current affairs - November-2018 mcq in bengali part-2
current affairs - November-2018 mcq in bengali part-2 are provided in this post.All government job exam aspirants are
suggested to go through the current Gk questions of current affairs - November-2018 mcq in bengali part-2.Railway NTPC exam-2019, West Bengal police Examinations 2019 and many
more Government examinations is knocking on the door. So just gear up you speed
and go ahead.
![]() |
current affairs - November-2018 mcq in bengali part-2 |
Start here ⇩
current affairs - November - 2018
mcq in bengali part - 2Question .
সম্প্রতি কে TESLA র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ?
(a) রবিন ডেনহম
(b) ডি থাপা
(c) কে থাম্বাদুরাঈ
(d) এদের কেউ নন
Question .
কোন দেশ নতুন স্পেস স্টেশন “Heavenly Palace” এর কথা ঘোষণা করল ?
(a) চীন
(b) দক্ষিণ কোরিয়া
(c) রাশিয়া
(d) আমেরিকা
Question .
নিচের কোন টেকনোলজি এই প্রথমবারের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ব্যবহৃত হলো ?
(a) DRS
(b) SnicKometer
(c) Speed Gun
(d) Hawk
Question .
সম্প্রতি কোন জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হলো ?
(a) এলাহাবাদ
(b) গাজিয়াবাদ
(c) মোরাদাবাদ
(d) ফৈজাবাদ
Question .
ইন্টার্নেশনাল ডে অফ রেডিওলজি কবে পালিত হয় ?
(a) 6 নভেম্বর
(b) 7 নভেম্বর
(c) 8 নভেম্বর
(d) 9 নভেম্বর
Question .
কে সম্প্রতি গ্লোবাল এডুকেশন এওয়ার্ড পেলেন ?
(a) পৃথ্বীশ চৌধুরী
(b) দেবরাজ সিং
(c) আনন্দ কুমার
(d) এদের কেউ নন
Question .
জাতীয় আয়ুর্বেদিক দিবস কবে পালন করা হয় ?
(a) 4 নভেম্বর
(b) 5 নভেম্বর
(c) 6 নভেম্বর
(d) 7 নভেম্বর
Question .
অযোধ্যা দ্বীপ উৎসব টু জিরো ওয়ান এইট 301 152 টি প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে বিশ্ব রেকর্ড তৈরি করল এটা কোথায় হয়েছিল ?
(a) বেনারস
(b) অযোধ্যা
(c) এলাহাবাদ
(d) দিল্লি
Question .
সম্প্রতি কে Natvarya Prabhakar panshikar lifetime achievement award পেলেন?
(a) জয়ন্ত সরকার
(b) রাজেশ ভূঁইয়া
(c) বিদেশ চৌধুরী
(d) বিনায়ক থরাট
Question .
কোন ভারতীয় তীরন্দাজ এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ 2018 এ সোনা জিতে নতুন রেকর্ড তৈরি করল ?
(a) অঙ্গদ বির সিং বাজওয়া
(b) হৃদয় হাজারিকা
(c) সৌরভ চৌধুরি
(d) অর্জুন বাবুটা
Question .
পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল ?
(a) 10 নভেম্বর
(b) 12 নভেম্বর
(c) 14 নভেম্বর
(d) 16 নভেম্বর
Question .
পৃথিবীর বৃহত্তম হসপিটাল কোথায় খোলা হল ?
(a) দিল্লি
(b) মুম্বাই
(c) পাটনা
(d) ব্যাঙ্গালোর
Question .
ওয়াল্ড সাইন্স ডে ফর পিস অ্যান্ড ডেভলপমেন্ট কবে পালন করা হয় ?
(a) 8 নভেম্বর
(b) 9 নভেম্বর
(c) 10 নভেম্বর
(d) 11 নভেম্বর
Question .
5th world Internet conference কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) আমেরিকা
(b) চীন
(c) ভারত
(d) জাপান
Question .
2018 লন্ডন প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড কে পেলেন ?
(a) স্বাতী চতুর্বেদী
(b) মনিকা সিং
(c) জেনি ইয়ং
(d) বিদিশা রাজপুত
Question .
Armistice Day কবে পালন করা হয় ?
(a) 9 নভেম্বর
(b) 10 নভেম্বর
(c) 11 নভেম্বর
(d) 12 নভেম্বর
Question .
নাসার নতুন স্পেস ইন্সট্রুমেন্ট এর নাম কি যেটা লুসি মিশন এর আওতায় বৃহস্পতির ট্রোজান অ্যাস্টারয়েড এর সাথে 2021 এ ভ্রমণ করবে ?
(a) Delfino
(b) Ralph
(c) Max R
(d) Rhino
Question .
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এর দিনে মুখের ক্যান্সার নিয়ে যে গুরুত্বপূর্ণ বইটি প্রকাশিত হয় তার নাম কি ?
(a) Brivu
(b) Chandi
(c) Arivu
(d) Cancercure
Question .
34th National junior athletics championship 2018 কোথায় হল ?
(a) ঝাড়খন্ড
(b) উত্তর প্রদেশ
(c) দিল্লি
(d) মুম্বাই
Question .
ASEAN Summit এর 33 তম এডিসন কোথায় হল ?
(a) ভারত
(b) দক্ষিণ আফ্রিকা
(c) সিঙ্গাপুর
(d) বাংলাদেশ
Question .
ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দি লিজিয়ন অফ অনার এ কে ভূষিত হলেন ?
(a) জওহরলাল সারীন
(b) বুদ্ধদেব গুপ্ত
(c) রঞ্জনা ভৌমিক
(d) এদের কেউ নন
Question .
মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) এস কে শেঠ
(b) সঞ্জয় ক্যারল
(c) এ পি শাহী
(d) গোবিন্দ মাথুর
Question .
“Samudra Sakti” কোন কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ?
(a) ভারত ও চীন
(b) ভারত ও বাংলাদেশ
(c) ভারত ও ইন্দোনেশিয়া
(d) ভারত ও নেপাল
Question .
জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় ?
(a) 10 নভেম্বর
(b) 11 নভেম্বর
(c) 12 নভেম্বর
(d) 13 নভেম্বর
Question .
নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) এর ডিরেক্টর কে হলেন ?
(a) অশোক কুমার গুপ্তা
(b) দেবরাজ সিং
(c) গোবিন্দ মাথুর
(d) সঞ্জয় মিশ্রা
Question .
কে FIFA world player পুরস্কার পেলেন ?
(a) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(b) নেইমার ডি সিলভা
(c) লিওনেল মেসি
(d) কোনোটিই নয়
Question .
এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী কাকে UNICEF এর যুব রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হলো ?
(a) হিমা দাস
(b) ববিতা কুমারী
(c) মেরি কম
(d) সাক্ষী মালিক
Question .
বিখ্যাত গায়িকা চিত্রা জানা সম্প্রতি প্রয়াত হলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা ?
(a) উড়িষ্যা
(b) পশ্চিমবঙ্গ
(c) কর্ণাটক
(d) অন্ধপ্রদেশ
Question .
Infosys এর chief financial officer হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) জয়েস সংহরাজকা
(b) রমেশ প্যাটেল
(c) হিমা চৌধুরী
(d) আদর্শ নায়ার
Question .
Oxford dictionary কোন শব্দটি word of the Year 2 0 1 8 হল ?
(a) Incel
(b) Gammon
(c) Toxic
(d) Cakeism
Question .
হাতির চিকিৎসার জন্য ভারতের কোথায় প্রথম হাতির হসপিটাল খোলা হল
(a) উত্তরপ্রদেশের , মথুরা
(b) উড়িষ্যা , ভুবনেশ্বর
(c) রাজস্থান , জয়পুর
(d) পশ্চিমবঙ্গ , বাঁকুড়া
Question .
2019 সালে প্রজাতন্ত্র দিবসে প্যারেড এ কোন বিশেষ অতিথি যোগদান করবে ?
(a) সিরিল রামাফোসা
(b) জাস্টিন ট্রুডো
(c) ইমানুয়েল ম্যাক্রন
(d) বিদ্যা দেবী ভান্ডারী
Question .
কোন রাজ্য সরকার কৃষকদের জন্য cow Samridhi plus scheme চালু করল ?
(a) তামিলনাড়ু
(b) হরিয়ানা
(c) মহারাষ্ট্র
(d) কেরালা
Question .
2018 women’s World Boxing championship কোথায় অনুষ্ঠিত হবে ?
(a) উড়িষ্যা
(b) নিউ দিল্লি
(c) মহারাষ্ট্র
(d) অন্ধপ্রদেশ
Question .
ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া INDRA 2018 উত্তর প্রদেশের কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) লখনৌ
(b) এলাহাবাদ
(c) ঝাসি
(d) মথুরা
Question .
BWF world junior Badminton Championship কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) কানাডা
(b) আমেরিকা
(c) ফ্রান্স
(d) আর্জেন্টিনা
Question .
কোন দেশ artificial sun তৈরি করবে বলে ঠিক করলো ?
(a) আমেরিকা
(b) জাপান
(c) চীন
(d) জার্মানি
Question .
লন্ডনে অনুষ্ঠিত ATP World tour final কে জিতল ?
(a) অ্যান্ডি মারে
(b) রাফায়েল নাদাল
(c) নোভাক জোকোভিচ
(d) আলেকজান্ডার জভেরিভ
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
NITI
Aayog
• গঠিত হয়
2015 সালের
1 জানুয়ারিতে
planning commission এর
পরিবর্তে
• চেয়ারম্যান
- প্রধানমন্ত্রী
নরেন্দ্র
মোদি
• ভাইস চেয়ারম্যান
– রাজীব
কুমার
• ডিরেক্টর
– দীনেশ
আরোরা
• CEO – অমিতাভ
কান্ত
প্রধানমন্ত্রী ফসল
বীমা যোজনা
সিইও
আশীষ কুমার ভুটানি
নিযুক্ত হলেন
•
22 মার্চ
2016 তে
এই
যোজনা
টি
চালু
হয়
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF এর
women singles দের তালিকায়
পি ভি সিন্ধু
তৃতীয় স্থানের অধিকারী হলেন
• কিদাম্বি
শ্রীকান্ত
(men) এর
র্যাঙ্ক
- 8
•
প্রনয়
কুমার
(men) এর
র্যাঙ্ক
- 11
• সাইনা নেহেওয়াল
(women) এর
র্যাঙ্ক
– 10
রোড
সেফটি ক্যাম্পেইন এর
ব্র্যান্ড অ্যাম্বাসেডর
নিযুক্ত হলেন
অক্ষয় কুমার
• Flipkart
– রণবীর
কাপুর
ও শ্রদ্ধা
কাপুর
• আসাম – হিমা
দাস
• Uber
– বিরাট
কোহলি
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
2018 title
মাদুরাই প্যান্থারস
জিতল
ফাইনাল খেলাটি
হয়েছিল
চেন্নাইয়ের
chidambaram
stadium এ
2018
world organ donation day
13
আগস্ট
পালন
করা হয়
• যেসব মানুষরা
তাদের
মূল্যবান
বিভিন্ন
অঙ্গ
দান
এর
মাধ্যমে
অন্যদের
সাহায্য
করেন
তাদের
সম্মানার্থে
এই
দিনটি
পালন
করা
হয়ে
থাকে
You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : December – 2018
Current Affairs : November – 2018
Current Affairs : October – 2018
current affairs - October-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স