সোমবার, ১১ মার্চ, ২০১৯

current affairs - January-2019 mcq in bengali part-4

current affairs - January-2019 mcq in bengali part-4

current affairs - January-2019 mcq in bengali part-4 are provided in this post.Most important current affairs MCQ questions and answers of January 2019 in Bengali are ready here. these are important for Railway NTPC Examination-2019,West Bengal Police Exam-2019,WBPSC Clerkship Exam-2019,WBCS Mains Examinations-2019 and many more Banking or Other state Government Exams.



 All competitive exam aspirants who are preparing for government job exams are advised to practice all the current Gk questions of January-2019.


Start here ⇩



current affairs : January - 2019
MCQ in Bengali 
Part - 4


Question .
Australian open 2019 টেনিস টুর্নামেন্ট কে জিতলেন ?
      (a) নাওমি ওসাকা
      (b) সিমনা হালেপ
      (c) পেত্রা কেভিতোভা
      (d) মারিয়া শারাপোভা

Question .
যুব স্বভিমান যোজনা কোন রাজ্য সরকার চালু করল ?
      (a) উত্তর প্রদেশ
      (b) মধ্যপ্রদেশ
      (c) অন্ধপ্রদেশ
      (d) তেলেঙ্গানা

Question .
কৃষ্ণা সবতি সম্প্রতি মারা গেলেন ইনি কে ছিলেন ?
      (a) লেখক
      (b) অভিনেতা
      (c) সাংবাদিক
      (d) শিক্ষাবিদ

Question .
প্রবাসী ডিভিডেন্ড পেনশন স্কিম কোন রাজ্য সরকার চালু করল ?
      (a) বিহার
      (b) কেরালা
      (c) মধ্যপ্রদেশ
      (d) তেলেঙ্গানা

Question .
Oxford dictionary কোন শব্দটি কে Hindi word of the Year ঘোষণা করল ?
      (a) Nari Shakti
      (b) Adamya
      (c) Parthiv
      (d) Yayavar

Question .
কোন দেশ আখের রস কে জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করল ?
      (a) ভারত
      (b) শ্রীলংকা
      (c) বাংলাদেশ
      (d) পাকিস্তান


Question .
ভারতে নির্মিত ভারতের দ্রুততম ট্রেন Train-18 এর নাম বদল করে কি রাখা হলো ?
      (a) Vande Bharat Express
      (b) Rajdhani 18 Express
      (c) Train 18 Express
      (d) Train 18 premium


Question .
ভারতের কোন রেলওয়ে জোন ক্লিয়ারেন্স ইন ইন্ডিয়া তে এক নম্বর স্থান অধিকার করলো ?
      (a) সাউদার্ন রেলওয়
      (b) সেন্ট্রাল রেলওয়ে
      (c) ওয়েস্টার্ন রেলওয়ে
      (d) নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে


Question .
ডাটা প্রটেকশন ডে কবে পালন করা হয় ?
      (a) 26 জনুয়ারি
      (b) 30 জানুয়ারি
      (c) 28 জনুয়ারি
      (d) 21 জানুয়ারি


Question .
Global corruption index এ ভারতের স্থান কত ?
      (a) 88
      (b) 78
      (c) 68
      (d) 58


Question .
ভারতের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্টোর কোথায় খোলা হল ?
      (a) গোয়া
      (b) দিল্লি
      (c) চেন্নাই
      (d) চেন্নাই

Question .
ভারতের Martyrs Day কবে পালন করা হয় ?
      (a) 28 জানুয়ারি
      (b) 29 জানুয়ারি
      (c) 30 জানুয়ারি
      (d) 31 জানুয়ারি

Question .
Leprosy eradication day কবে পালন করা হলো ?
      (a) 27 জানুয়ারি
      (b) 28 জনুয়ারি
      (c) 29 জানুয়ারি
      (d) 30 জানুয়ারি

Question .
সম্প্রতি কোন অভিনেতা প্রয়াত হলেন ?
      (a) শশী কাপুর
      (b) দিলীপ কুমার
      (c) কাদের খান
      (d) ঋষি কাপুর

Question .
Dandi yatra নামে একটি প্রদর্শনী উদ্বোধন হলো কোথায় ?
      (a) মুম্বাই
      (b) ব্যাঙ্গালোর
      (c) তামিলনাড়ু
      (d) নিউ দিল্লি

Question .
তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?
      (a) টি বি রাধাকৃষ্ণণ
      (b) ঊষা প্যাটেল
      (c) রামাকান্ত মিশ্র
      (d) কৃষ্ণকুমার বন্ধপাধ্যায়

Question .
জাইর বলসনারও কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হল ?
      (a) কানাডা
      (b) জিম্বাবুয়ে
      (c) আর্জেন্টিনা
      (d) ব্রাজিল

Question .
নিম্নের কোন আরবদেশ OPEC এর সদস্য পদ থেকে নিজেদের নাম তুলে নিলেন ?
      (a) আরব আমিরশাহী
      (b) কাতার
      (c) আফগানিস্তান
      (d) ইন্দোনেশিয়া

Question .
World Braille day কবে পালিত হয় ?
      (a) 4 জানুয়ারি
      (b) 5 জানুয়ারি
      (c) 6 জানুয়ারি
      (d) 7 জানুয়ারি

Question .
Global Health care Summit 2019 কোথায় অনুষ্ঠিত হবে ?
      (a) তামিলনাড়ু
      (b) হায়দ্রাবাদ
      (c) গোয়া
      (d) নিউ দিল্লি

Question .
27 তম World book fair কোথায় শুরু হল ?
      (a) মুম্বাই
      (b) আমেদাবাদ
      (c) গোয়া
      (d) নিউ দিল্লি

Question .
40 তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হল ?
      (a) আমেদাবাদ
      (b) বারানসি
      (c) তামিলনাড়ু
      (d) কটক

Question .
বিশ্বের প্রথম কোন প্রতিবন্ধী অভিযাত্রী আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন ?
      (a) অরুনিমা সিনহা
      (b) অরুন্ধতী রায়
      (c) চন্দা পাল
      (d) অরুনিমা পাল

Question .
Swatch Survekshan 2019 কোথায় চালু হয় ?
      (a) মুম্বাই
      (b) তামিলনাড়ু
      (c) নিউ দিল্লি
      (d) গুজরাট

Question .
কোন শহরে 2019 Indian panorama film festival অনুষ্ঠিত হল ?
      (a) তামিলনাড়ু
      (b) গুজরাট
      (c) আমেদাবাদ
      (d) নিউ দিল্লি

Question .
কোন দেশে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ?
      (a) শ্রীলংকা
      (b) ভারত
      (c) নিউজিল্যান্ড
      (d) বাংলাদেশ

Question .
DRDO দিবস কবে পালিত হয় ?
      (a) 1 জানুয়ারি
      (b) 2 জানুয়ারি
      (c) 3 জানুয়ারি
      (d) 4 জানুয়ারি

Question .
কোন দিনটিতে World day for war orphans observe পালিত হয় ?
      (a) 7 জানুয়ারি
      (b) 6 জানুয়ারি
      (c) 9 জানুয়ারি
      (d) 5 জানুয়ারি

Question .
সম্প্রতি রমাকান্ত আচরেকার যে মারা গেলেন তিনি কোন ক্রিকেটের কোচ ছিলেন ?
      (a) সৌরভ গাঙ্গুলী
      (b) সচিন তেন্দুলকার
      (c) রবি শাস্ত্রী
      (d) সুনীল গাভাস্কার

Question .
কোন সরকার “অটল সোলার কৃষি পাম্প যোজনা” তে কৃষকদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে শস‍্য বিতরনের কথা ঘোষণা করেছে ?
      (a) গুজরাট সরকার
      (b) মহারাষ্ট্র সরকার
      (c) তামিলনাড়ু সরকার
      (d) অন্ধপ্রদেশ সরকার



কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-

40 তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উড়িষ্যার কটক জহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হলো

বিশ্বের প্রথম
প্রতিবন্ধী অভিযাত্রী
আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন
ইনি হলেন উত্তর প্রদেশের বাসিন্দা

নিউ দিল্লিতে 
swachh survekshan 2019
চালু হয়
Union housing and urban affairs minister হরদীপ সিং পুরি এর উদ্বোধন করেন
লক্ষ্য- দেশের শহর এলাকায় পরিছন্নতা পর্যায়ে সাফল্য অর্জন

শহরে 2019 Indian panorama film festival অনুষ্ঠিত হল
শ্রী ফোর্ট অডিটোরিয়াম ,4 জানুয়ারি

ভারত
এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল
71 বছর ইতিহাসে এই প্রথম ভারতের টেস্টসিরিজ জয় লাভ করলো
ভারতঅস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট সিরিজ হয় ভারত দুটিতে জয়লাভ করে একটি অস্ট্রেলিয়া জয় লাভ করেএকটি ড্র হয়

1 জানুয়ারি
DRDO দিবস
পালিত হয়
DRDO এর চেয়ারম্যান পদে রয়েছেন ডক্টর জি সতীশ রেড্ডি
এটা স্থাপিত হয় 1958 সালে

সম্প্রতি রমাকান্ত আচরেকার যে মারা গেলেন তিনি
সচিন তেন্দুলকার এর 
কোচ ছিলেন
ইনি ক্রিকেটার বিনোদ কাম্বলির কোচ ছিলেন
2010 সালে তিনি পদ্মশ্রী পান ও 1990 সালে দ্রোণাচার্য পুরস্কার পান

মহারাষ্ট্র সরকার
অটল সোলার কৃষি পাম্প যোজনাতে কৃষকদের উৎসাহিত করার জন্য  বিনামূল্যে শস‍্য বিতরনের কথা ঘোষণা করেছে
মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী -দেবেন্দ্র পদ্ম নবিশ
মহারাষ্ট্র রাজ্যপাল -সি বিদ্যাসাগর রাও

2019 এ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস
পুনেতে হলো
এবার মোট 9000 খেলোয়াড় বিভিন্ন রাজ্য থেকে মোট 18 টি বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করছে এই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস
2019 এ সব থেকে বেশি পদক পেয়েছে মহারাষ্ট্র রাজ্য তার মধ্যে 37 টি সোনাদ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এবং হরিয়ানা তৃতীয় স্থানে
2018 তে ছোট্ট রাজ্য হরিয়ানা সব থেকে বেশি পদক পেয়েছিল (মোট 102 পদক) এর পরে ছিল মহারাষ্ট্র (111 টা পদক) এবং তারপর দিল্লি (94 পদক)





You may also go through -

সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 

Current Affairs : February – 2019