সোমবার, ১ নভেম্বর, ২০২১

Nobel Prize 2021 Winners list in bengali

Nobel Prize 2021 facts in Bengali

Go through Nobel Prize 2021 winners in Bengali with Nobel Prize facts and history. Who got Nobel Prize 2021 in which field is completely discussed here with all important points.

Nobel Prize 2021 Winners list in bengali
Nobel Prize 2021 Winners list in bengali

1901 সাল থেকে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য  শান্তিতে অসামান্য কৃতিত্বের জন্য বিশ্বের যেকোনো প্রান্ত থেকে, যেকোনো কৃতি পুরুষ ও কৃতি মহিলাদের নিয়ে, প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়

সুইডিশ পদার্থবিদ, রসায়নবিদ, ডিনামাইট আবিষ্কর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট লেখক আলফ্রেড বানহার্ড নোবেল কে নোবেল পুরস্কার এর উদ্ভাবক হিসেবে ধরা হয়

1895 সালের 27 নভেম্বর তিনি তার মোট সম্পত্তির 94% নোবেল পুরস্কার তহবিলের জন্য দান করেন

তাই এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে স্মরণ করে তার মৃত্যু দিবসে প্রতি বছর 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু করেন Royal Swedish academy

পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে Royal Swedish academy

1968 সালে সুইডেন সেভরিক রিক্স ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে এবং 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয়

চিকিৎসা বিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট

সাহিত্যে নোবেল দেওয়ার ব্যবস্থা করে সুইডিশ অ্যাকাডেমি

শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেন নরওয়েজিয়ান নোবেল কমিটি

পুরস্কার হিসেবে দেওয়া হয় 18 ক্যারেটের একটি স্বর্ণপদক, ডিপ্লোমা, পুরস্কার মূল্য হিসেবে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা

মোট ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়


Nobel Prize 2021 in Physics

2021 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার

সাইকুরো মানাবে (Syukuro Manabe) - যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী

[“for the physical modeling of Earth’s climate, quantifying variability and reliably predicting global warming”

(পৃথিবীর জলবায়ুর মডেলিংয়ের জন্য, পরিবর্তনশীলতার পরিমাণ  এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস নির্ধারণ )

2. ক্লাউস হ্যাসেলম্যান (Klaus Hassel Mann) - জার্মানের বিজ্ঞানী

[“for the physical modeling of Earth’s climate, quantifying variability and reliably predicting global warming”

(পৃথিবীর জলবায়ুর মডেলিংয়ের জন্য, পরিবর্তনশীলতার পরিমাণ  এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস নির্ধারণ )

3. জর্জিও প্যারিসি  (Giorgio Parisi) - ইতালির বিজ্ঞানী

( “for the discovery of the interplay of disorder and fluctuations in physical systems from atomic to planetary scales.) 

জর্জিও প্যারিসি নোবেল পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে,তা আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক পেয়েছেন।


Noble prize History (Physics)

পদার্থবিজ্ঞানে 2020 সালে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী আন্দ্রেয়া ঘেজ, ব্রিটেনের রজার পেনরোজ ও জার্মানির রেইনহার্ড গেঞ্জেল- যৌথভাবে ।

মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য এই সম্মান প্রদান করা হয়.

পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান জার্মানির বিজ্ঞানী ডব্লিউ কে রন্টজেন ১৯০১ সালে

পিয়ের কুরি ও মাদাম মেরি কুরি (দুইজন দম্পতি) পদার্থবিদ্যায় নোবেল পান 1903 সালে

সর্বকনিষ্ঠ পদার্থবিদ্যায় নোবেল জয়ী লরেন্স ব্রাগ (অস্ট্রেলিয়া) 1915 সালে ইনি নোবেল পুরস্কার পান

প্রবীণ পদার্থবিদ্যায় নোবেল জয়ী আর্থার অ্যাসকিন (মার্কিন যুক্তরাষ্ট্র) 2018 সালে ইনি নোবেল পুরস্কার পান

প্রথম ভারতীয় হিসেবে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পান সিভি রমন


Nobel Prize 2021 in Chemistry

2021 সালে রসায়নবিদ্যা নোবেল পুরস্কার

বেঞ্জামিন লিস্ট - জার্মানির বিজ্ঞানী

ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান - ব্রিটেনের বেলশিলের বিজ্ঞানী

(“for the development of asymmetric organocatalysed.”)

জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের  জন্য পুরস্কার পান এই দুই বিজ্ঞানী


Noble prize History (Chemistry)

রসায়নে 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন  ইমানুয়েল কারপেনটিয়ার এবং জেনিফার ডুডনা

জিন সম্পাদনার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হবে ।

তাঁদের তৈরি প্রযুক্তি ব্যবহার করে প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারা যাবে।

তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির নাম ‘CRRSPR / Cas9 : CRISPR-Cas9 is a unique technology that enables geneticists and medical researchers to edit parts of the genome

ইতিহাসে ষষ্ঠ ও সপ্তম মহিলা হিসেবে তাঁরা রসায়নে নোবেল পেয়েছেন।

রসায়নে প্রথম নোবেল বিজয়ী জেএইচ ভ্যান্ট হফ(নেদারল্যান্ড) ইনি 1901 সালে  নোবেল পুরস্কার পান

ফ্রেডারিক স্যাংগার (ইংল্যান্ড) রসায়নশাস্ত্রে দুইবার 1958 এবং 1980 সালে নোবেল পুরস্কার পান

2009 সালে ভেঙ্কট রামন রামাকৃষ্ণন প্রথম ভারতীয় হিসেবে রসায়নে নোবেল পুরস্কার পান

ফ্রান্সের ফেডেরিক জুলিয়ট 1935 সালের  সর্বকনিষ্ঠ হিসাবে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পান

জার্মানির জন বি গুডএনাফ 2019 সালে প্রবীণ ব্যক্তি হিসেবে রসায়নবিদ্যা নোবেল পুরস্কার পান (বয়স 97সাল)


Nobel Prize 2021 in Economy

2021 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার

ডেভিড কার্ড (David Card) - যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক

(“for his empirical contributions to labour economics”)

শ্রম অর্থনীতিতে তার অভিজ্ঞতাগত অবদানের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হন ডেভিড কার্ড।

2. জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট (Joshua D Angrist) - ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক (“for their methodological contributions to the analysis of causal relationships”)

প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

3. গুইডো ডব্লু ইমবেনস (Guido W Imbens) - স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতি বিভাগের অধ্যাপক

(“for their methodological contributions to the analysis of causal relationships”)

প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।


Noble prize History (Economy)

2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন - নিলামের মাধ্যমে পণ্য - বিপণনের বিকল্প পদ্ধতি আবিষ্কারের জন্য আমেরিকার Robert  B Wilson এবং Paul Milgrom – 2020 অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন

2019 সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারকে অর্থনীতির নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছিলেন

"বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য" এই পুরস্কার দেওয়া হয়

অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক রাগনার প্লিস (নরওয়ে) এবং জন টিম্বারজেন(নেদারল্যান্ড) 1969 সালে পান

প্রবীণ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক লিওনিথ হুরুইজ(মার্কিন যুক্তরাষ্ট্র)

2007 সালে ইনি পুরস্কারটা পান

1998 সালে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পান অমর্ত্য সেন


Nobel Prize 2021 in (Literature)

2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার

আব্দুলরজ্জাক গুর্নাহ - তানজানিয়ার উপন্যাসিক

 “for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fate of the refugee in the gulf between cultures and continents.”

ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তাঁর আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে


Noble prize History (Literature)

সাহিত্যে ২০২০ সালের নোবেল পুরস্কার পান অ্যামেরিকান কবি Louise Gluck (“for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.”)

এর আগে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখা হয় নোবেল কমিটির সদস্যদের বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগের কারণে। পরের বছর একসঙ্গে দুই বছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়।

২০১৮ সালের জন্য পুরস্কার পান পোলিশ লেখক ওলগা টোকারচুক।

২০১৯ সালের জন্য বিবেচিত হয় অস্ট্রিয়ার পেটার হান্টকের নাম।

প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদের জন্য

সাহিত্যে 1907 সালে ইউনাইটেড কিংডম এর রুডিয়ার্ড কিপলিং সর্বকনিষ্ঠ হিসাবে নোবেল পুরস্কার পান

সাহিত্যে 2007 সালে ইরানের ডোরিস লেসিং(বয়স 88 বছর) প্রবীণ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান

2001 সালে সাহিত্যে নোবেল পান ভি এস নাইপল

সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফ্রান্সের রেনেসুলি প্রুধোন্মে 1901 সালে

মরণোত্তর সাহিত্যে নোবেল পুরস্কার পান সুইডেনের এরিক অ্যাক্সেল কার্লফ্রেন্ড 1931 সালে


Nobel Prize 2021 in (Physiology or Medicine)

2021 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার

ডেভিড জুলিয়াস - যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী

আর্ডেম পাটাপৌটিয়ান - লেবাননের বিজ্ঞানী

(“for their discoveries of receptors for temperature and touch.”)

তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্যতাদের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার ২০২১ দেওয়া হয়েছে।


Noble prize History (Physiology or Medicine)

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য 2020 নোবেল পুরস্কারে ভূষিত হলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হটন।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার

এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর এরা নোবেল পুরস্কার পান

ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন

ওই তিন বিজ্ঞানী। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

চিকিৎসাবিদ্যায় প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার হরগোবিন্দ খোরানা 1968 সালে

এছাড়া 1902 সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান রোনাল্ড রস

প্রবীণ ব্যক্তি হিসেবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান মার্কিন যুক্তরাষ্ট্রের পেটন রাউস 1966 সালে

vসর্ব কনিষ্ঠ হিসেবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান কানাডার ফ্রেডেরিক বান্টিং 1923 সালে

মরণোত্তর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান কানাডার রালফ স্টেইন ম্যান 2011 সালে

2014 সালে চিকিৎসাবিজ্ঞানে  দম্পতি হিসাবে নোবেল পুরস্কার পান নরওয়ের এডভার্ড মোজার ও মে ব্রিড মোজার


Nobel Prize 2021 in (Peace)

2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার

মারিও রেসা (Maria Ressa) - ফিলিপিন্সের একজন সাংবাদিক ও লেখক

দিমিত্রি মুরাতভ (Dmitry Muratov) - রাশিয়ান সাংবাদিক এবং লেখক

 (“for their efforts to safeguard freedom of expression, which is a precondition for democracy and lasting peace”).

"মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য তাদের প্রচেষ্টার জন্য, যা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত


Noble prize History (Peace)

সারা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালাকে, হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়ায় বাধা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে গেছে এই সংস্থা। তারই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পায় World Food Programme

নগদ ১০ মিলিয়ন ক্রোনা বা ১.১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য এছাড়া  স্বর্ণ পদক।

আগামী ১০ ডিসেম্বর ওসলোয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সব পুরস্কার তুলে দেওয়া হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে।

2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।  (প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছিল।)

সর্বকনিষ্ঠ হিসাবে 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই

প্রবীণ ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান  পোল্যান্ডের যোসেফ রোটব্লাট 1995 সালে

1979 সালের শান্তির জন্য নোবেল পুরস্কার পান মাদারটেরেজা প্রথম ভারতীয় মহিলা হিসেবে

এছাড়া শান্তিতে নোবেল পুরস্কার পান ভারতীয় হিসেবে রাজেন্দ্র কে পচৌরি 2007 সালে

এবং 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কৈলাস সত্যার্থী

মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান সুইডেনের ডাগ হামারহোল্ড 1961 সালে

Other Useful PDFs


CLICK HERE TO DOWNLOAD PDFS 

CLICK HERE TO JOIN OUR TELEGRAM CHANNEL

CLICK HERE TO DOWNLOAD OUR APP

Please leave a comment and share this post with your friends if you feel good about this useful post.