সোমবার, ১১ মার্চ, ২০১৯

current affairs - October-2018 mcq in bengali part-1


current affairs - October-2018 mcq in bengali part-1


Hi friends, here the current affairs - October-2018 mcq in bengali part-1 of 4 is provided.Many latest Gk questions could be asked in upcoming competitive exam from this post specially who are appearing WBCS 2019 and also is preparing for railway NTPC exam .I hope you who are the aspirants of government job exams will be very helpful .So just go through the Latest Gk questions (current affairs - October-2018 mcq in bengali part-1).Best of luck.

current affairs - October-2018 mcq in bengali part-1
current affairs - October-2018 mcq in bengali part-1


Start here ⇓




current affairs - October - 2018

mcq in Bengali 
part - 1


Question .
the international translation day কবে পালন করা হয় ?
      (a) 28 সেপ্টেম্বর
      (b) 30 সেপ্টেম্বর
      (c) 2 অক্টোবর
      (d) 4 অক্টোবর

Question .
world Habitat day কবে পালন করা হয় ?
      (a) 1 অক্টোবর
      (b) 2 অক্টোবর
      (c) 3 অক্টোবর
      (d) 4 অক্টোবর

Question .
2018 তে মেডিসিন অথবা ফিজিওলজিতে কারা কারা নোবেল প্রাইজ পেলেন ?
      (a) জেমস্ পি অ‍্যালিসন ও তাসাকু হোঞ্জো
      (b) কার্ল জুন ও রে ব্রাউন
      (c) স্টিফেন রোজেনবার্গ ও তাসাকু হোঞ্জো
      (d) জেলিক এসার ও কার্ল জুন

Question .
সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভুত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর চিপ ইকোনোমিস্ট হিসাবে নিযুক্ত হলেন ?
      (a) পঙ্কজ কাপুর
      (b) সন্দীপ মিশ্র
      (c) গীতা গোপীনাথ
      (d) কৃষ্ণ শ্রীবাস্তব

Question .
কোন রাজ্য সরকার সম্প্রতি গরুর জন্য একটি মন্ত্রিপরিষদ গঠন করার কথা ঘোষণা করলেন ?
      (a) উত্তর প্রদেশ
      (b) মধ্যপ্রদেশ
      (c) ছত্রিশগড়
      (d) রাজস্থান

Question .
IBSAMAR যৌথ সামরিক মহড়া ভারত দক্ষিণ আফ্রিকা এবং অন্য কোন দেশের সাথে হয়েছে ?
      (a) অস্ট্রেলিয়া
      (b) ব্রাজিল
      (c) মালয়েশিয়া
      (d) ভিয়েতনাম


Question .
আন্তর্জাতিক স্তরের কোন বিশিষ্ট পদাধিকারী ব্যক্তি মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্যানিটেশন কনভেনশনে যোগদান করবেন ?
      (a) অ্যান্টোনিও গুতেরেস
      (b) জাহির আব্বাস
      (c) শিনজো আবে
      (d) এদের কেউ নন


Question .
ইউথ অলিম্পিক গেমসের ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন ?
      (a) সৌরভ চৌধুরি
      (b) মানু ভারকর
      (c) লক্ষ সেন
      (d) মেহুলি ঘোষ


Question .
বারহাম সালিঃ কোথাকার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ?
      (a) ইরাক
      (b) ইরান
      (c) তেহরান
      (d) কাজাকিস্তান


Question .
24 তম সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশীপ কে জিতল ?
      (a) উড়িষ্যা
      (b) মনিপুর
      (c) কেরালা
      (d) হরিয়ানা


Question .
5th world Internet conference কোথায় হবে ?
      (a) আমেরিকা
      (b) চীন
      (c) রাশিয়া
      (d) ভারত

Question .
কোন রাজ্য best state based on the national Swachh Survekshan Grameen 2018 হল ?
      (a) মনিপুর
      (b) মধ্যপ্রদেশ
      (c) উত্তর প্রদেশ
      (d) হরিয়ানা

Question .
হকি ইন্ডিয়ার(HI) নতুন সভাপতি কে হলেন ?
      (a) মোঃ মোস্তাক আহমেদ
      (b) আব্বাস আলী
      (c) দেভেন্দ্র সিংহ
      (d) এদের কেউ নন

Question .
প্রথম টেস্ট ম্যাচ এই শত রান করার রেকর্ড করলো কোন ভারতীয় ?
      (a) আকাশ চ্যাটার্জী
      (b) পৃথ্বী সাউ
      (c) দিনেশ শর্মা
      (d) জয়ন্ত দাস

Question .
সম্প্রতি কে রেলওয়ে বোর্ডের নতুন সদস্য এবং ভারত সরকারের এক্স অফিসো সেক্রেটারী পদের দায়িত্বভার গ্রহণ করলেন ?
      (a) দিনেশ শর্মা
      (b) অনিল কুমার চৌধুরী
      (c) দীনেশ পাতিল
      (d) রাজেশ আগরওয়াল

Question .
Indian newspaper society (INS) এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কে ?
      (a) জয়ন্ত মাম্মেন ম‍্যাথিউ
      (b) দেবরাজ পাতিল
      (c) অনিল চৌধুরী
      (d) সুনীল মেহেতা

Question .
world vegetarian day 2018 কবে পালন করা হলো ?
      (a) 3 অক্টোবর
      (b) 4 অক্টোবর
      (c) 1 অক্টোবর
      (d) 2 অক্টোবর

Question .
International Day of older persons কবে পালন করা হয় ?
      (a) 1 অক্টোবর
      (b) 2 অক্টোবর
      (c) 3 অক্টোবর
      (d) 4 অক্টোবর

Question .
world Teachers Day কবে পালন করা হয় ?
      (a) 4 অক্টোবর
      (b) 5 অক্টোবর
      (c) 6 অক্টোবর
      (d) 7 অক্টোবর

Question .
2018 তে কোন কোম্পানি বিশ্বের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হল ?
      (a) Amazon
      (b) Google
      (c) Apple
      (d) Microsoft

Question .
31st all India Railways chess tournament 2018 কোন শহরে শুরু হল ?
      (a) চেন্নাই
      (b) তিরুচিরাপল্লী
      (c) লখনৌ
      (d) দিল্লি

Question .
Sahyog – Hop Tac 2018 যৌথ সামরিক মহড়া ভারতের সাথে কোন দেশের হল ?
      (a) বাংলাদেশ
      (b) ভুটান
      (c) ভিয়েতনাম
      (d) মায়ানমার

Question .
হিমাচল প্রদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম কি ?
      (a) প্রবীর জসওআল
      (b) ভিনোদ আগরওয়াল
      (c) সূর্য কান্ত
      (d) এদের কেউ নন

Question .
Instagram এর সিইও এর নাম কি ?
      (a) মাইক ক্রেইজার
      (b) আ‍্যাডাম মোসেরি
      (c) কেভিন সিস্ট্রম
      (d) এদের কেউ নন

Question .
2018 নান্সেন রিফিউজি পুরস্কার কে পেলেন ?
      (a) ইভান আটার আদাঃ
      (b) জেমস কলিসন
      (c) ব্রায়ান রোজ
      (d) এদের কেউ নন

Question .
ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত হচ্ছে ?
      (a) ভুবনেশ্বর
      (b) লখনৌ
      (c) পাটনা
      (d) পানাজি

Question .
একজন মহান নেতা সম্প্রতি প্রয়াত হলেন যিনি “নাগাল্যান্ডের গান্ধী” নামে পরিচিত। তার নাম কি ?
      (a) মনোহর পাটেকর
      (b) নটবর ঠাক্কার
      (c) শিবাজী বিদুরাই
      (d) এদের কেউ নন

Question .
IBSF world U-16 snooker Championship কে জিতলেন ?
      (a) বিদ্যা পিল্লাই
      (b) কল্পনা রাওয়াত
      (c) কীর্তনা পান্ডিয়া
      (d) রাতুল পান্ডিয়া

Question .
IISF – 2018 (the India International Science Festival) কোথায় হল ?
      (a) দেরাদুন
      (b) লখনৌ
      (c) পাটনা
      (d) রায়পুর

Question .
সম্প্রতি পৃথ্বী-II মিসাইল কোথা থেকে উৎক্ষেপিত হলো ?
      (a) অন্ধ্রপ্রদেশ
      (b) উড়িষ্যা
      (c) কেরালা
      (d) ওপরের কোনোটিই নয়


কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-


সাঁতারে
প্রভাত কোলি  
প্রথম
এশীয় ব্যাক্তি যিনি uk france চ্যানেল পার করলেন
• ইনি মহারাষ্ট্রের বাসিন্দা বয়স 19
• মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী – দেবেন্দ্র পদ্মনবিশ
• মহারাষ্ট্রের রাজধানী - মুম্বাই
• মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ‍্যাসাগর রাও

ভারতের
রাজস্থান
রাজ্য এই বছর বায়োফুয়েল জাতীয় নীতি বাস্তবায়নের প্রথম স্থান হয়ে উঠেছে
• রাজস্থানের মুখ্যমন্ত্রী – বসুন্ধরা রাজে 
• রাজস্থানের রাজ্যপাল - কল্যাণ সিং
• রাজস্থানের রাজধানী -  জয়পুর

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর director কে হলেন
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর সদর দপ্তরব‍্যাঙ্গালোর , কর্ণাটক

সম্প্রতি
কর্ণাটক
রাজ্য সরকার সমস্ত কলেজবিশ্ববিদ্যালয় এর জন্য যোগা বাধ্যতামূলক করলো 
কর্নাটকের মুখ্যমন্ত্রীএইচডি  কুমারস্বামী
কর্নাটকের রাজ্যপালবাজুভাই বালা
কর্নাটকের রাজধানীবেঙ্গালুরু

রিলায়েন্স জিও
SBI
কের সঙ্গে যুক্ত হলেন ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য
• SBI Bank এর চেয়ারম্যানরাজনীশ কুমার
• SBI Bank এর সদরদপ্তর- মুম্বাই

সম্প্রতি
অন্ধ্রপ্রদেশ
রাজ্য সরকার বেকার যুবকদের জন্যমুখ্যমন্ত্রী যুব নেস্টামপরিকল্পনা চালু করেছে
এই পরিকল্পনাতে বেকার যুবকদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে
অন্ধ্রদেশের মুখ্যমন্ত্রী - চন্দ্রবাবু নাইডু
অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল- এস এর নরসিমা
অন্ধ্রপ্রদেশের রাজধানী - অমরাবতী

• Apple কোম্পানির
CEO – Tim cook



     1  2   3   4    Next >>>


You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 

Current Affairs : November – 2018




Current Affairs : October – 2018





Current Affairs : September – 2018



current affairs - September-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স