Indian History-MCQ questions and answers in Bengali part-4
Indian History-MCQ questions and answers
আমরা ভারতের ইতিহাস এর MCQ প্রশ্নোত্তর বাংলাতে অনুশীলন করছিলাম। আমরা তিনটি Part এ মোট ৯০ টি প্রশ্ন দেখেছিলাম। এই Part এ আমরা Indian History-MCQ questions and answers in Bengali part-4 টা দেখে নেবো।
![]() |
Indian History-MCQ questions and answers in Bengali part-4 |
ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরির জন্য যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভারতের ইতিহাস থেকে বাংলাতে MCQ প্রশ্নোত্তর (বাংলায়) এর Practice set - 4 এই পোস্টে Mock Test এর মতো দেওয়া হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। যেমন West Bengal Police , WBCS, Railway Group D, Railway NTPC, SSC CGL, SSC CHSL, WBPSC ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে খুব কাজ দেবে এই প্রশ্নগুলো। তাই দেরি না করে একবার ঝালিয়ে নাও প্রশ্ন গুলো।
Indian History
MCQ questions and answers in Bengali
part - 4Question 91.
Indian struggle গ্রন্থটি লেখেন নিম্নের কে ?
(a) সুভাষচন্দ্র বসু
(b) জহরলাল নেহেরু
(c) মহাত্মা গান্ধী
(d) মোহাম্মদ আলী জিন্নাহ
Question 92.
'সব লাল হো জায়েগা' এই কথাটি কে বলেন ?
(a) ম্যালেশন
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) রঞ্জিত সিংহ
(d) সুভাষচন্দ্র বসু
Question 93.
'আমি আপনাদের মুসলমান প্রদেশ দিয়েছি' এই কথাটি কে বলেছেন ?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) লর্ড কার্জন
(c) লর্ড ক্যানিং
(d) মোহাম্মদ আলী জিন্নাহ
Question94 .
কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য ভারতের সাথে যুক্ত হয় ?
(a) 1953 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
(b) 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি
(c) 1951 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি
(d) 1952 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি
Question 95.
দেশীয় সংবাদপত্র আইন পাস হয় কত খ্রিস্টাব্দে ?
(a) 1876 খ্রিস্টাব্দে
(b) 1878 খ্রিস্টাব্দে
(c) 1890 খ্রিস্টাব্দে
(d) 1870 খ্রিস্টাব্দে
Question 96.
তহকিক ই হিন্দ গ্রন্থটি কে লেখেন ?
(a) আবুল ফজ
(b)সম্রাট আকবর
(c) আল বেরুনী
(d) কোনটাই নয়
Question .97
ভারতের তোতাপাখি বলা হয় কাকে ?
(a) আবু তাহের
(b) আল বিরুনী
(c) আমির খসরু
(d) আবুল ফজল
Question 98.
নিম্নের কোন ব্যক্তি ইংরেজরা অর্ধনগ্ন ফকির বলতো ?
(a) সুভাষচন্দ্র বসু
(b) বিপিনচন্দ্র পাল
(c) মহাত্মা গান্ধী
(d) চিত্তরঞ্জন দাস
Question 99.
দোকানি মুদ্রা চালু করেছিলেন নিম্নের কে ?
(a) আলাউদ্দিন খলজী
(b) কুতুবউদ্দিন আইবক
(c) মহম্মদ বিন তুঘলক
(d) কোনটাই নয়
Question 100.
কলকাতা নগরীর পত্তন ঘটে কবে ?
(a) 1691 খ্রিস্টাব্দে
(b) 1690 খ্রিস্টাব্দে
(c) 1692 খ্রিস্টাব্দে
(d) 1700 খ্রিস্টাব্দে
Question 101.
ক্যাপ্টেন হকিন্স নিম্নের কোন মোগল সম্রাটের দরবারে এসেছিলেন ?
(a) সম্রাট আকবর
(b) সম্রাট শাহজাহান
(c) সম্রাট জাহাঙ্গীর
(d) সম্রাট বাবর
Question 102.
আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় নিম্নের কাকে ?
(a) রঞ্জিত সিং
(b) লর্ড কার্জন
(c) লর্ড কর্নওয়ালিস
(d) লর্ড ডালহৌসি
Question 103.
'গো ব্রাহ্মণ প্রতিপালক' এই উপাধি নিয়েছিলেন নিম্নের কে ?
(a) রঞ্জিত সিংহ
(b) শিবাজী
(c) টিপু সুলতান
(d) ঔরঙ্গজেব
Question 104.
ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কত খ্রিস্টাব্দে ?
(a) 1800 খ্রিস্টাব্দ
(b) 1750 খ্রিস্টাব্দে
(c) 1700 খ্রিস্টাব্দে
(d) 1799 খ্রিস্টাব্দে
Question 105.
14 দফা দাবি প্রচার করেন নিম্নের কে ?
(a) মোহাম্মদ আলী জিন্নাহ
(b) মহাত্মা গান্ধী
(c) সুভাষ চন্দ্র বসু
(d) ডঃ বি আর আম্বেদকর
Question 106.
' শের-ই-বঙ্গাল' নামে খ্যাত ছিলেন নিম্নের কে?
(a) শেরশাহ
(b) মুহাম্মদ বিন তুঘলক
(c) দ্বিতীয় বাহাদুর শাহ
(d) ফজলুল হক
Question 107.
দাস বংশ প্রতিষ্ঠা করেন নিম্নের কে ?
(a) আলাউদ্দিন খলজী
(b) কুতুবউদ্দিন আইবক
(c) ইলতুৎমিস
(d) কোনোটিই না
Question 108.
সম্রাট জাহাঙ্গীর এর প্রকৃত নাম কি ছিল ?
(a) নাসির উদ্দিন মোহাম্মদ
(b) নিজাম খা
(c) নিজাম খা
(d) সেলিম
Question 109.
হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(a)1540 খ্রিস্টাব্দের
(b) 1572 খ্রিস্টাব্দে
(c) 1572 খ্রিস্টাব্দে
(d) 1576 খ্রিস্টাব্দে
Question 110.
মোতি মসজিদ নিম্নের কোন সম্রাটের আমলে তৈরি করেন ?
(a) সম্রাট জাহাঙ্গীর
(b) সম্রাট বাবর
(c) সম্রাট শাহজাহান
(d) সম্রাট ঔরঙ্গজেব
Question 111.
বুলান্দ দরওয়াজা কোন সম্রাটের আমলের স্থাপত্য কীর্তি ?
(a) সম্রাট আকবর
(b) সম্রাট বাবর
(c) সম্রাট শাহজাহান
(d) সম্রাট হুমায়ুন
Question 112.
হাওয়া মহল কোন সম্রাটের আমলের স্থাপত্য কীর্তি ?
(a) সম্রাট হুমায়ুন
(b) সম্রাট ঔরঙ্গজেব
(c) সম্রাট আকবর
(d) সম্রাট শাহজাহান
Question 113.
রামচরিত মানস গ্রন্থটি কার লেখা ?
(a) জয়দেব
(b) সন্ধ্যাকর নন্দী
(c) বানভট্ট
(d) তুলসীদাস
Question 114.
ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
(a) স্বামী বিবেকানন্দ
(b) রাজা রামমোহন রায়
(c) কেশবচন্দ্র সেন
(d) রাধাকান্ত দেব
Question 115.
তৃতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(a) 1757 খ্রিস্টাব্দে
(b) 1768 খ্রিস্টাব্দে
(c) 1761 খ্রিস্টাব্দে
(d) 1770 খ্রিস্টাব্দে
Question 116.
আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন ?
(a) সম্রাট জাহাঙ্গীর
(b) সম্রাট আকবর
(c) সম্রাট ঔরঙ্গজেব
(d) সম্রাট শাহজাহান
Question 117.
রেডফোর্ট কে প্রতিষ্ঠা করেন ?
(a) সম্রাট আকবর
(b) সম্রাট শাহজাহান
(c) সম্রাট ওরঙ্গজেব
(d) সম্রাট জাহাঙ্গীর
Question 118.
কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
(a) মহেন্দ্র বর্মন পল্লব
(b) নরসিংহ দেব
(c) মহারানা কুম্ভ
(d) মহারানা কুম্ভ
Question 119.
সাঁচি স্তুপ কে প্রতিষ্ঠা করেন ?
(a) অশোক
(b) সমুদ্রগুপ্ত
(c) হর্ষবর্ধন
(d) মহেন্দ্র বর্মন পল্লব
Question 120.
বিক্রমাদিত্য নিন্মের কার উপাধি ?
(a) কনিষ্ক
(b) হর্ষবর্ধন
(c) অশোক
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -
পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর :-
ওজোন
গ্যাসের বর্ণ
কি ?
নীল
কার
উপস্থিতিতে দইয়ের স্বাদ
টক হয়
?
ল্যাকটিক অ্যাসিড
কোনটির ক্ষেত্রে প্রাণ
দান করা
সম্ভব ?
স্টীল
কোন
গ্যাসটি water গ্যাসের মধ্যে
পাওয়া যায়
?
কার্বন-মনোক্সাইড
নিচের
কোন উপাদানটি বক্সাইট থেকে
উৎপন্ন হয়
?
অ্যালুমিনিয়াম
কোনটি
প্রোটোজোয়া নয়
?
হাইড্রা
সরীসৃপ ও পাখির
মধ্যে যোগসুত্র হল
-
আর্কিওপ্টেরিক্স
Loop
of henle ই কোথায় থাকে
?
মেডুলা
নারকেলের পুষ্পবিন্যাস টি
হল-
চসমামঞ্জুরী
তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর
Current Affairs MCQ practice sets in Bengali
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018