current affairs - August-2018 mcq in bengali part-3
![]() |
current affairs - August-2018 mcq in bengali part-3 |
Hi friends, here the current affairs - August-2018 mcq in bengali part-3 is provided.Many latest Gk questions could be asked in
upcoming competitive exam from this post specially who are appearing WBCS 2019
and also is preparing for railway NTPC exam .I hope you who are the aspirants
of government job exams will be very helpful .So just go through the Latest Gk
questions (July Current Affairs in Bengali-2018-part-3).Best of luck.
current affairs : August-2018
mcq in bengalipart - 3Question .
Good governance day কার সম্মানার্থে পালন করা হয় ?
(a) অটল বিহারী বাজপেয়ী
(b) ইন্দিরা গান্ধী
(c) রাজীব গান্ধী
(d) সরদার বল্লভভাই প্যাটেল
Question .
Pitch to Move প্রতিযোগিতা কোন সংস্থা চালু করল ?
(a) NPCI
(b) SEBI
(c) NITI Aayog
(d) DRDO
Question .
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সিইও কে নিযুক্ত হলেন ?
(a) ভূপেন্দর সিং
(b) আশীষ কুমার ভুটানি
(c) অংশু গুপ্তা
(d) এদের কেউ নন
Question .
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF এর women singles দের তালিকায় কোন ভারতীয় তৃতীয় স্থানের অধিকারী হলেন ?
(a) কিদাম্বি শ্রীকান্ত
(b) সাইনা নেহেওয়াল
(c) পি ভি সিন্ধু
(d) এদের কেউ নন
Question .
রোড সেফটি ক্যাম্পেইন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন ?
(a) আমির খান
(b) রণবীর সিং
(c) অক্ষয় কুমার
(d) দীপিকা পাডুকোন
Question .
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ 2018 title কে জিতল ?
(a) দিন্দিগুল ড্র্যাগনস
(b) মাদুরাই প্যান্থারস
(c) কোভাই কিংস
(d) কাড়াইকুড়ি কালাই
Question .
2018 world organ donation day কবে পালন করা হয় ?
(a) 13 আগস্ট
(b) 14 আগস্ট
(c) 15 আগস্ট
(d) 16 আগস্ট
Question .
Junior NBA basketball championship 2018 কে জিতলেন ?
(a) জিতু যোশী
(b) সুনিস্ক কার্তিক
(c) আজমের সিং
(d) সনাতন সিং
Question .
Barak – 8 মিসাইল ভারত কোন দেশের সাথে মিলিত ভাবে তৈরি করেছে ?
(a) রাশিয়া
(b) আমেরিকা
(c) ইজরায়েল
(d) ইরান
Question .
কোন দেশ Fateh Mobin নামকে মিশাইল সফলভাবে পরীক্ষা করল ?
(a) ইরাক
(b) ইরান
(c) দক্ষিণ কোরিয়া
(d) রাশিয়া
Question .
Rythu Bima for Farmers কোন রাজ্যে চালু করা হলো ?
(a) তেলেঙ্গানা
(b) আসাম
(c) ছত্রিশগড়
(d) উত্তরাখণ্ড
Question .
Esow Alben কিসের সাথে যুক্ত ?
(a) গল্ফ
(b) বাস্কেটবল
(c) সাইক্লিং
(d) স্প্রিন্টিং
Question .
11 তম ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স কোথায় শুরু হলো ?
(a) ভারত
(b) নেপাল
(c) মরিসাস
(d) ওপরের কোনোটিই নয়
Question .
অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল Helina কোন দেশ সফলভাবে পরীক্ষা করলো ?
(a) ইরান
(b) দক্ষিণ কোরিয়া
(c) পাকিস্তান
(d) ভারত
Question .
সূর্যের করোনা সম্পর্কে গবেষণার জন্য এই প্রথম ভারত সম্প্রতি কোন মিশন শুরু করবে বলে ঘোষণা করল ?
(a) আদিত্য L1
(b) অপূর্ব 1
(c) আকাশ 1
(d) সূর্যদেব - i
Question .
South Asian football federation (SAFF) U-15 women’s championship এ কে জিতল ?
(a) ভারত
(b) পাকিস্তান
(c) নেপাল
(d) চীন
Question .
World photography day কবে পালন করা হয় ?
(a) 19 আগস্ট
(b) 20 আগস্ট
(c) 21 আগস্ট
(d) 18 আগস্ট
Question .
WHO world no Tobacco Day 2017 award কে পেলেন ?
(a) এস কে আরোরা
(b) জনাথন লিবারম্যান
(c) দলবির সিং
(d) এদের কেউ নন
Question .
ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে এর থিম কি ছিল ?
(a) People helping people
(b) Not a target
(c) We are humanitarian workers
(d) one humanity
Question .
2018 এশিয়ান গেমস এ 65 kg freestyle wrestling কম্পিটিশনে কে স্বর্ণ পদক জিতেছেন ?
(a) সুশীল কুমার
(b) বজরঙ্গ পুনীয়া
(c) প্রবীণ রানা
(d) সন্দীপ সিং
Question .
এশিয়া কাপ 2018 কোথায় হবে ?
(a) ভারত
(b) জাপান
(c) UAE
(d) চীন
Question .
Asian games 2018 তে 10 মিটার এয়ার পিস্তল এ কে সোনা জিতলেন ?
(a) অপূর্বি চান্ডেলা
(b) অঞ্জলি ভাগবত
(c) বিজয় কুমার
(d) সৌরভ চৌধুরী
Question .
প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমস 2018 তে কুস্তিতে সোনা জিতলেন ?
(a) বিনেশ ফোগাট
(b) সাক্ষী মালিক
(c) ববিতা কুমারী
(d) কবিতা দেবী
Question .
World mosquito day কবে পালন করা হয় ?
(a) 20 আগস্ট
(b) 16 আগস্ট
(c) 14 আগস্ট
(d) 19 আগস্ট
Question .
ঐতিহাসিক উৎসব এ সালাম মহা পেরেহারা উৎসব কোথায় শুরু হলো ?
(a) ভারত
(b) মালয়েশিয়া
(c) শ্রীলঙ্কা
(d) বাংলাদেশ
Question .
ভারত ও থাইল্যান্ড এর সামরিক মহড়া এক্সারসাইজ মৈত্রী 2018 কোথায় শুরু হলো ?
(a) থাইল্যান্ড
(b) নিউ দিল্লি, ভারত
(c) শ্রীনগর, ভারত
(d) ওপরের কোনোটিই নয়
Question .
প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি কে শ্রদ্ধা জানাতে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং কোন শহরের নাম বদল করে অটল নগর রাখল ?
(a) অম্বিকাপুর
(b) বিলাসপুর
(c) রায়গর
(d) নয়া রায়পুর
Question .
কোন ভারতীয় মহিলা এই প্রথম শুটিংয়ে এশিয়ান গেমসে স্বর্ণপদক পেল ?
(a) বিনেশ ফোগাট
(b) দীপিকা কুমারী
(c) অম্বিকা রায়
(d) রাহি সানোয়াত
Question .
ইন্টারন্যাশনাল ওয়াটার কালার ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হয় ?
(a) আমেদাবাদ
(b) বারানসি
(c) রাঁচি
(d) গুজরাট
Question .
কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ওমেন টি-টোয়েন্টি ইন্টার্নেশনাল ক্রিকেট টিম থেকে অবসর নেবে বলে ঘোষণা করল ?
(a) মিতালি রাজ
(b) পুনম যাদব
(c) ঝুলন গোস্বামী
(d) হারমানপ্রীত কৌর
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
BCCI
রমেশ পাওয়ারকে
ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করল
BCCI এর
• সভাপতি – সি
কে খান্না
• ভারতীয় ক্রিকেট দলের কোচ (পুরুষ) – রবি
শাস্ত্রী
• ভারতীয় ক্রিকেট দলের
ক্যাপ্টেন (মহিলা)
– মিতালি রাজ
• ভারতীয় ক্রিকেট দলের
ক্যাপ্টেন (পুরুষ)
– বিরাট কোহলি
• ভারতের প্রথম স্কিল ট্রেনিং সেন্টার উড়িষ্যাতে প্রতিষ্ঠিত হবে।
• রাজধানী – ভুবনেশ্বর •
মুখ্যমন্ত্রী – নবীন
পট্টনায়েক • রাজ্যপাল – গনেশী
লাল
• পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম উপহ্রদ
চিলকা এই
এখানেই আছে।
• ভারতের বৃহত্তম নোনা হ্রদ সম্বর
• ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার
• 100
টাকার নোটটির পিছনে
‘রানী কি ভাব’
এর ছবি
রয়েছে
• 10 টাকার নোটের পিছনে কোনারকের সূর্য মন্দির এর ছবি রয়েছে
• 10 টাকার নোটের পিছনে কোনারকের সূর্য মন্দির এর ছবি রয়েছে
• 50 টাকার নোট
এর পিছনে
হাম্পীর মন্দির
এর ছবি
রয়েছে
• 200
টাকার নোটের
পিছনে সাঁচি স্তুপ এর
ছবি রয়েছে
• 500
টাকার নোটের
পিছনে লালকেল্লা এর
ছবি রয়েছে
•
2000 টাকার নোট এর
পিছনে মঙ্গল যান এর
ছবি রয়েছে
• rbi প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে
• গভর্নর
– উর্জিত প্যাটেল
You may also go through -
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ) সম্পূর্ণ বাংলাতে
Current Affairs : September – 2018
Current Affairs : August – 2018
Current Affairs : July – 2018