current affairs - October-2018 mcq in bengali part-3
current affairs - October-2018 mcq in bengali part-3 is provided in this post.these current GK questions are most
important for upcoming Government job examinations like Railway NTPC-2019,
West Bengal Police examination-2019, WBCS main examination 2019, PTET, SSC-CGL,
SSC-CHSL and different type of Banking exams etc.
![]() |
current affairs - October-2018 mcq in bengali part-3 |
Start here ⇓
current affairs - October - 2018
MCQ in Bengalipart - 3
Question .
ষষ্ঠতম ভারতীয় জাতীয় সিল্ক মেলা কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) বোম্বাই
(b) ব্যাঙ্গালোর
(c) পশ্চিমবঙ্গ
(d) নিউ দিল্লি
Question .
2018 তৃতীয় এশিয়ান প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) বেইজিং, চীন
(b) দক্ষিণ কোরিয়া
(c) ব্রাজিল
(d) জাকার্তা, ইন্দোনেশিয়া
Question .
সম্প্রতি কোন রাজ্য প্রথম অটিজম গবেষণা কেন্দ্র চালু করলো ?
(a) উত্তর প্রদেশ
(b) দিল্লি
(c) হরিয়ানা
(d) মধ্যপ্রদেশ
Question .
কে সাহিত্যে নিউ একাডেমী পুরস্কার জিতল 2018?
(a) মারিজে কন্দে
(b) উইলসন জেমস
(c) মার্শাল জোনস
(d) উইলিয়াম বাটলার
Question .
বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্যামেরার নাম কি ?
(a) T-CUP
(b) MOTO CUP
(c) G-cup
(d) কোনোটিই নয়
Question .
2018 সালে বিশ্ব খাদ্য দিবস কবে উদযাপিত হয় ?
(a) 15 অক্টোবর
(b) 16 অক্টোবর
(c) 20 অক্টোবর
(d) 21 অক্টোবর
Question .
কোন রাজ্য সরকার সম্প্রতি ইলেকট্রিক অটো রিকশা চালু করল ?
(a) মধ্যপ্রদেশ
(b) কর্ণাটক
(c) হরিয়ানা
(d) কেরালা
Question .
পল অ্যালেন সম্প্রতি প্রয়াত হলেন তিনি নিম্নের কোন কোম্পানির সহ সংস্থাপক ছিলেন ?
(a) উইপ্রো
(b) গুগোল
(c) মাইক্রোসফট
(d) অ্যাপেল
Question .
তিন বছরের জন্য RBI কাকে ICICI ব্যাংকের MD ও CEO রূপে নিযুক্ত করলেন ?
(a) সন্দীপ বকসী
(b) আকাশ সেন
(c) সত্যদেব নারায়ন
(d) প্রদীপ প্যাটেল
Question .
সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হলেন ?
(a) Samsung
(b) Vivo
(c) Lenovo
(d) Nokia
Question .
অষ্টম তম সুলতান জোহার কাপ U-18 2018 হকি টুর্নামেন্ট ভারত কি পদক পেল ?
(a) রুপা
(b) সোনা
(c) ব্রোঞ্চ
(d) কোনোটিই নয়
Question .
Council of scientific and Industrial Research (CSIR) এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন ?
(a) শেখর সি ম্যান্ডে
(b) শেখর রাও
(c) সলিল এস পারেখ
(d) রাজীব নুর
Question .
কোন দেশ সম্প্রতি কৃত্রিম চাঁদ তৈরি করার পদক্ষেপ নিল ?
(a) চীন
(b) দক্ষিণ কোরিয়া
(c) আমেরিকা
(d) জাপান
Question .
ভারতের কোন রাজ্য প্রথম smoke-free রাজ্য ও 100% এলপিজি ব্যবহারযোগ্য রাজ্য হল ?
(a) হরিয়ানা
(b) কেরালা
(c) অন্ধপ্রদেশ
(d) কর্ণাটক
Question .
A new book Maharana Pratap : the Invincible Warrior বইটির লেখক কে ?
(a) অরুন্ধতী রায়
(b) সালমান রুশদি
(c) রিমা হোজা
(d) সন্দীপ বকশি
Question .
ভারতের প্রথম Cryptocurrency ATM কোন শহরে খোলা হল ?
(a) নিউ দিল্লি
(b) ভুবনেশ্বর
(c) ব্যাঙ্গালোর
(d) বিজয়ওয়াড়া
Question .
ইয়ুথ অলিম্পিক 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(a) আর্জেন্টিনা
(b) ব্রাজিল
(c) জাপান
(d) দক্ষিণ কোরিয়া
Question .
কোন ভারতীয় বালক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দা ইয়ার অ্যাওয়ার্ড পেল ?
(a) প্রতাপ প্যাটেল
(b) রমেশ কুন্তল
(c) রমেশ সিং
(d) আর্ষদীপ সিং
Question .
২০১৮ সালের ম্যান বুকার প্রাইজ কে পেলেন ?
(a) জণ মার্শল
(b) অ্যানা বার্নস
(c) ম্যারলেন জেমস
(d) জর্জ স্যান্ডার্স
Question .
কোন দেশ global competitiveness report 2018 অনুসারে প্রথম স্থান অধিকার করেছে ?
(a) আমেরিকা
(b) ব্রিটেন
(c) আয়ারল্যান্ড
(d) নিউজিল্যান্ড
Question .
কোন ভারতীয় লোকশিল্পী জাপানের Fukuoka arts and culture prize 2018 পেলেন ?
(a) টিজান বাই
(b) রীমা দাস
(c) স্মৃতি ব্যানার্জী
(d) কোনোটিই নয়
Question .
Hridaynath award for lifetime achievement কাকে প্রদান করা হয় ?
(a) মোঃ জহুর খৈয়াম হাশমল
(b) লতা মঙ্গেশকর
(c) জাবেদ আখতার
(d) আশা ভোঁসলে
Question .
কোন রাজ্য FAO’S future policy award 2018 বিশ্বের প্রথম 100% অর্গানিক রাজ্য ভারতের ?
(a) সিকিম
(b) পশ্চিমবঙ্গ
(c) তামিলনাড়ু
(d) মধ্যপ্রদেশ
Question .
DHARMA GUARDIAN 2018 যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হয় ?
(a) ভারত ও মালয়েশিয়া
(b) ভারত ও থাইল্যান্ড
(c) ভারত ও জাপান
(d) ভারত ও আমেরিকা
Question .
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে ?
(a) আর্জেন্টিনা
(b) ইন্দোনেশিয়া
(c) জাপান
(d) হাঙ্গেরি
Question .
অ্যাসোসিয়েশন মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া এর চেয়ারম্যান কে নিযুক্ত হল ?
(a) সুনিল মিত্তাল
(b) অরুন্ধতী ভট্টাচার্য
(c) নিমেশ সাহা
(d) রমেশ পাঠক
Question .
Indian Sports conversation and reflection বইটির লেখক কে ?
(a) রামিজ রাজা
(b) রবি শাস্ত্রী
(c) রমেশ পাওয়ার
(d) বিজায়ন বালা
Question .
রাষ্ট্রীয় মহিলা কিষান দিবস কবে পালিত হয় ?
(a) 15 অক্টোবর
(b) 20 অক্টোবর
(c) 16 অক্টোবর
(d) 21 অক্টোবর
Question .
হিমাচল প্রদেশের রাজধানী সিমলার বদলে কি রাখার প্রস্তাব দেয়া হল ?
(a) সিমলা (Simla)
(b) শইয়ামালা (Shyamala)
(c) সিনগোই (Singoi)
(d) শ্যামলা (Shamla)
Question .
ভারতের প্রথম কোথায় রেলওয়ে টানেলের মধ্য তৈরি হলো রেলওয়ে স্টেশন ?
(a) জম্মু ও কাশ্মীর
(b) হিমাচল প্রদেশ
(c) গোয়া
(d) মহারাষ্ট্র
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
হিমাচল প্রদেশ
সরকার
“Horn not ok” সচেতনতা
প্রচার শুরু
করেছে
• হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী -জয় রাম ঠাকুর
• হিমাচল প্রদেশের রাজধানী- সিমলা
•হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্যদেব ভরাট
• অযথা হর্ণ
না বাজানো
গগনজিৎ
ভুলা
2018 ফিজি international golf কে জিতেছে
• ইনি অমৃতসরের বাসিন্দা
• সুপ্রিম কোর্টের 45 তম
বিচারপতি দীপক মিশ্র
চীন
সম্প্রতি Gaofen -11 নামে
স্যাটেলাইট উৎক্ষেপণ করল
• এটি হাই
রেজুলেশন Earth observer স্যাটেলাইট
বিশ্বের বৃহত্তম
জটায়ু পাখির
ভাস্কর্যটি রয়েছে কেরালার কোল্লাম
জেলায়।
কেরালার মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন
কেরালার রাজধানী
– তিরুবনন্তপুরম
রাজ্যপাল - পি
সথাশিবম
গগনজিৎ ভুল্লার
গল্ফ
খেলার
সাথে যুক্ত
• ইনি পাঞ্জাবের বাসিন্দা
•
2013 তে অর্জুন পুরস্কার পেয়েছেন
2018 সালে মহিলা
হকি বিশ্বকাপ
নেদারল্যান্ড
জিতল
• নেদারল্যান্ড এই
নিয়ে মোট
আটবার জিতল
• খেলাটি হয়েছিল লন্ডনে
• নেদারল্যান্ড আয়ারল্যান্ডকে হারিয়ে জিতেছে
2018 সালের asian nations cup chess ইরানে অনুষ্ঠিত হয়েছে
ভারত সোনা
পেয়েছে একটি,রূপা পেয়েছে দুটি,ব্রোঞ্জ পেয়েছে দুটি
You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : November – 2018
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : November – 2018
Current Affairs : October – 2018
Current Affairs : September – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স