current affairs - July-2018 mcq in Bengali part-4
![]() |
current affairs - July-2018 mcq in Bengali part-4 |
current
affairs - July-2018 mcq in Bengali part
- 4 is provided in this post. these current GK questions are most
important for upcoming Government job examinations like Railway NTPC-2019,
West Bengal Police examination-2019, WBCS main examination 2019 and different
type of Banking exams etc.
current affairs - July-2018
mcq in Bengalipart - 4
Question.
কোন ভারতীয় British Indian of the year হলেন?
(a) কৈভল্য
(b) ঈশ্বর শর্মা
(c) করিনা আইন
(d) সমরা সাহানি
Question .
2018 BIMSTEC সম্মেলন কোথায় হবে ?
(a) ভারত
(b) জাপান
(c) নেপাল
(d) ভুটান
Question .
কোন ব্যাংক Digilocker facility চালু করল ?
(a) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(b) কর্ণাটক ব্যাঙ্ক
(c) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(d) ব্যাঙ্ক অফ বরোদা
Question .
নতুন কতজন সদস্য রাজ্যসভার সদস্য পদে যোগদানের জন্য শপথ গ্রহণ করলেন ?
(a) 7 জন
(b) 5 জন
(c) 2 জন
(d) 9 জন
Question .
বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয় ?
(a) 12 ই জুলাই
(b) 15 ই জুলাই
(c) 17 ই জুলাই
(d) 16 ই জুলাই
Question .
Spanish grand prix এ কে সোনা জিতলেন ?
(a) বিনেশ ফোগাট
(b) দিমিত্রি বোকাভেক
(c) নোজানি ওকুহারা
(d) ভ্যালেন্তিও রোসী
Question .
German grand prix কে জিতলেন ?
(a) ভ্যালেন্তিও রোসী
(b) ড্যানিলো পেট্রুক্কি
(c) মার্ক মার্কুয়েজ
(d) এদের কেউ নন
Question .
কোন ব্যাংক কৃষকদের জন্য Kisan Mela outreach program চালু করল ?
(a) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(b) ব্যাঙ্ক অফ বরোদা
(c) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(d) ওপরের কোনোটিই নয়
Question .
2018 ফোর্বস্ রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবথেকে বেশি ধনী তারকা কে ?
(a) বিরাট কোহলি
(b) ফ্লয়েড মেওয়েদার
(c) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(d) লিওনেল মেসি
Question .
কোন রাজ্যের শিক্ষা দপ্তর I am not afraid of English নামক কর্মসূচি চালু করল ?
(a) পশ্চিমবঙ্গ
(b) হরিয়ানা
(c) রাজস্থান
(d) মহারাষ্ট্র
Question .
Seventh world junior Wushu Championship এ ভারত কতগুলো পদক জিতল ?
(a) 12 টি
(b) 10 টি
(c) 9 টি
(d) 13 টি
Question .
2018 সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেলেন ?
(a) অরুনা সাইরাম
(b) কল্পনা ফোগাট
(c) রিতা দেবী
(d) প্রিয়াঙ্কা দেবনাথ
Question .
নিরাজ চোপড়া কিসের সাথে যুক্ত ?
(a) কবাডি
(b) ফুটবল
(c) জেভলিন থ্রো
(d) দাবা
Question .
Men’s hockey world ranking এ ভারতের স্থান কোথায় ?
(a) দ্বিতীয়
(b) তৃতীয়
(c) চতুর্থ
(d) পঞ্চম
Question .
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় ?
(a) 18 ই জুলাই
(b) 17 ই জুলাই
(c) 19 ই জুলাই
(d) ওপরের কোনোটিই নয়
Question .
67 তম ন্যাশনাল গার্মেন্টস মেলা কোন শহরে অনুষ্ঠিত হলো ?
(a) চেন্নাই
(b) মুম্বাই
(c) কলকাতা
(d) বেনারস
Question .
NABARD 2018 পুরস্কার কোন কোম্পানি পেল ?
(a) Repco microfinance Limited
(b) Muthoot Finance
(c) Bajaj
(d) LIC Finance Limited
Question.
Pitch Black 2018 Warfare exercise কোথায় অনুষ্ঠিত হলো?
(a) অস্ট্রেলিয়া
(b) মালয়েশিয়া
(c) মালদ্বীপ
(d) আফগানিস্তান
Question .
কোন ভারতীয় শহর ভ্রমণ এর দিক থেকে পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ শহরের মর্যাদা পেল ?
(a) আমেদাবাদ
(b) মুম্বাই
(c) উদয়পুর
(d) দিল্লী
Question .
ই - প্রগতি কোন প্লাটফর্ম কোথায় চালু হল ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) তেলেঙ্গানা
(c) ছত্রিশগড়
(d) রাজস্থান
Question .
পৃথিবীর মধ্যে কোন দেশ এই সর্বপ্রথম এক প্রকার রক্ত পরীক্ষা আবিষ্কার করলো যেটা প্রথম ধাপেই melanoma কে সনাক্ত করতে পারবে ?
(a) জাপান
(b) চীন
(c) অস্ট্রেলিয়া
(d) আমেরিকা
Question .
বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
(a) 28 জুলাই
(b) 25 জুলাই
(c) 22 জুলাই
(d) 18 জুলাই
Question .
2018 BRICS summit কোথায় অনুষ্ঠিত হবে ?
(a) রাশিয়া
(b) চীন
(c) দক্ষিণ আফ্রিকা
(d) ভারত
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-
অন্নপূর্ণা milk যোজনা
রাজস্থানের আদর্শ
সিনিয়র
সেকেন্ডারি
স্কুলে
এই
যোজনা
অনুযায়ী
প্রত্যেকটা
ছাত্রকে
প্রত্যেকদিন
এক
গ্লাস
করে
দুধ
দেওয়া
হবে
• রাজস্থানের
রাজধানী
– জয়পুর
• রাজস্থানের
মুখ্যমন্ত্রী
– বসুন্ধরা
রাজে
• রাজস্থানের
গভর্নর
– কল্যাণ
সিং
cVigil
• ভোটকেন্দ্রে
ভোট
দেওয়ার
সময়
ভোটাররা
যেকোনো
দুর্নীতি
বা
সমস্যা
বা
অসুবিধার
কথা
ছবি
বা
ভিডিও
সাহায্যে
ভারতের
নির্বাচন
কমিশনকে
রিপোর্ট
করে
জানাতে
পারবে
এই
অ্যাপটির
সাহায্যে।
আগরতলা বিমানবন্দরের নাম বদল করে রাখা হলো
মহারাজা বীর বিক্রম মানিক্য কিশোর
বিমানবন্দর
• ত্রিপুরার
রাজধানী
– আগরতলা
• ত্রিপুরার
মুখ্যমন্ত্রী
– বিপ্লব
কুমার
দেব
• ত্রিপুরার
গভর্নর
– দেবানন্দ
কানোয়ার
ভারতের বৃহত্তম private sector taxpayer
company
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
• প্রতিষ্ঠাতা
– ধীরুভাই
আম্বানি
• বর্তমান
চেয়ারম্যান
ও ম্যানেজিং
ডিরেক্টর
– মুকেশ
আম্বানি
One person one car policy পশ্চিমবঙ্গ চালু করল
• পশ্চিমবঙ্গের
রাজধানী
– কোলকাতা
• পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী
– মমতা
ব্যানার্জি
• পশ্চিমবঙ্গের
গভর্নর
– কেশরীনাথ
ত্রিপাঠী
বজরঙ্গ পুনিয়া কুস্তি খেলার সাথে যুক্ত - তিবিলিসি
গ্রান্ড
প্রিক্সে
65 কেজি
ক্যাটাগরিতে
স্বর্ণ
পদক
জিতেছেন
• GST(Goods and Services Tax)
✓
প্রথম চালু হয় ফ্রান্সে
✓
ভারতের GST এর প্রস্তাব এসেছিল বিজয় কেলকার কমিটির হাত ধরে
✓প্রথম
GST চালু হয় 2017 এর 1লা জুলাই,এই দিনটি GST
day হিসেবে
পালন করা হয়ে থাকে
✓বর্তমানে
GST কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান – অরুন জেটলি
BSNL
Wings
টেলি পরিষেবা চালু করতে চলেছে - 1 লা
আগস্ট
থেকে
চালু
হবে
পরিষেবাটি
যারা
Wings subscribe করবে 1099 টাকা
দিয়ে
তারা
যেকোনো
নেটওয়ার্ক
অপারেটরে
কল
করার
সুবিধা
পাবেন
এছাড়া
1 বছর
ফ্রি
domestic কলের সুবিধা
পাবেন
শ্রী রামায়ন এক্সপ্রেস পর্যটন ট্রেনটি
চলবে
সফদর জংশন থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত
। ভগবান
রাম
সম্পর্কিত
যে
যে
স্থান
রয়েছে সেই
সবকটি
স্থানের
মধ্যে
দিয়ে
ভ্রমণ
করবে
ট্রেনটি।
ঝিলিক দলাবেহরা
ইনি
2015 IWF Junior World Weightlifting
championship এ স্বর্ণ
পদক
জিতেছেন।
ইনি
একজন
ওড়িশার
মহিলা।
এর
আগে
একমাত্র
মীরাবাঈ চানু
এই
weightlifting championship এ পদক
জিতেছিলেন।
মীরাবাঈ চানু (মনিপুর) 2018 তে
পদ্মশ্রী পুরস্কার
পেয়েছেন
তিনি
2018 কমনওয়েলথ
গেমে
48 কেজি
ক্যাটাগরিতে
প্রথম
সোনা জিতেছেন।
<<<Previous 1 2 3 4
You may also go through -
Current Affairs : August – 2018
Current Affairs : July – 2018
current affairs - July-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স