current affairs - September-2018 mcq in bengali part-2
current affairs - September-2018 mcq in bengali part-2 is provided in this post. All the important current GK questions on affairs in bengali September 2018 which will mainly became the study materials for Railway NTPC or RRB NTPC 2019 anything you can say. All the Government Job exam aspirants who are preparing for RRB NTPC as well as West Bengal Police examination 2019, WBCS main 2019, SSC, PTET etc. All type of recent events held in September 2018 like Sports current affairs, Technology current affairs, National current affairs, International current affairs - every thing is included here. So just go through and practice yourself. Best Of Luck.
![]() |
current affairs - September-2018 mcq in bengali part-2 |
Start here ⇓
current affairs - September - 2018
mcq in bengalipart-2
Question .
ভারতের পরবর্তী মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) বিমল জালান
(b) সী রঙ্গরাজন
(c) ওয়াই ভেনুগোপাল রেড্ডি
(d) মন্টেক সিং আলুওয়ালিয়া
Question .
বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
(a) 8 সেপ্টেম্বর
(b) 10 সেপ্টেম্বর
(c) 14 সেপ্টেম্বর
(d) 12 সেপ্টেম্বর
Question .
10 মিটার এয়ার রাইফেলে আইএসএসএফ ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে কে সোনা জিতলেন ?
(a) হৃদয় হাজারিকা
(b) দেবী রামপাল
(c) অরুনা সাঁই রাম
(d) অঙ্কুশ সিং
Question .
কোন দেশ পৃথিবীর সর্বোচ্চ টিম্বার টাওয়ার বানালো ?
(a) মালয়েশিয়া
(b) নরওয়ে
(c) চীন
(d) জাপান
Question .
কোন দেশের নৌসেনা 2018 KAKADU Cup জিতল ?
(a) শ্রীলংকা
(b) বাংলাদেশ
(c) ভারত
(d) চীন
Question .
SBI এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(a) রমেশ সাখাওয়াত
(b) অর্জুন ভট্টাচার্য
(c) অন্সুলা কান্ত
(d) রাজনিশ কুমার
Question .
কাজাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া সামরিক মহড়া টির নাম কি ?
(a) IndKAZ
(b) Kazind
(c) Vijay rath
(d) GoKaZ
Question .
ভারতের junior men’s skeet team ISSF World Cup এ কোন পদক জিতল ?
(a) সোনা
(b) রুপো
(c) ব্রোঞ্জ
(d) কোনোটিই নয়
Question .
কোন কোম্পানি best Wi-Fi service provider award 2018 জিতেছে ?
(a) BSNL
(b) IDEA
(c) AIRTEL
(d) JIO
Question .
লোকসভার Ethics committee’ এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?
(a) লাল কৃষ্ণ আদভানি
(b) পীযূষ চন্দ্র গোয়েল
(c) রুপা মানকর
(d) কৃষ্ণ সবতি
Question .
Sagarmatha friendship 2018 military exercise কোন কোন দেশের মধ্যে হলো ?
(a) নেপাল ও ভুটান
(b) ভুটান ও বাংলাদেশ
(c) ভারত ও বাংলাদেশ
(d) নেপাল ও চীন
Question .
e-Rythu মোবাইল প্লাটফর্ম কোন রাজ্য সরকার চালু করল ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) হরিয়ানা
(c) কেরল
(d) তামিলনাড়ু
Question .
মীরা পুরস্কার কে পেলেন ?
(a) রবীন্দ্র কুমার জইন
(b) সাওয়াই সিং শেখওয়াত
(c) ডি ডি তর্কালঙ্কার
(d) রমেশ ফোগাট
Question .
ভারতের 46 তম মুখ্য বিচারপতি কে নিযুক্ত হলেন ?
(a) দীপক মিশ্র
(b) অরুণ সিং
(c) বসন্ত দাস
(d) রঞ্জন গোগোই
Question .
International Day for the preservation of the ozone layer 2018 কবে পালন করা হলো ?
(a) 15 সেপ্টেম্বর
(b) 16 সেপ্টেম্বর
(c) 17 সেপ্টেম্বর
(d) 18 সেপ্টেম্বর
Question .
আগস্ট 2018 এর মধ্যে কোন দেশ ভারত এ top oil supplier হলো ?
(a) ইরাক
(b) আরব
(c) ইরান
(d) এর কোনোটিই নয়
Question .
Silesian open Boxing In Poland এ মেরি কম কোন পদক জিতলেন ?
(a) সোনা
(b) ব্রোঞ্জ
(c) রুপো
(d) কোনোটিই নয়
Question .
কোন দেশ 2018 South Asian Football Federation Cup জিতল ?
(a) মালয়েশিয়া
(b) ভুটান
(c) মালদ্বীপ
(d) জাপান
Question .
SBI এর cheap financial officer কে হলেন ?
(a) অনিল মুখপাত্র
(b) প্রশান্ত কুমার
(c) রাজনিশ কুমার
(d) অরিজিৎ বসু
Question .
রাজভাষা কীর্তি পুরস্কার কোন ব্যাংক পেল ?
(a) ইউকো ব্যাংক
(b) আইডিবিআই
(c) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(d) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Question .
হিন্দি দিবস কবে পালন করা হয় ?
(a) 14 সেপ্টেম্বর
(b) 16 সেপ্টেম্বর
(c) 17 সেপ্টেম্বর
(d) 18 সেপ্টেম্বর
Question .
ভারতে এই প্রথম কোথায় কুকুরদের জন্য পার্ক গড়ে উঠেছে ?
(a) কেরালা
(b) হায়দ্রাবাদ
(c) জয়পুর
(d) জম্মু ও কাশ্মীর
Question .
সম্প্রতি ভারতের যে প্রথম মহিলা আই এ এস অফিসার মারা গেলেন তার নাম কি ?
(a) ইরা সিংহল
(b) নিরুপমা রাও
(c) আন্না রাজম মালহোত্রা
(d) ঈশা বসন্ত যোশী
Question .
এশিয়ান প্যারা গেমস 2022 কোন শহরে হবে ?
(a) সাংহাই
(b) হাংঝাউ
(c) বেজিং
(d) টিয়াঞ্জিন
Question .
কোন রাজ্য ভারতে এই প্রথম dial FIR যোজনা চালু করল ?
(a) ছত্রিশগড়
(b) ত্রিপুরা
(c) মধ্যপ্রদেশ
(d) উত্তর প্রদেশ
Question .
পৃথিবীর প্রথম হাইড্রোজেন শক্তি চালিত ট্রেন কোন দেশ চালু করল ?
(a) জার্মানি
(b) রাশিয়া
(c) চীন
(d) জাপান
Question .
ইন্ডিয়ান কোস্ট গার্ড কবে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে 2018 পালন করল ?
(a) 14 সেপ্টেম্বর
(b) 15 সেপ্টেম্বর
(c) 16 সেপ্টেম্বর
(d) 17 সেপ্টেম্বর
Question .
নিচের কোন crew সম্প্রতি তেনজিং নরগে অ্যাওয়ার্ড পেল ?
(a) INS Taragini
(b) IND Kalvari
(c) INS Vikramaditya
(d) INS Tarini
Question .
2018 Emmy Award এ কে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ?
(a) ড্যারেন ক্রিস
(b) ম্যাথিউ রাইস
(c) বিল হার্ডার
(d) এদের কেউ নন
Question .
2018 Singapore Grand Prix title কে জিতল ?
(a) সেবাস্তিয়ান ভেটেল
(b) লুইস হ্যামিলটন
(c) ভিত্তরি বটাস
(d) এদের কেউ নন
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
Mobile
app – Abhar aapki sewa ka ,এই
অ্যাপ এ 80 হাজার
মানুষ তাদের
পেনশন সম্পর্কে যাবতীয় তথ্য
পাবেন
প্রধানমন্ত্রী ভারতীয় জনশুদ্ধি
পরিযোজনা
2 টাকা 50 পয়সা
করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে
এই যোজনা
অনুযায়ী।
ভারতীয় সেনাদের তৈরি
কারগিল ওয়ার
মেমোরিয়াল
অবস্থিত
দ্রাসে
• প্রতিবছর
26 শে জুলাই কারগিল দিবস
পালন করা
হয়ে থাকে
• দ্রাস
রয়েছে জম্মু-কাশ্মীরে
• কারগিল যুদ্ধ
হয়েছিল 1999 এ দু’মাস ধরে
সূর্যকে স্পর্শ করার
জন্য প্রথম
মিশন শুরু
করলো
NASA
• এই মিশন
অনুযায়ী parker solar probe (একটি ছোট
গাড়ির আকৃতির) যা
সূর্যের অনেক
কাজ পর্যন্ত গিয়ে
সূর্যের করোনা
সম্পর্কে অনেক
তথ্য প্রেরণ করবে
এর
আগে কোন বস্তু
সূর্যের এত
কাছে পৃথিবী থেকে
পাঠানো হয়নি
“Gandhi
: The years that changed the world” বইটি
রামচন্দ্র গুহর
লেখা
• এই
বইটিতে রয়েছে গান্ধীজীর জীবন
তার দক্ষিণ আফ্রিকা থেকে
ফিরে আসা
থেকে তার
মৃত্যু পর্যন্ত সব
ইতিহাস
• এই বইটির
আগের সৃষ্টি হল
gandhi
before india
বিশ্ব
হেপাটাইটিস দিবস
28
জুলাই
পালন
করা হয়
• এবছর (২০১৮)
বিশ্ব হেপাটাইটিস দিবস
এর থিম
ছিল
“টেস্ট, ট্রিট হেপাটাইটিস’
BRIC
• সদস্য সংখ্যা – 5
*B – Brazil *R – Russia *I – India *C – China *S – South Africa
• প্রতিষ্ঠা – 2006 সালের জুন
মাসে
You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : October – 2018
Current Affairs : September – 2018
Current Affairs : August – 2018
current affairs - August-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স