current affairs - March-2019 MCQ in Bengali part-2
নমস্কার বন্ধুরা , আমি এই post এ current affairs - March-2019 MCQ in Bengali part-2 অর্থাৎ ২০১৯ এর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স এর সব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ আকারে দিয়ে দিয়েছি। আশা করি আসন্ন রেলের গ্রুপ ডি পরীক্ষা বা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০১৯ এর জন্য এগুলো তোমাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেবে।
current affairs : March - 2019
MCQ in Bengalipart - 2
Question 31.
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার কত মূল্যের 12 টি বাহু বিশিষ্ট বহুভুজাকার কয়েন তৈরি করার কথা ঘোষণা করল ?
(a) 50
(b) 10
(c) 20
(d) 5
Question 32.
international women’s Day কবে পালন করা হয় ?
(a) 6 মার্চ
(b) 8 মার্চ
(c) 10 মার্চ
(d) 12 মার্চ
Question 33.
VIVO IPL এর official partner কে হল ?
(a) Tata motors
(b) Vernalis
(c) Hyundai
(d) Ashok Leyland
Question 34.
2019 এ কোন শহর swachh survekshan 2019 এর আওতায় সব থেকে পরিষ্কার শহরের মর্যাদা পেল ?
(a) রাচি
(b) ইন্দোর
(c) ভূপাল
(d) মাইসোর
Question 35.
‘Bolo’ app কোন কোম্পানি চালু করল ?
(a) Microsoft
(b) Google
(c) Infosys
(d) Facebook
Question 36.
কোন রাজ্য সরকার যুবশ্রী অর্পণ যোজনা চালু করল ?
(a) তেলেঙ্গানা
(b) ত্রিপুরা
(c) পশ্চিমবঙ্গ
(d) আসাম
Question 37.
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(a) অমিত সিং
(b) অজিত কুমার মহান্তি
(c) ডি কে রাও
(d) কপিল শ্রীবাস্তব
Question 38.
“AI Nagah 2019” কোন কোন দেশের যৌথ সামরিক মহড়া ?
(a) ভারত ও মালয়েশিয়া
(b) ভারত ও ওমান
(c) ভারত ও ইন্দোনেশিয়া
(d) ভারত ও আমেরিকা
Question 39.
সম্প্রতি নিচের কোন ব্যক্তি ফাইনান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন ?
(a) অনন্ত নারায়ন নন্দ
(b) সুভাষচন্দ্র গর্গ
(c) রাজেশ কোটারিয়া
(d) তরুণ সমাদ্দার
Question 40.
কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অঞ্চল অমৃত যোজনা চালু করল ?
(a) উত্তর প্রদেশ
(b) মহারাষ্ট্র
(c) উত্তরাখণ্ড
(d) ছত্রিশগড়
Question 41.
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মুখ্য গবেষক হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) পাইবি সালামকে
(b) সৌম্য স্বামীনাথন
(c) জাবিন মার্কুয়েজ
(d) উপরের কেউ নয়
Question 42.
কে চামেলি দেবি জইন পুরস্কার 2018 পেল ?
(a) প্রিয়াঙ্কা দুবে
(b) নেহা চৌহান
(c) ভাকরা দত্ত
(d) নিধি রাজদান
Question 43.
কবে National immunization day পালন করা হয় ?
(a) 8 মার্চ
(b) 10 মার্চ
(c) 6 মার্চ
(d) 12 মার্চ
Question 44.
কোন দেশ টিভি সিনেমা ক্যাটেগরিতে ইন্টারন্যাশনাল গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড 2019 এ প্রথম পুরস্কার জিতল ?
(a) জার্মানি
(b) আমেরিকা
(c) ডেনমার্ক
(d) ভারত
Question 45.
Kane Tanaka সম্প্রতি পৃথিবীর সব থেকে বৃদ্ধ জীবিত মহিলার মর্যাদা পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর দ্বারা। Kane Tanaka কোন দেশের অধিবাসী ?
(a) চীন
(b) জাপান
(c) উত্তর কোরিয়া
(d) দক্ষিণ কোরিয়া
Question 46.
ফিনল্যান্ড বক্সিং টুর্ণামেন্টে ভারত কয়টি সোনার পদক জিতেছে ?
(a) 1
(b) 2
(c) 3
(d) 6
Question 47.
সম্প্রতি Citibank প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) Rakesh Rawat
(b) Arun Mittal
(c) Ashu Khullar
(d) None of these
Question 48.
কোন দেশ SOV নামে ডিজিটাল মুদ্রা চালু করবে বলে ঠিক করেছে ?
(a) ফিজি
(b) মার্শাল আইসল্যান্ড
(c) নিউজিল্যান্ড
(d) সুইজারল্যান্ড
Question 49.
কে সম্প্রতি মিজোরামের প্রথম লোকায়ুক্ত সভাপতি হিসেবে শপথ গ্রহণ করলেন ?
(a) C. Lalsawata
(b) Om Prakash Rai
(c) Kedar Nath Singh
(d) Krishna Trilok
Question 50.
কে সম্প্রতি Yaswantrao Chavan National Award জিতলেন ?
(a) Raghuram Rajan
(b) Aruna Sundarajan
(c) P. Chidambaram
(d) Sundar Pichai
Question 51.
কে কুসুমাগরাজ রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার পেলেন ?
(a) বেদ রাহি
(b) কুমার মহান্তি
(c) বিনয় কান্তি
(d) উপরের কেউ নয় 0
Question 52.
বিশ্ব বৃক্ক দিবস কবে পালন করা হয় ?
(a) 10 মার্চ
(b) 12 মার্চ
(c) 14 মার্চ
(d) 16 মার্চ
Question 53.
Maharana Pratap : the invincible warrior বইটি কার লেখা ?
(a) Anita Ram
(b) Rima hooja
(c) Sashi Tharur
(d) Jhumpa Lahiri
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
52 তম
Boori Boot Yollo
festival 2019
অন্ধপ্রদেশে পালন করা হলো
অন্ধপ্রদেশের
মিশমী উপজাতি এই উৎসব প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বসন্তকালের শুরুতে পালন করে থাকে।
মীরাবাঈ চানু
EGAT
cup international weightlifting জিতল
• মীরাবাঈ
চানু এর সম্পূর্ণ নাম সাইখম মিরাবাই চানু
• ইনি
ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন 2018 তে
• 2018
তে মিরাবাই চানু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন
• কমনওয়েলথ
গেমস এ 2014
(গ্লাসগো) তে রুপোর পদক এবং 2018 (গোল্ড কোস্ট) তে সোনার পদক পান 48 কেজি
ক্যাটাগরিতে
Himalayan
Cloud Observatory
তেহরিতে গঠিত হয়েছে
হিমালয়
সংলগ্ন অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যের পূর্বাভাস এবং বিভিন্ন বিপদ
সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে সচেতনতা জারি করে ক্ষতির পরিমাণ কমাতে এই
অবজারভেটরি গঠন করা হয়েছে।
এটি
ভারতের দ্বিতীয় অবজারভেটরি।
Hirkani Maharashtrachi
scheme
মহারাষ্ট্র
রাজ্যে চালু করা হয়েছে
ওমেন
সেল্ফ হেল্প গ্রুপ দের বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য এই যোজনা চালু করা হয়েছে
যুব
স্বভিমান যোজনা
মধ্যপ্রদেশ
রাজ্য
সরকার চালু
করল
অর্থনৈতিক দিক
থেকে
পিছিয়ে
পড়া
শহুরে
এলাকার
মানুষদের
100 দিনের
কাজ
দেওয়া
হবে
এই
যোজনা
অনুযায়ী
রাজ্যের
যুবক
যুবতীদের
এছাড়া
বিভিন্ন
দক্ষতার
বিষয়ে
তাদেরকে
ট্রেনিং
দেওয়া
হবে
সম্প্রতি
ভারত
ও নিউজিল্যান্ডের
মধ্যে
যে
টি-টোয়েন্টি
ক্রিকেট
খেলা
হলো
তাতে
ম্যান
অব
দ্যা
সিরিজ
হলেন
Tim Seifert
খেলাটি হয়েছিল Seddon Park
Ground, Hamilton, New Zealand. Final match এ New Zealand ভারতকে 4 রানে হারায়।
বিহার
রাজ্য
ইউনিভার্সাল
ওল্ড
এজ
পেনশন
স্কিম
বা
মুখ্যমন্ত্রী
বৃদ্ধ
পেনশন
যোজনা
চালু
করার
কথা
ঘোষণা
করল
রাজ্যের সমস্ত বৃদ্ধ মানুষ যারা সরকারের থেকে পেনশন পায় না তাদের প্রতি মাসে 400 টাকা করে পেনশন দেবার কথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করল এছাড়াও বৃদ্ধ সাংবাদিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের বেশি তাদেরকে 6 হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করল বিহার রাজ্য সরকার।
ঝাড়খন্ড
রাজ্য
সরকার
সম্প্রতি
পপুলার
ফ্রন্ট
অফ
ইন্ডিয়া
(PFI) কে নিষিদ্ধ
করল
দি
পপুলার
ফ্রন্ট
অফ
ইন্ডিয়া
হল
একটি
ভারতের
চরমপন্থী
ও জঙ্গী
ইসলামিক
মৌলবাদী
সংগঠন
2006 সালে জাতীয়
উন্নয়ন
ফ্রন্ট
এর
উত্তরাধিকারী
হিসেবে
প্রতিষ্ঠিত
হয়েছিল।
ঝাড়খণ্ডের
রাজ্য
সরকার
সম্প্রতি
বিভিন্ন
জাতীয়তা
বিরোধী
কার্যকলাপের
জন্য
এটা
কে
নিষিদ্ধ
করেছে।
<<<Previous 1 2 3 4 Next >>>
Current Affairs MCQ practice sets in Bengali
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স