West Bengal Job Exam study material pdf
study material pdf for west Bengal job exam
Hi friends,West Bengal Job Exam study material pdf is provided in this post which is very important for West Bengal Government jobs.
Questions regarding Indian History - Ancient History India, Medival History India, Modern History of India, Indian Geography, World Geography, Indian Polity, Indian Economy. General Science - Physics, Chemistry, Biology, Environmental Studies, Child Development and pedagogy, Current Affairs are included in this study material.
![]() |
West Bengal Job Exam study material pdf |
study materials in Bengali, Bengali pdf book, 6000+ Gk questions for wbcs, psc,icds, West Bengal Police Main Exam 2019 WB TET SSC CGL, SSC chsl, RRB ntpc, RRB JE, RRC GROUP D, UPSC, IAS, ICS, IBPS Clerk, IBPS PO, and all competitive exams.
উওর :- সান্দাকফু
প্রশ্ন :- পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
উওর :- কলকাতা
প্রশ্ন :- মান সিংহ তোমর কোথাকার রাজা ছিলেন ?
উওর :- গোয়ালিয়র
প্রশ্ন :- 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ কততম ?
উওর :- দ্বাদশ
প্রশ্ন :- আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ?
উওর :- আবুল ফজল
প্রশ্ন :- তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা ছিল ?
উওর :- তুর্কি
প্রশ্ন :- কত সালে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হয় ?
উওর :- ২০১১ সালে
প্রশ্ন :- সম্রাট হুমায়ুনের সভাকবি কে ছিলেন ?
উওর :- কাশিম খান মৌজি
প্রশ্ন :- জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উওর :- দ্বিতীয় (২০১১)
প্রশ্ন :- পশ্চিমবঙ্গের 23 টি জেলার মধ্যে বৃহত্তম জেলা কোনটি ?
উওর :- দক্ষিণ 24 পরগনা
প্রশ্ন :- কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
উওর :- অল বিরুনি
প্রশ্ন :- পশ্চিমবঙ্গ রাজ্যের নবতম জেলার নাম কি ?
উওর :- পশ্চিম বর্ধমান
প্রশ্ন :- কালবৈশাখী কে ইংরেজিতে কী বলা হয় ?
উওর :- Nor wester
প্রশ্ন :- কে মহাভারতের বাংলা অনুবাদ করেন ?
উওর :- কাশীরাম দাস
প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উওর :- বক্সা ডুয়ার্স
প্রশ্ন :- ফতেহপুর সিক্রি নির্মাণ করেছিলেন কে ?
উওর :- আকবর
প্রশ্ন :- মালাধর বসুর অনুবাদ গ্রন্থ টির নাম কি ?
উওর :- শ্রীকৃষ্ণ বিজয়
প্রশ্ন :- আধান এর এস আই একক কি ?
উওর :- কুলম্ব
প্রশ্ন :- হুমায়ুননামা রচনা করেন কে ?
উওর :- গুলবদন বেগম
প্রশ্ন :- আলোর গতি সর্বাধিক হয় কোন স্থানে ?
উওর :- শূন্যস্থানে
প্রশ্ন :- আলাউদ্দিন খলজির আমলে নির্মিত আলাই দরওয়াজা তৈরি হয়েছিল কি পাথর দিয়ে ?
উওর :- লাল বেলে পাথর দিয়ে
প্রশ্ন :- শিবাজীর মাতা ছিলেন কে ?
উওর :- জিজাবাই
প্রশ্ন :- বিক্রমজিৎ উপাধি কে ধারণ করেন ?
উওর :- হিমু
প্রশ্ন :- পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
উওর :- ১৬৬৫ সালে
প্রশ্ন :- ভারতে প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন ?
উওর :- গুপ্ত বংশের রাজারা
প্রশ্ন :- নবমতম শিখ গুরুর নাম কি ?
উওর :- গুরু তেগ বাহাদুর
প্রশ্ন :- ভারতের এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উওর :- অর্থ মন্ত্রকের সচিবের
প্রশ্ন :- ভারত সরকারের ব্যাংকিং সংক্রান্ত কার্যাবলী কে নিয়ন্ত্রন করে ?
উওর :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্ন :- যে শিখ গুরু কে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন তিনি হলেন কে ?
উওর :- গুরু তেগ বাহাদুর
প্রশ্ন :- কত সালে ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল ?
উওর :- 1946 সালে
প্রশ্ন :- পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের সঙ্গে ?
উওর :- শিবাজীর সাথে জয় সিংহ
প্রশ্ন :- ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কটির নাম কি ?
উওর :- হিন্দুস্তান ব্যাঙ্ক (১৭৭০ সালে)
প্রশ্ন :- কত খ্রিস্টাব্দে শিবাজীর অভিষেক হয়েছিল ?
উওর :- 1674 খ্রিস্টাব্দে
প্রশ্ন :- সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল ?
উওর :- সামন্ত সেন
প্রশ্ন :- বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উওর :- গোপাল
প্রশ্ন :- ভারতে যোজনা আয়োগ এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন ?
উওর :- ভারতের প্রধানমন্ত্রী
প্রশ্ন :- তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উওর :- 1192 সালে
প্রশ্ন :- চোল রাজাদের রাজধানী কোথায় ছিল ?
উওর :- থাঞ্জাভুর
প্রশ্ন :- জাতীয় পরিকল্পনা পর্ষদের সভাপতি কে ?
উওর :- ভারতের প্রধানমন্ত্রী
প্রশ্ন :- জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় ?
উওর :- 1952 সালে
প্রশ্ন :- বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে ?
উওর :- জুন 1946 সালে
প্রশ্ন :- সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে থেকে ভারত অভিযান শুরু করেছিলেন ?
উওর :- 1000 সালে
প্রশ্ন :- ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয় ?
উওর :- মুম্বাই
প্রশ্ন :- রামচরিত কাব্য রচনা করেছিলেন কে ?
উওর :- সন্ধ্যাকর নন্দী
প্রশ্ন :- ইম্পেরিয়াল আই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরবর্তীত নাম কি ?
উওর :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্ন :- আঙ্কোরভাট কোথায় অবস্থিত ?
উওর :- কম্বোডিয়ায়
প্রশ্ন :- ব্রাহ্মণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন মন্দিরের গায়ে ?
উওর :- আঙ্কোরভাট
প্রশ্ন :- কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির টি কোন দেবতার মন্দির ?
উওর :- বিষ্ণু
প্রশ্ন :- দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
উওর :- বল্লাল সেন
প্রশ্ন :- গীতগোবিন্দম্ কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উওর :- জয়দেব
প্রশ্ন :- পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন কে দেন ?
উওর :- জাতীয় উন্নয়ন পর্ষদ
বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE