বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

16th April Current Affairs in Bengali pdf

16th April Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 16th April 2020. Check out the updates on 16th April 2020, ১৬ই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখে নাও বিশ্বেজুড়ে কি কি ঘটলো ?
16th April Current Affairs in Bengali pdf
16th April Current Affairs in Bengali pdf

1. ভারতের কোন রাজ্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য clinical trial plasma therapy treatment শুরু করার দিক দিয়ে প্রথম রাজ্য হয়ে উঠেছে ?
a) গোয়ি
b) তামিলনাড়ু
c) কেরালা
d) ওড়িশা

উত্তর : কেরালা

  •  clinical trial plasma therapy treatment জন্য The Indian Council of Medical Research (ICMR) অনুমোদন দিল কেরালা তিরুবনন্তপুরম এর Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST) কে  সেজন্য কেরালা ভারতের প্রথম রাজ্য হিসেবে  clinical trial plasma therapy treatment শুরু করলো
  •  ICMR Headquarters– New Delhi.
  • Director-General– Prof. Balram Bhargava.
  • Capital– Thiruvananthapuram.
  • Chief Minister– Pinarayi Vijayan.
  • Governor– Arif Mohammad Khan
  • ভারতের কেরালা রাজ্যে  প্রথম digital garden  খোলা হয়েছে  
  • ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে প্রথম space Tech Park খোলা হয়েছে
  • কেরালার হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মানিকুমার
  • সম্প্রতি Tirur Betel leaf  কেরালা রাজ্যের জি আই ট্যাগ পেয়েছে
  • কেরালা রাজ্যের কোছিকোডে প্রথম IWTC(Indian women trade Centre) স্থাপন করা হয়েছে

2. Women’s and Men’s Asian Boxing Championships 2020 কোন দেশে অনুষ্ঠিত হবে  ?
A) জাপান
b) ভারত
c) বাংলাদেশ
d) শ্রীলংকা

উত্তর : ভারত

  •  Women’s and Men’s Asian Boxing Championships 2020 ভারতে  অনুষ্ঠিত হবে  নভেম্বর ও ডিসেম্বর মাসে
  • Boxing Federation of India’s (BFI):Headquarters– New Delhi
  • Boxing Federation of India’s (BFI)Boxing Federation of India’s (BFI) Executive Director R K Sacheti,

3. JBL এর brand ambassador পদে কে নিযুক্ত হলেন  ?
a) সারা আলি খান
b) করিনা কাপুর
c) দীপিকা পাডুকন
d) প্রিয়াঙ্কা চোপড়া

উত্তর : সারা আলি খান

  •  JBL একটি আমেরিকান সংস্থা যা লাউডস্পিকার এবং হেডফোন সহ অডিও সরঞ্জাম উৎপাদন করে। 
  • Founder: James Bullough Lansing
  • Founded: 1946
  • Headquarters: Los Angeles, California, United States

4. সম্প্রতি প্রয়াত Padma bhushan পুরস্কার প্রাপ্ত  প্রাক্তন  Attorney General কে ?
a) Ashok H Desai
b) Ramen Jana
c) Sujan Das
d) kiron Desai

উত্তর : Ashok H Desai

  •  Padma Bhushan পুরস্কার ও  the Law Luminary Award পেয়েছিলেন 2001 সালে
  • Golden Anniversary Rotary Prize for University of London in 1956.

5. ভারতের কোথায় প্রথম remote health monitoring system স্হাপিত হল ?
a) ব্যাঙ্গালোর, কর্ণাটক
b) ঋষিকেশ, উত্তরাখন্ড
c) সিমলা, হিমাচল প্রদেশ
d) ভুবনেশ্বর ,ওড়িশা

উত্তর : ঋষিকেশ, উত্তরাখন্ড

  •  The All India Institute of Medical Sciences (AIIMS) Rishikesh, এবংBEL (Bharat Electronics Limited)  এর সহযোগিতায় উত্তরাখণ্ডের ঋষিকেশে remote health monitoring system স্থাপিত হল
  •  Headquarters of BEL: Bengaluru, Karnataka
  • .MD & CEO of BEL:  M V Gowtama.
  • BEL Established: 1954.
  • Uttarakhand chief minister - Trivendra Singh Rawat
  • Uttarakhand governor - Baby Rani Maurya


6. Union Bank of India এর executive director পদে কে নিযুক্ত হলেন  ?
a) Atul Kumar Mishra
b) Birupaksha Mishra
c) Debasish Debnath
d) Surbir sinha

উত্তর : Birupaksha Mishra

  •  Founded - 11 November 1919 
  • Headquarters – Mumbai
  • MD & CEO -  Shri Rajkiran Rai G. 

7. 14 এপ্রিল 2020 সালে  ডঃ বি আর আম্বেদকর এর কত তম জন্মবার্ষিকী পালিত হলো  ?
a) 125 তম
b) 126 তম
c) 129 তম
d) 130 তম

উত্তর : 129 তম

  •  ডঃ বি আর আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি ছিলেন। 
  • তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন । 
  • ইনি ভারতের সংবিধানের মুখ্য স্থাপক। 
  • ২০১২ সালে হিস্ট্রি টি. ভি.১৮ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি "শ্রেষ্ঠ ভারতীয়"ও নির্বাচিত হন।
  • আম্বেদকর ১৯৯০ সালে মরণোত্তর (Posthumous) “ভারতরত্ন” - ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি'তে ভূষিত  হন । 

8. COVID-19 Quarantine Monitor app কোন রাজ্যে সরকার লঞ্চ করল ?  
a) আসাম
b) তামিলনাড়ু
c) ঝাড়খান্ড
d) মধ্যপ্রদেশ

উত্তর : তামিলনাড়ু

  •  তামিলনাড়ুর রাজধানী চেন্নাই
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-ই কে পালানোস্বামী
  • বনোয়ারিলাল পুরোহিত তামিলনাড়ু রাজ্যপাল 
  • contract farming ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথম চালু হয়েছে

9. সম্প্রতি Prasar Bharati কোন চ্যানেল লঞ্চ করল  ?
a) DD Retro
b) DD Bharatiya
c) DD Mirchi
d) DD Bharat

উত্তর : DD Retro

  •  CEO of Prasar Bharati: Shashi S. Vempati. 

10. কোন Indian Institute of Technology “AyuSynk” digital stethoscope তৈরি করল   ?
a) IIT Mandi
b) IIT Bombay
c) IIT Kanpur
d) IIT Roorkee

উত্তর : IIT Bombay

  •  Director of IIT-Bombay: Subhasis Chaudhuri.
  • IIT Bombay was founded in 1958 



                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 16th April






                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 15th April

                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 14th April

                                                                                                                                                                                                                DOWNLOAD NOW


                                                                                                                                                                                                                Knowledge Account এর 
                                                                                                                                                                                                                learning App ডাউনলোড করে 
                                                                                                                                                                                                                প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


                                                                                                                                                                                                                সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
                                                                                                                                                                                                                Download the Full Year (2019: January to December ) 
                                                                                                                                                                                                                Current Affairs (1500+ Questions and Answers)
                                                                                                                                                                                                                PDF file Description :
                                                                                                                                                                                                                Size : 
                                                                                                                                                                                                                No. of pages :
                                                                                                                                                                                                                Type of Document: PDF (Word file)
                                                                                                                                                                                                                Font Size in the Document: 11 pt



                                                                                                                                                                                                                No. of questions - 1000
                                                                                                                                                                                                                No. of pages - 35
                                                                                                                                                                                                                Type of Questions: MCQ
                                                                                                                                                                                                                File Size: 1.84 MB


                                                                                                                                                                                                                 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
                                                                                                                                                                                                                    500 chemistry gk questions pdf download - Download





                                                                                                                                                                                                                সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
                                                                                                                                                                                                                ➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
                                                                                                                                                                                                                 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

                                                                                                                                                                                                                বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


                                                                                                                                                                                                                ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here

                                                                                                                                                                                                                #####