বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

12th March Current Affairs in Bengali pdf

12th March Current Affairs in Bengali pdf (Daily update)

Daily update: Current Affairs in Bengali for 12th March 2020. Check out the updates on 12th March 2020, ১২ ই মার্চ  কারেন্ট অ্যাফেয়ার্স এ নতুন কি রয়েছে ?
12th March Current Affairs in Bengali pdf
12th March Current Affairs in Bengali pdf



1. World kidney day 2020 কবে পালিত হচ্ছে ?
A) মার্চ মাসের দ্বিতীয় বুধবার
b) মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার
c) মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার
d) মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার
উত্তর : মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার

  • World kidney day পালিত হয় প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার । এবছর এটা পালিত হচ্ছে 12 মার্চ
2. BBC Indian sportswoman of the year 2019 পুরস্কার কে পেলেন  ?
a) মেরি কম
b) সাইনা নেওয়াল
c) পিভি সিন্ধু
d) সাক্ষী মালিক
উত্তর : পিভি সিন্ধু

  • ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার 2019 জিতেছেন
  • The award ceremony was hosted by BBC Director-General Tony Hall.
  • ইনি প্রথম ভারতীয় হিসেবে BWF World Championships in the year 2019 পুরস্কার জিতলেন
  • প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে অলিম্পিকে রুপোর মেডেল জিতে ছিলেন
  • অন্ধ্র প্রদেশ সরকার সম্প্রতি দুর্নীতি দমন টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু
3. BBC lifetime achievement award 2019 কে পেলেন ?
A) সুশীল কুমার
b) কর্ণম মালেস্বরি
c) পি টি ঊষা
d) প্রকাশ পাড়ুকোন
উত্তর : পি টি ঊষা

  • পি টি ঊষার অপর নাম – queen of Indian track and field
  • Nickname - Paoli Express , Golden girl
  • PT Usha কেরালার কোজিকোডের এর বাসিন্দা
  • পদ্মশ্রী পুরস্কার 1985 সালে
  • অর্জুন পুরস্কার পান 1983 সালে

4. সম্প্রতি বিশ্বে অস্ত্র আমদানিতে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে ?
A) মিশর
b) ভারত
c) সৌদি আরব
d) পাকিস্তান
উত্তর : সৌদি আরব

  • স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সুইডেনভিত্তিক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক রিপোর্টে এই তথ্যটি প্রকাশিত হয়েছে
  • ২০১৫-১৯ এই পাঁচ বছরে সৌদি আরব প্রথম স্থানে ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে এরপরে আছে মিসর, অস্ট্রেলিয়া এবং চীন। এদিকে একই সময়ে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর রয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি ও চীন। 

5. 5th BIMSTEC summit 2022 কোথায় অনুষ্ঠিত হবে ?
a) ভুটান
b) শ্রীলঙ্কা
c) মায়ানমার
d) বাংলাদেশ
উত্তর : শ্রীলঙ্কা

  • BIMSTEC সম্পূর্ণ নাম - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperatio
  • BIMSTEC এর সদস্য দেশগুলি- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান
  • Secretary General -M Shahidul Islam (Bangladesh)
  •  Establishment -6 June 1997
  • সম্প্রতি 3 মার্চ The Twentieth Session of the BIMSTEC Senior Officials’ Meeting (SOM) অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কার কলম্বোতে

6. RADIO KHANCHI 90.4 FM নামে নিজস্ব রেডিও স্টেশন লঞ্চ করল কে ?
a) Calcutta University
b) Ranchi University
c) presidency University
d) jharkhand University
উত্তর : Ranchi University

7. সম্প্রতি I-League title 2019-2020 কে জয়লাভ করলো ?
A) আইজল
b) মোহনবাগান
c) রিয়েল কাশ্মীর
d) ইস্টবেঙ্গল
উত্তর : মোহনবাগান

  • কল্যাণী স্টেডিয়ামে  আইজল এফসি-কে ১-০ হারিয়ে মোহনবাগান তাদের দ্বিতীয় আই-লিগ খেতাব জিতে নিল 

8. Bloomberg billionaires index এর রিপোর্ট অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি শিরোপা অর্জন করল কে?
a) মুকেশ আম্বানি
b) জ্যাক মা
c) রতন টাটা
d) সঞ্জায় বন্সাল
উত্তর : জ্যাক মা 
  • জ্যাক মা, বা মা ইউন  একজন চীনা ব্যবসায়ী, বড় বিনিয়োগকারী এবং রাজনীতিবিদ।  তিনি বহুজাতিক প্রযুক্তি সংস্থার আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান(co-founder and former executive chairman of Alibaba Group, a multinational technology conglomerate)

9. ভারতে বাংলাদেশিদের প্রবেশের জন্য আরও কটি নতুন স্থলপথ উন্মুক্ত করা হবে ?
a) তিনটি 
b) দুটি
c) চারটি
d) একটি
উত্তর : দুটি

  • দুটি নতুন স্থলপথ এর নাম হলো গজা ভাঙ্গা ও আগরতলা
10. বাড়ির ছাদে সোলার রুফটপ লঞ্চ ইনস্টলেশন তালিকায় শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য ?
A) তামিলনাড়ু
b) গুজরাট
c) উত্তর প্রদেশ
d) মধ্যপ্রদেশ
উত্তর : গুজরাট

  • গুজরাট ছাদের সোলার প্ল্যান্ট স্থাপন করার দিকে  দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে । রাজ্য সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই স্কিমগুলি চালু করেছে।  বর্তমানে গুজরাটে 50,915 টিরও বেশি ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

11. Defence intelligence agency এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন ?
A) Lieutenant General karambir Singh
b) lieutenant General kjs dhillon
c) lieutenant General RC thakur
d) lieutenant General Girish Chandra murmu
উত্তর : lieutenant General kjs dhillon

  • Formed -1 March 2002 
  • Headquarters -Cabinet SecretariatRaisina Hill, New Delhi
  • Motto -Service Before Self

12. Indian coast guard এর প্রথম মহিলা deputy inspector general পদে কে নিযুক্ত হলেন ?
A) কৌশিকী যাদব
b) নুপুর কুলশ্রেষ্ঠ
c) অবনা চতুর্বেদী
d) কৃতি গোস্বামী
উত্তর : নুপুর কুলশ্রেষ্ঠ

  • Indian coast guard headquarter New Delhi
  • Founded 18 August 1978
  • Director general krishnaswamy Natarajan
  • Additional director general Krupa Ram nautiyal
  • Coast guard day – 1st February

13. POSHAN abhiyaan সার্বিক প্রয়োগের জন্য কোন রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান অর্জন 
করেছে ?
a) অরুণাচল প্রদেশ
b) অন্ধ্রপ্রদেশ
c) তামিলনাড়ু
d) উত্তরাখণ্ড
উত্তর : অন্ধ্রপ্রদেশ

  • নীতি আয়োগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পোশন অভিযানের সামগ্রিক প্রয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ দেশে প্রথম স্থান অর্জন করেছে।
  • POSHAN (Prime Minister’s Overarching Scheme for Holistic Nutrition) Abhiyaan 
  • রাজস্থানের ঝুনঝুনু থেকে 8 মার্চ, 2018-তে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন



Download PDF of Current Affairs 2020 - 12th March






Download PDF of Current Affairs 2020 - 11th March

Download PDF of Current Affairs 2020 - 10th March

DOWNLOAD NOW


Knowledge Account এর 
learning App ডাউনলোড করে 
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর Update এবং আরও নতুন জিকের সাথে পরিচিত হও


সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নাও  ডাউনলোড 
Download the Full Year (2019: January to December ) 
Current Affairs (1500+ Questions and Answers)
PDF file Description :
Size : 
No. of pages :
Type of Document: PDF (Word file)
Font Size in the Document: 11 pt



No. of questions - 1000
No. of pages - 35
Type of Questions: MCQ
File Size: 1.84 MB


 ৫০০ টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাউনলোড করে নিতে পারো 
    500 chemistry gk questions pdf download - Download





সম্পূর্ণ ৫০০০ বাংলা জিকে পি ডি এফ এর 
➤ প্রথম ভাগ টি ডাউনলোড করুন Download
 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও Click Here