সোমবার, ২৭ মে, ২০১৯

latest quiz questions on lok sabha election 2019 in bengali pdf download

latest quiz questions on lok sabha election 2019 in bengali pdf download


Dear students, we are sharing some important political quiz questions pdf which is going to increase your stock on India gk in the Bengali language.

17th Lok Sabha Election in 2019 in India is just finished and the result has come out recently. In all major competitive exams, a lot of the latest general knowledge questions are asked. In this post, we are going to practice such latest political quiz questions including Indian politics, Lok Sabha election 2019, Lok sabha survey, EVM, political parties in India, Election commission of India and many more general knowledge questions regarding Lok Sabha election 2019 in the Bengali language.


latest quiz questions on lok sabha election 2019 in bengali pdf download
latest quiz questions on Lok Sabha election 2019 in Bengali pdf download



Total 87 latest quiz questions in the Bengali language on Lok Sabha election 2019, Indian politics and many more India gk.


1) :  ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ?
     সুকুমার সেন
2) :   ভারতে প্রথম কত সালে সাধারণ নির্বাচন হয়েছিল ?
     • 1951-1952 সালে
3) :  ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কত ভোটার ছিল ?
     • 17.3 কোটি
4) : 2019 সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন  ?
     • 17তম
 5) :  সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে ভোট দেওয়ার নূন্যতম বয়স 21 বছর  ?
     • 326 নং ধারা
 6) :  কত সালে সংবিধানের 326 নম্বর ধারায় ভোট দেওয়ার ন্যূনতম বছর 21 করা হলো ?
     • 1988 সালে
 7) : সংবিধানের কত নম্বর ধারায় ভোট দেওয়ার অধিকার উল্লেখ করা আছে ?
     • 326 নং ধারায়
 8) :  সংবিধানের কোন ধারায় ভোটের দেওয়ার নূন্যতম বয়স 21 থেকে 18 করা হলো ?
     • 61নং ধারা
 9) :  ভারতের  মুখ্য নির্বাচন কমিশনার কে ?
     সুনিল আরোরা (Sunil Arora)


10) :  জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় ?
     • 25 জানুয়ারি
11) :  ভারতের নির্বাচন কমিশনার কে ?
     সুশীল চন্দ্র ও অশোক লাভাসা (মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা)
12) :  ভোট দেওয়ার পর ভোটারদের হাতে আঙুলে যে কালিটা লাগানো হয় সেটা আসলে কি ?
     সিলভার নাইট্রেট (AgNO3)
  13) :  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হেরে যাওয়ার পর কে এই মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন ?
     জগমোহন রেড্ডি
 14) :  ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোকসভা আসন আছে ?
     উত্তর প্রদেশ (80টি) 80 টি আসনের মধ্যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে 62 টা আসন
  15) :  ওডিশার মুখ্যমন্ত্রী পদে কে শপথ নিতে চলেছেন ?
     নবীন পট্টনায়ক (2019 সালে লোকসভা নির্বাচনের সাথে সাথে উড়িষ্যা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়)
 16) :  বিরোধী পক্ষ হিসেবে সংসদে বসার জন্য কোন দলের মোট কতগুলি সংসদের দরকার হয় ?
       55টি
 17) :  17 তম লোকসভা নির্বাচনে তৃতীয় সবচেয়ে বড় দল হিসেবে বেশি আসন পেয়েছে কোন দল ?
     • DMK (23টি আসন পেয়েছে)
 18) :  লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে কতকগুলি  রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে ?
     4 টি রাজ্যে [উড়িষ্যা (146টি আসন),অন্ধ্রপ্রদেশ (175টিআসন) অরুণাচল প্রদেশ (60টি আসন), সিকিম (32টি আসন)]
 19) : ভারতের  সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন পবন কুমার চামলিং তিনি সম্প্রতি কোন বিধানসভা কেন্দ্র থেকে হেরে গেলেন  ?
     সিকিম (24 বছর 5 মাস তিনি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন) পবন কুমার চামলিং এর পার্টি – Sikkim democratic front
 20) :  লোকসভা কার্যকাল কত বছর হয় ?
     • 5 বছর
 21) : 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনের ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়েছে সেটা কত  ?
     • 67.10%
 22) :  লোকসভায় মোট অধিকতর আসন সংখ্যা কত ?
     • 552
552 এর মধ্যে 530 টি 29টি রাজ্যের আসন 20 (13টি কেন্দ্রশাসিত অঞ্চল+7টি পাক অধীকৃত জন্মু ও কাশ্মীরের আসন ) আর 2টি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত আসন
কিন্তু এখন 543 আসনে লোকসভা নির্বাচন হয় এর মধ্যে 530টি আসন 29 টি রাজ্যের 13টি কেন্দ্রশাসিত অঞ্চলের আর 2টি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত
আর বাকি সাতটি আসনে নির্বাচন হয় না

  23) :  জম্মু-কাশ্মীরের লোকসভা নির্বাচন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ?
       সানা দুয়া
  24) :  2019 সালের লোকসভা নির্বাচন কতগুলি ধাপে হবে ?
     • 7টি
  25) :  ভারতের প্রথম ট্রান্সজেন্ডার রাষ্ট্রদূত কে ?
       গৌরী সাওয়ান্ত (মহারাষ্ট্রের নির্বাচনের রাষ্ট্রদূত)
  26) :  ভারতের কোন কোন রাজ্যের লোকসভা নির্বাচনের আসন একটি করে ?
     নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম
  27) :  সংবিধানের কোন ধারায় রাজ্যসভার কথা উল্লেখ আছে ?
     • 80 নং ধারা
  28) : সংবিধানের কোন ধারায় রাজ্যসভা ও লোকসভা এবং রাষ্ট্রপতি কথা উল্লেখ আছে  ?
     • 79 নং ধারা
  29) : নির্বাচন কমিশন কবে গঠিত হয়  ?
     • 25 জানুয়ারি 1950 সালে
30) : জাতীয় ভোটার দিবস 2019 সালের থিম কি ছিল  ?
     • No voters two left behind
31) :   দেশের একমাত্র কোন জেলার সম্পূর্ণ নির্বাচনের গণনা মহিলা দ্বারা হয়েছে ?
     মহারাষ্ট্রের হরদা জেলা
32) : নির্বাচন কমিশনে কতগুলি সদস্য থাকে  ?
     • 3জন (1993 সালে পর্যন্ত একজন ছিল তারপর থেকে তিনজন নিযুক্ত করা হয়)
33) : EVM এর সম্পূর্ণ নাম কি ?
     • electronic voting machine
34) :  সর্বপ্রথম কোন রাজ্যে EVM প্রয়োগ করা হয়েছিল ?
     কেরাল (1982সালে শুরু হয় কিন্তু তারপর সেটা বন্ধ হয়ে যায়)
35) :  সংবিধানের কোন ধারায় লোকসভার কথা উল্লেখ আছে ?
     • 81 নম্বর ধারা
36) :  সম্প্রতি কে cVigil App লঞ্চ করেছে ?
     নির্বাচন কমিশন
37) :  কোন রাজ্য সরকার ডিজিটাল নির্বাচনের গুরুত্ব দেওয়ার জন্য I-Help app চালু করল ?
     আসাম সরকার
38) :  দেশের কোথায় প্রথম ভোটার পার্ক খোলা হয় ?
       গুরগাঁও (international solar Alliance সদর দপ্তর )
39) :  2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনার কোন রাজ্যে 324 নম্বর ধারা প্রয়োগ করেছিল ?
     পশ্চিমবঙ্গ
40) : আমেঠী তে 2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে হারিয়ে কে এই আসনটি জয়লাভ করল  ?
       স্মৃতি ইরানি
41) : অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যে 23 মে 2019 সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন  ?
     চন্দ্রবাবু নাইডু
42) :  নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে কোন জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছেন ?
     বারানসী
 43) : NDA এর full form  ?
     • National democratic alliance
 44) : 2019 সালের 17 তম লোকসভা নির্বাচনে NDA (National democratic alliance) মোট কতগুলি আসন পেয়েছে  ?
       352টি আসন
 45) :  লোকসভায় কতগুলো সদস্য কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয় ?
     • 2জন (এরা দুজন অ্যাংলো ইন্ডিয়ান হয়)
46) :  ভোট দেওয়ার জন্য নূন্যতম বয়স কত নির্ধারণ করা হয়েছে ?
     • 18 বছর
47) :  UPA এর full form  ?
     • United progressive alliance
48) : মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর হয়  ?
     • 6 সাল অথবা বয়স 65 বছর পর্যন্ত
মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া আরো দুজন যে নিযুক্ত থাকে তাদের কার্যকাল 6 বছর অথবা বয়স 62 বছর  পর্যন্ত
49) : সম্পূর্ণ নির্বাচন EVM সাহায্যে করেছে প্রথম কোন রাজ্য  ?
     গোয়া (1999 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রথম এটা করা হয়)
2004 সাল থেকে সব রাজ্যেই EVM এর সাহায্যে নির্বাচন করা হয়
 50) :  AIADMK এর full form?


       All India Anna Dravida Munnetra Kazhagam. 
51) :  নরেন্দ্র মোদী বাদে ভারতের আর কোন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ?
     জহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী
52) :  এবছর লোকসভা নির্বাচনে প্রথম ভোটদাতার সংখ্যা কত ?
     • 13কোটি
53) :  NOTA এর full form ?
     • None of the above
54) :  EVM মেশিনে NOTA বোতাম টা কবে চালু করা হয় ?
     • 2013 সালে
55) :  DMK এর full form ?
     • Dravida Munnetra Kazhagam (Dravidian Progressive Conference) 
56) :  নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার  জন্য পার্লামেন্টে কোন সালে আইন পাশ করা হয় ?
       1988
57) : কোন সালের নির্বাচনে প্রথম EVM মেশিন এর সঙ্গে VVPAT ব্যবহার করা হয় ?
     • 2019
58) :  কারা কারা postal ballot ব্যবহার করে নির্বাচনে ?
       Election duty personal, Government personal, military personal
  59) : VVPAT এর full form কি  ?
     • voter verified paper audit trail
  60) :  VVPAT তে ‘A’ এর মানে কি ?
     • Audit
  61) :  VVPAT প্রথম কবে ব্যবহার করা হয় ?
       সেপ্টেম্বর 2013 সালে
  61) :  VVPAT প্রথম কোন রাজ্যে ব্যবহার করা হয় ?
     নাগাল্যান্ড
  62) :  EVM প্রথম কোন দেশে  ব্যবহার করা হয় ?
     নামিবিয়া
  63) :  Ballots প্রথম ব্যবহার করা হয় কোন দেশে ?
     অস্ট্রেলিয়া
  64) :  2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে কোন ধাপে সবচেয়ে বেশি রাজ্যে ভোট হয় ?
     প্রথম ধাপে
  65) : 2019 সালের লোকসভা নির্বাচনে কোথায় সবচেয়ে বেশি ভোট পড়েছে  ?
     লাক্ষাদ্বীপ
  66) : 2019 সালে লোকসভা নির্বাচনে কোথায় সবচেয়ে কম ভোট পড়েছে ?
       জম্মু-কাশ্মীর
  67) :  2019 সালে ভারতীয় লোকসভা নির্বাচনে কতগুলি polling station ছিল  ?
     • 10 লাখ
  68) :  ভারতের কোথায় পৃথিবীর উচ্চতম polling booth আছে ?
     • Tashigang, Himachal Pradesh
  69) :  পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি ?
     • 42টি
  70) :  ভারতের নির্বাচন কমিশনার কাকে systematic voter Education and electoral participation এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করলেন ?
     শ্যামসরণ নেগী
  71) :  ভারতের প্রথম ভোটার কে ?
     শ্যামসরণ নেগী
  72) :  2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা কটি ?
     • 543 টি
  73) :  লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থীর নূন্যতম কত বয়স হতে হবে ?
     • 25বছর
  74) :  নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন ?
     রাষ্ট্রপতি
  75) :  2019 সালে voter helpline number কোনটি ?
     • 1950
  76) :  17 তম লোকসভা নির্বাচনের পর কে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবেন ?
     নরেন্দ্র মোদি
  77) :  17 তম ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নিজে কটি আসন পেয়েছে ?
     • 303 (2014সালে 282টি আসন পেয়েছিল)
  78) :  17 তম ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস কতগুলি আসন পেল ?
       52 ( 2014 সালে 44 টি আসন পেয়েছিল)
  79) :  ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা কততম নির্বাচন কমিশনার ?
     • 23তম
  80) :  17তম ভারতের লোকসভা নির্বাচনে মোট ভোটার কত ?
     • 90কোটি
    81) :  কত সালে 61 তম ধারায় ভোট দেওয়ার নূন্যতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হলো ?
     • 1988 সালে
   82) :  2019 সালের ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ভোট দিয়েছেন কে ?
     সুধীর নটরাজন
   83) :  বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে ?
     সুমিত্রা মহাজন

  84) :  প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষের নাম কি ?
     মীরা কুমার
  85) :  লোকসভার স্পিকার কে কে নিযুক্ত করেন ?
     লোকসভার সদস্য
  86) :  লোকসভার ডেপুটি স্পিকার কে ?
     এম থাম্বিদুরাই
  87) :  সংসদের লোকলেখা সমিতিতে লোকসভার সদস্যগণ কত ?
     ১৫টি


latest quiz questions on       


বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ পোস্ট টি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে তোমার আরো বন্ধুদেরকে Knowledge account এর পরিবারের সাথে যুক্ত করো .

"Knowledge Increase with Sharing"



তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন -
 শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স 

এছাড়াও তোমরা পড়তে পারো -