বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

20th February Current Affairs in Bengali pdf

20th February Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 20th February 2020. Check out the updates on 20th February 2020, ২০ই  ফেব্রুয়ারি  কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
20th February Current Affairs in Bengali pdf
20th February Current Affairs in Bengali pdf





1. প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস স্পোর্টস পুরস্কার জিতলেন কে  ?
A) নেইমার ডি সিলভা
b) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
c) লিওনেল মেসি
d) কাইলিয়ান এমবাপ্পে

উত্তর :লিওনেল মেসি

  • প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস পুরস্কার জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যুগ্মভাবে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার।
  • বার্লিনে সোমবার জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলো যুগ্মভাবে। এর আগে পাঁচবার পুরস্কারের জন্য মনোনীত হলেও জিততে পারেননি মেসি। গত ডিসেম্বরে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেন তিনি। গত বছরে স্পেনের শীর্ষ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতেন সঙ্গে ইউরোপিয়ান লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শুও জেতেন ।
  • তৃতীয়বারের মতো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন সিমোনে বাইলস। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে পুরস্কারটি জিতেছিলেন তিনি। 
  • বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাগবি দল। 
  • সেরা ক্রীড়াবিদ বিশেষ ক্ষমতা যুক্ত এর পুরস্কার পান ওকসানা মাস্টার্স (আমেরিকা , ক্রস কান্ট্রি স্কিইং )
  • স্পোর্টস ফর গুড এর পুরস্কার পান সাউথ ব্রকস ইউনাইটেড (আমেরিকা ,ফুটবল)
  • জীবনকৃতি পুরস্কার পান ডার্ক নোউইৎজকি (জার্মানি বাস্কেটবল)
  • ব্যতিক্রমী কৃতিত্বের পুরস্কার পান স্প্যানিশ বাস্কেটবল ফেডারেশন
  • দর্শকদের ভোটে গত দুই দশকের ‘বেস্ট স্পোর্টিং মোমেন্ট’-এর পুরস্কার পেয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।
  • সেরা কামব্যাক এর পুরস্কার জিতেছে সোফিয়া ফ্লর্ক্স(মোটর রেসিং)
  • সেরা ব্রেকথ্রু এর পুরস্কার জিতেছে এখান বের্নাল ( কলম্বিয়া , সাইক্লিং)
  • সেরা অ্যাকশন ক্রীড়াবিদ এর পুরস্কার জিতেছে ক্লো কিম( আমেরিকা, স্নোবোর্ডিং )
  • লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস একটি বার্ষিক পুরষ্কার অনুষ্ঠান যা সারা বছর ধরে ক্রীড়া সাফল্যের পাশাপাশি ক্রীড়া জগতের ব্যক্তি এবং দলকে সম্মান জানায়।
  • Awarded for - men and women from the world of sport along with their achievements from the previous calendar year
  • Country - Berlin (2020)
  • Most awards Roger Federer (6)
  • প্রথম অনুষ্ঠানটি ২৫ শে মে 2000 এ মন্টে কার্লোতে অনুষ্ঠিত হয়েছিল,

2. সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের  গত কুড়ি বছরের খেলার সেরা মুহূর্ত পুরস্কার পেলেন কে ?
a) বিরাট কোহলি
b) সচিন তেন্দুলকার
c) রজার ফেডেরার
d) রবি শাস্ত্রী

উত্তর :সচিন তেন্দুলকার

  • শচীনের হাতে পুরস্কার তুলে দেন স্টিভ ওয় 
  • এটি অনুষ্ঠিত হয় বার্লিনে
  • অলিম্পিক সহ খেলার কতই না ইভেন্ট তবুও সব খেলার সেরা মুহূর্তগুলোকে পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর। আরও ভালো করে বললে 2011 সালের 2  এপ্রিল বিশ্বকাপ জেতার পর  বিরাট কোহলি-ইউসুফ সব সতীর্থদের কাঁধে  চড়ে বসে সচিন হাতে  তেরঙা পতাকা । ২০১১ সালের ২ এপ্রিলের এই ছবিটা এতদিন ছিল ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন  এ বার তা সারা বিশ্বের সার্টিফিকেট পেয়ে গেল। লরিয়স আয়োজিত ভোটিংয়ে সারা বিশ্বের জনতা এটিকেই বেছেছেন গত ২০ বছরের খেলাধুলার সেরা মুহূর্ত।  বার্লিনে অনুষ্ঠিত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের  গত কুড়ি বছরের সেরা মুহূর্তের পুরস্কার নিলেন সচিন পুরস্কার 
3. বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
a) আমেদাবাদ
b) চেন্নাই
c) দিল্লি
d) কলকাতা

উত্তর :আমেদাবাদ

  • আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম যেখানে আসন সংখ্যা এক লক্ষ দশ হাজার । এই স্টেডিয়ামটি উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
4. সম্প্রতি 24 ফেব্রুয়ারি প্রথম কোন দেশের রাষ্ট্রপতি ভারত সফরে আসছেন ?
a) রাশিয়া
b) আমেরিকা
c) পর্তুগাল
d) ফ্রান্স

উত্তর :আমেরিকা

  • আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (৪৫ তম রাষ্ট্রপতি)
  • আমেদাবাদে আগামী সোমবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এর উদ্বোধন করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই প্রথম আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের দু’দিনের সফরে আসছেন
  • মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম যেখানে আসন সংখ্যা এক লক্ষ দশ হাজার


5. FIFA Under – 17 women’s world cup 2020 কোথায় অনুষ্ঠিত হবে  ?
a) ব্রাজিল
b) ভারত
c) উত্তর কোরিয়া
d) আর্জেন্টিনা

উত্তর :ভারত

  • ভারতের এই পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে Ahmedabad, Bhubaneswar, Guwahati, Kolkata and Navi Mumbai
  • ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাই
  • FIFA under 17 women’s World Cup 2020 মোট ম্যাচ খেলা হবে 32টি
  • যুব বিশ্বকাপের ক্রীড়া সূচি প্রকাশ অনুষ্ঠানে ছিলেন প্রফুল্ল প্যাটেল(এ আই এফ এফ প্রেসিডেন্ট, কিরেন রিজিজুর (কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী) সঙ্গে ফিফার প্রতিনিধিগণ
  • FIFA women’s football all chief officer সারাই বারেমান ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন
  • মোট 16 টি
  • FIFA under 17 women’s World Cup 2020 slogan – kick off the dream
  • FIFA under 17 women’s World Cup প্রথম শুরু হয়েছিল 2008  সালে North Korea এতে জয়লাভ করেছিল
  • 2018 সালে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে স্পেন জয়লাভ করেছিল
  • এবছর এটা  তম
  • ভারতে 2017 সালের FIFA Under  17 men’s World Cup অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের স্পেনকে 5-2 গোলে হারিয়ে খেতাব জয় লাভ করে
  • 2021 সালে অনুষ্ঠিত হবে পেরুতে (FIFA under 17 men’s World Cup)
  • 2019 সালে বিশ্বকাপ খেলাটি অনুষ্ঠিত হয় ব্রাজিলে এতে ব্রাজিল জয়লাভ করেছিল
  • FIFA under 17 men’s World Cup প্রথম খেলা হয় 1985 সালে অনুষ্ঠিত হয়েছিল চিনে এবং এতে জয়লাভ করেছিল নাইজেরিয়া
  • নাইজেরিয়া মোট পাঁচবার জয়লাভ করে
  • ব্রাজিল চারবার জয়লাভ করে

6. কোন  সংস্থা দেশের ভূগর্ভস্থ জলের উন্নতির জন্য ভারত সরকারের সাথে 450 মিলিয়ন ডলারের লোন চুক্তি স্বাক্ষর করেছে ?
a) American bank
b) World Bank
c) SBI Bank
d) UNICEF

উত্তর :World Bank

  • ভারত সরকার এবং বিশ্বব্যাংক দেশের ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের জন্য ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার লোন চুক্তি স্বাক্ষর করেছে।  এই চুক্তি ভারতের পতিত ভূগর্ভস্থ পানির স্তর নিয়ন্ত্রণেও সহায়তা করবে।
  • Motto -Working for a World Free of Poverty
  • Formation - July 1944
  • Headquarters – 1818 H Street NW, Washington, D.C., U.S
  • President - David Malpass
  • MD and CFO - Anshula Kant
  • Chief Economist - Penny Goldberg
  • The International Bank for Reconstruction and Development (IBRD) member - 189  countriesthe International Development Association (IDA) member 173 countries

7. কোন দেশের কুস্তিগীররা দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না ?
a) চীন
b) জাপান
c) নেপাল
d) বাংলাদেশ

উত্তর :চীন

  • চীন রেসলাররা দিল্লির এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না কারণ তাদের দেশে নভেল করোনভাইরাস সংক্রমণের প্রবণতার কারণে ভারত সরকার তাদের ভিসা দেয়নি।

8. 2020 সালের 18 ফেব্রুয়ারি কোন প্রাক্তন বাঙালি অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মারা গেলেন ?
a) শতাব্দী রায়
b) দেবশ্রী রায়
c) তাপস পাল
d) মুনমুন সেন

উত্তর :তাপস পাল

  • প্রাক্তন বাঙালি অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্য তাপস পাল 2020 সালের 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ে মারা যান।  তার বয়স হয়েছিল 61বছর । তরুণ মজুমদারের চলচ্চিত্র দাদার কীর্তির মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন।

9. ভারতের কোন  রাজ্যে  প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনা ভিত্তিক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল ?
a) বিশাখাপত্তানাম, অন্ধ্রপ্রদেশ
b) উদয়পুর, রাজস্থান
c) পানাজি,গোয়া
d) গান্ধীনগর, গুজরাট

উত্তর :উদয়পুর, রাজস্থান

  • রাজস্থানের উদয়পুরে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনা সম্পর্কিত চতুর্থ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল।  এই সম্মেলনের আয়োজন করেছিল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক।
  • Launched – 13 January 2016
  • এই সম্মেলনটি অনুষ্ঠিত হলো 17 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি

  • 10. কেন্দ্রীয় সরকার the institute for defence studies and analyses এর নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিল ?
  • A) sushma swaraj Institute for defence studies and analyses
  • b) Arun jaitley institute for defence studies and analyses
  • c) Manohar parrikar institute for defence studies and analyses
  • d) Abdul Kalam institute for defence studies and analyses
  • উত্তর :Manohar parrikar institute for defence studies and analyses

  • Manohar parrikar গোয়ার 10 তম মুখ্য মন্ত্রী ছিলেন
  • 17 মার্চ 2019 সালে তিনি মারা যান
  • ইনি 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পান
  • 9 নভেম্বর 2014 সাল থেকে 13 মার্চ 2017 সাল পর্যন্ত ইনি defence Minister ছিলেন

11. পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কথা বলা হিন্দি ভাষা বিশ্বে কততম ভাষার স্থান পেল  ?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ

উত্তর :তৃতীয়

  • 22তম Edition এ  the world language database ethnologue রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি কথা বলা ভাষা হিন্দি বিশ্বের  তৃতীয় ভাষার স্হান পেয়েছে
  • First language English
  • Second language Chinese Mandarin
  • Third language Hindi
12. Gambia এ স্বাধীনতা দিবস কবে পালিত হয় ?
A) 17 ফেব্রুয়ারি
b) 19 ফেব্রুয়ারি
c) 18 ফেব্রুয়ারি
d) 20 ফেব্রুয়ারি

উত্তর :18 ফেব্রুয়ারি

  • Gambia Currency: Gambian dalasi
  • Gambia Capital: Banjul
  • Gambia president -  Adama Barrow

13. সম্প্রতি কোন রাজ্য সরকার backward class amendment Bill পাস করল ?
A) তামিলনাড়ু
b) পশ্চিমবঙ্গ
c) ওড়িশা
d) মেঘালয়

উত্তর :ওড়িশা

14. সম্প্রতি ভারতে,অস্ট্রেলিয়ার পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন ?
a) Tony Sanchez
b) Barry O’Farrell
c) Dany o barren
d) Barry Sanchez

উত্তর :Barry O’Farrell

15. 92 তম অস্কার আওয়ার্ড 2020 Best original song এর পুরস্কার কে পেলেন ?
a) I’m Standing With You
b) I’m Gonna Love Me Again
c) I Can’t Let You Throw Yourself Away
d) Stand Up

উত্তর :I’m Gonna Love Me Again

  • Rocketman ছবির I’m Gonna Love Me Again গানটি Best original song এর পুরস্কার পেল
  • Rocketman  এই ছবিটির পরিচালক Dexter Fletcher 

15. সম্প্রতি Ashraf ghani কোন দেশের রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ?
a) Afghanistan
b) Pakistan
c) Saudi Arab
d) Kasova

উত্তর :Afghanistan




Download PDF of Current Affairs 2020 - 20th February






Download PDF of Current Affairs 2020 - 19th February

DOWNLOADNOW

Download PDF of Current Affairs 2020 - 18th February

DOWNLOADNOW