July Current Affairs in Bengali-2018-part-2
![]() |
Hi,friends today July Current Affairs in Bengali-2018-part-2 is provided.All important latest Gk questions of July 2018 related to current affairs of India and out of India are included.practice it so that you can attend all general awareness questions in your upcoming competitive exams.
July Current Affairs in Bengali-2018-part-2
Question .
Andreas manuel Lopez Obrador কোথাকার রাষ্ট্রপতি হলেন ?
(a) মেক্সিকো
(b) তাইওয়ান
(c) সিরিয়া
(d) উপরের কোনোটিই নয়
Question .
International joke day কবে পালন করা হয় ?
(a) 5 ই জুলাই
(b) 4 ই জুলাই
(c) 1 লা জুলাই
(d) 2 রা জুলাই
Question .
কোন রাজ্য সরকারি স্কুল গুলির জন্য happiness কারিকুলাম চালু করল ?
(a) মহারাষ্ট্র
(b) দিল্লী
(c) পশ্চিমবঙ্গ
(d) ত্রিপুরা
Question .
ভারতের প্রথম e-waste recycling ইউনিট কোথায় স্থাপিত হলো ?
(a) আমেদাবাদ
(b) তামিলনাড়ু
(c) বেঙ্গালুরু
(d) ভাদোদরা
Question .
অন্নপূর্ণা milk যোজনা কোথায় চালু হয়েছে ?
(a) কর্ণাটক
(b) তামিলনাড়ু
(c) মহারাষ্ট্র
(d) রাজস্থান
Question .
মডেল কোড violation সম্পর্কে রিপোর্ট করার জন্য সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কোন অ্যাপ চালু করলো ?
(a) eVigil
(b) cVigil
(c) mVigil
(d) nVigil
Question .
আগরতলা বিমানবন্দরের নাম বদল করে কি রাখা হলো ?
(a) মহেন্দ্র মানিক্য বিমানবন্দর
(b) ধনঞ্জয় ঠাকুর বিমানবন্দর
(c) মহারাজা বীর বিক্রম মানিক্য কিশোর বিমানবন্দর
(d) কিরীট বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দর
Question .
ভারতের বৃহত্তম private sector taxpayer company কোনটি ?
(a) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
(b) টি সি এস
(c) টাটা স্টিল
(d) আইসিআইসিআই ব্যাঙ্ক
Question .
One person one car policy কোন রাজ্য চালু করল ?
(a) পশ্চিমবঙ্গ
(b) ত্রিপুরা
(c) আসাম
(d) দিল্লী
Question .
বজরঙ্গ পুনিয়া কোন খেলার সাথে যুক্ত ?
(a) দাবা
(b) কুস্তি
(c) সাঁতার
(d) ভার উত্তোলন
Question .
উপভোক্তাদের সুবিধার জন্য সম্প্রতি GST সংক্রান্ত যে মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে তার নাম কি ?
(a) Check Mate
(b) GST Verify
(c) GST File
(d) GST review
Question .
কোন ভারতীয় কোম্পানী Wings টেলি পরিষেবা চালু করতে চলেছে ?
(a) Vodafone
(b) BSNL
(c) Airtel
(d) Jio
Question .
ভারতীয় রেল সম্প্রতি যে পর্যটন ট্রেনটি চালু করবে ঠিক করেছে তার নাম কি ?
(a) ফ্লাইং রানি
(b) দক্ষিণ এক্সপ্রেস
(c) তুঙ্গভদ্রা এক্সপ্রেস
(d) শ্রী রামায়ন এক্সপ্রেস
Question .
ঝিলিক দলাবেহরা কোন খেলার সাথে যুক্ত ?
(a) ভার উত্তোলন
(b) দৌড়
(c) সাঁতার
(d) কুস্তি
Question .
Zoonoses Day কবে পালিত হয় ?
(a) 9 ই জুলাই
(b) 11 ই জুলাই
(c) 6 ই জুলাই
(d) 13 ই জুলাই
Question .
কোন মোবাইল কোম্পানি উত্তরপ্রদেশে পৃথিবীর বৃহত্তম মোবাইল ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করল ?
(a) Vodafone
(b) Samsung
(c) Asush
(d) Nokia
Question .
কোন দেশ সর্বপ্রথম মানুষের 3d colour X-ray করল ?
(a) নিউজিল্যান্ড
(b) জাপান
(c) জার্মানি
(d) চীন
Question .
কোন উপন্যাস Golden Man Booker International Prize 2018 জিতেছে ?
(a) My Own Way
(b) Great Journey
(c) Curly twirly
(d) The English patient
Question .
One farmer one transformer যোজনা কোন রাজ্যে চালু হল ?
(a) বিহার
(b) ঝাড়খন্ড
(c) মহারাষ্ট্র
(d) পাঞ্জাব
Question .
World Population Day কবে পালিত হয় ?
(a) 10 ই জুলাই
(b) 11 ই জুলাই
(c) 8 ই জুলাই
(d) 13 ই জুলাই
Question .
কোন মাসে প্রতিবছর জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হলো ?
(a) জুলাই
(b) সেপ্টেম্বর
(c) আগস্ট
(d) অক্টোবর
Question .
কোন টেনিস খেলোয়াড় ATP tennis world ranking এর শীর্ষ স্থান অধিকার করলেন ?
(a) রজার ফেদেরার
(b) রাফায়েল নাদাল
(c) কিদাম্বী শ্রীকান্ত
(d) এদের কেউ নন
Question .
কে 2018 বধির মিস এশিয়া হলেন ?
(a) সোনালী ভার্গব
(b) প্রতিষ্ঠা শর্মা
(c) দেশনা জৈন
(d) চন্দ্রপ্রভা কুমারী
Question .
কবিরা উৎসব কোন শহরে পালিত হলো ?
(a) নয়ডা
(b) মুম্বাই
(c) গুয়াহাটি
(d) বারাণসী
Question .
সম্প্রতি ফ্লিপকার্ট কোন কোম্পানির সাথে একসাথে advertise platform খুলল ?
(a) Freecharge
(b) BookMyShow
(c) voot
(d) Hotstar
Question .
8th BRICS Health Minister meeting 2018 কোথায় হবে ?
(a) মস্কো
(b) ডারবান
(c) বেজিং
(d) দিল্লী
Question .
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষবর্ধন সম্প্রতি কোথায় weather forecast system চালু করল ?
(a) নিউ দিল্লী
(b) কেরালা
(c) তামিলনাড়ু
(d) কর্ণাটক
Question .
Public affairs index 2018 এ কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে ?
(a) কেরালা
(b) কর্ণাটক
(c) রাজস্থান
(d) মহারাষ্ট্র
Question .
Regional rail training institute কোথায় তৈরি হয়েছে ?
(a) গুজরাট
(b) হায়দ্রাবাদ
(c) উত্তর প্রদেশ
(d) দিল্লী
Question .
ভারতের কোন প্রতিবেশী দেশে এই প্রথম মহিলা মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন ?
(a) শ্রীলংকা
(b) বাংলাদেশ
(c) পাকিস্তান
(d) নেপাল
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
শনি
• সৌরমণ্ডলের
দ্বিতীয়
বৃহত্তম
গ্রহ
• শনির মোট
উপগ্রহ
62 টি
(সবথেকে
বড়
টাইটান)
• শনির পরিক্রমণ
কাল
29.5 বছর
(প্রায়)
• শনির আবর্তনকাল
11 ঘন্টা
(প্রায়)
• শনি সৌরজগতের সবচেয়ে
কম
ঘনত্ববিশিষ্ট
গ্রহ।
UN’s international day of parliamentarism
2018 থেকেই পালন
করা
শুরু
হলো
সরকার কন্যা বোন সমৃদ্ধি যোজনা
এই যোজনা অনুযায়ী
কৃষক
পরিবারে
কন্যা
সন্তান
জন্মালে
সরকার
সেই
পরিবারকে
কাষ্ঠল
জাতীয়
চারাগাছ
দেবে
যেমন
আম
,জাম,
কাঁঠাল
,শাল,
সেগুন
ইত্যাদি
এইসব
ভবিষ্যতে
তাদের
অর্থ
উপার্জন
করতে
সাহায্য
করবে
যা
দিয়ে
সেই
পরিবার
কন্যাটির
ভবিষ্যতের
পড়াশোনা
বা
বিয়ের
খরচা
বহন
করতে
পারবে।
• রাজধানী
– মুম্বাই
• মুখ্যমন্ত্রী
– দেবেন্দ্র
পদ্মনবিশ
• গভর্নর
- সি
বিদ্যাসাগর
রাও
জাতীয় ডাক্তার দিবস
• প্রতিবছর
ডক্টর
বিধানচন্দ্র
রায়ের
মৃত্যুদিন
হিসাবে
1 লা
জুলাই
দিনটিকে
জাতীয়
ডাক্তার
দিবস
হিসেবে
পালন
করা
হয়
• এটি প্রথম
পালিত
হয়েছিল
1991 সালে
• ডঃ বিধানচন্দ্র
রায়
1961 সালে
ভারতরত্ন
পেয়েছিলেন
• তিনি পশ্চিমবঙ্গের
দ্বিতীয়
মুখ্যমন্ত্রী
ছিলেন
• এ বছর 2018
তে
জাতীয় ডাক্তার দিবসের
থিম
ছিল
zero tolerance to violence against doctors and clinical establishment
Chiribiquete
National Park
•
2018 সালের
30 শে
জুন
এটি
world heritage site এর
মর্যাদা
পেয়েছে
POSHAN অভিযান
• এর আগে
2018 তে
এই
অভিযান
রাজস্থানে
শুরু
হয়
এই
অভিযানের
লক্ষ্য
অপুষ্টিতে
ভোগা
শিশু,মা
ও অন্যান্য
গর্ভবতী
মহিলাদের
সর্বতোভাবে
পুষ্টিগত
দিক
থেকে
সাহায্য
করা।
• গুজরাটের
রাজধানী
- গান্ধীনগর
• গুজরাটের
মুখ্যমন্ত্রী
– বিজয়
রুপানি
• গুজরাটের
গভর্নর
– ওম
প্রকাশ
কোহলি
• কয়লা মন্ত্রী পীযুষ গোয়েল খান প্রহরী (Khan Prahari) অ্যাপটি চালু করলেন ।
• কয়লা চুরি
,কয়লা
পাচার
,বেআইনিভাবে
কয়লা
উত্তোলনের
কাজ
বন্ধ
করতে
সাহায্য
করবে
এই
অ্যাপটি।
• দিল্লির
মুখ্যমন্ত্রী
– অরবিন্দ
কেজরিওয়াল