মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

19th February Current Affairs in Bengali pdf

19th February Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 19th February 2020. Check out the updates on 19th February 2020,১৯ই  ফেব্রুয়ারি  কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
19th February Current Affairs in Bengali pdf
19th February Current Affairs in Bengali pdf





1. 2020 ICC womens t20 World কোথায় অনুষ্ঠিত হবে ?
a) দক্ষিণ আফ্রিকা 
b) অস্ট্রেলিয়া
c) বাংলাদেশ
d) শ্রীলঙ্কা

উত্তর ;অস্ট্রেলিয়া

  • 2020 আইসিসি women’s t20 ওয়াল্ড কাপ এবছর এটা সপ্তম তম
  • এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া
  • 21 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ  খেলাটা চলবে ।  23 টি ম্যাচ খেলা হবে 
  • Number Of Team – 10
  • প্রথম অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে 2009 সালে
  • 2018 সালে অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজে । অস্ট্রেলিয়া জয় লাভ করেছিল
  • অস্ট্রেলিয়া মোট চারবার জয়লাভ করেছে
  • প্রথম তিন বছর মোট আটটি দেশের দল অংশগ্রহণ করেছিল (2009,2010,2012 সালে)
  • 2014 সালে মোট দশটি দেশ অংশগ্রহণ করে
  • 2009 সালে ইংল্যান্ড, 2010,2012,2014,2018 সালে অস্ট্রেলিয়া, 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে
  • 2016 সালে বিশ্বকাপ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতে
  • 2022 সালে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা

2. কোন রাজ্য সরকার সম্প্রতি 6 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করল আসন্ন অলিম্পিকে সোনা বিজয়ীদের ?
a) হরিয়ানা
b) তামিলনাড়ু
c) উত্তর প্রদেশ
d) মধ্যপ্রদেশ

উত্তর ;হরিয়ানা

  • 2020 সালের অলিম্পিক খেলা অনুষ্ঠিত হবে জাপানের টোকিও শহরে এই খেলাটা শুরু হবে 24 জুলাই শেষ হবে 9 আগস্ট
  • হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার সম্প্রতি ঘোষণা করলেন যে রাজ্য সরকার অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী খেলোয়াড়দের 6 কোটি টাকা দেবে ।
  • 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক এবছর 32 তম
  • Moto - discover tomorrow
  • 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে এবছর আরো পাঁচটি খেলা যুক্ত করা হয়েছে – baseball/softball, karate, sports climbing, surfing এবং Skateboarding
  •  Summer Olympic 2020 Mascot – mirai
  • International Olympic committee president – Thomas batch
  • Headquarter lausanne Switzerland
  • Director general Christopher de kepper
  • অলিম্পিক রিং টাতে পাঁচটি মহাদেশের কথা উল্লেখ আছে
  • Olympic ring প্রথম তৈরি হয় 1913 সালে এটা ডিজাইন করেন coubertin
  • Olympic ring  blue- Europe, Yellow – Asia, black - Africa, green -America, Red- Australia
  • 2024 Summer Olympic Host city – Paris, France

3. All India chess federation এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন ?
a) অতুল দাস
b) অভয় শ্রীনিবাস
c)  অজয় প্যাটেল
d) অতুল প্যাটেল

উত্তর ;অজয় প্যাটেল

  • অজয় প্যাটেল হলেন সর্বভারতীয় দাবা ফেডারেশনের নতুন সভাপতি। 
  • Secretary - Bharat Singh Chauhan 
  • Founded- 1951
  • Headquater - Chennai

4. কোন রাজ্যে  Bio Asia 2020   অনুষ্ঠিত হবে ?
a) কেরালা 
b) গোয়া
c) তেলেঙ্গানা
d) তামিলনাড়ু

উত্তর ;তেলেঙ্গানা

  • তেলঙ্গানা সরকার ২০২০ সালের 17-19  ফেব্রুয়ারী পর্যন্ত হায়দ্রাবাদ বায়ো-এশিয়া সামিট ২০২০ আয়োজন করছে। এই শীর্ষ সম্মেলনটিতে biology companies and their investment capabilities আলোকপাত করবে
  • এবছর এইটা 17 তম
  • Theme :- today for tomorrow
  • BioAsia 2020 is organized by the Government of India in partnership with Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of MSME; Department of Biotechnology, Department of Pharmaceuticals and its state partners including Assam, Kerala, Odisha, and Gujarat.

5. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী   বারাণসীকে উজাইনের সাথে সংযুক্ত করার জন্য কোন ট্রেনের উদ্বোধন করলেন  ?
a) Adhyatam Express
b) Kashi Vishvnath Express
c) Kashi-Mahakal Express 
d) Varanasi-Ujjain Express

উত্তর ;Kashi-Mahakal Express 

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীকে উজ্জয়ানের সাথে সংযুক্তকারী কাশী-মহাকাল এক্সপ্রেস সহ বারাণসীতে 1200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন।
  • India's third private train Kashi Mahakaal Express 

6. Kosovo দেশে স্বাধীনতা দিবস কবে পালিত হয় ?
a) 16 February
b) 18 February
c) 17 February
d) 19 February

উত্তর ;17 February 

  • Kosovo capital – Prishtina
  • Kosovo currency Euro
  • Kosovo president hashim Thaci

7. সম্প্রতি কোন রাজ্যে pandit deendayal upadhyay স্ট্যাচু উন্মোচিত হলো  ?
a) মধ্যপ্রদেশ
b) উত্তর প্রদেশ
c) রাজস্থান
d) তামিলনাড়ু

উত্তর ;উত্তর প্রদেশ

  • প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী 16 ফেব্রুয়ারি 63 ফুটের লম্বা pandit dindayal upadhyay এর স্ট্যাচু প্রদান করলেন
  • এছাড়া তিনি Varanasi chandauli border এর padao তে pandit dindayal upadhyay memorial centre এর উদ্বোধন করলেন
8. সম্প্রতি ইউরোপের কোন  ফুটবল ক্লাব কে দুটি সেশনের জন্য ব্যান করা হলো  ?
a)  রিয়াল মাদ্রিদ
b)  ম্যানচেস্টার সিটি
c)  এসি মিলান
d) ম্যানচেস্টার ইউনাইটেড

উত্তর ;ম্যানচেস্টার সিটি

  • ইংলিশ চ্যাম্পিয়ন -ম্যানচেস্টার সিটিকে আগামী দু মরশুমের জন্য সমস্তরকম ইউরোপিয়ান টুর্নামেন্টে থেকে নির্বাসিত করল উয়েফা ৷ পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরোও জরিমানা করা হয়েছে ৷ ফাইনান্সিয়াল ফেয়ার প্লে-র নিয়ম না মানার জন্য এত বড় শাস্তি পাচ্ছে সিটি ৷এই শাস্তি বহাল থাকলে ২০২০-২১-র চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে না পেপ গুয়ারদিওলার দল ৷ 

9. সম্প্রতি ভারতের best astrologer of the Year award পেলেন কে ?
a) Dr Kiran mazumdar
b) Dr Ravi ranjan
c) Dr sohini sastri
d) Dr koyel jana

উত্তর ;Dr sohini sastri

  • ড :সোহিনী শাস্ত্রী ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বছরের সেরা জ্যোতিষের পুরস্কার জিতলেন । ইনি কলকাতার বাসিন্দা ।
  • নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় এইচআরডি মন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল Best Astrologer of the Year পুরস্কারটি ডাঃ সোহিনী শাস্ত্রী কে প্রদান করেন

10. All India conference of CAT 2020 অনুষ্ঠিত হলো কোথায় ?
a) চেন্নাই
b) নিউ দিল্লি
c) হায়দ্রাবাদ
d) পানাজি

উত্তর ;নিউ দিল্লি

  • The annual All India Conference of the Central Administrative Tribunal (CAT) was held in New Delhi. 
  • The conference was attended by Judicial and Administrative Members from all 17 Benches of CAT from across the country
  • The Conference was presided over by Union Minister for Law and Justice, Shri Ravi Shankar Prasad.

11. কে সম্প্রতি Dan David Prize পুরস্কার জেতেন 'Past-Cultural Preservation & Revival' বিভাগে  ?
a) Dinesh rodricks
b) Barbara Kirshenblatt Gimblett
c) Demis Hassabis
d) Amon Hassabis

উত্তর ;Barbara Kirshenblatt Gimblett

  • Lonnie G. Bunch III (US) & Barbara Kirshenblatt-Gimblett (US) won for 'Past-Cultural Preservation & Revival'.
  • ভারতের গীতা সেন 2020 Dan David award পান 
  • বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি বা সমাজকল্যাণ ক্ষেত্রে অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া হয়
  • Country Israel
  • Presented byThe Dan David Foundation
  • First awarded2002
  • The first awards ceremony took place at Tel Aviv University on May 2002.
  • 2016, Catherine Hall of University College London rejected the Dan David Prize

12. Global investor summit 2020 অনুষ্ঠিত হল কোন রাজ্যে /কেন্দ্রশাসিত অঞ্চলে ?
a) উত্তর প্রদেশ
b) জম্মু-কাশ্মীর
c) মধ্যপ্রদেশ
d) লাদাখ

উত্তর ;জম্মু-কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীর বাণিজ্য প্রচার সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করল।

13. এই প্রথম কোন রেলওয়ে স্টেশনে ভারতীয় রেল 5 star hotel এর ব্যবস্থা করলেন ?
A) বিশাখাপত্তানাম
b) গান্ধীনগর
c) তিরুচিরাপল্লী
d) খড়গপুর

উত্তর ;গান্ধীনগর

14. সম্প্রতি কোন রাজ্যে Lui-Nagi-Ni এই উৎসবটি অনুষ্ঠিত হলো ?
a) মেঘালয়
b) আসাম
c) মনিপুর
d) অরুণাচল প্রদেশ

উত্তর ;মনিপুর

  • মনিপুর রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ উৎসব Christmas ,Cheiraoba Festival,Yaoshang,Lai Haraoba,Kang Festival,Kut Festival
  • Manipur Sangai Festival,Ningol Chakouba,Chumpha Festival,Lui Ngai Ni,Ramjan,Gang Ngai

15. 2020 তে এশিয়ার দ্বিতীয় মূল্যমান টেলিকম নেটওয়ার্ক নির্বাচিত হলো কোনটি ?
a) ভোডাফোন
b) আইডিয়া
c) এয়ারটেল
d) বিএসএনএল

উত্তর ;এয়ারটেল

  • CEO: Gopal Vittal 
  • Founder: Sunil Bharti Mittal
  • Founded: 7 July 1995, India
  • Headquarters: New Delhi

16. World pangolian day কবে পালিত হয়  ?
A) 14 ফেব্রুয়ারি
b) 15 ফেব্রুয়ারি
c) 19 ফেব্রুয়ারি
d) 16 ফেব্রুয়ারি

উত্তর ;15 ফেব্রুয়ারি




Download PDF of Current Affairs 2020 - 19th February






Download PDF of Current Affairs 2020 - 18th February

DOWNLOADNOW

Download PDF of Current Affairs 2020 - 17th February