যের রাজধানী কোথা ছিল ?
উওর :-  গুলবর্গা
প্রশ্ন :- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কি বলা হত ?
উওর :-  হ্যারল্ড ডোমাক মডেল
প্রশ্ন :-  ভারতীরিজার্ভ ব্যাংক কবে গঠিত  ?
উওর :- 1935 সালের 1 এপ্রিল
প্রশ্ন :- শিবাজী শিক্ষক ছিলেন কে ?
উওর :-  দাদাজি কোন্ডদেব
প্রশ্ন :- রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এর নাম কি ?
উওর :-  অসবার্ণ অকালস্মিথ
প্রশ্ন :-   পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উওর :- ধোয়ী
প্রশ্ন :- ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে যে ব্যাংক ঋণ দানের অগ্রণী ভূমিকা গ্রহণ করে তার নাম কি ?
উওর :-  NABARD
প্রশ্ন :- ন্যূনতম মজুরি আইন পাস  কোন বৎসর ?
উওর :-  1948 সালে
প্রশ্ন :- শশাঙ্ক কার উপাসক ছিলেন  ?
উওর :- শিবের
প্রশ্ন :- ভারতের জাতী স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয় ?
উওর :-  1992 সালে
প্রশ্ন :- NABARD কবে গঠিত  ?
উওর :-  1982 সালে
প্রশ্ন :-   খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে  ?
উওর :- 1527 সালে
প্রশ্ন :- বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন ?
উওর :-  1507 খ্রিস্টাব্দে
প্রশ্ন :- আর্সেনিকের প্রভাবে কি রোগ  ?
উওর :-  ব্ল্যাকফুট রোগ
প্রশ্ন :-  রঘুবংশম্ কাব্যের রচয়িতা কে ?
উওর :- কালিদাস
প্রশ্ন :- ভারতের কোন সমুদ্র বন্দর আমদানি বাণিজ্য প্রথম স্থান অধিকার করে ?
উওর :-  মুম্বাই
প্রশ্ন :- সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল ?
উওর :-  হর্ষবর্ধন
প্রশ্ন :- কঙ্গো নামে দেশটির প্রাচীন নাম কি ছিল ?
উওর :- জাইরি
প্রশ্ন :- পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
উওর :-  1761 সালে
প্রশ্ন :-  বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত ?
উওর :-  দ্বারকেশ্বর
প্রশ্ন :- আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উওর :- হকি
প্রশ্ন :- মানুষের ফুসফুসের আবরণীকে কি বলা য় ?
উওর :-  প্লুরা
প্রশ্ন :- বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত  ?
উওর :-  উড়িষ্যার কটকে
প্রশ্ন :-  পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত ?
উওর :- উড়িষ্যা
প্রশ্ন :- ব্যাগি গ্রিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উওর :-  ক্রিকেট


প্রশ্ন :-  ভারতীয় উপভোক্তা সুরক্ষা আইন কবে থেকে কার্যকর য় ?
উওর :-  1986 সালের 24 ডিসেম্বর
প্রশ্ন :- UNHCR এর সদর দপ্তর কোথায় ?
উওর :- জেনেভা
প্রশ্ন :- বার্লিন কোন নদীর তীরে অবস্থিত ?
উওর :-  স্প্রী
প্রশ্ন :-  চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?
উওর :-  রাজেন্দ্র চোল
প্রশ্ন :- ঘর্ঘরার যুদ্ধ কত সালে অনুষ্ঠিত য় ?
উওর :- 1529 সালে
প্রশ্ন :- কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন ?
উওর :-  সমুদ্রগুপ্ত
প্রশ্ন :- দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত  ?
উওর :-  ক্রিকেট
প্রশ্ন :- আকবরের সমাধি কোথায় অবস্থিত ?
উওর :- আগ্রা
প্রশ্ন :- কোন তারিখে দিনরাত্রি সমান য় ?
উওর :-  21 শে মার্চ
প্রশ্ন :-  ভারতবর্ষের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছিলেন তিনি কে ?
উওর :-  বাচেন্দ্রী পাল
প্রশ্ন :- ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি কোথায় অবস্থিত ?
উওর :- কোচি
প্রশ্ন :- আল বিরুনী কার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন ?
উওর :-  সুলতান মাহমুদ
প্রশ্ন :-  মহেন্দ্রদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?
উওর :-  কুমার গুপ্ত
প্রশ্ন :-  ইজরায়েলর পার্লামেন্টের নাম কি ?
উওর :- নেসেট
প্রশ্ন :- গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উওর :-  মধ্যপ্রদেশ
প্রশ্ন :- রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল ব্যবহার করা য় তার নাম কি  ?
উওর :-  ফ্রিওন
প্রশ্ন :-  আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উওর :- রামমোহন রা
প্রশ্ন :- অধীনতামূলক মিত্রতা নীতি কার সঙ্গে যুক্ত হয়েছিল ?
উওর :-  লর্ড ওয়েলেসলি
প্রশ্ন :-  নেতাজি সুভাষচন্দ্র বোস কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি হয়েছিলেন ?
উওর :-  হরিপুরা
প্রশ্ন :-  মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?
উওর :- মাদুরাইতে
প্রশ্ন :- জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন কোন বাঙালি ?
উওর :-  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যা
প্রশ্ন :- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায়  অবস্থিত  ?
উওর :-  পেরাম্বুর


বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE