শুক্রবার, ৮ মে, ২০২০

9th May Current Affairs in Bengali pdf

9th May Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 9th May 2020. Check out the updates on 9th May 2020,৯ই  মে  কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখে নাও বিশ্বেজুড়ে কি কি ঘটলো ?
9th May Current Affairs in Bengali pdf
9th May Current Affairs in Bengali pdf

1. করোনা ভাইরাসের ফলে একাধিক দেশে আটকে পড়া প্রচুর ভারতীয়দের দেশে ফেরানোর জন্য সরকার কোন মিশন শুরু করল  ?
a) Vande Bharat Mission
b) Self-help Mission
c) Vande help Mission
d) Vande arogya mission

উত্তর : Vande Bharat Mission

  •  এই মিশনের মাধ্যমে করোনাভাইরাস এর ফলে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হবে । যারা পড়াশোনা বা চাকরিসূত্রে বিদেশে রয়েছেন তাদের নয় ।
  • এয়ার ইন্ডিয়া ও অন্যান্য এয়ারলাইন্সের মোট ৬৪টি এয়ারবাস বিমানে করে এদের ফেরত আনা হবে ।
  • Minister of State (IC) of the Ministry of Civil Aviation: Hardeep Singh Puri.


2. ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য সরকার মিড ডে মিল রেশন সরবরাহ করল  ?
A) তামিলনাড়ু
b) মহারাষ্ট্র
c) মধ্যপ্রদেশ
d) উত্তর প্রদেশ

উত্তর : মধ্যপ্রদেশ

  •  এপ্রিল মাসে স্কুল বন্ধ হওয়ার পরে আঙ্গানওয়াদি কর্মী, পঞ্চায়েতের প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষকদের সহায়তায় মিড ডে মিল রেশন  শিক্ষার্থীদের  বাড়িতে  পৌঁছে দেওয়া হলো।
  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান
  • মধ্যপ্রদেশের রাজ্যপাল - লালজী ট্যান্ডন
  • মধ্যপ্রদেশ রাজ্য সরকার করোনা রোগীদের চিকিৎসায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতিমাসে সম্মানী হিসেবে 10000 টাকা পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করল  
  • মধ্যপ্রদেশের হাইকোর্টের মুখ্য বিচারপতি- অজয় কুমার মিত্তাল  
  • বলিউডের অভিনেতা গোবিন্দা মধ্য প্রদেশ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন
  •  মধ্য প্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল শহরে garbage clinic প্রথম খোলা হয়েছে
  • মধ্য প্রদেশ রাজ্যের happiness department দ্বারা প্রথম time Bank খোলা হবে
  • মধ্য প্রদেশ রাজ্যের bancha village ফাস্ট সোলার কিচেন ভিলেজ নামে পরিচিত
  • সম্প্রতি মধ্য প্রদেশ রাজ্য সরকারি চাকরিতে sports person দের জন্য 5 শতাংশ সংরক্ষণ করল


3.  Border roads organisation (BRO) 7 মে 2020 কততম Foundation Day পালন করল ?
A) 50 তম
b) 60 তম
c) 70 তম
d) 80 তম

উত্তর : 60 তম

  •  ভারতের উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা উন্নয়নে 1960 সালের 7 ই মে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) গড়ে তোলা হয় ।
  • কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে border roads organisation প্রধান সড়ক নির্মাণ এজেন্সি


4.  World thalassemia day কবে পালিত হয় ?
a) 8 মে
b) 6 মে
c) 7 মে
d) 9 মে

উত্তর : 8 মে

  •  থ্যালাসেমিয়া এই মারাত্মক রোগটির সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত দানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়
  • theme - '’the dawning of a new era for thalassaemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients'.


5. UNEP কাকে 2 বছরের জন্য National Goodwill Ambassador পদে পুনরায় নির্বাচিত করলেন  ?
a) অনুষ্কা শর্মা
b) দিয়া মির্জা
c) প্রিয়াঙ্কা চোপড়া
d) বিদ্যা বালান

উত্তর : দিয়া মির্জা

  • UNEP full form -  United Nations Environment Programme
  • Headquater - Nairobi, Kenya
  • established -5 June 1972.


6.  World Red cross day কবে পালিত হয় ?
a) 5 মে
b) 6 মে
c) 7 মে
d) 8 মে

উত্তর : 8 মে

  •  International committee of the Red cross এর প্রতিষ্ঠাতা জ্যঁ হেনরি দুনন্তের এর জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ।
  • 1828 সালের 8 মে হেনরি দুনান্ত জন্মগ্রহণ করেন
  • তিনি বিশ্বের মধ্যে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান
  • ওয়ার্ল্ড রেড ক্রস ডে তে মানুষের প্রয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের অমূল্য অবদানের জন্য তাদেরও সম্মান জানানো হয়



7.  কোন দেশ  Long March -5B রকেট টি সফলভাবে উৎক্ষেপণ করল ?
a) চীন
b) রাশিয়া
c) ফ্রান্স
d) দক্ষিণ কোরিয়া

উত্তর : চীন

  •  Rocket is launched in Wenchang launch site that is located on the island of Hainan, china.
  • China Capital: Beijing
  • currency of China: Renminbi.
  • president of China: Xi Jinping.


8.  ‘Vijyant at Kargil: The Life of a Kargil Hero’  এই biography টির author কে  ?
a) VN Thapar
b) Neha Trivedi
c) Neha Thapar
d) Neha Dwivedi

উত্তর : VN Thapar

  •  The book titled ‘Vijyant at Kargil: The Life of a Kargil Hero’ এই বইটি মরণোত্তর Vir Chakra awardee Captain Vijyant Thapar biography .
  • এই বইটির author Vijyant’s father Colonel VN Thapar এবং writer Neha Dwivedi, a martyr’s daughter. 
  • এই বইটিতে  Vijyant Thapar এর Indian Military Academy যোগদানের যাত্রা সম্বন্ধে লেখা আছে


9. বিশাখাপত্তনমে বেঙ্কটাপুরমের LG polymer factory থেকে কোন গ্যাস লিক হয়   ?
a) মিথাইল আইসোসায়ানেট
b) মিথাইল আইসোসায়ানাইড
c) মিথেন
d) স্টাইরিন

উত্তর : স্টাইরিন

  •  বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে বেঙ্কটাপুরমে   এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের এই রাসায়নিক কারখানায় স্টাইরিন নামের গ্যাস লিক হয় যা মানব শরীরের পক্ষে বিষাক্ত। 
  • পলিয়েস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়।
  •  এই স্টাইরিন হল জৈব রাসায়নিক যৌগ যা প্লাস্টিকসামগ্রী (খাবার রাখার কৌটার থেকে শুরু করে পাইপ, প্রিন্টারের কার্টিজ, জুতো, খেলনা ইত্যাদি ) তৈরিতে ব্যবহার করা হয়
  • স্টাইরিন কে 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হয়


10. “AYUSH Sanjivani” app কে লঞ্চ করল ?
a) Prahlad Singh Patel
b) Ramesh pokhriyal
c) Narendra Singh Tomar
d) Dr Harshvardhan

উত্তর : Dr Harshvardhan

  •  Union Health & Family Welfare Minister, Dr Harsh Vardhan সম্প্রতি Ayush Sanjivani app লঞ্চ করল
  • App টি developed করে - the Ministry of Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha, and Homoeopathy (AYUSH) and Ministry of Electronics and Information Technology (MEITY).


11.  কোন Indian Institute of Technology “CoVid-19 test bus” লঞ্চ করল ?
a) IIT Bombay
b) IIT Kanpur
c) IIT Roorkee
d) IIT Alumni council

উত্তর : IIT Alumni council

  •  The Indian Institute of Technology(IIT) Alumni Council মহারাষ্ট্রের মুম্বাইয়ে  “COVID-19 test bus” লঞ্চ করল
  • Covid -19 test bus এর মাধ্যমে CoVid-19 এর testing খরচ 80% বাঁচানো যায় 
  • Pan IIT Alumni Headquarters: IIT Delhi, New Delhi.
  • chairman of IIT Alumni: Ramnath S Mani.


12. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন ভারতীয়-আমেরিকান আইনজীবীকে International Bank for Reconstruction and Development প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন  ?
a) Nitin Vyas
b) Ashok Michael Pinto
c) Nitin Mukesh Sharma
d) Gourprasad Pinto

উত্তর : Ashok Michael Pinto

  •  The US President Donald Trump has nominated Indian-American lawyer Ashok Michael Pinto as a representative to the International Bank for Reconstruction and Development (IBRD), the World Bank's lending arm. 
  • a



                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 9th May






                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 8th May

                                                                                                                                                                                                                Download PDF of Current Affairs 2020 - 7th May 

                                                                                                                                                                                                                DOWNLOAD NOW


                                                                                                                                                                                                                Knowledge Account এর 
                                                                                                                                                                                                                learning App ডাউনলোড করে 
                                                                                                                                                                                                                প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


                                                                                                                                                                                                                সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
                                                                                                                                                                                                                Download the Full Year (2019: January to December ) 
                                                                                                                                                                                                                Current Affairs (1500+ Questions and Answers)
                                                                                                                                                                                                                PDF file Description :
                                                                                                                                                                                                                Size : 
                                                                                                                                                                                                                No. of pages :
                                                                                                                                                                                                                Type of Document: PDF (Word file)
                                                                                                                                                                                                                Font Size in the Document: 11 pt



                                                                                                                                                                                                                No. of questions - 1000
                                                                                                                                                                                                                No. of pages - 35
                                                                                                                                                                                                                Type of Questions: MCQ
                                                                                                                                                                                                                File Size: 1.84 MB


                                                                                                                                                                                                                 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
                                                                                                                                                                                                                    500 chemistry gk questions pdf download - Download





                                                                                                                                                                                                                সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
                                                                                                                                                                                                                ➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
                                                                                                                                                                                                                 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

                                                                                                                                                                                                                বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


                                                                                                                                                                                                                ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here