মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

29th January Current Affairs in Bengali pdf

29th January Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 29thJanuary 2020. Check out the updates on 29th January 2020, ২৯শে জানুয়ারির বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে?


29th January Current Affairs in Bengali pdf
29th January Current Affairs in Bengali pdf






Daily Current Affairs
 in Bengali: 29th 
January – 2020


বাংলা কারেন্ট আফেয়ার্স 

২৯শে জানুয়ারী ২০২০\



বি:দ্র: - (অতিরিক্ত তথ্য প্রশ্নগুলির শেষে আছে)






1. Indian Bank association (IBA) এর chief executive পদে কে নিযুক্ত হলেন ?
a) সুনীল মাহাতো
b) সুশীল মেহতা          
c) সুনিল শর্মা         
d) সুনীল মেহেতা
Ans :সুনীল মেহেতা

2.  71 তম প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম স্থান অধিকার করে ?
a) রাজস্থান
b) অন্ধ্রপ্রদেশ           
c) পাঞ্জাব          
d) আসাম
Ans :আসাম

3. কেন্দ্রীয় সরকার কোন airlines এর 100 শতাংশ শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়েছে ?
a) Air Asia
b) Air India
c)  vistara
d) indigo
Ans :Air India

 4. কোন রাজ্যের মন্ত্রী সভা 27 জানুয়ারি 2020 সালে আইন পরিষদ বাতিল করার জন্য একটি প্রস্তাব পাস করে ?
a) তেলেঙ্গানা          
b) পশ্চিমবঙ্গ        
c) অন্ধ্রপ্রদেশ
d) উত্তর প্রদেশ
Ans :অন্ধ্রপ্রদেশ

5.  1st innovation festival আয়োজন করলো কোন রাজ্য সরকার ?
a) তামিলনাড়ু          
b) অরুণাচল প্রদেশ           
c) মধ্যপ্রদেশ
d) উত্তর প্রদেশ
Ans :অরুণাচল প্রদেশ

6. Global potato conclave কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
a) মধ্যপ্রদেশ
b) গুজরাট           
c) তামিলনাড়ু           
d) উত্তর প্রদেশ
Ans :গুজরাট

7. Malaria free bastar বিজ্ঞাপনী প্রচার লঞ্চ করল কোন সরকার ?
a) উড়িষ্যা
b) অরুণাচল প্রদেশ          
c) ছত্রিশগড়           
d) উত্তর প্রদেশ
Ans :ছত্রিশগড়

8. Canara Bank এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন ?
a) সঞ্জীব চতুর্বেদী
b) সঞ্জু শর্মা          
c) এলভি প্রভাকর           
d) তন্ময় সান্যাল
Ans :এলভি প্রভাকর

9. World largest meditation centre তৈরি হবে কোথায় ?
a) চেন্নাই
b) হায়দ্রাবাদ           
c) কোয়েম্বাটুর       
d) গান্ধীনগর
Ans :হায়দ্রাবাদ

10. সম্প্রতি কোথায় mahila dakghar তৈরি হল ?
a) অরুণাচল প্রদেশ
b) রাচি         
c) পানাজি          
d) মুম্বাই
Ans :মুম্বাই

11. Grammy award 2020 প্রতিযোগিতায় song of the year হল কোনটি  ?
a) Piter bad
b) Good boys           
c) Bad boys         
d) Bad Guy
Ans :Bad Guy

12. কোন বলিউড অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন ?
a) বিদ্যা বালান
b) আমিশা প্যাটেল           
c) ক্যাটরিনা কাইফ          
d) কঙ্গনা রানাউত
Ans :কঙ্গনা রানাউত

13. কোন গায়ক 2020 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ?
a) হিমেশ রেশামিয়া
b) আদনান সামি          
c) সনু নিগাম           
d) কুমার শানু
Ans :আদনান সামি

14. সম্প্রতি কোন রাজ্যে Padi Yubbe stadium তৈরি হল  ?
a) ছত্রিশগড়
b) অরুণাচল প্রদেশ           
c) অন্ধ্রপ্রদেশ          
d) উত্তর প্রদেশ
Ans :অরুণাচল প্রদেশ

15. কোন রাজ্য সরকার waste to energy plant তৈরি করল ?
a) মেঘালয়
b) পশ্চিমবঙ্গ           
c) আসাম           
d) উড়িষ্যা
Ans :আসাম

16. হিমাচল প্রদেশ কবে তাদের statehood day পালিত করে থাকে ?
a) 24 জানুয়ারি
b) 25 জানুয়ারি         
c) 26 জানুয়ারি           
d) 28 জানুয়ারি
Ans :25 জানুয়ারি

17. প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লাল কেল্লার সামনে অনুষ্ঠিত Bharat parv 2020 কোন ministry দ্বারা পরিচালিত হয়  ?
a) Ministry of Health and family welfare
b) Ministry of tribal Affairs           
c) Ministry of human resources development          
d) Ministry of tourism

Ans :Ministry of tourism





Extra Information regarding 29th January Current Affairs in Bengali

সুনীল মেহেতা

  • এর আগে সুনীল মেহেতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত ছিলেন
  • Indian Bank association প্রতিষ্ঠিত হয় 26 সেপ্টেম্বর 1946 সালে
  • সদর দপ্তর - মুম্বাই


71 তম প্রজাতন্ত্র দিবস

  • প্রতি বছরের মতো নয়া দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়ে থাকে । ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, বায়ুসেনার করত, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল ছয়টি কেন্দ্রীয় মন্ত্রক, ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শনী।
  • ট্যাবলো প্রদর্শনীর শুরুতেই আসে ছত্তিশগড় রাজ্য। ছত্তিসগড়ের অলঙ্কার এবং শিল্পকে তুলে ধরার পাশাপাশি ট্যাবলোয় কাকসার' নৃত্য উপস্থাপন করা হয়
  • রাজস্থানের ট্যাবলোয় রাজধানী জয়পুরের স্থাপত্যগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেখানো হয়েছে।
  • তেলঙ্গানার ট্যাবলোয় তুলে ধরা হয় সেই রাজ্যের ফুলের উৎসব 'বাথুকম্মা'-কে।
  • অসমের রাজ্য তাদের ট্যাবলোয় তুলে ধরে বাঁশ এবং বেতের কারুকাজ
  • সমুদ্রের তীরবর্তী রাজ্য গোয়ার ট্যাবলোর বিষয়ও ছিল সমুদ্রের তীর।
  • হিমাচল প্রদেশের ট্যাবলোর বিষয় ছিল কুলু-র দশেরা উৎসব।
  • মধ্যপ্রদেশের ট্যাবলোয় প্রদর্শিত হয় রাজ্যের আদিবাসি জাদুঘর। 
  • অন্ধ্রপ্রদেশের ট্যাবলোয় ব্রাহ্মোৎসব-এর মধ্য দিয়ে সেই রাজ্যের জনজীবন, শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।
  • ওড়িশার ট্যাবলোয় ভগবান লিঙ্গরাজ-এর রুকুনা রথযাত্রা দেখানো হয়েছে।
  • কর্নাটকের ট্যাবলোর থিম ছিল 'অনুভব মন্তপ'। এই কেন্দ্র মানব ইতিহাসের প্রথম ধর্মীয়-সামাজিক সংসদ।
  • উত্তরপ্রদেশের বিষয় ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটন ও সর্ব ধর্ম সমন্বয়।
  • জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর তাদের প্রথম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর বিষয় ছিল সরকারের ব্যাক টু ভিলেজ' বা গ্রামে ফেরা প্রকল্প। 
  • সিপিডব্লিউডি হর্টিকালচার-এর ট্যাবলোর থিম ছিল 'কাশ্মীর থেকে কন্যাকুমারী'। তাদের ট্যাবলোয়, স্বামী বিবেকানন্দ এর কন্যাকুমারীর স্মৃতিসৌধ, ডাল হ্রদে একটি শিকারা এবং মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ দেখা গিয়েছে।
  • কলকাতা পোর্ট ট্রাস্ট অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের ট্যাবলোও দেখা গেল


Air India

  • Air India founded – 15 October 1932
  • Headquarter – Airlines house, Delhi,India
  • CEO- PRADEEP Singh kharola


অন্ধ্রপ্রদেশ

  • অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী – জগমোহন রেড্ডি
  • অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল – বিশ্বভূষন হরিচন্দন


অরুনাচলপ্রদেশ

  • অরুনাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী – pema khandu
  • অরুনাচলপ্রদেশের রাজ্যপাল – Brigadier B D Mishra


Global potato conclave 

  • The global potato conclave অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধী নগর 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 


ছত্রিশগড়ের 

  • ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী – Bhupesh Baghel
  • ছত্রিশগড়ের রাজ্যপাল – Anusuiya Uikey


Canara Bank 

  • Founded - প্রথমে Canara Bank Hindu Permanent Fund নামে 1906 সালে প্রতিষ্ঠিত হয় at Mangalore, India তারপর Canara Bank Ltd হয়  1910 সালে, তারপর 1969 সালে Canara Bank হয়
  • Headquarters - Bangalore, Karnataka, India


Mahila Dakghar 

  • ভারতের প্রথম মহিলা ডাকঘর খোলা হয়েছিল দিল্লিতে ৮ মার্চ ২০১৩ সালে


Bad Guy

  • Bad guy গানটির গায়ক Billie eilish o’connell & Finneas  o’connell


কঙ্গনা রানাউত

  • তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরষ্কার সহ বেশ কয়েকটি পুরষ্কার প্রাপ্ত, তিনি ছয়বার ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন


waste to energy plant 

  • Assam power generation corporation limited এটা তৈরি করল


হিমাচল প্রদেশ 

  • 1971 সালে হিমাচল প্রদেশ স্হাপিত হয়
  • হিমাচলপ্রদেশের জেলা ১২ টি
  • হিমাচলপ্রদেশের জাতীয় পশু snow leopard
  • হিমাচলপ্রদেশের  বৃহত্তম নদী sutlaj


Bharat parv 2020

  • এই অনুষ্ঠানটি প্রতিবছর 26 জানুয়ারি থেকে শুরু হয় 31 জানুয়ারি পর্যন্ত চলে
  • এই অনুষ্ঠানটি দিল্লির লালকেল্লা ঠিক সামনে অনুষ্ঠিত হয়
  • এই অনুষ্ঠানটি পরিচালনা করে ministry of tourism
  • Theme - 'Ek  Bharat  Shreshtha  Bharat' and 'Celebrating  150 Years of  Mahatma Gandhi’. 
  • Aim- Dekho apna desh






Download PDF of Current Affirms 2020 - 29th January


Download PDF of Current Affirms 2020 - 28th January

Download PDF of Current Affirms 2020 - 27th January





Knowledge Account এর 
learning App ডাউনলোড করে 
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
Download the Full Year (2019: January to December ) 
Current Affairs (1500+ Questions and Answers)
PDF file Description :
Size : 
No. of pages :
Type of Document: PDF (Word file)
Font Size in the Document: 11 pt







No. of questions - 1000
No. of pages - 35
Type of Questions: MCQ
File Size: 1.84 MB
➤ ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
    500 chemistry gk questions pdf download - 

সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।
বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE

২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here