সোমবার, ৮ জুলাই, ২০১৯

Union budget 2019 highlights

Union budget 2019 / ২০১৯ সাধারণ বাজেট

Union budget 2019 of India Highlight

#unionbudget2019 has just come out and we provided the main features of 2019 Indian Union Budget. In any competitive examinations in India, you will find at least two to three questions regarding the Union Budget of India 2019. Specially Banking exams asked this type of question in their current affairs section. And without the knowledge of current gk, your preparation is incomplete. So let us read the highlights of Union budget 2019 of India in Bengali.


২০১৯ সাধারণ বাজেট

সম্প্রতি ভারতের  অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০১৯ সালের  ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই ভারতের কেন্দ্রীয় বাজেট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গুলো থেকে অন্তত ২ টি থেকে ৩ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাহলে কোন কোন গুরুত্বপূর্ণ দিক গুলো আমাদের এবার দেখে যেতে হবে পরীক্ষার জন্য সেগুলো খুব ভালো করে পড়ে নাও। 


২০১৯ সাধারণ বাজেটের মূল ক্ষেত্রগুলি

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করলেন এই বাজেটের মূল ক্ষেত্রগুলি হলো 

১) পেট্রোল ও ডিজেল ১ টাকা সেস  বসছে। ফলে পেট্রল ও ডিজেল এর দাম বাড়বে

২) সােনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ওপরে আমদানি শুল্ক  ১০ থেকে বাড়িয়ে হয়েছে  ১২.৫ শতাংশ।
৩) গাড়ির যন্ত্রাংশ, অপটিক্যাল ফাইবার, ডিজিটাল ক্যামেরা, কয়েক ধরনের কৃত্রিম রবার ও ভিনাইল ফ্লোরিং-এর ওপরে মূল কাস্টমস ডিউটি বাড়ছে।

৪) আমদানি করা বইয়ের ওপরে কাস্টমস ডিউটি বসছে পাঁচ শতাংশ।

৫) কয়েকটি বৈদ্যুতিন যন্ত্রের বিভিন্ন অংশের আমদানির ওপরে কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হল।
নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপরে মূল কাস্টমস ডিউটি বাড়ানাে হল।

৬) ভারতে তৈরি কয়েকটি বৈদ্যুতিন যন্ত্রের ওপরে কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হল।

৭) বিদেশে তৈরি প্রতিরক্ষার সরঞ্জাম আমদানির সময় মূল কাস্টমস ডিউটি দিতে হবে না।

৮) পুরোপুরি অটোমেটেড জিএসটি রিটার্ন মডেল চালু হবে। 


৯) ২ কোটি থেকে ৫ কোটি এবং ৫ কোটির উর্ধে যাঁদের আয়, তাঁদের বাড়তি সারচার্জ দিতে হবে। ট্যাক্স রেট ২ কোটি থেকে ৫ কোটি আয়ের ক্ষেত্রে তিন শতাংশ ও পাঁচ কোটির বেশি আয় হলে সাত শতাংশ বাড়বে।

১০) বছরে ব্যাঙ্ক  থেকে ১ কোটি টাকার বেশি তুললে আয়ের উৎসমুখে কর কাটা হবে দুই শতাংশ।

১১) প্যান ও আধার কার্ড একটির বদলে অপরটি ব্যবহার করা যাৰে৷ 

১২) সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ছাড় বাড়ছে। ১৫ বছরের মেয়াদে গৃহষণ নিলে সাত লক্ষ টাকা পর্যন্ত চার পাওয়া যাবে। 

১৩) স্টার্ট  অপ সংস্থাগুলি যে তহবিল সংগ্রহ করবে তার ওপরে ইনকাম ট্যাক্স ক্রুটিনি হবে না।

১৪) যে কোম্পানিগুলির বার্ষিক টার্ন ওভার ৪০০ কোটি পর্যন্ত, তাদের কর্পোরেট ট্যাক্স দিতে হবে ২৫ শতাংশ।

১৫) পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাঁদের আয়কর দিতে হবে না।কর প্রশাসন সরলতার করা হবে।

১৬) ভারতের বিদেশী ঋণ এখন সবচেয়ে কম। মােট জাতীয় উৎপাদনের পাঁচ শতাংশের কম।

১৭) আগামী পাঁচ বছরে পরিকাঠামোয় ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

১৮) ৰণিজ্যিক ব্যাঙ্কগুলির অনাদায়ী সম্পদের পরিমাণ গত এক বছরে লক্ষ কোটি টাকা কমানাে হয়েছে।

১৯) অনাবাসী ভারতীয়দের মধ্যে যাদের ভারতীয় পাসপাের্ট আছে, তাঁরা দেশে আসামাত্রই আধার কার্ড পাবেন। আগের মতাে আর ১৮০ দিন অপেক্ষা করতে হবে না।

২০) যে সেলফ হেলপ গ্রুপগুলিতে একজন মহিলা আছেন, তারা মুদ্রা প্রকল্পে ১ লক্ষ টাকা ঋণ পাওয়ার উপযুক্ত হিসাবে বিবেচিত হবেন ।

২১) উজালা যোজনা ৩৫ কোটি এলইডি বাল্ব বিলি করা হবে।

২২) স্টার্টআপের জন্য একটি টিভি চ্যানেল ঘোলা হবে।

২৩) বিভিন্ন শ্রম আইনকে একসঙ্গে যুক্ত করে চারটি লেবার কোড তৈরি হবে।

২৪) খেলাে ইন্ডিয়া প্রকল্পের আওতা বাড়ানাে হবে।

২৫) পরিসংখ্যানে দেখা গাছে যে আমাদের  দেশের ৯৫ শতাংশ শহরে কাউকে খােলা আকাশের নীচে মলমূত্র ত্যাগ করতে হয় না।অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান অনেক কার্যকরী হয়েছে। 

১৬) দ্রুত নগরায়নের ফলে দেশের সামনে নতুন সুযোগ খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যােজনায় ৮১ লক্ষ বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৭) দেশের যুব ছাত্রদের গান্ধীজির আদর্শে অনুপ্রানিত করার জন্য উইকিপিডিয়ার মতাে গান্ধীপিডিয়া তৈরি করা হবে।

২৮) জম্মু কাশ্মীরে মেট্রো রেল তৈরি করা হবে তাতে প্রাথমিকভাবে ৮৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

২৯) ২০২৪ সালের মধ্যে প্রত্যেক গ্রামে বাড়িতে  বাড়িতে জল পৌছে যাবার ব্যবস্থা করা হবে।

৩০) 2022 সালের মধ্যে প্রত্যেক বাড়িতে দূষনমুক্ত জ্বালানী পৌছে দেওয়া হবে৷

৩১) ১,২,৫,১০,২০ টাকার নতুন কয়েন বের করা হবে।




সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।

Download pdf

বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE


২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও 


এছাড়াও তোমরা দেখতে পারো 
মিসসেলিনিয়াস জিকে
Recently published (New)
➤ ভারতের প্রতিটি রাজ্যের লোকনৃত্য                                                      
➤ পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্তপুর্ণ তথ্য সম্পুর্ণ তালিকা