Government Schemes of West Bengal 2025 | পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প তালিকা
Updated on: 28 September 2025
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে সরকার ইত্যাদি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে প্রতিটি স্কিমের উদ্দেশ্য, সুবিধা এবং মূল তথ্য দেওয়া হলো।
পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প তালিকা (West Bengal Govt Schemes List 2025)
| প্রকল্প | উদ্দেশ্য/সুবিধা | মূল তথ্য |
|---|---|---|
কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme) |
বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় উৎসাহ | বার্ষিক বৃত্তি ₹500 + এককালীন অনুদান ₹25,000। ২০১৭ সালে UN Public Service Award পেয়েছে। |
সবুজ সাথী প্রকল্প (Sabuj Sathi) |
IX–XII শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল | একাধিক e-Governance Award প্রাপ্ত। |
খাদ্যসাথী প্রকল্প (Khadya Sathi) |
সাশ্রয়ী দরে খাদ্যশস্য প্রদান | ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে চাল/গম সরবরাহ। |
রূপশ্রী প্রকল্প (Rupashree Scheme) |
অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের কন্যার বিয়েতে অনুদান | এককালীন ₹25,000 অনুদান। |
স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi) |
পরিবারভিত্তিক স্বাস্থ্যবিমা | ₹1.5–3.5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। |
কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu) |
চাষিদের জন্য আর্থিক সহায়তা ও ডেথ বেনিফিট | ₹5,000/একর/বছর, ন্যূনতম ₹2,000। |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প (Student Credit Card) |
উচ্চশিক্ষার জন্য ঋণ | সর্বোচ্চ ₹10 লক্ষ পর্যন্ত, জামানতমুক্ত। |
দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar) |
সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় | শুরু: ১ ডিসেম্বর ২০২০। সাম্প্রতিক আপডেটে আধার আবেদনও নেওয়া হচ্ছে। |
Exam Quick Points
- কন্যাশ্রী – UN Public Service Award (2017)।
- সবুজ সাথী – বিনামূল্যে সাইকেল বিতরণ।
- রূপশ্রী – এককালীন ₹25,000 বিয়ের অনুদান।
- স্বাস্থ্যসাথী – পরিবারের জন্য ₹1.5–3.5 লক্ষ স্বাস্থ্য কভার।
- কৃষকবন্ধু – বছরে একরপ্রতি ₹5,000 (ন্যূনতম ₹2,000)।
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড – সর্বোচ্চ ঋণ ₹10 লক্ষ।
- দুয়ারে সরকার – শুরু ১ ডিসেম্বর ২০২০।
Sources (সরকারি ওয়েবসাইট)
- Egiye Bangla – পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল
- Women & Child Development Dept. – কন্যাশ্রী, রূপশ্রী
- Food & Supplies Dept. – খাদ্যসাথী
- Health Dept. – স্বাস্থ্যসাথী
- Agriculture Dept. – কৃষকবন্ধু
- Higher Education Dept. – Student Credit Card
- Duare Sarkar – অফিসিয়াল পোর্টাল
Join our Telegram Channel - Knowledge Account