মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

GST important gk in Bengali

GST in India 2025 | GST এক লাইনার নোটস ও প্রশ্নোত্তর (Bengali)

Updated on: 28 September 2025

GST (Goods and Services Tax) হলো ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ কর সংস্কার। এটি ১ জুলাই ২০১৭ থেকে চালু হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য GST নিয়ে এক লাইনার নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেওয়া হলো।

GST এক লাইনার নোটস (One Liner Notes)

  • GST এর পুরো নাম – Goods and Services Tax
  • ভারতে GST চালু হয় – ১ জুলাই ২০১৭
  • GST চালু করা প্রথম দেশ – ফ্রান্স (১৯৫৪)
  • GST বিল পাস হয় – 122nd Constitutional Amendment
  • GST সম্পর্কিত ধারা – Article 246A, 269A এবং 279A
  • GST Council গঠিত – Article 279A
  • GST Council-এর চেয়ারম্যান – অর্থমন্ত্রী
  • GST Council সদর দপ্তর – নিউ দিল্লি
  • ভারতে GST Day পালিত হয় – ১ জুলাই
  • GST Number কত ডিজিট – 15 Digit
  • ভারতের GST মডেল গৃহীত হয়েছে – কানাডার Dual GST মডেল থেকে
  • GST করের হার – 0%, 5%, 12%, 18%, 28%
  • সিন ট্যাক্স আরোপিত দ্রব্য – তামাক, পান মশলা, অ্যালকোহলজাত দ্রব্য

GST এক লাইনার প্রশ্নোত্তর (One Liner Q&A)

  1. প্রশ্ন: GST এর পুরো নাম কি?
    👉 উত্তর: Goods and Services Tax
  2. প্রশ্ন: কোন দেশ প্রথম GST চালু করে?
    👉 উত্তর: ফ্রান্স (১৯৫৪)
  3. প্রশ্ন: ভারতে GST কখন চালু হয়?
    👉 উত্তর: ১ জুলাই ২০১৭
  4. প্রশ্ন: GST কোন সংবিধান সংশোধনীতে পাস হয়?
    👉 উত্তর: 122nd Constitutional Amendment
  5. প্রশ্ন: GST Council কোন অনুচ্ছেদে গঠিত?
    👉 উত্তর: Article 279A
  6. প্রশ্ন: GST Council-এর চেয়ারম্যান কে?
    👉 উত্তর: অর্থমন্ত্রী
  7. প্রশ্ন: GST Day কবে পালিত হয়?
    👉 উত্তর: ১ জুলাই
  8. প্রশ্ন: GST Number কত সংখ্যার হয়?
    👉 উত্তর: 15 Digit
  9. প্রশ্ন: ভারতের GST মডেল কোন দেশের অনুসরণ?
    👉 উত্তর: কানাডা

Exam Quick Points

  • GST চালুর লক্ষ্য – কর কাঠামো সহজ করা ও এক দেশ এক কর ব্যবস্থা।
  • GST দুই ভাগে বিভক্ত – CGST ও SGST/UTGST
  • IGST আরোপিত হয় আন্তঃরাজ্য বাণিজ্যে।
  • GST Act পাস হয়েছিল ২০১৬ সালে, কার্যকর ১ জুলাই ২০১৭।

Sources

  • GST Council Official Website – gstcouncil.gov.in
  • CBIC Official Website – cbic.gov.in
  • Press Information Bureau (PIB)
Join our Telegram Channel - Knowledge Account