সোমবার, ৪ মে, ২০২০

5th May Current Affairs in Bengali pdf

5th May Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 5th May 2020. Check out the updates on 5th May 2020, ৫ই মে কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখে নাও বিশ্বেজুড়ে কি কি ঘটলো ?
5th May Current Affairs in Bengali pdf
5th May Current Affairs in Bengali pdf


1. 'Nikkei Asia Prize 2020’-এর জন্য মনোনীত হলেন  IIT Madras কলেজের-এর কোন অধ্যাপক ? 
a) Naveen Garg
b) Sanjiva Prasad
c) Thalappil Pradeep
d) Dr Abhinav Singh

উত্তর : Thalappil Pradeep

  •  Indian Institute of Technology Madras faculty Prof. T. Pradeep has been chosen for the Nikkei Asia Prizes 2020 in ‘Science and Technology’ category for his work in nanotechnology-based water purification
  • পদ্মশ্রী পুরস্কার পান 2020 সালে
  • Shanti Swarup Bhatnagar Prize পান 2008 সালে
  • 'Nikkei Asia Prize 2020 প্রথম দেওয়া হয় 1996 সালে
  • regional growth; science, technology and innovation; and culture এই তিনটি ক্ষেত্রে একটিতে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে


2. 'eCovSens' নামে একটি পোর্টেবল ডিভাইস কে তৈরি করল  ?
a) DRDO
b) DST
c) IIT Bombay
d) NIAB, Hyderabad

উত্তর : NIAB, Hyderabad

  •  NIAB -National Institute of Animal Biotechnology 
  •  'eCovSens' নামে এই পোর্টেবল ডিভাইস টি COVID-19 এর অ্যান্টিজেন সনাক্তকরণের  ডায়াগনস্টিক সরঞ্জাম হিসাবে ব্যবহার করা হবে।
  • Established -2010
  • Director –Dr. Subeer S. Majumdar
  • Location -Hyderabad, India,


3. ২০২০ সালে কোন নিউজিল্যান্ড ক্রিকেট খেলোয়াড় Newzealand cricket of the Year award সম্মানে ভূষিত হলেন   ?
a) কেন উইলিয়ামসন
b) রস টেইলর
c) মার্টিন গুপটিল
d) টম লাথাম

উত্তর : রস টেইলর

  •  রস টেইলর 2020 সালের নিউজিল্যান্ড ক্রিকেট পুরষ্কারের দিন অর্থাৎ 1 মে, 2020 সালে মর্যাদাপূর্ণ স্যার রিচার্ড হ্যাডলি পদকও পান ।
  • টেইলর গত দশ বছর ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটের শীর্ষ পুরষ্কারে ভূষিত হচ্ছেন।


4. সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন  ?
a) Ravi Ranjan
b) Vishwanath Datta
c) B Vijaysen Reddy
d) T .N Radhakrishnan

উত্তর : B Vijaysen Reddy

  •  তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ জেলা প্রথম ব্লক চেন জেলা নামে পরিচিত
  • তেলেঙ্গানা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1954 সালে সালে
  • তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী -কে চন্দ্রশেখর রাও
  • তেলেঙ্গানার রাজ্যপাল -Dr. Tamilisai Soundararajan


5. ব্রাজিলে  ভারতের পরবর্তী  রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন  ?
a) Nitin Mukesh
b) Nitin Vyas
c) Suresh K Reddy
d) Suresh Chandra Gupta

উত্তর : Suresh K Reddy

  • ব্রাজিলের রাজধানী – ব্রাসিলিয়া 
  • ব্রাজিলের মুদ্রা – Brazilian real
  • ব্রাজিলের প্রেসিডেন্ট – Jair Bolsonaro ,(38 তম  president)
  • 2020 সালের 26 জানুয়ারি অতিথি হিসেবে ভারতে এসেছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি




6. সম্প্রতি কোন জায়গার জাফরান(saffron)  Geographical Indication (GI) tag পেল  ?
a) মেঘালয়
b) উত্তরাখণ্ড
c) কাশ্মীর উপত্যকা
d) হিমাচল প্রদেশ

উত্তর : কাশ্মীর উপত্যকা

  •  সম্প্রতি মনিপুর রাজ্যের Chak-Hao নামে কালো চাল  Geographical Indication (GI) tag পেল
  • সম্প্রতি গোরখপুরের টেরাকোটা   Geographical Indication (GI) tag পেল


7. আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের আন্তর্জাতিক সম্মানসূচক সদস্য হিসেবে কোন ভারতীয় অধ্যাপিকা নির্বাচিত হলেন    ?
a) Shikha Gupta
b) Shobana Narsimhan
c) Rekha Singh
d) Tumpa Chaturvedi

উত্তর : Shobana Narsimhan

  •  Shobana Narsimhan জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের  তাত্ত্বিক বিজ্ঞান ইউনিট  এর অধ্যাপিকা 
  • বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর বিশিষ্ট কাজের জন্য তিনি সম্মানিত হয়েছেন।
  • তার আগ্রহের প্রধান ক্ষেত্রটি হল computational nanoscience


8. করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল জোগাড় করতে কোন রাজ্যে সরকার কর্মচারীদের বেতন কমানোর জন্য  অধ্যাদেশ জারি করল  ?
a) উওরপ্রদেশ
b) কেরালা
c) ওড়িশা
d) তামিলনাড়ু

উত্তর : কেরালা

  •  কেরালার Ernakulamhere সরকারী হাসপাতালে কোভিড -১৯ রোগীদের সেবা দেওয়ার জন্য ‘KARMI-Bot’ নামে একটি রোবট মোতায়েন করেছে।  রোবটটি মেডিকেল কলেজের কোভিড -19 isolation ward এর রোগীদের সহায়তা করতে ব্যবহৃত হবে। 
  • কেরালার মুখ্যমন্ত্রী: -পিনারাই বিজয়ন। 
  • কেরালার রাজ্যপাল: -আরিফ মোহাম্মদ খান। 
  • কেরালার রাজধানী: -তিরুবনন্তপুরম।
  • ভারতের কেরালা রাজ্যে প্রথম digital garden  খোলা হয়েছে
  • ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে প্রথম space Tech Park খোলা হয়েছে
  • সম্প্রতি Tirur Betel leaf  কেরালা রাজ্যের জি আই ট্যাগ পেয়েছে
  • কেরালার হাইকোর্টের মুখ্য বিচারপতি -এস মানিকুমার
  • কেরালা রাজ্যের কোছিকোডে প্রথম IWTC(Indian women trade Centre) স্থাপন করা হয়েছে
  • কেরালা  রাজ্যে প্রথম elephant rehabilitation centre খোলা হয়েছে
  • ভারতের প্রথম digital state কেরালা


9. কোন দেশে ১১তম “পিটার্সবার্গ জলবায়ু সংলাপ( Petersburg climate  dialogue)” এর অধিবেশন অনুষ্ঠিত হল  ?
a) জাপান
b) মালয়েশিয়া
c) জার্মানি
d) রাশিয়া

উত্তর : জার্মানি

  •  প্রথম ভার্চুয়াল পিটার্সবার্গ জলবায়ু সংলাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন  প্রকাশ জাভাদেকর (Union Minister for Environment, Forest and Climate Change)
  • জার্মানি মুদ্রা –ইউরো
  • জার্মানি রাজধানী- বার্লিন
  • জার্মানি রাষ্ট্রপতি - Frank-Walter Steinmeier
  • Germany chancellor – Angela Merkel


10. কোন Paint company শীঘ্রই স্যানিটাইজার তৈরি করা শুরু করবে   ?
a) Barzar
b) Dukux
c) Asian paint
d) Nerolac

উত্তর : Asian paint

  •  Founded-1 February 1942
  • Headquarters-Mumbai, Maharashtra
  • Chairman - Ashwin Dani 
  • Vice Chairman -Manish Choksi
  •  CEO & MD -Amit Syngle 
  • Non Executive Director - Abhay Vakil


11.  World laughter day কবে পালিত হল ?
a) 1 মে
b) 2 মে
c) 3 মে
d) 5 মে

উত্তর : 3 মে

  •  আরোগ্য লাভের জন্য হাসির উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতিবছর মে মাসের প্রথম রবিবার বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয় ।
  • LYM (laughter yoga movement) এর প্রতিষ্ঠাতা ডঃ মদন কাটারিয়া 1998 সালে মুম্বাইয়ে প্রথম এই দিনটি উদযাপন করেন
  • 2000 সালের 9 জানুয়ারি ডেনমার্কের কোপেনহেগেনে ভারতের বাইরে প্রথম বিশ্ব হাসি দিবস HAPPY-DEMIC উদযাপিত হয়



                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 5th May






                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 4th May

                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 3th May 

                                                                                                                                                                                                                DOWNLOAD NOW


                                                                                                                                                                                                                Knowledge Account এর 
                                                                                                                                                                                                                learning App ডাউনলোড করে 
                                                                                                                                                                                                                প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


                                                                                                                                                                                                                সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
                                                                                                                                                                                                                Download the Full Year (2019: January to December ) 
                                                                                                                                                                                                                Current Affairs (1500+ Questions and Answers)
                                                                                                                                                                                                                PDF file Description :
                                                                                                                                                                                                                Size : 
                                                                                                                                                                                                                No. of pages :
                                                                                                                                                                                                                Type of Document: PDF (Word file)
                                                                                                                                                                                                                Font Size in the Document: 11 pt



                                                                                                                                                                                                                No. of questions - 1000
                                                                                                                                                                                                                No. of pages - 35
                                                                                                                                                                                                                Type of Questions: MCQ
                                                                                                                                                                                                                File Size: 1.84 MB


                                                                                                                                                                                                                 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
                                                                                                                                                                                                                    500 chemistry gk questions pdf download - Download





                                                                                                                                                                                                                সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
                                                                                                                                                                                                                ➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
                                                                                                                                                                                                                 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

                                                                                                                                                                                                                বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


                                                                                                                                                                                                                ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here

                                                                                                                                                                                                                #####