শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

28th March Current Affairs in Bengali pdf

28th March Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 28th March 2020. Check out the updates on 28th March 2020, ২৮শে  মার্চ  কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
28th March Current Affairs in Bengali pdf
28th March Current Affairs in Bengali pdf
1. Mo Jeeban (My Life) Programme কোন রাজ্য সরকার লঞ্চ করল  ?
a) তামিলনাড়ু
b) গোয়া
c) ওড়িশা
d) অন্ধ্রপ্রদেশ

উত্তর : ওড়িশা

  •  ওড়িশার মুখ্যমন্ত্রী (সিএম) নবীন পট্টনায়েক "Mo Jeeban (My Life) Programme" চালু করলেন এবং বাড়ির ভিতরে থাকার প্রতিশ্রুতি দেওয়ার জন্য লোকদের প্রতি আহ্বান জানান। করোনাভাইরাস (Covid- 19) প্রাদুর্ভাবের কারণে এই প্রোগ্রামটি চালু করা হয়েছিল। 

2. COVID-19 প্রাদুর্ভাবের মধ্যে চীনে যে নতুন ভাইরাস দেখা দিয়েছে তার নাম কী  ?
a) Evid 20 virus
b) Hantavirus
c) Adonais virus
d) Govid90 F Virus

উত্তর : Hantavirus

  •  হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম বা এইচপিএস ইঁদুর বা খরগোশের মত ছোট জীবজন্তু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, এর ফলে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। অন্যান্য লক্ষণ হল, মাথাধরা, ঝিমুনি, জ্বর, পেশিতে ব্যথা, বমিভাব ও পেটের গোলমাল। এগুলি প্রাথমিক লক্ষণ, এরপর শুরু হবে প্রচণ্ড শ্বাসকষ্ট, কমে যাবে রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  কথা অনুযায়ী, মূলত এই সংক্রমণ শ্বাসপ্রশ্বাসে দিয়ে শরীরে ঢোকে, তা কোনও স্প্রের মাধ্যমেও হতে পারে অথবা সংক্রমিত খরগোশ বা ইঁদুরের মলের গন্ধ নাকে গেলে অথবা তাদের লালা শরীরে ঢুকলে এই ভাইরাসে সংক্রমিত হয় । 

3. মায়িলাদূথুরাই কোন রাজ্যের 38 তম জেলা হয়ে উঠেছে  ?
a) কেরালা
b) অন্ধ্রপ্রদেশ
c) তেলেঙ্গানা
d) তামিলনাড়ু

উত্তর : তামিলনাড়ু

  •  তামিলনাড়ুর  নাগপট্টিনাম জেলাটি দ্বিখণ্ডিত হয়ে মায়িলাদূথুরাই নামে 38 তম জেলা হয় 

4. লকডাউন চলাকালীন দিল্লি সরকার রাজধানীর শ্রমিকদের কতটা ক্ষতিপূরণ পরিমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  ?
a) 5000
b) 2000
c) 3000
d) 7000

উত্তর : 5000

  •  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২৪ শে মার্চ, ২০২০ ঘোষণা করেছিলেন যে সম্পূর্ণ লকডাউনের মধ্যে জাতীয় রাজধানীতে নিম্ন শ্রমজীবী শ্রেণিকে ক্ষতিপূরণ পরিমাণ হিসাবে 5000 টাকা দেওয়া হবে। 

5. কোন রাজ্যটি করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে জনগণকে আগাম তিন মাসের জন্য রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  ?
a) রাজস্থান 
b) সিকিম
c) উওরাখন্ড
d) ওড়িশা

উত্তর : উওরাখন্ড

  •  উত্তরাখণ্ড সরকার দেশে COVID-19 প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জনগণকে বিতরণ ব্যবস্থার মাধ্যমে আগাম তিন মাসের জন্য রেশন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। 

6. কোন সরকারী হাসপাতালে কোভিড -১৯ রোগীদের সেবা প্রদানের জন্য হিউম্যানয়েড রোবটগুলি ব্যবহার  করার হচ্ছে  ?
a) কানপুর স্বামী সত্যানন্দ সরকারি হসপিটাল
b) জয়পুরের সওয়াই মান সিং (এসএমএস) সরকারী হাসপাতাল
c) তারাপুর সরকারি হসপিটাল
d) সত্য সাই বাবা হসপিটাল

উত্তর : জয়পুরের সওয়াই মান সিং (এসএমএস) সরকারী হাসপাতাল

  •  ভয়ঙ্কর করোনাভাইরাসের হাত থেকে চিকিৎসক এবং নার্সিং কর্মীদের রক্ষা করার জন্য  এই ব্যবস্থা চালু করা হচ্ছে। 

7. 2020 সালের 24 শে মার্চ কোন রাজনৈতিক নেতা প্রতিরোধমূলক আটক থেকে মুক্তি পেয়েছিলেন  ?
a) আলতাব আব্দুল্লাহ
b) ওমর আবদুল্লাহ
c) শেখর আব্দুল্লাহ
d) মেহতাব আব্দুল্লাহ

উত্তর : ওমর আবদুল্লাহ

  •  জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে প্রতিরোধমূলক আটক থেকে ২০২০ সালের ২৪ শে মার্চ মুক্তি দেওয়া হয়েছিল। জননিরাপত্তা আইনের আওতায় আনা তাঁর আটক জম্মু ও কাশ্মীর প্রশাসন বাতিল করে দিয়েছিল। 


8. Kuril Island বিরোধে জড়িত কোন দুটি দেশ  ?
a) China & Russia
b) Russia & Japan
c) Japan & America
d) England & Jordan

উত্তর : Russia & Japan

  •  Kuril islands বিতর্ক নিয়ে Russia এবং Japan এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ।  একে উত্তরাঞ্চলীয় অঞ্চল বিরোধ হিসাবেও ডাকা হয়।  কুড়িল চেইনের -দক্ষিণের চারটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে মতবিরোধ।  

9. কোন রাজ্যের হিমবাহ অন্যান্য হিমালয় অঞ্চলের তুলনায় দ্রুত গলে যাচ্ছে  ?
a) হিমাচল প্রদেশ
b) গোয়া
c) সিকিম
d) উত্তরাখান্ড 

উত্তর : সিকিম

  •  সিকিমের হিমবাহ হিমালয়ের অন্যান্য অংশের চেয়ে দ্রুত গলে যাচ্ছে, হিমালয়ের ভূতত্ত্বের এক গবেষণা অনুসারে। এটা গবেষণা প্রকাশিত হয়  the international scientific journal, Science of the Total Environment.

10. কোন রাজ্য সরকার ২ দিনের লকডাউন ঘোষণার মধ্যে পরীক্ষা ছাড়াই নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  ?
a) উত্তরাখান্ড
b) তামিলনাড়ু
c) উওরপ্রদেশ
d) কেরালা

উত্তর : তামিলনাড়ু

  •  তামিলনাড়ু রাজ্য সরকার ঘোষণা করেছে যে 9 ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনা পরীক্ষায় পরবর্তী ক্লাসে পদোন্নতি দেওয়া হবে।  বর্তমান 21 দিনের লকডাউন পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

11. ভারতে করোনভাইরাস মোকাবিলার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের 21 সদস্যের উচ্চ-স্তরের প্রযুক্তিগত কমিটির নেতৃত্বের জন্য কাকে নিযুক্ত করলেন ?
a) ডঃ অরুণ মিত্র
b) ডঃ ভি কে পল
c) ড: ডি কে পাল
d) ডঃ ভি কে বঢ পল

উত্তর : ডঃ ভি কে পল

  •  দেশে করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় সরকার ডাঃ ভি কে পলের সভাপতিত্বে একটি ২১ সদস্যের উচ্চ-স্তরের কমিটি গঠন করেছে।  
  • ইউনিয়নের স্বাস্থ্য সচিব এবং ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের মহাপরিচালককে কমিটির সহ-সভাপতির পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

12. কোন রাজ্যের লোককাহিনী ‘Yakshgana’ 900 টিরও বেশি স্ক্রিপ্ট দিয়ে ডিজিটাইজড হয়েছে এবং জনসমক্ষে প্রকাশিত হয়েছে  ?
a) তামিলনাড়ু
b) কর্ণাটক
c) উড়িষ্যা
d) হিমাচল প্রদেশ

উত্তর : কর্ণাটক

  •  কর্ণাটকের লোককাহিনী ‘ইয়াকশানা’ 900 টিরও বেশি স্ক্রিপ্ট দিয়ে ডিজিটালাইজড হয়েছে এবং সর্বজনীন করা হয়েছে।  এই স্ক্রিপ্টগুলি গুগল ড্রাইভে ডিজিটাইজড এবং পিডিএফ ফর্ম্যাটে সংরক্ষণ করা হয়েছে।
  • কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে ইয়াকশগনা হ'ল একটি বিখ্যাত লোক নাট্য পরিবেশনা।
  • scripts পাওয়া যাবে   www.prasangaprathi sangraha.com   ওয়েবসাইট এ
  • এছাড়া পাওয়া যাবে এই অ্যাপে Context FIRST Collection' app

13. সম্প্রতি প্রয়াত  আলবার্ট উডারজো কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন ?
a) director
b) comic book artist
c) producer
d) dramatics

উত্তর : comic book artist

  •  ২০২০ সালের ২৪ শে মার্চ অ্যালবার্ট উডারজো মারা যান। তিনি 92 বছর বয়সে মারা যান। হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা যান। 

14. কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 'MyGov Corona Helpdesk’ চালু করেছে  ?
a) Google cloud
b) Facebook
c) What’s up
d) Instagram

উত্তর : What’s up



Download PDF of Current Affairs 2020 - 28th March






Download PDF of Current Affairs 2020 - 27th March

Download PDF of Current Affairs 2020 - 26th March

DOWNLOAD NOW


Knowledge Account এর 
learning App ডাউনলোড করে 
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
Download the Full Year (2019: January to December ) 
Current Affairs (1500+ Questions and Answers)
PDF file Description :
Size : 
No. of pages :
Type of Document: PDF (Word file)
Font Size in the Document: 11 pt



No. of questions - 1000
No. of pages - 35
Type of Questions: MCQ
File Size: 1.84 MB


 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
    500 chemistry gk questions pdf download - Download





সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here