মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

1000 physics gk pdf in bengali

Most important 1000 physics gk pdf in Bengali

1000 physics gk in Bengali

Check out the most important 1000 physics gk pdf in Bengali and download. Physics gk is an important topic for the rrc group d and RRB ntpc exam.
1000 physics gk pdf in bengali
1000 physics gk pdf in bengali


১০০০ টি পদার্থবিদ্যার জিকে 

1000 physics gk in Bengali(1-10)

1 : মান এবং অভিমুখ উভয়ই আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হল -
                (a)  ভরবেগ
                (b)  তড়িৎপ্রবাহমাত্রা
                (c)  কোণ
                (d)  বেগ
Answer - তড়িৎপ্রবাহমাত্রা

2 : মাত্রাহীন অথচ একক আছে, এরূপ একটি রাশি হল - 
                (a)  চাপ
                (b)  দ্রুতি
                (c)  কোণ
                (d)  ক্ষমতা
Answer - কোণ

3 : আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক হল -
                (a)  অ্যাম্পিয়ার
                (b)  রেডিয়ান
                (c)  স্টেরেডিয়ান
                (d)  ক্যান্ডেলা
Answer - ক্যান্ডেলা

4: ‘পারসেকএককটি ব্যবহার হয় -
                (a)  চাপ পরিমাপের ক্ষেত্রে
                (b)  ঘাতবল পরিমাপের ক্ষেত্রে
                (c)  ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে
                (d)  নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে
Answer - নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে

5অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটির প্রয়োজন হয় সেটি হলো -
                (a)  মিলিমিটার
                (b)  অ্যাস্ট্রোনমিক্যাল একক
                (c)  পারসেক
                (d)  ফার্মি
Answer - ফার্মি

6এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী অ্যাম্পিয়ার হলো এক
 ধরনের -
                (a)  লব্ধ একক
                (b)  মাত্রাহীন রাশি
                (c)  মৌলিক একক
                (d)  অনুপাত
Answer - মৌলিক একক

7 : নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হল -
                (a)  দ্রুতি
                (b)  বেগ
                (c)  ভর
                (d)  চাপ
Answer - বেগ

8 : ঘনকোণের একক হল -
                (a)  ডিগ্রী
                (b)  ক্যান্ডেলা
                (c)  স্টেরেডিয়ান
                (d)  কোনোটিই নয়
Answer - স্টেরেডিয়ান

9 : তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লম্ব এককের উদাহরণ হল -
                (a)  বেগের একক
                (b)  ত্বরণের একক
                (c)  আয়তনের একক
                (d)  ভরবেগের একক
Answer - ভরবেগের একক

10 : পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখা কে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে, সেই সময়কে
বলে -
                (a)  1 বছর
                (b)  1 মাস
                (c)  1 আলোকবর্ষ
                (d)  1 সৌরদিন
Answer -1 সৌরদিন

1000 physics gk in Bengali (11-20)

11 :  277k তাপমাত্রায় 1kg বিশুদ্ধ জলের আয়তন কে বলা হয়-
                (a)  1 ঘন সেমি
                (b)  1000 লিটার
                (c)  1 লিটার
                (d)  100 ঘন সেমি
Answer -1 লিটার

12 : স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত  ?
                (a)  আসঞ্জন বল
                (b)  যান্ত্রিক বল
                (c)  অভিকর্ষজ বল
                (d)  মহাকর্ষ বল
Answer - অভিকর্ষজ বল

13নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি ভৌত রাশি নয় -
                (a)  দৈর্ঘ্য
                (b)  আয়তন
                (c)  বায়ু
                (d)  ক্ষেত্রফল
Answer - বায়ু

14দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত হয় -
                (a)  রিস্ট ওয়াচ
                (b)  স্টপ ওয়াচ
                (c)  দোলক ঘড়ি
                (d)  টেবিল ক্লক
Answer - স্টপ ওয়াচ

15একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি কিন্তু তাদের একক অভিন্ন। এরূপ উদাহরণ হল-
                (a)  দ্রুতি ও বেগ
                (b)  কার্য ও শক্তি
                (c)  ত্বরণ ও মন্দন
                (d)  দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল
Answer - দ্রুতি ও বেগ

16একটি বস্তুর উপাদানের ঘনত্ব 2.73g.cm-3 এবং আয়তন 20 cm3 হলে, বস্তুটির ভর হবে -
                (a)  273 g
                (b)  54.6 g
                (c)  5.46 g
                (d)  546 g
Answer -54.6 g

17: এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো -
                (a)  সাধারণ তুলাযন্ত্র
                (b)  ড্রপার
                (c)  আয়তনমাপক চোঙ
                (d)  অন্য কোনো যন্ত্র
Answer - আয়তনমাপক চোঙ

18 : বল এবং ত্বরণের মাত্রার অনুপাত হল -
                (a)  দৈর্ঘ্যের মাত্রা
                (b)  সময়ের মাত্রা
                (c)  ভরের মাত্রা
                (d)  কোনোটিই নয়
Answer - ভরের মাত্রা

19: আলোকবর্ষ হল -
                (a)  আলোকরশ্মির সূর্য থেকে পৃথিবীতে পৌছানোর সময়
                (b)  দৈর্ঘ্যের লব্ধ একক
                (c)  সময় একক
                (d)  শূন্য মাধ্যমে আলোকরশ্মির এক বছরে অতিক্রান্ত দূরত্ব
Answer - শূন্য মাধ্যমে আলোকরশ্মির এক বছরে অতিক্রান্ত দূরত্ব




1000 physics gk in Bengali (21-40)

20মেট্রোনাম হল -
                (a)  এক ধরনের সুবেদী তুলা যন্ত্র
                (b)  দৈর্ঘ্য পরিমাপ এক ধরনের সূক্ষ্মস্কেল
                (c)  উপগ্রহ উৎক্ষেপণ কালে ব্যবহৃত সময়ের নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি
                (d)  কোনোটিই নয়
Answer - উপগ্রহ উৎক্ষেপণ কালে ব্যবহৃত সময়ের নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি

21সোনা বা হীরের ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয় ?
                (a)  amu
                (b)  kg
                (c)  ক্যারেট
                (d)  ডালটন
Answer - ক্যারেট

প্রশ্ন : নিজের রাশি গুলির মধ্যে মাত্রাহীন রাশি হল -
                (a)  আপেক্ষিক তাপ
                (b)  আপেক্ষিক গুরুত্ব
                (c)  লীন তাপ
                (d)  সময়
Answer - আপেক্ষিক গুরুত্ব

22 : SI পদ্ধতিতে কোন পদার্থের ঘনত্বের সংখ্যামান CGS পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সংখ্যামানের -
                (a)  বেশি
                (b)  কম
                (c)  সমান
                (d)  নির্ণয় করা সম্ভব নয়
Answer - বেশি

23 : যদি আলোর বেগকে, বেগের একক এবং 1 বছরকে সময়ের একক ধরা হয়, তবে দৈর্ঘ্যের একক হবে -
                (a)  ফার্মি
                (b)  আলোক সেকেন্ড
                (c)  আলোকবর্ষ
                (d)  পারসেক
Answer - আলোকবর্ষ

24 : দৈর্ঘ্য, সময় এবং বলের একক দ্বিগুণ হলে, ক্ষমতার একক বৃদ্ধি পাবে- 
                (a)  দ্বিগুণ
                (b)  তিনগুণ
                (c)  চার গুণ
                (d)  পাঁচ গুণ
Answer - দ্বিগুণ

25 : মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল -
                (a)  কার্য
                (b)  আয়তন
                (c)  কম্পাঙ্ক
                (d)  কোণ
Answer - কোণ

26ভর মাপার যন্ত্রের নাম কি ?
                (a)  ম্যানোমিটার
                (b)  থার্মোমিটার
                (c)  স্প্রিং তুলা
                (d)  সাধারণ তুলাযন্ত্র
Answer - সাধারণ তুলাযন্ত্র

27 : 1 g-wt = কত dyne -
                (a)  9.81
                (b)  981
                (c)  1/981
                (d)  1/9.81
Answer -981

28 :  SI পদ্ধতিতে ওজনের পরম একক হল
                (a)  Newton
                (b)  kg-wt
                (c)  dyne
                (d)  g-wt
Answer - SI পদ্ধতিতে ওজনের পরম একক হল Newton

29 : পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন -
                (a)  সর্বোচ্চ
                (b)  ভূপৃষ্ঠের অর্ধেক হয়
                (c)  ওজন থাকে না
                (d)  ভূপৃষ্ঠের দ্বিগুণ হয়
Answer - ওজন থাকে না

30 : ভূ-পৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক  ?
                (a)  ভূ কেন্দ্রে
                (b)  নিরক্ষীয় তলে
                (c)  এভারেস্টের চূড়ায়
                (d)  মেরু অঞ্চলে
Answer - মেরু অঞ্চলে

31চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় কত গুণ ?
                (a)  6 গুণ
                (b)  4 গুণ
                (c)  1/6 গুন
                (d)  কোনোটিই নয়
Answer -1/6 গুন

32অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য হল -
                (a)  দূষণ সৃষ্টিকারী
                (b)  পুনর্নবীকরণযোগ্য
                (c)  ব্যয়বহুল
                (d)  কোনোটিই নয়
Answer - পুনর্নবীকরণযোগ্য

33লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার ওজন বাড়ে এই ঘটনাটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
                (a)  ভরের সংরক্ষণ সূত্র
                (b)  ভরবেগের সংরক্ষণ সূত্র
                (c)  শক্তির সংরক্ষণ সূত্র
                (d)  কোনোটিই নয়
Answer - ভরের সংরক্ষণ সূত্র

34 : কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে, এক্ষেত্রে শক্তির রূপান্তর কিরূপ -
                (a)  স্থিতিশক্তি->গতিশক্তি
                (b)  গতিশক্তি-> তাপশক্তি
                (c)  রাসায়নিক শক্তি->তাপশক্তি
                (d)  শক্তির কোন রূপান্তর হয় না
Answer - গতিশক্তি-> তাপশক্তি

35:  শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তরের উদাহরণ হল-
                (a)  রেডিও
                (b)  টেলিফোনের প্রেরক যন্ত্র
                (c)  টেলিভিশন
                (d)  ইলেকট্রিক গিটার
Answer - টেলিফোনের প্রেরক যন্ত্র

36 : নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে g-এর মান -
                (a)  একই থাকে
                (b)  কমে
                (c)  বাড়ে
                (d)  45° অক্ষাংশ পর্যন্ত কমে
Answer - বাড়ে

37 : একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে -
                (a)  বস্তুটির ভরের উপর
                (b)  বস্তুটির ব্যাসার্ধের উপর
                (c)  বস্তুটির উপাদানের ঘনত্বের উপর
                (d)  উপরের কোনটিই সঠিক নয়
Answer - উপরের কোনটিই সঠিক নয়

38দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটি উপায় হল-
                (a)  বৈদ্যুতিক বাতি
                (b)  সঞ্চয়ক কোশ
                (c)  টেলিভিশন
                (d)  কোনোটিই নয়
Answer - সঞ্চয়ক কোশ

39 : কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয় -
                (a)  আটলান্টিক মহা সমুদ্রের তলায়
                (b)  এভারেস্ট শৃঙ্গের মাথায়
                (c)  নিরক্ষীয় অঞ্চলে
                (d)  মেরু অঞ্চলে
Answer - সঞ্চয়ক কোশ

40 : একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে। সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল। বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান -
                (a)  অপসারিত তরলের ওজনের সমান
                (b)  বায়ুতে বস্তুর ওজনের সমান
                (c)  সমআয়তনের তরলের ওজনের সমান
                (d)  শূন্য
Answer - শূন্য




1000 physics gk in Bengali (41-50)

41 : অপ্রচলিত শক্তির উদাহরণ হল -
                (a)  নিউক্লিয় শক্তি
                (b)  বায়ু শক্তি
                (c)  তড়িৎ শক্তি
                (d)  রাসায়নিক শক্তি
Answer - বায়ু শক্তি

42: বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য - 
                (a)  বেড়ে যেত
                (b)  একই থাকত
                (c)  দিন বা রাত কিছুই হতো না
                (d)  কমে যেত
Answer - কমে যেত

43একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময়  লেখটি
                (a)  তরুণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
                (b)  সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
                (c)  মূলবিন্দুগামী একটি সরলরেখা
                (d)  মূলবিন্দুগামী একটি অর্ধ বৃত্তাকার রেখা
Answer - সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা

44: স্প্রিং তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না, সেই স্থানটি হল -
                (a)  চন্দ্রপৃষ্ঠ
                (b)  পৃথিবীপৃষ্ঠ
                (c)  পৃথিবীর কেন্দ্র
                (d)  খনির মধ্যস্থল
Answer - পৃথিবীর কেন্দ্র

45: একটি বস্তুর ভার 9.8kg হলে বস্তুটির ভর -
                (a)  980 g
                (b)  1 kg
                (c)  9.8 kg
                (d)  1 g
Answer -1 kg

46স্থির চাপে কি ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয় -
                (a)  বিশুদ্ধ অনিয়তাকার
                (b)  বিশুদ্ধ তরল পদার্থের
                (c)  বিশুদ্ধ কেলাসাকার পদার্থের
                (d)  সাধারণ যে কোন পদার্থের
Answer - বিশুদ্ধ কেলাসাকার পদার্থের

47: যেকোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা -
                (a)  বৃদ্ধি পায়
                (b)  বৃদ্ধি বা হ্রাস পেতে পারে
                (c)   হ্রাস পায়
                (d)  অপরিবর্তিত থাকে
Answer - অপরিবর্তিত থাকে

48নিচের কোন পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই ?
                (a)  বরফ
                (b)  ঢালাই লোহা
                (c)  মোম
                (d)  তামা
Answer - মোম

49: নিম্নলিখিত পদার্থ গুলি থেকে এমন একটি পদার্থ চিহ্নিত করো যা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত
হয়  ?
                (a)  নিশাদল
                (b)  মোম
                (c)  বরফ
                (d)  লবণ
Answer - নিশাদল

50তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক -
                (a)  0 k
                (b)  273 k
                (c)  -273 k
                (d)  100 k
Answer -273 k

1000 physics gk in Bengali (51-60)

51: স্ফুটন এর সময় তরলের উপরের বাষ্পের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা -
                (a)  কম হয়
                (b)  উভয়ই সমান হয়
                (c)  বেশি হয়
                (d)  বাষ্পের কোনো চাপ নেই
Answer - উভয়ই সমান হয়

52দুই টুকরো বরফ কে এক সঙ্গে কিছুক্ষণ চাপ দিয়ে রেখে দিলে, খন্ড দুটি জোড়া লেগে যায়। এই ঘটনাকে বলে -
                (a)  বাষ্পায়ন
                (b)  শীতলী ভবন
                (c)  কঠিনীভবন
                (d)  পুনঃশিলীভবন
Answer - পুনঃশিলীভবন

53বরফের সঙ্গে খাদ্য লবন মেশালে, মিশ্রণের গলনাঙ্ক -
                (a)  কমে যায়
                (b)  বেড়ে যায়
                (c)  একই থাকে
                (d)  কোনোটিই নয়
Answer - কমে যায়

54বটমলির পরীক্ষাটি সফল হতে গেলে, চারপাশের বায়ুমন্ডলের তাপমাত্রা-
                (a)  0°C –এর অনেক কম হতে হবে
                (b)  ঠিক 0°C-ই হতে হবে
                (c)  0°C-এর উপরে থাকতে হবে
                (d)  যেকোনো তাপমাত্রা ঘটতে পারে
Answer -0°C-এর উপরে থাকতে হবে

55যে উষ্ণতায়, কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলে-
                (a)  স্ফুটনাঙ্ক
                (b)  শিশিরাঙ্ক
                (c)  সংকট উষ্ণতা
                (d)  কোনোটিই নয়
Answer - শিশিরাঙ্ক

56: পিতলের কোন বৈশিষ্ট্যের জন্য এটি মূর্তি প্রস্তুতিতে ব্যবহৃত হয়  ?
                (a)  পিতল চকচকে
                (b)  পিতল অন্যান্য ধাতুর তুলনায় সস্তা
                (c)  পিতলকে সহজেই গলানো যায়
                (d)  পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়
Answer - পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়

57: শিশির জমার উপযুক্ত পরিবেশ হলো -
                (a)  মেঘাচ্ছন্ন আকাশ
                (b)  সন্ধ্যেবেলার আকাশ
                (c)  মেঘমুক্ত আকাশ
                (d)  কোনোটিই নয়
Answer - মেঘমুক্ত আকাশ

58: কোন একদিন কলকাতা এবং দিল্লির তাপমাত্রা সমান হলেও, দিল্লি বেশি আরামপ্রদ লাগে কেন -
                (a)  দিল্লি বড় শহর
                (b)  দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি
                (c)  দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম
                (d)  অন্য কোনো কারণ
Answer - দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম
59: বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক -
                (a)  কম
                (b)  বেশি
                (c)  উভয়ই সমান
                (d)  কোনোটিই নয়
Answer - কম




1000 physics gk in Bengali (61-70)

60: বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক -
                (a)  100°C অপেক্ষা অনেক বেশি
                (b)  100°C অপেক্ষা অল্প বেশি
                (c)  ঠিক 100°C
                (d)  যেকোনো উষ্ণতা হতে পারে
Answer - যেকোনো উষ্ণতা হতে পারে
61: বায়ুশূন্য স্থানে বাষ্পায়নের হার -
                (a)  বৃদ্ধি পায়
                (b)  হ্রাস পায়
                (c)  অপরিবর্তিত থাকে
                (d)  বাষ্পায়ন সম্ভব হয় না
Answer - বৃদ্ধি পায়
62: মেঘকে বলা যেতে পারে -
                (a)  সম্পৃক্ত বাষ্প
                (b)  অসম্পৃক্ত বাষ্প
                (c)  ঊর্ধ্বাকাশের কুয়াশা
                (d)  কোনোটিই নয়
Answer - ঊর্ধ্বাকাশে কুয়াশা
63বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি, বাষ্পায়নের হার -
                (a)  বাড়িয়ে দেয়
                (b)  একই থাকে
                (c)  কমিয়ে দেয়
                (d)  বাড়াতেও পারে এবং কমাতেও পারে
Answer - কমিয়ে দেয়
64শীতকালে আমাদের শরীরের নরম ত্বক ফেটে যায় কারণ -
                (a)  শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম থাকে
                (b)  শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
                (c)  শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে
                (d)  শীতকালে বায়ু চলাচল কম হয়
Answer - শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে
65: কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা, সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বলে -
                (a)  গ্যাস
                (b)  বাষ্প
                (c)  তরল
                (d)  অতিতরল
Answer - বাষ্প
66: শীতপ্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয়, কারণ -
                (a)  এর ফলে দ্রবণের হিমাঙ্ক বেড়ে যায়
                (b)  এর ফলে দ্রবণের হিমাঙ্ক 0°C-এর চেয়ে কম হয়
                (c)  এর ফলে দ্রবণের স্ফুটনাংক বৃদ্ধি পায়
                (d)  এর ফলে দ্রবণের গাড়ত্ব কমে যায়
Answer - এর ফলে দ্রবণের হিমাঙ্ক 0°C-এর চেয়ে কম হয়

67: কোন তরলের মধ্যে অন্য কোন গ্যাস দ্রবীভূত থাকলে, তরলের স্ফুটনাংক - 
                (a)  বৃদ্ধি পায়
                (b)  একই থাকে
                (c)  হ্রাস পায়
                (d)  কোনোটিই নয়
Answer - হ্রাস পায়
68: কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হলে -
                (a)  আয়তন বৃদ্ধি পায়
                (b)  আয়তন হ্রাস পায়
                (c)  আয়তন অপরিবর্তিত থাকে
                (d)  আয়তন বৃদ্ধি বা হ্রাস পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না
Answer - আয়তন বৃদ্ধি বা হ্রাস পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না
69: কোনো কঠিন পদার্থের গরম গলনের সময়, তাপমাত্রা -
                (a)  বৃদ্ধি পায়
                (b)  হ্রাস পায়
                (c)  একই থাকে
                (d)  প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
Answer - একই থাকে
70সাধারণত কোনো দ্রবণের স্ফুটনাংক দ্রাবকের স্ফুটনাঙ্ক ও
অপেক্ষা -
                (a)  কম হয়
                (b)  বেশি হয়েছে
                (c)  একই থাকে
                (d)  দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে
Answer - দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে

No. of questions - 1000
No. of pages - 35
Type of Questions: MCQ
"Printable"
File Size: 1.84 MB
Download


সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
Download the Full Year (2019: January to December ) 
Current Affairs (1500+ Questions and Answers)
PDF file Description :
Size : 
No. of pages :
Type of Document: PDF (Word file)
Font Size in the Document: 11 pt



৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 

500 chemistry gk questions pdf download


সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন
➤ দ্বিতীয় ভাগ টি ডাউনলোড করুন

সেপ্টেম্বর মাসের (২০১৯) কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ডাউনলোড করুন 




সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।








বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE




২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও 



এছাড়াও তোমরা দেখতে পারো 
মিসসেলিনিয়াস জিকে
Recently published (New)
➤ ভারতের প্রতিটি রাজ্যের লোকনৃত্য                                                      
➤ পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্তপুর্ণ তথ্য সম্পুর্ণ তালিকা