রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

Interesting facts about Arun Jaitley

   অরুন জেটলি সম্মন্ধে গুরুত্বপূর্ণ তথ্য 

অরুন জেটলি সম্পর্কে বিস্তারিত আলোচনা 

      গতকাল অর্থাৎ ২৪ আগস্ট ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র অরুন জেটলি মহাশয় প্রয়াত হলেন। তাই আজ আমরা এই পোস্টে ওনার সম্মন্ধে কিছু গুরুত্বপূর্ন তথ্য  জেনে নেবো যেগুলির আগত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই সম্ভবনা আছে। 

Interesting facts about Arun Jaitley
Interesting facts about Arun Jaitley 

বিস্তারিত আলোচনা  

       অরুণ জেটলি 1952 সালে 28 শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন
       তিনি দিল্লিতে ( নতুন দিল্লি) জন্মগ্রহণ করেন
       অরুণ জেটলি-এর বাবার নাম হলো মহারাজ কিষেন জেটলি, যিনি একজন উকিল ছিলেন এবং এনার মায়ের নাম হল রতন প্রভা জেটলি
       তিনি বাল্যকালে দিল্লির সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেছেন (1957-69)
       তিনি 1973 সালে দিল্লির Shri Ram College of Commerce থেকে বাণিজ্য বিভাগে (B.Com) স্নাতক হন
       তারপর তিনি 1977 সালে  দিল্লির Faculty of Law University থেকে LLB পাস করেন
       তিনি একজন প্রখ্যাত ভারতীয় রাজনৈতিক নেতা ছিলেন
       এনার মূল পেশা সমূহ হল ওকালতি এবং রাজনীতি
       তিনি 26 মে 2014 থেকে 14 মে 2018 পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন
       তিনি দিল্লির ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘Akhil Bharatiya Vidyarthi Parishad'অ্যা এর ছাত্রনেতা ছিলেন
       তিনি অল্প বয়স থেকেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন
       যদিও আমরা তাকে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে চিনি কিন্তু তিনি একই জীবনে ভারতের বিভিন্ন রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন
       তিনি 13 মার্চ 2014 থেকে 14 মে 2018 পর্যন্ত ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী ছিলেন
       তিনি 13 মার্চ 2017 থেকে 3 সেপ্টেম্বর 2017 পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন
       তিনি 9 নভেম্বর 2014 থেকে 5 জুলাই 2016 পর্যন্ত ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ছিলেন
       তিনি 2000 থেকে 2002 এবং 2003 থেকে 2004 পর্যন্ত ভারতের আইন এবং বিচার মন্ত্রী ছিলেন
       26 মে 2014 থেকে 2 এপ্রিল 2018 পর্যন্ত তিনি রাজ্যসভায় নেতা ছিলেন
       তিনি 3 জুন 2009 থেকে 26 মে 2014 পর্যন্ত রাজ্যসভায় বিরোধী নেতা ছিলেন
       24 আগস্ট 2019 সালে বেলা 12টা  বেজে 7 মিনিটে  66 বছর বয়সে ভারতের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র অরুণ জেটলি মহাশয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
       তিনি 1991 সালে বিজেপি সদস্য পদ লাভ করেন
       তিনি মোদি সরকারের ক্যাবিনেটের একজন প্রখ্যাত মন্ত্রী ছিলেন
       অরুণ জেটলি মহাশযয়ের দুটি বইয়ের নাম হল-
       1. Articles and speeches by Arun Jaitley A compilation 
       2.Andhere se Ujale Ki Ore