current affairs - August-2018 mcq in bengali part-1
![]() |
current affairs - August-2018 mcq in bengali part-1 |
current affairs - August-2018 mcq in bengali part-1 are provided in this post.All government job exam aspirants are suggested to go through the current Gk questions of August-2018 mcq in bengali part-1.Railway NTPC exam-2019, West Bengal police Examinations 2019 and many more Government examinations is knocking on the door. So just gear up you speed and go ahead
current affairs : August - 2018
mcq in bengalipart - 1
Question .
ভারত সরকার eAksharayan নামে যে সফটওয়্যার চালু করল তাতে কতগুলি ভাষা আছে ?
(a) 7
(b) 9
(c) 12
(d) 8
Question .
কোন নেটওয়ার্ক কোম্পানি সম্প্রতি 3.5 বিলিয়ন ডলার মূল্যের বিশ্বের প্রথম বড় 5G চুক্তি স্বাক্ষরিত করল ?
(a) Apple
(b) Samsung
(c) Nokia
(d) Asus
Question .
World badminton championship 2018 কোথায় অনুষ্ঠিত হলো ?
(a) মালয়েশিয়া
(b) স্পেন
(c) চীন
(d) জাপান
Question .
মহিলা হকি বিশ্বকাপ 2018 তে কোন দেশ জিতল ?
(a) নেদারল্যান্ড
(b)ভারত
(c) আয়ারল্যান্ড
(d) আর্জেন্টিনা
Question .
সম্প্রতি রমাপদ চৌধুরী যে মারা গেলেন তিনি কোন ক্ষেত্রে জড়িত ?
(a) লেখক
(b) রাজনীতি
(c) সঙ্গীতজ্ঞ
(d) ফুটবলার
Question .
কোন দেশ সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নির্মাণ করবে ?
(a) ইরান
(b) ইসরায়েল
(c) উত্তর কোরিয়া
(d) উত্তর কোরিয়া
Question .
সাঁতারে প্রথম কোন এশীয় ব্যাক্তি UK - France চ্যানেল পার করলেন ?
(a) খাজান সিং
(b) অশোক ত্রিপাঠি
(c) প্রভাত কোলি
(d) শিখা মিত্র
Question .
ভারতের কোন রাজ্য এই বছর বায়োফুয়েল জাতীয় নীতি বাস্তবায়নের প্রথম স্থান হয়ে উঠেছে ?
(a) গুজরাট
(b) মহারাষ্ট্র
(c) আসাম
(d) রাজস্থান
Question .
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর director কে হলেন ?
(a) কোটা হরিনারায়না
(b) রোডাম নরসিমা
(c) সি বি আনন্থাকৃষ্ণন
(d) কে সিবান
Question .
সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় এর জন্য যোগা বাধ্যতামূলক করলো ?
(a) কর্ণাটক
(b) রাজস্থান
(c) উওরপ্রদেশ
(d) মধ্য প্রদেশ
Question .
রিলায়েন্স জিও কোন ব্যাংকের সঙ্গে যুক্ত হলেন ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য ?
(a) SBI Bank
(b) ICICI bank
(c) UCO Bank
(d) HDFC Bank
Question .
সম্প্রতি কোন রাজ্য সরকার বেকার যুবকদের জন্য “মুখ্যমন্ত্রী যুব নেস্টাম” পরিকল্পনা চালু করেছে ?
(a) মহারাষ্ট্র
(b) অন্ধ্রপ্রদেশ
(c) রাজস্থান
(d) উওরপ্রদেশ
Question .
নিম্নের কোন ফার্ম প্রথম মার্কিন কোম্পানির ১ বিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছনোর ইতিহাস তৈরি করলো ?
(a) wallmart
(b) amazon
(c) Flipkart
(d) Apple
Question .
সম্প্রতি আইসিসি টেস্ট রাঙ্কিংয়ের শীর্ষে কোন ব্যাটসম্যান আছে ?
(a) বিরাট কোহলি
(b) জো রুট
(c) কেন উইলিয়ামসন
(d) হাশিম আমলা
Question .
সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলা শিশুদের জন্য “মুখ্যমন্ত্রী কন্যা উত্থান” যোজনা চালু করল ?
(a) বিহার
(b) হরিয়ানা
(c) কর্ণাটক
(d) কেরালা
Question .
কোন দেশের গবেষকরা বিশ্বের প্রথম সিঙ্গেল ক্রোমোজোম ইস্ট সৃষ্টি করলো ?
(a) চীন
(b) জাপান
(c) আমেরিকা
(d) ভারত
Question .
সম্প্রতি UNICEF কোন দেশকে কলেরার প্রাদুর্ভাব সম্পর্কে সর্তকতা জারি করল ?
(a) Yemen
(b) Afghanistan
(c) Qatar
(d) Saudi Arab
Question .
কে হিন্দি সাহিত্য অ্যাকাডেমী শলাকা সম্মান 2017-18 পেলেন ?
(a) রোশন গিরি
(b) জাভেদ আখতার
(c) সনু নীগম
(d) অনুপম খের
Question .
বিশ্বের প্রথম হিন্দিতে কথা বলা রোবট কোনটি ?
(a) রেশমি
(b) সোফিয়া
(c) বার্বি
(d) রেশমা
Question .
যৌথ সামরিক মহড়া “মৈত্রী- 2018” কোন দুটি দেশের মধ্যে হল ?
(a) ভারত ও নেপাল
(b) ভারত ও বাংলাদেশ
(c) ভারত ও ফ্রান্স
(d) ভারত ও থাইল্যান্ড
Question .
এমমারসন এমনাগাগওয়া কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনে জিতেছেন ?
(a) আর্জেন্টিনা
(b) দক্ষিণ আফ্রিকা
(c) অস্ট্রেলিয়া
(d) জিম্বাবুয়ে
Question .
গীতা মিত্তাল কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ?
(a) হরিয়ানা
(b) জম্মু ও কাশ্মীর
(c) অরুণাচল প্রদেশ
(d) সিকিম
Question .
ভারত কোথা থেকে এয়ার ডিফেন্স ইন্টারপসেপ্টার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ?
(a) শ্রীহরিকোট্টা
(b) আব্দুল কালাম আইসল্যান্ড
(c) তিরুবনন্তপুরম
(d) বেঙ্গালুরু
Question .
সম্প্রতি কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছে ?
(a) বিজয় ঠাকুর সিং
(b) বিজয় ঠাকুর গোখলে
(c) বিজয় সান্যাল
(d) বিজয় শেখর শর্মা
Question .
বিশ্বের প্রথম Thermal battery plant কোন রাজ্যে উন্মোচন হবে ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) হরিয়ানা
(c) কেরালা
(d) কর্ণাটক
Question .
কোন রাজ্য সরকার “Horn not ok” সচেতনতা প্রচার শুরু করেছে ?
(a) হিমাচল প্রদেশ
(b) হরিয়ানা
(c) উড়িষ্যা
(d) কর্ণাটক
Question .
2018 ফিজি international golf কে জিতেছে ?
(a) অর্জুন কাপুর
(b) শিব ঠাকুর
(c) গগনজিৎ ভুলা
(d) রমেশ মেহেতা
Question .
প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতিদের পদে যুক্ত হয়েছেন কত জন মহিলা ?
(a) 5
(b) 4
(c) 3
(d) 8
Question .
E government development survey 2018 কোন জাতি প্রথম ?
(a) ডেনমার্ক
(b) জার্মানি
(c) ভারত
(d) রাশিয়া
Question .
সম্প্রতি কোন দেশ Gaofen -11 নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ?
(a) জাপান
(b) চীন
(c) জার্মানি
(d) আমেরিকা
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
Zoonoses Day 6 ই জুলাই পালিত হয় - এই
দিনে
1885 সালে লুই
পাস্তুর
সর্বপ্রথম
ভ্যাকসিন
তৈরি
করেছিলেন। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার
করেন
। এই
জলাতঙ্ক
রোগের
জন্য
দায়ী
ভাইরাসটি
হল
রেবিস ভাইরাস।
নিউজিল্যান্ড
সর্বপ্রথম
মানুষের
3d colour X-ray করল - X-ray device টিতে
particle tracking technology ব্যবহার
করা
হয়েছে
এই
3D colour
x-ray এর ফলে
ডাক্তারদের
কাছে
রোগীর
দেহের
যাবতীয়
তথ্য
পাওয়া
আরো
সহজ
হয়ে
যাবে
যা
চিকিৎসার
জন্য
আরও
সুবিধাজনক
হয়ে
যাবে।
The English patient উপন্যাস Golden Man Booker International prize
2018 জিতেছে - এই
বইটির
লেখক
হলেন
– মাইকেল অন্দাদজে
( কলম্বো,
শ্রীলঙ্কা
)
One farmer one transformer যোজনা মহারাষ্ট্র
চালু হল - এই যোজনা টির মূল উদ্দেশ্য ইলেকট্রিক খরচা কমানো। সরকার এই যোজনা অনুযায়ী দু’লাখ কৃষককে হাইভোল্টেজ ডিস্ট্রিবিউশনের জন্য কানেকশন দেবে।
চালু হল - এই যোজনা টির মূল উদ্দেশ্য ইলেকট্রিক খরচা কমানো। সরকার এই যোজনা অনুযায়ী দু’লাখ কৃষককে হাইভোল্টেজ ডিস্ট্রিবিউশনের জন্য কানেকশন দেবে।
World Population Day 11 ই জুলাইপালিত হয় - থিম
– family planning is a human right.
‘Anna canteens’ meal. অন্ধ্রপ্রদেশ
সরকার চালু করল - সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় মোট সাতটি আন্না ক্যান্টিন চালু করেছে যেখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাবার পাওয়া যাবে
সরকার চালু করল - সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় মোট সাতটি আন্না ক্যান্টিন চালু করেছে যেখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাবার পাওয়া যাবে
সম্প্রতি দীপা
কর্মকার ত্রিপুরা
রাজ্যের brand ambassador নিযুক্ত হলেন - ইনি 2018 তে World challenge cup এ Volt(Gymnastics) - এ সোনা পেয়েছেন, 2015 Asian Championship ও 2014 Commonwealth game এ ব্রোঞ্জ পেয়েছিলেন।
রাজ্যের brand ambassador নিযুক্ত হলেন - ইনি 2018 তে World challenge cup এ Volt(Gymnastics) - এ সোনা পেয়েছেন, 2015 Asian Championship ও 2014 Commonwealth game এ ব্রোঞ্জ পেয়েছিলেন।
• সম্প্রতি
ত্রিপুরার
আগরতলা
বিমান
বন্দরের
নাম
বদল
করে
রাখা
হয়েছে
মহারাজা বীরবিক্রম মানিক্য কিশোর বিমানবন্দর।
NABARD 1982 সালের 12 ই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল - • NABARD এর
পুরো
নাম
– National bank for Agriculture and Rural Development
• NABARD প্রতিষ্ঠিত
হয়েছিল 1982 এর
12 ই জুলাই • NABARD
এর
বর্তমান
হেডকোয়ার্টার
রয়েছে
মুম্বাইয়ের মহারাষ্ট্রে
• NABARD এর
বর্তমান
চেয়ারম্যান
ডঃ হর্ষকুমার ভ্যানওয়ালা
হিমা দাস দৌড় খেলার সাথে যুক্ত - ইনি
IAAF world under 20 Championship এ 400 মিটার
দৌড়
এ সোনা
জিতেছেন
আন্তর্জাতিক
পর্যায়ে
ইনি
প্রথম
মহিলা
যিনি
Track event এ সোনা জিতলেন
অর্থাৎ
তার
এটা
জাতীয়
রেকর্ড
যে
তিনি
51.13 সেকেন্ডের
400 মিটার দৌড়
শেষ
করেছেন।
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি
মাউন্ট ওজোস ডেল সালাডো
• এই
আগ্নেয়গিরিটি
আর্জেন্টিনা
ও চিলি বর্ডারে আন্দিজ পর্বতমালার অন্তর্গত।
• মৌনালোয়া হলো পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি।
• ভারতের বৃহত্তম আগ্নেয়গিরি হল ব্যারেন আইসল্যান্ড
You may also go through -
Current Affairs : September – 2018
Current Affairs : August – 2018
Current Affairs : July – 2018
current affairs - July-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স