মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

1st April Current Affairs in Bengali pdf

1st April Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 1st April 2020. Check out the updates on 1st April 2020, ১ লা এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
1st April Current Affairs in Bengali pdf
1st April Current Affairs in Bengali pdf
1. ১ এপ্রিল থেকে  পাঞ্জাব ন্যাশনাল ব‌্যাংকের সঙ্গে কোন দুটি ব্যাঙ্কের সংযুক্তিকরণ হল   ?
a) ওরিয়েন্টাল ব‌্যাংক অফ কমার্স 
b) ইউনাইটেড ব‌্যাংক অফ ইন্ডিয়া
c) a ও b
d) সিন্ডিকেট ব্যাংক
উত্তর : ওরিয়েন্টাল ব‌্যাংক অফ কমার্স  & ইউনাইটেড ব‌্যাংক অফ ইন্ডিয়া

  •  পাঞ্জাব ন্যাশনাল ব‌্যাংকের সঙ্গে 1 এপ্রিল থেকে সংযুক্তিকরণ হল ওরিয়েন্টাল ব‌্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব‌্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে ব্যবসার পরিমাণের হিসেবে (১৮ লক্ষ কোটি টাকা) পিএনবি হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। প্রথম স্টেট ব‌্যাংক অফ ইন্ডিয়া।
  •  এছাড়া সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে কানাড়া ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে৷দেশের এটা চতুর্থ বৃহত্তম ব্যাংক হতে চলেছে
  • অন্ধ্র ব্যাঙ্কের সঙ্গে কর্পোরেশন ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে৷দেশে পঞ্চম বৃহত্তম ব্যাংক হতে চলেছে
  • দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা

2. কে Reserve Bank of India এর deputy governor পদে পুনরায় নির্বাচিত হলেন?
a) Rajesh Kumar
b) Romesh Kumar
c) BP Kaunungo
d) Rakesh Jain
উত্তর: BP Kaunungo

  •  বিপি কাউনুনগো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) ডেপুটি গভর্নর হিসাবে পুনরায় 1 বছরের জন্য নিয়োগ করা হল। 

3. কোন সংস্থা CoVid - 19  এর মৌলিক উপকরণ হ্যান্ড স্যানিটাইজার, ভেন্টিলেটর, এন 99 মাস্ক এবং বডি স্যুট প্রস্তুত করেছে  ?
a) CRPF
b) DRDO
c) CISF
d) কোনটাই নয়
উত্তর : DRDO

  •  DRDO Formation 1958
  • DRDO headquarter – New Delhi
  • DRDO chairman – G Satheesh Reddy 

4. কোভিড -১৯-এর কারণে ২১ দিনের লকডাউন চলাকালীন প্রশ্নের জবাব দিতে, সহায়তা সরবরাহ করতে এবং পরামর্শ গ্রহণের জন্য কোন হেল্পলাইনটি ভারতীয় রেলওয়ের দ্বারা চালু করা হয়েছে  ?
a) 138
b) 139
c) a ও b
d) 140
উত্তর : 138 & 139

  •  COVID-19-এর কারণে 21 দিনের লকডাউন চলাকালীন ভারতীয় রেল ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করেছে - 138 এবং 139 - নানা প্রশ্নের সঠিক তথ্য  দিতে, সহায়তা সরবরাহ করতে এবং  পরামর্শ নিতে। 

5. কোন রাজ্য সরকার করোনা ভাইরাস মোকাবিলার জন্য  "Team -11" গঠন করেছে  ?
a) উত্তর প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) তামিলনাড়ু
d) কেরালা
উত্তর : উত্তর প্রদেশ

  •  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা ভাইরাস  মোকাবিলার জন্য বহু আন্তঃ বিভাগীয় কমিটি সমন্বয়ে "Team -11" গঠন করেন। 

6. COVID-19 লকডাউনের সময় শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে জড়িত করতে কোন আইআইটি Project Isaac চালু করেছে  ?
a) IIT Kanpur
b) IIT Delhi
c) IIT Bombay
d) IIT Gandhinagar
উত্তর : IIT Gandhinagar

  •  Indian Institute of Technology Gandhinagar  কোভিড -১৯ এর জন্য লকডাউন থাকাকালীন শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে যুক্ত করার জন্য 'Project Isaac' চালু করেছে।  প্রকল্পটি তাদের বাড়ীতে সীমাবদ্ধ থাকাকালীন শিক্ষার্থীর দক্ষতা বাড়াতে সাহায্য করবে । 

7. গ্লোবাল নেটওয়ার্ক রেসিলেন্সি প্ল্যাটফর্মটি কোন সংস্থা চালু করেছে  ?
a) ITU
b) ILO
c) WHO
d) UN
উত্তর : ITU

  •  The International Telecommunications Union (ITU) COVID-19 সঙ্কটের সময় বৈশ্বিক নেটওয়ার্কগুলিকে "safer, stronger and more connected“থাকতে সহায়তা করার জন্য একটি "Global Network Resiliency Platform“চালু করেছে।


8 কোন রাজ্য সরকার COVID-19 প্রতিরোধের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য একটি অর্থনৈতিক প্যাকেজ সরবরাহ করার কথা ঘোষণা দেয়   ?
a) সিকিম
b) উওরপ্রদেশ
c) উওরাখন্ড
d) বিহার
উত্তর : সিকিম

  •  সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং  27 শে মার্চ গ্যাংটকে সিভিডি -১১ প্রতিরোধের জন্য রাজ্য টাস্কফোর্সের একটি সভা শেষে সমাজের economically weaker sections অংশ গুলিকে  অবিলম্বে ত্রাণ সরবরাহের জন্য একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। 

9. সম্প্রতি প্রয়াত বেনি প্রসাদ ভার্মা কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন   ?
a) লেখক
b) কবি
c) খেলোয়াড়
d) রাজনীতিবিদ
উত্তর : রাজনীতিবিদ

  •  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা বেনি প্রসাদ ভার্মা 79 বছর বয়সে মারা গেলেন । তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 

10. 2020 সালে কোন তারিখে Earth hour পালন করা হয়  ?
a) 28 মার্চ
b) 29 মার্চ
c) 30 মার্চ
d) 1 মার্চ
উত্তর : 28 মার্চ

  •  Earth Hour পালিত হয়  28 মার্চ পৃথিবীর সমস্ত লোক  8:30 p.m. থেকে 9:30 p.m. পর্যন্ত লাইট বন্ধ করে দেয় 

11. কোন Municipal Corporation (NMC)   "Covid -19" নামে একটি স্বাস্থ্য অ্যাপ তৈরি করেছে  ?
a) কলকাতা
b) নাগপুর
c) দিল্লি
d) চেন্নাই
উত্তর : নাগপুর

12. তিনটি মেগা রেল অবকাঠামো প্রকল্পের জন্য ভারত সরকারের সাথে কোন দেশ ১৫,২৯৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত করে   ?
a) জার্মানি
b) জাপান
c) চীন
d) আমেরিকা
উত্তর : জাপান

  •  জাপানের সরকারী তহবিল সংস্থা  তিনটি মেগা রেল অবকাঠামো প্রকল্পের জন্য ভারত সরকারের সাথে ১৫, ২৯৫ কোটি টাকা চুক্তি স্বাক্ষর করেছে। 

13. Agharkar Research Institute কর্তৃক তৈরি বায়োফোর্টিফাইড গম জাতের নাম কী  ?
a) UD 2056
b) MACS- 4028
c) MAC 3456
d) covid -4567
উত্তর : MACS- 4028

  •  Agharkar Research Institute পুনেতে অবস্থিত 

14. কোন ভারতীয় ইনস্টিটিউট ভারতের প্রথম হাইপারলুপ পড প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে   ?
a) IIT Madras
b) IIT Bombay
c) IIT Delhi
d) IIT Kharagpur
উত্তর : IIT Madras



Download PDF of Current Affairs 2020 - 1st April






Download PDF of Current Affairs 2020 - 31st March

Download PDF of Current Affairs 2020 - 30th March

DOWNLOAD NOW


Knowledge Account এর 
learning App ডাউনলোড করে 
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
Download the Full Year (2019: January to December ) 
Current Affairs (1500+ Questions and Answers)
PDF file Description :
Size : 
No. of pages :
Type of Document: PDF (Word file)
Font Size in the Document: 11 pt



No. of questions - 1000
No. of pages - 35
Type of Questions: MCQ
File Size: 1.84 MB


 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
    500 chemistry gk questions pdf download - Download





সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here