Indian History-MCQ questions and answers in bengali part-1
যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভারতের ইতিহাস থেকে বাংলাতে MCQ প্রশ্নোত্তর এর Practice set -1 এই পোস্টে Mock Test এর মতো দেওয়া হলো। তোমরা যারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন West Bengal Police , WBCS, Railway Group D, Railway NTPC, SSC CGL, SSC CHSL ইত্যাদি , তাদের জন্য খুব কাজে দেবে প্রশ্নগুলো। তাই দেরি না করে একবার ঝালিয়ে নাও প্রশ্ন গুলো।
![]() |
Indian History-MCQ questions and answers in bengali part-1 |
Indian History-MCQ questions and answers in bengali part-1 is provided in this post. Railway NTPC asked different questions from different section of Indian History that is Ancient History, Medival History, Modern History etc. So let's start and go through it.
Indian History
MCQ questions and answers in bengalipart-1
Question 1.
দুনিয়ার মজদুর এক হও নিম্নের কে বলেন ?
(a) মাক্স
(b) লেনিন
(c) স্ট্যালিন
(d) চৌ এন লাই
Question 2.
ভারতের কোথায় গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?
(a) ডান্ডি
(b) খেদা
(c) আমেদাবাদ
(d) চম্পারন
Question 3.
ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন নিম্নের কে ?
(a) মহাত্মা গান্ধী
(b) পন্ডিত জহরলাল নেহেরু
(c) নেতাজি সুভাষচন্দ্র বসু
(d) সরদার বল্লভ ভাই প্যাটেল
Question 4.
কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ?
(a) ওয়েলেসলি
(b) লর্ড কার্জন
(c) লর্ড বেন্টিক
(d) লর্ড রিপন
Question 5.
ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে মৌর্য রাজবংশ থেকে ভারত সরকার নিচের কোনটি গ্রহণ করেছেন ?
(a) চারটি সিংহ
(b) রথচক্র
(c) অশ্ব
(d) সত্যমেব জয়তে শব্দবন্ধ
Question 6.
বিখ্যাত গ্রন্থ গীতগোবিন্দ রচনা করেছেন নিম্নের কে ?
(a) মীরাবাঈ
(b) কালিদাস
(c) বানভট্ট
(d) জয়দেব
Question 7.
পলাশীর যুদ্ধের পর সিরাজ-উদ-দৌলার জায়গায় বাংলার নবাব কে হন ?
(a) আলীবর্দী খাঁ
(b) মীরজাফর
(c) মীর কাসিম
(d) সুজাউদ্দৌলা
Question 8.
দিল্লি লাল কেল্লা নির্মাণ করেছিলেন নিম্নের কে ?
(a) আকবর
(b) শাহজাহান
(c) জাহাঙ্গীর
(d) শেরশাহ
Question 9.
"রাম এবং রহিম একই ঈশ্বরের দুটি আলাদা নাম" কে বলেছিলেন ?
(a) কবির
(b) রাম দাস
(c) চৈতন্য
(d) রামানুজ
Question 10.
1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায় ?
(a) আসামে
(b) কেরালা
(c) পাঞ্জাবে
(d) বাংলায়
Question 11.
কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরি ?
(a) ফিরোজ শাহ তুঘলক
(b) গিয়াসউদ্দিন তুঘলক
(c) মুহাম্মদ বিন তুঘলক
(d) তুঘলক শাহ
Question 12.
নিম্নের কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই ?
(a) আগ্রা
(b) ফতেপুর সিক্রি
(c) লাহোর
(d) দিল্লি
Question 13.
কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ?
(a) আকবর
(b) জাহাঙ্গীর
(c) ঔরঙ্গজেব
(d) বাবর
Question 14.
বুদ্ধের আসল নাম কি ?
(a) তথাগত
(b) সিদ্ধার্থ
(c) বোধয়ন
(d) শাক্য
Question 15.
ভারতে স্বত্তবীলোপ নীতি কে প্রবর্তন করেন?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড ওয়েলেসলি
Question 16.
সীমান্ত গান্ধী নামে কে পরিচিত হন ?
(a) মোহাম্মদ আল হাসান
(b) মোহাম্মদ আলী জিন্নাহ
(c) হযরত মহানি
(d) খান আবদুল গফফর খান
Question 17.
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
(a) বোম্বাই
(b) কলকাতা
(c) দিল্লি
(d) গোয়া
Question 18.
আকবরনামা কার লেখা ?
(a) আবুল ফজল
(b) টোডরমল
(c) ইবন বতুতা
(d) আব্দুল কাদের বদাউনি
Question 19.
বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে ?
(a) বিক্রমাদিত্য
(b) শীলভদ্র
(c) ধর্মপাল
(d) দেব পাল
Question 20.
কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) ওয়ারেন হেস্টিংস
(c) রাজা রাধাকান্ত দেব
(d) রাজা রামমোহন রায়
Question 21.
বিখ্যাত ইলবার্ট বিল কার আমলে প্রবর্তিত হয়েছিল ?
(a) লর্ড মেয়ো
(b) লর্ড লিটন
(c) লর্ড ডাফরিন
(d) লর্ড রিপন
Question 22.
অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড কার্জন
(c) লর্ড হেস্টিংস
(d) লর্ড ওয়েলেসলি
Question 23.
ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ডাফ্রিন
(c) লর্ড লিটন
(d) লর্ড রিপন
Question 24.
1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন ?
(a) সীমান্ত গান্ধী
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(c) উমেশচন্দ্র ব্যানার্জি
(d) উপরের কেউ নন
Question 25.
কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন ?
(a) বাংলা0
(b) সংস্কৃত
(c) মৈথিলী
(d) অপভ্রংশ
Question 26.
দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকমের কর এর হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন ?
(a) মোবারক শাহ খলজী
(b) গিয়াসউদ্দিন তুঘলক
(c) ফিরোজ তুঘলক
(d) সিকান্দর লোদি
Question 27.
হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন ?
(a) অরবিন্দ ঘোষ
(b) মহাত্মা গান্ধী
(c) বালগঙ্গাধর তিলক
(d) বিপিনচন্দ্র পাল
Question 28.
তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কে ?
(a) ভিভিয়ান ডিরোজিও
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) স্বামী বিবেকানন্দ
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Question29.
কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) 1911 সালে
(b) 1921 সালে
(c) 1931 সালে সালে
(d) 1941 সালে
Question 30.
ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত ?
(a) সমুদ্র গুপ্ত
(b) প্রথম চন্দ্রগুপ্ত
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) স্কন্দ গুপ্ত
পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -
পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর :-
Gatinge india back on track বইটির লেখক
কে ?
রতন টাটা
International
অলিম্পিক কমিটির সভাপতি কে
?
মি থমাস বাচ
কৃষকদের কল্যাণের জন্য
কোন রাজ্য
সরকার গোবর্ধন যোজনা
চালু করল
?
হরিয়ানা
15 তম G- 20 Summit কোথায় অনুষ্ঠিত হবে
?
সৌদি আরব
সম্প্রতি প্রয়াত নরেন্দ্র ঝা
নিম্নের কোনটির সঙ্গে
জড়িত ?
অভিনেতা
OPEC এর সদর
দপ্তর কোথায় ?
ভিয়েনা
, অস্ট্রিয়া
NASSCOM
এর চেয়ারম্যান কে
?
দেবযানি ঘোষ
আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে
নিযুক্ত হলেন
?
এ
আর রহমান
তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর
Current Affairs MCQ practice sets in Bengali
Current Affairs : March – 2019
current affairs - March-2019 MCQ in Bengali part-4 ⇨ Click here
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স