Government Schemes of West Bengal
Government Schemes of West Bengal
Hi friends, the competitive exams are coming soon and we do not have too much time so prepare yourself with us. it is seen that Government schemes are very important from the miscellaneous part. So today's topic is the all of west Bengal government"s important schemes. Detailed information is given in this post. I hope it will be very helpful for you.
![]() |
Government Schemes of West Bengal |
Detailed information
প্রকল্প:- কন্যাশ্রী প্রকল্প
• 2013 সালের
1 লা অক্টোবর এই প্রকল্প চালু হয় ।
• এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য
হলো বাল্যবিবাহ রোধ করা।
• এই প্রকল্প টি দুটি ভাগ
আছে-
(i) বার্ষিক বৃত্তি 750 টাকা, (ii) এককালীন
বৃত্তি 25000 টাকা।
এই প্রকল্পের শর্ত গুলি হল-
• প্রকল্পের জন্য আবেদনকারী
ছাত্রীদের 13 বছরের
বেশি এবং 18 বছরের কম হতে হবে; ছাত্রীকে
অন্তত অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে; ছাত্রী পারিবারিক আয় বছরে
অনধিক এক লক্ষ কুড়ি হাজার টাকা হতে হবে; এবং ছাত্রী কে অবিবাহিত
হতে হবে ।
প্রকল্প:- সবুজ সাথী
• 2015 সালের
অক্টোবর মাসে এই প্রকল্প চালু হয়।
• পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি/সরকারি সাহায্য প্রাপ্ত/সরকার পরিচালিত স্কুল গুলির নবম
থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণের জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্প
চালু করেছেন ।
• 2015 সাল
থেকে 2017 সালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 70 লক্ষ ছাত্র ছাত্রী এই প্রকল্পের অধীনে বিনামূল্যে সাইকেল পেয়েছে ।
• এই প্রকল্প টি e-Governance Award
2017-2018 জিতেছে।
প্রকল্প:- খাদ্য সাথী প্রকল্প
• এই প্রকল্পের আওতায় আনা
হয়েছে 8 কোটি
রাজ্যবাসীকে। এই প্রকল্পের দ্বারা সকলকে
ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে এবং প্রকল্প আওতাভুক্তদেরঔ মাথাপিছু 2 টাকা
কেজি দরে মাসে 2 কেজি চাল 3 কেজি গম সরবরাহ
করা হয় ।
• এর পাশাপাশি এই প্রকল্প 4500 জন
অপুষ্টি আক্রান্ত শিশুকে চিহ্নিত করে এবং তাদের বিনামূল্যে এক বছরের জন্য চাল,
গম, মুসুর, ডাল এবং ছোলা
দেওয়ার ব্যবস্থা করেছে।
• এই প্রকল্পের মোট ব্যয় 4,282 কোটি
টাকা।
প্রকল্প:- গীতাঞ্জলি এবং আমার ঠিকানা
• অর্থনৈতিকভাবে দুর্বল দরিদ্র
মানুষদের জন্য বিনামূল্যে যথাযথ বাসস্থান নির্মাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই
প্রকল্প চালু করেছে।
• এই প্রকল্পের দায়িত্ব 6 টি বিভাগের
উপর ন্যস্ত হয়েছে। যথা-অনগ্রসর উন্নয়ন শ্রেণীবিভাগ, পশ্চিমাঞ্চল
উন্নয়ন বিষয়ক বিভাগ, সুন্দরবন বিষয়ক বিভাগ, বন বিভাগ, মৎস্য বিভাগ, সংখ্যালঘু
বিষয়ক বিভাগ ইত্যাদি।
• এই প্রকল্পের দ্বারা সমতল
এলাকা সুন্দরবন এলাকা, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার গ্রামবাসীদের
পরিবার পিছু যথাক্রমে -1.67, 1.94, 2.51, 3.00 লক্ষ্য টাকা করে
দেওয়া হবে ।
প্রকল্প:- সবুজশ্রী প্রকল্প
• এই প্রকল্পের দায়িত্ব
বনদপ্তর এর উপর অর্পণ করা হয়েছে।
• এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি
শিশুকে জন্ম গ্রহণের পরই একটি করে মূল্যবান গাছের চারা গাছ দেওয়া হবে। ওই চারাগাছটি শিশুর নামে লাগাতে হবে
এবং শিশু সঙ্গে সঙ্গে চারাগাছটি বড় হবে। তারপর ভবিষ্যতে শিশুটির প্রয়োজনে ওই চারা গাছটি বিক্রয়
করে প্রাপ্ত অর্থ কে ব্যবহার করা যাবে।
প্রকল্প:- শিক্ষাশ্রী প্রকল্প
• এই প্রকল্প প্রধানত তপশিলি
জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে।
• এই প্রকল্পের মোট ব্যয় 110 কোটি
টাকা।
• যে সব তফসিলি জাতি ও উপজাতি
ছাত্র-ছাত্রীর পারিবারিক বার্ষিক আয়আড়াই লক্ষ টাকার কম এবং যারা সরকারি স্কুল এবং
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় এসেছে।
• এই প্রকল্প অনুযায়ী পঞ্চম
থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা বার্ষিক 800 টাকা করে অনুদান পাবে। এবং পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা বার্ষিক
সাড়ে 600 টাকা
, সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা 700 টাকা এবং অষ্টম
শ্রেণীর ছাত্র ছাত্রীরা 800 টাকা করে পাবে।
প্রকল্প:- যুবশ্রী প্রকল্প
• এই প্রকল্প 2014 তে
পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে।
• এই প্রকল্পের রূপরেখা এঁকেছেন
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী।
• এই প্রকল্পের মোট ব্যয় 125 কোটি
টাকা।
• এই প্রকল্পের মূল উদ্দেশ্য
হলো পরিবহনের মাধ্যমে রাজ্যের নাগরিক ও গ্রামীণ এলাকায় স্বনিযুক্তি সৃষ্টি করা।
• এই প্রকল্পটির দ্বারা সমস্ত
বেকার যুবক-যুবতীদের পরিবহন পরিষেবার সাথে যুক্ত করা হবে।
প্রকল্প:- স্বাস্থ্য
সাথী প্রকল্প
• উন্নত মানের আধুনিক স্বাস্থ্যপরিসেবা
যাতে প্রত্যেক মানুষ বিনামূল্যে পায় তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।
• এই প্রকল্প আওতাভুক্ত দের
একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে এবং এবং ওই কার্ডের সাহায্যে কার্ডধারীর পরিবারের
কেউ কোন রোগে আক্রান্ত হলে 1.5 লক্ষ টাকার চিকিৎসা পাবেন। এবং বিশেষ জটিল রোগ হলে 3.5 লক্ষ
টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
প্রকল্প:- সমব্যথী
• এই প্রকল্পের দায়িত্ব
পুর ও নগর উন্নয়ন দপ্তর এর ওপর অর্পিত হয়েছে।
• রাজ্যের যেসব মানুষদের
মৃতদেহ সৎকারের জন্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই সব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাঁড়াবে।
• মৃতদেহ সৎকার বা মৃতদেহ
কবরস্থ করার জন্য অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবারদের দুই হাজার টাকা করে আর্থিক অনুদান
দেয়া হবে।
প্রকল্প:- খেলাশ্রী
• 2011 সাল
থেকে মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের
উদ্যোগে চালু হয়েছে খেলাশ্রী প্রকল্প।
• এই প্রকল্পের অধীনে খেলাধুলার
উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে
অনুদান দেয়।
কর্মসূচি:- মিশন নির্মল বাংলা
• 2013 সালের
মিশন নির্মল বাংলা চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নদীয়া জেলায় দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়।
• 17 ই মে
2017 পর্যন্ত রাজ্যে 1929 টি গ্রাম পঞ্চায়েতের
এলাকাধীন 21324 টি গ্রাম
নির্মল গ্রাম ঘোষিত হয়েছে।
• এটি রাষ্ট্রসঙ্ঘের দ্বারা
প্রশংসিত।
কর্মসূচি:- লোকপ্রসার
• বাংলার লোকশিল্পেরর 15 জীবন
ঘটিয়ে লোক শিল্পীদের মাধ্যমে সামাজিক বার্তা ও রাজ্য সরকারের নানা প্রকল্প অনুসন্ধানের
তথ্য সাধারণ মানুষদের কাছে পৌছানো এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
• এখনো পর্যন্ত 1 লক্ষ
94 হাজার লুসি দিকে এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা এবং পেনশন দেওয়া
হয়
কর্মসূচি:- সেভ ড্রাইভ সেভ লাইফ
• 2016 সালের জুলাইয়ের শেষে এই কর্মসূচিটি
চালু হয়।
• পথ নিরাপত্তায় এটি একটি
অভিনব কর্মসূচি। এই কর্মসূচির ব্যাপক প্রচারের ফলে গত বছরের শেষ 6 মাসের
তুলনায় এই বছরে পথ দুর্ঘটনা কমেছে প্রায় 15 শতাংশ। প্রাণহানি ও কমেছে।
সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকের পি ডি এফ ফাইলটি ডাউনলোড করুন
Download
সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও
সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করুন।
Download pdf
বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE
২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও
মিসসেলিনিয়াস জিকে
Recently published (New)
- ➤ ICC Cricket World Cup 2019 Gk in Bengali
- ➤ ২০১৯ সাধারণ বাজেট
- ➤ বিভিন্ন কোম্পানির ও ব্যাংকের CEO pdf download
- ➤ Awards and Honors 2019
- ➤ বিভিন্ন নদী ও তার তীরবর্তী শহরগুলির তালিকা
- ➤ 2019 সালের কিছু গুরুত্বপূর্ণ বই ও তাদের লেখক
- ➤ ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর তালিকা
- ➤ ভারতের প্রতিটি রাজ্যের আসন সংখ্যা
- ➤ ভারতের প্রতিটি রাজ্যের লোকনৃত্য
- ➤ 2019 এর লোকসভা নির্বাচনের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ➤ ভারতের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্পূর্ণ তালিকা
- ➤ 2019 এর বিশ্বের বিভিন্ন সূচকে ভারতের স্থান
- ➤ 2019 এর ভারতের কিছু গুরুত্তপুর্ণ পদের নতুন নিয়োগ
- ➤ 2019 এর গুরুত্তপুর্ণ ব্রান্ড অ্যাম্বাসাডরের সম্পুর্ণ তালিকা
- ➤ ভারতের উচ্চতম,বৃহত্তম এবং দীর্ঘতম স্থান
- ➤ ভারতের সবকটি রেলওয়ে জোন এবং তাদের সদর দপ্তরের সম্পুর্ণ তালিকা
- ➤ বিশ্বের সমস্ত দেশের রাজধানী এবং মুদ্রার সম্পুর্ণ তালিকা
- ➤ ভারতের প্রধান বিমানবন্দরগুলির সম্পুর্ন তালিকা
- ➤ ভারতের গুরুত্তপুর্ণ স্টেডিয়ামের সম্পুর্ণ তালিকা
- ➤ ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত যোজনার সম্পুর্ণ তালিকা
- ➤ ভারতীয় রেলওয়ের বিভিন্ন গুরুত্তপুর্ণ তথ্যের সম্পুর্ন তালিকা
- ➤ 2018 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের সম্পুর্ণ তালিকা
- ➤ 64 তম ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ড-2019 এর প্রাপকদের সম্পুর্ণ তালিকা
- ➤ পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্তপুর্ণ তথ্য সম্পুর্ণ তালিকা