বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

Indian History-MCQ questions and answers in Bengali part-2

Indian History-MCQ questions and answers in Bengali part-2

কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরির জন্য  যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভারতের ইতিহাস থেকে বাংলাতে MCQ প্রশ্নোত্তর (বাংলায়) এর Practice set -1 এই পোস্টে Mock Test এর মতো দেওয়া হলো। তোমরা যারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন West Bengal Police , WBCS, Railway Group D, Railway NTPC, SSC CGL, SSC CHSL ইত্যাদি , তাদের জন্য খুব কাজে দেবে প্রশ্নগুলো। তাই দেরি না করে একবার ঝালিয়ে নাও প্রশ্ন গুলো।


Indian History-MCQ questions and answers in Bengali part-2 is provided in this post. Railway NTPC asked different questions from different section of Indian History that is Ancient History, Medieval History, Modern History etc. So let's start and go through it.



Indian History

MCQ questions and answers in Bengali 
part-2


Question 31.
ভারতের ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত ?
      (a) সমুদ্র গুপ্ত
      (b) টিপু সুলতাম
      (c) হর্ষবর্ধন
      (d) মীর কাশিম

Question 32.
কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ?
      (a) ফারুকশিয়ার
      (b) ওরঙ্গজেব
      (c) দ্বিতীয় শাহ আলম
      (d) বাহাদুর শাহ

Question 33.
শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন ?
      (a) মহাবীর
      (b) ঋষভ নাথ
      (c) পার্শ্বনাথ
      (d) কোনোটিই নয়

Question 34.
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
      (a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
      (b) দাদাভাই নওরোজি
      (c) এমকে গান্ধী
      (d) ডাব্লিউ সি ব্যানার্জি

Question 35.
ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
      (a) মামুদ
      (b) মোহাম্মদ ঘোরী
      (c) কুতুবউদ্দিন আইবক
      (d) ইলতুৎমিস

Question 36.
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন নিম্নের কে ?
      (a) সী রাজাগোপালাচারী
      (b) রাজেন্দ্র প্রসাদ
      (c) সর্বপল্লী রাধাকৃষ্ণণ
      (d) সরদার বল্লভ ভাই প্যাটেল


Question 37.
দ্বীন-ই-ইলাহী এর প্রবক্তা কে ?
      (a) ঔরঙ্গজেব
      (b) আকবর
      (c) শেরশাহ
      (d) দারাশিকো


Question 38.
গান্ধীজীর নেতৃত্বে সত্যাগ্রহ প্রথম সংঘটিত হয় কোথায় ?
      (a) ডান্ডি
      (b) বরোদা
      (c) চম্পারন
      (d) বারদৌলি


Question 39.
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
      (a) লর্ড বেন্টিক
      (b) লর্ড ওয়েলেসলি
      (c) লর্ড হেস্টিংস
      (d) লর্ড কর্নওয়ালিস


Question 40.
সতীদাহ প্রথা নিবারণ করেন নিম্নের কে ?
      (a) লর্ড কার্জন
      (b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
      (c) লর্ড ডালহৌসি
      (d) লর্ড হেস্টিংস


Question 41.
সিপাহী বিদ্রোহ প্রথম হয় কোথায় ?
      (a) কলকা
      (b) ব্যাঙ্গালোর
      (c) ব্যারাকপুর
      (d) বারাসাত

Question 42.
কে বলেছিলেন-স্বরাজ আমার জন্মগত অধিকার ?
      (a) সুভাষ চন্দ্র বোস
      (b) বালগঙ্গাধর তিলক
      (c) সাভারকার
      (d) বিপিনচন্দ্র পাল

Question 43.
জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল কবে ?
      (a) 1917 সালে
      (b) 1918 সালে
      (c) 1919 সালে
      (d) 1819 সালে

Question 44.
বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে ?
      (a) চরক
      (b) অশ্বঘোষ
      (c) নাগার্জুন
      (d) কালিদাস

Question 45.
কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায় কারী হিসেবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত ?
      (a) মহলওয়ারি ব্যবস্থা
      (b) রায়তওয়ারি বন্দোবস্ত
      (c) চিরস্থায়ী বন্দোবস্ত
      (d) ওপরের কোনোটিই নয়

Question 46.
1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ?
      (a) লর্ড ক্যানিং
      (b) লর্ড কর্নওয়ালিস
      (c) লর্ড ডালহৌসি
      (d) লর্ড ওয়েলেসলী

Question 47.
সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন ?
      (a) চন্দ্রগুপ্ত
      (b) কনিষ্ক
      (c) হর্ষবর্ধন
      (d) অশোক

Question 48.
কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে ?
      (a) ধর্ম
      (b) শিল্প
      (c) সাহিত্য
      (d) স্থাপত্য

Question 49.
নিম্নের কোন ব্যাক্তি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন ?
      (a) রামানন্দ
      (b) কবির
      (c) শংকরাচার্য
      (d) উপরের কেউই নন

Question 50.
সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোনটি ?
      (a) সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা
      (b) ধর্মীয় জীবন যাপন
      (c) নগর পরিকল্পনা
      (d) সামাজিক জীবন যাপন

Question 51.
ঋকবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন ?
      (a) উত্তর ভারতে
      (b) সমগ্র ভারতে
      (c) ভারতের পূর্বাংশে
      (d) সপ্তসিন্ধু এলাকায়

Question 52.
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ?
      (a) রাজকুমারী অমৃত কৌর
      (b) অ্যানি বেসান্ত
      (c) বিজয় লক্ষী পন্ডিত
      (d) সরোজিনী নাইডু

Question 53.
চারমিনার কে নির্মাণ করেন ?
      (a) ইব্রাহিম কুতুব শাহ
      (b) আলী আদিল শাহ
      (c) কুলি কুতুব শাহ0
      (d) দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ

Question 54.
তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে ?
      (a) রাজেন্দ্র চোল
      (b) রাজারাজো চোল
      (c) চান্দেলারা
      (d) রাষ্ট্রকূটরা

Question 55.
ভাস্কো-ডা-গামা কবে ভারতে এসেছিলেন ?
      (a) 1942 সালে
      (b) 1498 সালে
      (c) 1398 সালে
      (d) 1542 সালে

Question 56.
প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্নন্তরী কার রাজসভায় অলংকৃত করতেন ?
      (a) সমুদ্র গুপ্ত
      (b) অশোক
      (c) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
      (d) আলাউদ্দিন খলজী

Question 57.
ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দেমাতারাম গাওয়া হয়েছিল কবে ?
      (a) 1886 সালে
      (b) 1892 সালে
      (c) 1896 সালে
      (d) 1904 সালে

Question 58.
নিম্নোক্ত কাকে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বীরঙ্গনা বলা হয় ?
      (a) ডক্টর অ্যানি বেসান্ত
      (b) সুচেতা কৃপালিনী
      (c) অরুনা আসফ আলি
      (d) সরোজিনী নাইডু

Question 59.
রামপ্রসাদ বিসমল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন ?
      (a) কাকোরি বোমা মামলা
      (b) আলিপুর বোমা মামলা
      (c) মিরাট ষড়যন্ত্র মামলা
      (d) কানপুর ষড়যন্ত্র মামলা

Question 60.
কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয় ?
      (a) লর্ড ক্যানিং
      (b) লর্ড ডালহৌসি
      (c) লড হেস্টিংস
      (d) লর্ড কর্নওয়ালিস


পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -


পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-

ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় ?

15 জানুয়ারি

2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
আমেরিকা , কানাডা , মেস্কিকো

সোলার কুকারের ঢাকনা কি দিয়ে তৈরি ?
কাচ

জীবাশ্ম জ্বালানি গুলির মধ্যে নিচের কোনটি সবথেকে কম দূষণ ঘটায় ?
প্রাকৃতিক গ্যাস

কোন বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয় কেন ?
দ্বিনেত্র দৃষ্টির জন্য

গাড়ির viewfinder হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তল দর্পণ

উষ্ণতা বাড়লে রোধ কমে যায় -
অর্ধপরিবাহীর

কোন বদ্ধ বর্তনীতে কোন কোষের তড়িচ্চালক বলের মান সম্পর্কে নিচের কোনটি ঠিক ?
বিভব-প্রভেদ এর থেকে বেশী হয়


  <<<Previous   1  2   3   4   5     Next >>>


তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 

Current Affairs MCQ practice sets in Bengali

Current Affairs : March – 2019

current affairs - March-2019 MCQ in Bengali part-4  ⇨ Click here



Current Affairs : February – 2019


Current Affairs : January – 2019


Current Affairs : December – 2018


আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স