মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

29th April Current Affairs in Bengali pdf

29th April Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 29th April 2020. Check out the updates on 29th April 2020, ২৯শে এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখে নাও বিশ্বেজুড়ে কি কি ঘটলো ?
29th April Current Affairs in Bengali pdf
29th April Current Affairs in Bengali pdf

1.  কোন রাজ্য সরকার মহিলাদের জন্য Jibon Shakti Yojana লঞ্চ করল  ?
a) মহারাষ্ট্র
b) ওড়িশা
c) মধ্যপ্রদেশ
d) হরিয়ানা

উত্তর : মধ্যপ্রদেশ

  •  মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শহর অঞ্চল থেকে মহিলাদের ঘরে ঘরে কর্মসংস্থান দেওয়ার জন্য ‘জীবন শক্তি যোজনা’ চালু করেছেন।  
  • এই প্রকল্পের আওতায় মহিলারা ঘরে বসে মুখোশ তৈরি করবেন এবং 11 টাকা দরে সরকার সমস্ত মুখোশ কিনবে।  
  • মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী: শিবরাজ সিং চৌহান। 
  • মধ্য প্রদেশের রাজ্যপাল: লাল জি ট্যান্ডন
  • মধ্যপ্রদেশ রাজ্য সরকার করোনা রোগীদের চিকিৎসায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতিমাসে সম্মানী হিসেবে 10000 টাকা পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করল  
  • মধ্যপ্রদেশের হাইকোর্টের মুখ্য বিচারপতি- অজয় কুমার মিত্তাল 
  • বলিউডের অভিনেতা গোবিন্দা মধ্য প্রদেশ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন
  •  মধ্য প্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল শহরে garbage clinic প্রথম খোলা হয়েছে
  • মধ্য প্রদেশ রাজ্যের happiness department দ্বারা প্রথম time Bank খোলা হবে
  • মধ্য প্রদেশ রাজ্যের bancha village ফাস্ট সোলার কিচেন ভিলেজ নামে পরিচিত
  • সম্প্রতি মধ্য প্রদেশ রাজ্য সরকারি চাকরিতে sports person দের জন্য 5 শতাংশ সংরক্ষণ করল


2. আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়  ?
a) 25 এপ্রিল
b) 27 এপ্রিল
c) 28 এপ্রিল
d) 29 এপ্রিল

উত্তর : 29 এপ্রিল

  •  বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে নৃত্য শিক্ষা ও অংশগ্রহণে জনগণকে উৎসাহ প্রদান করতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় ।
  • আধুনিক ব্যালের সৃষ্টিকর্তা ও নৃত্যের মহান রূপকার জ্যা জর্জেস নোরের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনটি পালন করাপ্রতিবছর এই দিনটি পালন করা হয়


3. কোন রাজ্যের হাসপাতাল CoVid -19 রোগীদের সেবা দেওয়ার জন্য “KARMI-Bot” রোবট মোতায়েন করেছে  ?
a) কেরালা
b) হরিয়ানা
c) উওরপ্রদেশ
d) আসাম

উত্তর : কেরালা
  •  কেরালার Ernakulamhere সরকারী হাসপাতালে কোভিড -১৯ রোগীদের সেবা দেওয়ার জন্য ‘KARMI-Bot’ নামে একটি রোবট মোতায়েন করেছে।  রোবটটি মেডিকেল কলেজের কোভিড -19 isolation ward এর রোগীদের সহায়তা করতে ব্যবহৃত হবে।
  •  কেরালার মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন। 
  • কেরালার রাজ্যপাল: আরিফ মোহাম্মদ খান। 
  • কেরালার রাজধানী: তিরুবনন্তপুরম।
  • ভারতের কেরালা রাজ্যে  প্রথম digital garden  খোলা হয়েছে
  • ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম প্রথম space Tech Park খোলা হয়েছে
  • সম্প্রতি Tirur Betel leaf  কেরালা রাজ্যের জি আই ট্যাগ পেল
  • কেরালার হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মানিকুমার
  • কেরালা রাজ্যের কোছিকোডে প্রথম IWTC(Indian women trade Centre) স্থাপন করা হয়েছে
  • কেরালা  রাজ্যে প্রথম elephant rehabilitation centre খোলা হয়েছে


4. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা world Immunization week কবে পালিত  হয়   ?
a) ১৪শে এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত
b) ৪শে এপ্রিল থেকে ১০শে এপ্রিল পর্যন্ত
c) ২৪শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত
d) ১০শে এপ্রিল থেকে ১৪শে এপ্রিল পর্যন্ত

উত্তর : ২৪শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত

  •  The theme of World Immunization Week 2020 is #VaccinesWork for All. 


5. “Contract Management during Emergency situations” শীর্ষক ভার্চুয়াল কর্মশালা আয়োজনের জন্য বিশ্বব্যাংক কার সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
a) ADB
b) ICMR
c) AIMA
d) AIIB

উত্তর : AIMA

  •  World Bank:Headquarters– Washington D.C., U.S.
  • Motto– Working for a World Free of Poverty
  • President– David Malpass
  • All India Management Association (AIMA):Headquarters– New Delhi



6. সম্প্রতি প্রয়াত ৯২ বছর বয়সী Sachchidanand Painuli কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত   ?
a) কবি
b) ফুটবলার
c) স্বাধীনতা সংগ্রামী
d) ক্রিকেটার

উত্তর : স্বাধীনতা সংগ্রামী

  •  সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী Sachchidanand Painuli 


7. দর্যোগ ব্যবস্থাপনা আইন-এর ৫১ বি, ধারা অনুযায়ী পাবলিক ক্ষেত্রে থুথু ফেলাকে দন্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করলো কোন মন্ত্রক   ?
a) Ministry of power
b) Minister of Human Resource Development
c) Minister of External Affairs
d) Ministry of Home Affairs

উত্তর : Ministry of Home Affairs

  •  Minister of Home Affairs Minister - Amit Shah 


8. কোন রাজ্য সরকার কোভিড -১৯-র আওতাভুক্ত প্রথম সারির সাংবাদিকদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার বীমা কভার ঘোষণা করেছে   ?
A) ওড়িশা
b) আসাম
c) মহারাষ্ট্র
d) গোয়া

উত্তর : আসাম

  •  Statehood: 26 January 1950 
  • Governor: Jagdish Mukhi 
  • Chief Minister: Sarbananda Sonowal
  • Capital: Dispur 
  • Districts: 33 
  • আসামের গুয়াহাটিতে 3rd khelo India youth game অনুষ্ঠিত হয়েছিল


9. কোন রাজ্যে সরকার Jagananna Vidya Deevena Scheme লঞ্চ করল   ?
a) তামিলনাড়ু
b) হিমাচল প্রদেশ
c) উওরপ্রদেশ
d) অন্ধ্রপ্রদেশ

উত্তর : অন্ধ্রপ্রদেশ

  •  ফার্মাসি থেকে কাশি, সর্দি এবং জ্বরের জন্য ওষুধ কেনার লোকদের নজর রাখার জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার CoVid Pharma অ্যাপ চালু করেছে
  • অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার  Bhimavaram Mandal এর তান্ডুরুর গ্রামে গোদাবরী মেগা অ্যাকোয়া ফুড পার্ক চালু হল।
  • ভারতে প্রথম বিশাখাপওনাম রেলওয়ে স্টেশনে fun zone স্থাপন করা হয়েছে
  • অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম ভারতের সবচেয়ে গভীরতম বন্দর 
  • অন্ধ্রপ্রদেশ রাজ্যপাল – বিশ্বভূষন হরিচন্দন
  • অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী – জগমোহন রেড্ডি
  • রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ‘zero interest’ লোন স্কিম পুনরায় লঞ্চ করলো  অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরকার



                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 29th April






                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 28th April

                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 27th April

                                                                                                                                                                                                                DOWNLOAD NOW


                                                                                                                                                                                                                Knowledge Account এর 
                                                                                                                                                                                                                learning App ডাউনলোড করে 
                                                                                                                                                                                                                প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


                                                                                                                                                                                                                সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
                                                                                                                                                                                                                Download the Full Year (2019: January to December ) 
                                                                                                                                                                                                                Current Affairs (1500+ Questions and Answers)
                                                                                                                                                                                                                PDF file Description :
                                                                                                                                                                                                                Size : 
                                                                                                                                                                                                                No. of pages :
                                                                                                                                                                                                                Type of Document: PDF (Word file)
                                                                                                                                                                                                                Font Size in the Document: 11 pt



                                                                                                                                                                                                                No. of questions - 1000
                                                                                                                                                                                                                No. of pages - 35
                                                                                                                                                                                                                Type of Questions: MCQ
                                                                                                                                                                                                                File Size: 1.84 MB


                                                                                                                                                                                                                 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
                                                                                                                                                                                                                    500 chemistry gk questions pdf download - Download





                                                                                                                                                                                                                সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
                                                                                                                                                                                                                ➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
                                                                                                                                                                                                                 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

                                                                                                                                                                                                                বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


                                                                                                                                                                                                                ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here

                                                                                                                                                                                                                #####