current affairs - February-2019 mcq in bengali part-2
current affairs - February-2019 mcq in bengali part-2 of 3 is ready. All competitive exam aspirants like Railway NTPC Examination-2019,West Bengal Police Exam-2019,WBPSC Clerkship
Exam-2019,WBCS Mains Examinations-2019 and many more Banking or Other state
Government Exams are suggested to go through these latest Gk questions in Bengali.
current affairs - February-2019 mcq in bengali part-2 |
current affairs : February - 2019
MCQ in BengaliPart - 2
Question .
2nd ASEAN – India Youth Summit এর থিম কি ?
(a) micro irrigation and modern agriculture
(b) connectivity : pathway to shared prosperity
(c) Hindi excellence on this era of innovation
(d) shipping a new India
Question .
সম্প্রতি Facebook মহিলাদের জন্য যে ডিজিটাল স্কেল প্রোগ্রাম চালু করেছে তার নাম কি ?
(a) digital empowerment
(b) Go Digital
(c) digital India for girls
(d) GOAL ( going online as leaders)
Question .
কোন ব্যাংক Aegis Graham Bell Award 2018 জিতল 'Innovation in Data Science' category তে ?
(a) Yes Bank
(b) ICICI Bank
(c) IDBI Bank
(d) Kotak Mahindra Bank
Question .
কে Chennai Open ATP Challenger tournament title জিতল ?
(a) Sasi Kumar
(b) Laurynas Grigelis
(c) Corentin Moutet
(d) Andrew Harris
Question .
“Law, Justice and judicial power – Justice P N Bhagwati's Approach” বইটি কার লেখা ?
(a) শশী থারুর
(b) মূল চাঁদ শর্মা
(c) রঞ্জন গোগোই
(d) মদন ছেলামেস্বর
Question .
World Pulses day কবে পালন করা হয় ?
(a) 8 ফেব্রুয়ারি
(b) 9 ফেব্রুয়ারি
(c) 10 ফেব্রুয়ারি
(d) 11 ফেব্রুয়ারি
Question .
cognizant এর CEO হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(a) Kumar Mehta
(b) Brian D'Souja
(c) Rajeev Kulkarni
(d) Brian Humphries
Question .
“AMAN -19” সামরিক মহড়া টি কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(a) দুবাই
(b) মুম্বাই
(c) জাকার্তা
(d) করাচি
Question .
7th annual world government Summit কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) দুবাই
(b) টোকিও
(c) নিউইয়র্ক
(d) সিঙ্গাপুর
Question .
National Deworming day (NDD-2019) কবে পালন করা হয় ?
(a) 10 ফেব্রুয়ারি
(b) 11 ফেব্রুয়ারি
(c) 12 ফেব্রুয়ারি
(d) 13 ফেব্রুয়ারি
Question .
কোন রাজ্য সরকার মিঠি ক্রান্তি যোজনা চালু করেছে ?
(a) পাঞ্জাব
(b) ঝাড়খন্ড
(c) আসাম
(d) মধ্যপ্রদেশ
Question .
the International Day of women and girls in science কবে পালন করা হয় ?
(a) 9 ফেব্রুয়ারি
(b) 10 ফেব্রুয়ারি
(c) 11 ফেব্রুয়ারি
(d) 12 ফেব্রুয়ারি
Question .
টি-টোয়েন্টিতে কোন ভারতীয় ক্রিকেটার সর্বপ্রথম 100 টি 6 রানের অধিকারী হলেন ?
(a) রোহিত শর্মা
(b) বিরাট কোহলি
(c) মহেন্দ্র সিং ধোনি
(d) চেতেশ্বর পুজারা
Question .
World Radio Day কবে পালন করা হয় ?
(a) 12 ফেব্রুয়ারি
(b) 15 ফেব্রুয়ারি
(c) 14 ফেব্রুয়ারি
(d) 15 ফেব্রুয়ারি
Question .
পৃথিবীর বিখ্যাত গোলরক্ষক জর্ডন ব্যাংক সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন ?
(a) জার্মানি
(b) ইংল্যান্ড
(c) নিউজিল্যান্ড
(d) কানাডা
Question .
ন্যাশনাল গেমস 2022 এর ম্যাসকট এর নাম কি ?
(a) Clouded Leopard
(b) Haritmans
(c) Feddeilly
(d) Marquee
Question .
সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হলো তাতে ম্যান অব দ্যা সিরিজ কে হলেন ?
(a) Tim Seifert
(b) Martin Gptill
(c) Rohit Sharma
(d) Ross Taylor
Question .
কোন রাজ্য সরকার সম্প্রতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) কে নিষিদ্ধ করল ?
(a) কর্ণাটক
(b) হরিয়ানা
(c) ঝাড়খন্ড
(d) অন্ধ্রপ্রদেশ
Question .
National Productivity Council কোন সপ্তাহ কে ন্যাশনাল প্রডাক্টিভিটি সপ্তাহ হিসাবে পালন করল ?
(a) 10 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি
(b) 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি
(c) 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি
(d) 7 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি
Question .
নিচের মধ্যে কোনটিকে গোয়ার ইন্সট্রুমেন্ট হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হলো ?
(a) Mizhavu
(b) Kanjira
(c) Ghumot
(d) Damru
Question .
সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাকে একজন নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করলেন ?
(a) নিনা রয়
(b) সুশীল চন্দ্র
(c) অখিলেশ রঞ্জন
(d) প্রসন্ন কুমার বিশ্বাস
Question .
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার সিএমডি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) বিশ্বরূপ চ্যাটার্জী
(b) অশ্বিনী লোহানী
(c) কমল দাস
(d) উপরের কেউ নয়
Question .
ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রথম ফ্লাইট ইঞ্জিনিয়ার কে হলেন ?
(a) হিনা জসওয়াল
(b) রাজীব কর্মকার
(c) উর্জিত কুমার
(d) এদের কেউ নন
Question .
কোন সংস্থা SPHEREX Mission শুরু করলো বিশ্বব্রহ্মাণ্ড সন্মন্ধে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ?
(a) ISRO
(b) NASA
(c) JAXA
(d) SpaceX
Question .
Early Ed Asia 2019 conference কোথায় হল ?
(a) জয়পুর
(b) কোলকাতা
(c) হায়দ্রাবাদ
(d) মুম্বাই
Question .
CBDT এর chairman হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(a) প্রমোদ চন্দ্র মোদী
(b) লক্ষণ দাস
(c) প্রকাশ রায়
(d) দিব্যেন্দু চৌহান
Question .
কে Tegor award for cultural Harmony for the year 2019 পুরস্কারে পুরস্কৃত হলেন ?
(a) ছায়া দে
(b) রামানুজন রাও
(c) রাম সুতার ভাঞ্জি
(d) অরবিন্দ সাক্সেনা
Question .
2019 এ কোন রাজ্য স্বচ্ছতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ শীর্ষ স্থান অধিকার করল ?
(a) অম্বিকাপুর
(b) রায়গড়
(c) মন্ধনা
(d) কবিরপুর
Question .
নীচের মধ্যে 2019 অশোক চক্র বিজেতা কে ?
(a) নাজির আহমেদ ওয়ানি
(b) জ্যোতিপ্রকাশ নিরালা
(c) মোহন রায়
(d) হরপ্রীত যোশী
Question .
কোন রাজ্যের দ্বিতীয় অফিশিয়াল ল্যঙ্গুয়েজ সংস্কৃত করা হলো ?
(a) হিমাচল প্রদেশ
(b) তামিলনাড়ু
(c) কেরালা
(d) কর্ণাটক
Pravasi Bharatiya Divas – 9th
January
• Pravasi
Bharatiya Divas
বা Non-Resident
Indian Day প্রত্যেক বছর
পালন করা
হয় 9 জানুয়ারিতে ভারতের উন্নতির কথা
মাথায় রেখে
অনাবাসী ভারতীয়দের স্মরণার্থে
•
1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে
ভারতে ফিরে
এসেছিলেন
•
2003 সাল থেকে এই
দিনটি পালন
করা শুরু
হয়
• এই দিনটি
পালন করে
মিনিস্ট্রি অফ
এক্সটার্নাল আফেয়ারস
•
2018 সালে প্রবাসী ভারতীয় দিবস
হয়েছিল কর্নাটকের বেঙ্গালুরুতে যেটা
ছিল 14 তম। থিম ছিল
– Redefining engagement with the Indian
diaspora
•
2019 এ প্রবাসী
ভারতীয় দিবস
অনুষ্ঠিত হবে
উত্তরপ্রদেশের বারানসী তে
যেটা 15 তম
প্রবাসী ভারতীয় দিবস
এবং এর
থিম থাকবে
- Role of Indian diaspora
in building a new India
Extra facts :-
• এই দিন
হামফ্রে ডেভি
নিরাপত্তা বাতির
পরীক্ষা করেছিলেন 1816 সালে
•
2007 সালে স্টিভ জোভস
এই দিন
original iPhone introduce করেছিলেন
We
Are Displaced: My Journey and stories from Refugee girls around the world বইটির লেখক
মালালা ইউসুফজাই
2014 সালে কৈলাস
সত্যার্থী
ও মালালা
ইউসুফজাই
একসাথে
নোবেল
শান্তি
পুরস্কার
পান
ষষ্ঠ
ওমেন অফ
ইন্ডিয়া অর্গানিক ফেস্টিভাল 2019
চন্ডিগড়
শহরে
অনুষ্ঠিত হল
মহিলা কৃষক ও ছোট
মহিলা
ব্যবসায়ীদের
উৎসাহ
দেওয়ার
জন্য
এই
উৎসব হয়
10 জানুয়ারি
বিশ্ব
হিন্দি দিবস
পালন
করা হয়
1975 সালে প্রথম
বিশ্ব
হিন্দি
কনফারেন্স
অনুষ্ঠিত
হয়েছিল
এই
দিনে
জাতীয় হিন্দি
দিবস
পালন
করা
হয়
14 ই সেপ্টেম্বর
2020
Tokyo Olympics এ ভারতের Chef
de Mission
বীরেন্দ্র প্রসাদ বৈশ্য
ইনি ইন্ডিয়ান
ওয়েট
লিফটিং
ফেডারেশন
এর
প্রেসিডেন্ট
সিকিম
রাজ্য
সরকার ওয়ান
ফ্যামিলি ওয়ান
জব যোজনা
চালু করেছে
সিকিমের
মুখ্যমন্ত্রী
- পবন
কুমার
চামলিং
রাজধানী - গ্যাংটক
গভর্নর – Ganga Prasad
কার্তিক সিং
ভারতের কনিষ্ঠতম জুনিয়র ওয়ার্ল্ড টাইটেল বিজেতা
গুরগাও এর আট
বছর
বয়সি
কার্তিক
সিং
মালয়েশিয়ার
গল্ফ
ওয়ার্ল্ড
চ্যাম্পিয়নশিপে
আন্ডার
8 ক্যাটাগরিতে
জুনিয়র
ওয়াইল্ড
টাইটেল
জিতেছে
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি Diffo Bridge এর উদ্বোধন করলেন
এটি
এটি অরুণাচল
প্রদেশের
দিবাং
উপত্যকার
ডিফ্ফো
নদীর
উপর
অবস্থিত
You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স