মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

18th February Current Affairs in Bengali pdf

18th February Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 18th February 2020. Check out the updates on 18th February 2020,১৮ই  ফেব্রুয়ারি  কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
18th February Current Affairs in Bengali pdf
18th February Current Affairs in Bengali pdf





1. সম্প্রতি ভারতের finance secretary পদে কে নিযুক্ত হলেন ?
a) অশোক লাভাসা
b) দেবাশীষ পান্ডা
c) রাজীব শুক্লা
d) সুশীল চন্দ্র মিশ্র

উত্তর- দেবাশীষ পান্ডা

  • কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ
  • President of India - Ram Nath Kovind
  • Vice President of India and Chairman of the Rajya Sabha - Venkaiah Naidu
  • Prime Minister of India- Narendra Modi
  • Chief Justice of India - Sharad Arvind Bobde
  • Speaker of the Lok Sabha - Om Birla 
  • Chief Election Commissioner - Sunil Arora
  • Comptroller and Auditor General of India - Rajiv Mehrishi
  • Chairman of Union Public Service Commission - Arvind Saxena
  • Attorney General of India - K. K. Venugopal
  • National Security Adviser - Ajit Doval
  • Cabinet Secretary of India - Rajiv Gauba
  • Foreign Secretary - Harsh Vardhan Shringla
  • Principal Secretary to the Prime Minister - Pramod Kumar Misra
  • Home Secretary - Ajay Kumar Bhalla
  • Defence Secretary - Ajay Kumar
  • Secretary General of the Lok Sabha - Snehlata Shrivastava
  • Secretary General of the Rajya Sabha -Desh Deepak Verma
  • Chairman, Railway Board - Vinod Kumar Yadav 
  • Solicitor General of India- Tushar Mehta
  • Principal Scientific Adviser -K. VijayRaghavan
2. সম্প্রতি goAir এর CEO পদে কে নিযুক্ত হলেন ?
a) অজয় দুবে
b) বিনয় দুবে
c) বিমল জানা
d) অভয় শর্মা

উত্তর- বিনয় দুবে

  • Founder & MD – Jeh wadia
  • Formation- 2005
  • Headquater – Mumbai Maharashtra
  • goAir  মুম্বাইয়ে অবস্থিত একটি ভারতীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা
3. কোন রাজ্য সরকার Yash Bharti Awards এর নাম পরিবর্তন করে State Cultural Award রাখার সিদ্ধান্ত নিয়েছে  ?
a) মধ্যপ্রদেশ
b) উত্তর প্রদেশ
c) কেরালা
d) উত্তরাখান্ড

উত্তর- উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার Yash Bharti Awards এর নাম পরিবর্তন করে  State Cultural Award রাখার সিদ্ধান্ত নিয়েছে।  Yash Bharti Awards উত্তর প্রদেশ সরকারের সর্বোচ্চ পুরষ্কার।  সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী নীলকান্ত তিওয়ারি রাজ্য কর্মকর্তাদের সাথে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত হয়েছে।
4. 77 তম সিনিয়র জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেতাব কে জিতল ? 
a) সৌরভ ঘোষাল
b) সৌরভ ত্রিবেদী
c) অশোক ঘোষ
d) অমিও শর্মা

উত্তর- সৌরভ ঘোষাল

  • এইটা নিয়ে পুরুষ বিভাগে সৌরভ ঘোষাল ১৩ তম শিরোপা জিতল
5. 77 তম সিনিয়র জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের খেতাব কে জিতল ?
a) PV Sindhu 
b) joshna khurana
c) Joshna chinappa
d) Vinita jadhav

উত্তর- Joshna chinappa

  • ভারতের স্কোয়াশ  joshna chinappa ১৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের আইএসএ কোর্টে মহিলাদের বিভাগে 77 তম সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন।
  • এই নিয়ে তিনি মহিলা বিভাগে 18 তম শিরোপা জিতলো
6. কোন রাজ্য সরকার Yodhavu mobile app launch করল  ?
a) তামিলনাড়ু
b) অন্ধ্রপ্রদেশ
c) কেরালা
d) উত্তর প্রদেশ

উত্তর- কেরালা

7. সম্প্রতি countrywide roadshow এর আয়োজন করলো কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল  ?
a) লাদাখ
b) জম্মু-কাশ্মীর
c) মহারাষ্ট্র
d) অন্ধ্রপ্রদেশ

উত্তর- জম্মু-কাশ্মীর

8. আম্বালা সিটি বাসস্ট্যান্ডটির নামকরণ করা হয় কোন ব্যক্তির নামে ?
a) অরুণ জেটলি
b) সুষমা স্বরাজ
c) আবদুল কালাম আজাদ
d) অটল বিহারী বাজপাই

উত্তর- সুষমা স্বরাজ

  • প্রয়াত বিদেশ বিষয়ক মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা সুষমা স্বরাজের নামে ১৫ ফেব্রুয়ারি আম্বালা সিটি বাসস্ট্যান্ডটির নামকরণ করা হয়েছে
  • তিনি আম্বালা ক্যান্টে জন্মগ্রহণ করেছিলেন এবং দুবার আম্বালা থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন
9. United kingdom নতুন অর্থমন্ত্রী পদে কে নিয়োগ পেয়েছেন ?
a) rishi trivedi
b) Rishi Sunak
c) Alok Verma
d) Ashok Sharma

উত্তর- Rishi Sunak

  • United kingdom capital London
  • United kingdom currency dollar
  • United kingdom prime Minister Boris Johnson
10. কলকাতা মেট্রোর পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের প্রথম ধাপের উদ্বোধন করেন কে ?
a) অমিত শাহ
b) পীযূষ গোয়েল
c) রাজনাথ সিং
d) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তর- পীযূষ গোয়েল

  • রেলপথ ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল ১৩ ফেব্রুয়ারি কলকাতায় একটি অনুষ্ঠানে কলকাতা মেট্রোর পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের প্রথম ধাপের উদ্বোধন ও পতাকা প্রদর্শন করেন।
11. কত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি soil Health card scheme কত সালে লঞ্চ করেছিল ?
A) 2015
b) 2016
c) 2014
d) 2011

উত্তর- 2015

  • 2015 সালের 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি soil health card scheme লঞ্চ করেছিল । এ বছর 19 ফেব্রুয়ারি এটা 5 বছর সম্পূর্ণ হবে
12. দিল্লি পুলিশ 16 ফেব্রুয়ারি 2020 সালে কততম rising day পালন করল ?
a) 74 তম
b) 73 তম
c) 72 তম
d) 75 তম

উত্তর- 73 তম

  • উদযাপনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ
  • দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী অনিল বাইজল এবং পুডুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রীমতি।  কিরণ বেদী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কর্মকর্তাদের ব্যতিক্রমী সেবার জন্য পদক উপস্থাপন করেছিলেন।
  • Formed on: 1861 (Delhi Police on 16 February 1948)
  • Headquarters: Indraprashta estate, New Delhi
13. সম্প্রতি কোন দুটি দেশের  মধ্যে SAMPRITI – IX সামরিক মহড়া সম্পন্ন হল   ?
A) ভারত ও বাংলাদেশ
b) ভারত ও চীন
c) ভারত ও থাইল্যান্ড
d) ভারত ও রাশিয়া

উত্তর- ভারত ও বাংলাদেশ

  • মেঘালয় Umroi তে 3 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে sampriti – IX এই সামরিক মহড়া সম্পন্ন হল
  • মহড়ার লক্ষ্য ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করা এবং প্রচার করা।
  • এবছর এটা নবমতম
14. Filmfare Award 2020 best actor (Crities) এর পুরস্কার কোন অভিনেতা পেলেন ?
A) Anubhav Singh
b) Ayushmann khurrana
c) Ranveer Singh
d) Akshay Kumar

উত্তর- Ayushmann khurrana

  • Ayushmann khurrana article 15 ছবিটিতে flimfare Award 2920 এর  best Actor( Crities)  এর পুরস্কার পান
  • article 15 ছবিটির পরিচালক anubhav Sinha

 15. 92 তম Oscar award 2020 তে best  picture এর  পুরস্কার পেল কোন ছবি ?
a) joker
b) 1917
c) parasite
d) marriage story

উত্তর- parasite

  • Parasite ছবিটির পরিচালক Bong joon ho
  •  Parasite ছবিটির পরিচালক Bong Joon ho শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান




Download PDF of Current Affairs 2020 - 18th February







Download PDF of Current Affairs 2020 - 17th February

DOWNLOADNOW

Download PDF of Current Affairs 2020 - 16th February