শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

Sushma Swaraj interesting facts in Bengali

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

৬ই আগস্ট ২০১৯ ভারতের এক রাজনৈতিক দ্বিকগজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।ভারতীয় রাজনীতিতে সুষমা স্বরাজের গুরুত্ব অপরিসীম। তাই সুষমা স্বরাজ আমাদের কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবেন। খুব আগ্রহপূর্বক কিছু তথ্য আমরা দেখে নেবো এই পোস্টে।
সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ কে ছিলেন 

সুষমা স্বরাজ  ছিলেন  প্রাক্তন বিদেশ মন্ত্রী 

সুষমা স্বরাজ এর জন্মদিন 

14 ফেব্রুয়ারি 1952 সালে।

সুষমা স্বরাজ এর মৃত্যুদিন 


6 ই আগস্ট, 2019 সালে 


সুষমা স্বরাজ - একনজরে 

·        তিনি পাঞ্জাবের আম্বালা ক্যান্টনমেন্ট(এখন এটা হরিয়ানায় অবস্থিত) জন্মগ্রহণ করেন।

·        তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ সুপ্রিম কোর্টের উকিল ছিলেন।

·        মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সুষমা স্বরাজকে ভারতের "সবচেয়ে প্রিয়               রাজনীতিবিদ" বলে অভিহিত করেছিলেন।

·        1970 এর দশকে তিনি অখিল ভারতীয় ছাত্র পরিষদ দিয়ে রাজনৈতিক জীবন শুরু           করেছিলেন।

·        1973 সালে সুষমা স্বরাজ ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে অনুশীলন শুরু    করেছিলেন।

·        প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ আজ 6 ই আগস্ট  12.33am দিল্লি AIIMS হাসপাতলে হৃদরোগে  আক্রান্ত হয়ে মারা যান

·        তিনি ভারতের প্রথম মহিলা যিনি বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন

·        তার বয়স হয়েছিল 67 বছর।

·        তিনি ভারতে কনিষ্ঠতম ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।

·        তিনি 25 বছর বয়সে হরিয়ানা সরকারের বিধায়ক পদে নিযুক্ত হয় 1977 সালে।

·        তিনি প্রথম দিল্লি সরকারের মহিলা মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন 1998 সালে(পঞ্চম তম              মুখ্যমন্ত্রী দিল্লি সরকার)। 

·        তিনি ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন 26 may 2014 থেকে 30 মে 2019 সাল পর্যন্ত মোদি            সরকারের আমলে।

·        তিনি সাতবার পার্লামেন্টের সদস্য হিসেবে নিযুক্ত হয়।

·        তিনি তিনবার বিধানসভার সদস্য হিসেবে নিযুক্ত হন চারবার লোকসভার সদস্য            হিসেবে নিযুক্ত হন। 

·        ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে, তিনি দ্বিতীয় বারের জন্য মধ্য প্রদেশের  বিদিশা আসনে জিতেছিলেন এবং ৪০০,০০০ ভোটের ব্যবধানে নিজের আসনটি ধরে রেখেছিলেন।

·        ১৯৯০ সালের এপ্রিলে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত ...

·        তিনি 1996 সালের এপ্রিল মাসে দক্ষিণ দিল্লি আসনে একাদশ লোকসভা থেকে           নির্বাচিত হয়েছিলেন।

·        তিনি 1996 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১৩ দিনের সরকারের সময়         কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্ত্রি ছিলেন।

·        Spanish government 2019 সালের prestigious Grand cross of the order of civilian merit প্রদান করেন সুষমা স্বরাজ কে।

·        2015 সালে নেপালে যে ভূমিকম্প হয়েছিল সেখানে স্প্যানিশ লোকেদের ওখান থেকে মুক্ত করে দেশে পাঠাবার ব্যবস্থা করেন।

·        ১৯৯ সালের মার্চ মাসে তিনি দক্ষিণের দিল্লির সংসদীয় আসন থেকে দ্বাদশ               লোকসভায় দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন।

·        দ্বিতীয় বারের প্রধানমন্ত্রী বাজপেয়ী সরকারের অধীনে ১৯৯ সালের ১৯ মার্চ থেকে        ১৯ অক্টোবর ১৯৯  পর্যন্ত তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অতিরিক্ত  মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছিলেন।

·        তিনি ফিল্ম প্রযোজনাকে একটি শিল্প হিসাবে ঘোষণা করেছিলেন। 

·        তিনি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে কমিউনিটি রেডিও শুরু করেছিলেন।

·        2000 সালের 30 সেপ্টেম্বর থেকে 2003 এর 29 জানুয়ারি পর্যন্ত তিনি তথ্য সম্প্রচার              মন্ত্রী    ছিলেন (minister of information And broadcasting)।

·        তিনি ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের মে পর্যন্ত স্বাস্থ্য, পরিবার কল্যাণ  ও  সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন।

·        মৃত্যুর আগের দিন, সুষমা স্বরাজ সংবিধানের 37০ অনুচ্ছেদ বাতিল করার সরকারের     প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল এমন রাজ্যসভা সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

·        সুষমা স্বরাজ 2019 সালের লোকসভা নির্বাচনে শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনে              অংশগ্রহণ করেননি।

·        তিনি বর্তমান যুগে অন্যতম উল্লেখযোগ্য রাজনীতিবিদ ছিল...

·        স্বরাজের দীর্ঘমেয়াদী সহকর্মী  প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

·        রাষ্ট্রীয় সম্বর্ধনার মাধ্যমে সুষমা স্বরাজ কে দিল্লির lodhi crematorium অন্তিম সৎকার              করা হবে।