বুধবার, ১৩ মার্চ, ২০১৯

current affairs - March 2019 MCQ in Bengali part-1

current affairs - March 2019 MCQ in Bengali part-1

current affairs : March - 2019

current affairs - March-2019 MCQ in Bengali part-1 of 4 is provided in this post.Current GK Questions of March 1st week is here for you in the Multiple Choice question format.2019 এর মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর এই প্রশ্নোত্তরগুলো আসন্ন 2019 এর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের জন্য খুব উপকারী হবে। 

current affairs - March 2019 MCQ in Bengali part-1
current affairs - March 2019 MCQ in Bengali part-1


তোমরা যারা যারা Railway NTPC-2019, RRC Group-D-2019, West Bengal Police-2019, West Bengal Public Service Commission এর clerkship-2019,WBCS Mains-2019,এছাড়া WB Primary TET, SSC CGL, SSC CHSL,ও বিভিন্ন Banking Exams এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকটা বাংলায় ২০১৯ এর মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নোত্তর ভালোভাবে তৈরী করে নাও.সবার জন্য শুভ কামনা রইলো।



current affairs : March - 2019

 MCQ in Bengali 
part - 1


Question .
1. কে ‘Tejas' fighter jets এর প্রথম co-pilot হলেন ?
      (a) সাইনা নেহওয়াল
      (b) পি ভি সিন্ধু
      (c) হিমা দাস
      (d) স্বপ্না বর্মন

Question .
2. কে প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন যিনি টি-টোয়েন্টিতে 8000 রান ক্রস করেছেন
      (a) মহেন্দ্র সিং ধোনি
      (b) রোহিত শর্মা
      (c) সুরেশ রায়না
      (d) বিরাট কোহলি

Question .
3. সম্প্রতি IRCTC যে নিজস্ব digital Payment gateway চালু করল তার নাম কি ?
      (a) DigiRail
      (b) IRCTC iPay
      (c) EasyPay
      (d) IRCTC Money Transfer

Question .
4. কোন রাজ্য সম্প্রতি ‘Banglar Shiksha' নামক ওয়েব পোর্টাল চালু করল ?
      (a) ছত্তিশগড়
      (b) ত্রিপুরা
      (c) অসম
      (d) পশ্চিমবঙ্গ

Question .
5. সম্প্রতি কোন রাজ্যে একটি নতুন রেলওয়ে জোনের কথা ঘোষণা করলেন ভারতীয় রেলমন্ত্রী ?
      (a) অন্ধ্রপ্রদেশ
      (b) কর্ণাটক
      (c) তামিলনাড়ু
      (d) মেঘালয়

Question .
6. 4th Global Digital Health Pertnership Summit কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
      (a) নিউ দিল্লি
      (b) পাঞ্জাব
      (c) লখনৌ
      (d) ব্যাঙ্গালোর


Question .
7. কোন ভারতীয় বক্সার Markan Cup এ সোনার পদক জিতল ?
      (a) দীপক সিংহ
      (b) অমিত পঙ্গল
      (c) মেরি কম
      (d) শিবা কর্মকার


Question .
8. কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় 82 তম জাতীয় পুরস্কার পেল ?
      (a) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
      (b) কাকাতিয়া বিশ্ববিদ্যালয়
      (c) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
      (d) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়


Question .
9. ISSF World Cup 2019 এ কোন দেশ শীর্ষ স্থান দখল করল ?
      (a) কানাডা
      (b) ফ্রান্স
      (c) ভারত
      (d) নিউজিল্যান্ড


Question .
10. আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2020 কোন দেশে হবে ?
      (a) অস্ট্রেলিয়া
      (b) ভারত
      (c) নিউজিল্যান্ড
      (d) শ্রীলংকা


Question .
11. কোন Indian Pilot কে সম্প্রতি Pakistan Army capture করেছিল ?
      (a) অভিনন্দন বর্তমান
      (b) রথীন কুমার
      (c) হারজিৎ সিং অরোরা
      (d) অভিনন্দন শর্মা

Question .
12. কোন ভারতীয় শুটার শুটিং ওয়ার্ল্ড কাপ 2019 এ ভারত থেকে প্রথম সোনার পদক তে বিশ্ব রেকর্ড তৈরি করলেন ?
      (a) অপূর্বি চান্দেলা
      (b) রবি কুমার
      (c) বিদেশ যাদব
      (d) মানপ্রীত সিং

Question .
13. Zero Discrimination Day কবে পালন করা হয় ?
      (a) 1 মার্চ
      (b) 2 মার্চ
      (c) 3 মার্চ
      (d) 4 মার্চ

Question .
14. রাভনীত গিল সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন ?
      (a) Yes Bank
      (b) Axis Bank
      (c) KBV Bank
      (d) IDBI Bank

Question .
15. 'Mainamati Maitree Exercise 2019’ সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
      (a) পশ্চিমবঙ্গ
      (b) ত্রিপুরা
      (c) মেঘালয়
      (d) আসাম

Question .
16. 100 তম ATP Title Tennis Championship কে জিতল ?
      (a) রাফায়েল নাদাল
      (b) রজার ফেডেরার
      (c) রবিন হাসে
      (d) নোভাক জকোভিচ

Question .
17. ‘জল আমরুথা' নামক জল সংরক্ষণ যোজনা কোন রাজ্য সরকার চালু করল ?
      (a) তেলেঙ্গানা
      (b) আসাম
      (c) পশ্চিমবঙ্গ
      (d) কর্ণাটক

Question .
18. কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পরিবার সম্মান নিধি যোজনা চালু করলেন ?
      (a) পাঞ্জাব
      (b) উত্তর প্রদেশ
      (c) হরিয়ানা
      (d) মধ্যপ্রদেশ

Question .
19. 79th Indian history Congress কোথায় অনুষ্ঠিত হলো ?
      (a) লখনৌ
      (b) ভূপাল
      (c) দিল্লি
      (d) কলকাতা

Question .
20. World hearing Day কবে পালন করা হয় ?
      (a) 1 মার্চ
      (b) 2 মার্চ
      (c) 3 মার্চ
      (d) 4 মার্চ

Question .
21. সম্প্রতি সেনেগালের রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
      (a) Leopol Sengoi
      (b) Devid Frank
      (c) Macky Sall
      (d) Sid Wade

Question .
22. 2019 Missile System Award দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হলো ?
      (a) বীরেন ভট্টাচার্য
      (b) ডক্টর জি সতীশ রেড্ডি
      (c) রমেশ কুমার
      (d) ডি কে সারাস্বাত

Question .
23. World wildlife day কবে পালন করা হয় ?
      (a) 1 মার্চ
      (b) 2 মার্চ
      (c) 3 মার্চ
      (d) 4 মার্চ

Question .
24. The world day of fight against sexual exploitation কবে পালন করা হয়
      (a) 1 মার্চ
      (b) 2 মার্চ
      (c) 3 মার্চ
      (d) 4 মার্চ

Question .
25. সম্প্রতি তিন বছরের জন্য আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হল ?
      (a) সৌরভ গাঙ্গুলী
      (b) শচীন টেন্ডুলকার
      (c) অনিল কুম্বলে
      (d) কপিল দেব

Question .
26. Foal Eagle 2019 Military Exercise কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো
      (a) ভারত ও দক্ষিণ কোরিয়া
      (b) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
      (c) ভারত ও জাপান
      (d) ইরান ও দক্ষিণ কোরিয়া

Question .
27. কোন রাজ্য সরকার নতুন দিশা নামক যোজনা চালু করল ?
      (a) পশ্চিমবঙ্গ
      (b) কর্ণাটক
      (c) তেলেঙ্গানা
      (d) ত্রিপুরা

Question .
28. World civil defence day কবে পালন করা হয় ?
      (a) 1 মার্চ
      (b) 2 মার্চ
      (c) 3 মার্চ
      (d) 4 মার্চ

Question .
29. 2022 এশিয়ান গেমসে কোন খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে ?
      (a) ফুটবল
      (b) ক্রিকেট
      (c) টেনিস
      (d) হকি

Question .
30. কোন শহর 2018 তে বিশ্বের সবথেকে দূষিত শহর হিসাবে নির্বাচিত হল ?
      (a) গুরুগ্রাম
      (b) নিউ দিল্লি
      (c) লখনৌ
      (d) ফরিদাবাদ


কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-

রঞ্জনি মুরালি
Woman’s voice Award
জিতলেন
Apeejay Kolkata Literary Festival (AKLF) এ “Clearly you are ESL” বইটির জন্য তিনি নগদ এক লাখ টাকা পুরস্কার পান

শ্রী রামনাথ কোবিন্দ
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2018
প্রদান করেন
বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোট 26 জন কে এই পুরস্কার দেন এই পুরস্কার আগে ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল এখন এটিকে
 বাল শক্তি পুরস্কার বলা হয় দেশের বিভিন্ন বালক বালিকাদের উদ্ভাবনী দক্ষতা খেলাধুলা সংস্কৃতি সামাজিক কর্মসূচি এবং অন্যান্য ক্ষেত্রে সাহসিকতার জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে

72 hours Martyr who never Died চলচ্চিত্রটির মুক্তি প্রদান
দিল্লি
রাজ্যের হাইকোর্ট করল
About the movie :-
A movie about Sino-Indian (1962) war hero Rifleman Jaswant Sing Rawat

24 শে জানুয়ারি
International Day of education
পালন করা হয়
National education day পালন করা হয় 11 নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে

অজয় কুমার সম্প্রতি
Yes Bank এর 
CEO হিসেবে নিযুক্ত হলেন
Head quarter :-
Mumbai, Maharashtra, India

2 ফেব্রুয়ারি
World Wetlands day
পালিত হয়
Theme : Wetlands and climate change

রাজীব চোপড়া
সম্প্রতি NCC এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন
NCC - National Cadet Corps 
Head quarter – New Delhi

25 জানুয়ারি
National voters day
পালন করা হয়
25 শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস 1950 সালের 25 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা লাভ করে
থিম – no voter to be left Behind

সিরিল রামাফোসা
ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন
মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
নেলসন ম্যান্ডেলার পরে ইনি সাউথ আফ্রিকার দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকছেন

26 জনুয়ারি
International customs day
পালন করা হয়
থিম :- SMART borders for seamless Trade, travel and transport

পাঞ্জাব
ডলফিন কে রাষ্ট্রীয় প্রাণীর মর্যাদা দিলো
পাঞ্জাবের
রাজধানী - চন্ডিগড়
রাজ্যপাল - ভি পি সিং বাদানোর
মুখ্যমন্ত্রী - অমরিন্দর সিং
Animal – Blackbuck
Bird - Bazz


    1  2   3   4     Next >>>



Current Affairs MCQ practice sets in Bengali


সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 

Current Affairs : March – 2019



Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018




 current affairs - December-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স