রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

July Current Affairs in Bengali-2018-part-3

July Current Affairs in Bengali-2018-part-3


Hi friends, here the July Current Affairs in Bengali-2018-part-3 of 4 is provided.Many latest Gk questions could be asked in upcoming competitive exam from this post specially who are appearing WBCS 2019 and also is preparing for railway NTPC exam .I hope you who are the aspirants of government job exams will be very helpful .So just go through the Latest Gk questions (July Current Affairs in Bengali-2018-part-3).Best of luck.


July Current Affairs in Bengali-2018-part-3
July Current Affairs in Bengali-2018-part-3



July Current Affairs in Bengali-2018-part-3



Question .
‘Anna canteens’ meal. কোন রাজ্য সরকার চালু করল ?
      (a) তামিলনাড়ু
      (b) মহারাষ্ট্র
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) মধ‍্যপ্রদেশ

Question .
কোন রাজ্য সরকার খাবার জন্য ব্যবহৃত থার্মোকল প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ করল ?
      (a) গুজরাট
      (b) হিমাচল প্রদেশ
      (c) রাজস্থান
      (d) উত্তরাখণ্ড

Question .
Global innovation index 2018 তে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
      (a) জাপান
      (b) সুইজারল্যান্ড
      (c) আমেরিকা
      (d) ভারত

Question .
সম্প্রতি দীপা কর্মকার কোন রাজ্যের brand ambassador নিযুক্ত হলেন ?
      (a) কোলকাতা
      (b) ছত্তিশগড়
      (c) তেলেঙ্গানা
      (d) ত্রিপুরা

Question .
NABARD কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
      (a) 1987 সালের 12 ই জুলাই
      (b) 1983 সালের 12 ই জুলাই
      (c) 1982 সালের 12 ই জুলাই
      (d) 1985 সালের 12 ই জুলাই

Question .
হিমা দাস কোন খেলার সাথে যুক্ত ?
      (a) কবাডি
      (b) দৌড়
      (c) ভার উত্তোলন
      (d) কুস্তি


Question .
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি ?
      (a) মৌনালোয়া
      (b) মাউন্ট ওজোস ডেল সালাডো
      (c) মাউন্ট ভিসুভিয়াস
      (d) মাউন্ট এটনা


Question .
কোন রাজ্য এখনো পর্যন্ত সবথেকে বেশি G.S.T. revenue সংগ্রহ করেছে ?
      (a) আসাম
      (b) মধ‍্যপ্রদেশ
      (c) ছত্তিশগড়
      (d) হরিয়ানা


Question .
কবি কুমার আজাদ যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কিসের সাথে জড়িত ?
      (a) সঙ্গীত
      (b) অভিনয়
      (c) নৃত্য
      (d) সংবাদ মাধ্যম


Question .
2018 Women’s Single Wimbledon Tennis Tournament কে জিতল ?
      (a) অ‍্যাঞ্জেলিক কারবার
      (b) সিমোনা হালেপ
      (c) মারিয়া শারাপোভা
      (d) সেরেনা উইলিয়ামস


Question .
জম্মু-কাশ্মীরের অ্যাডভোকেট জেনারেল কে নিযুক্ত হলেন ?
      (a) সুমিত সিঙ্ঘানিয়া
      (b) ডি সি রায়না
      (c) পবন সিং
      (d) অনিল কুমার

Question .
বিজ্ঞানীরা সম্প্রতি একটি কম্পিউটার বানিয়েছে যা মানব মস্তিষ্কের স্নায়বিক নেটওয়ার্ক এর অনুকরণে কাজ করতে পারে এবং তথাকথিত supercomputer গুলির তড়িৎ শক্তির খরচা অনেক কম করে।এর নাম কি ?
      (a) SpiNNaker
      (b) Rapidex
      (c) Expro
      (d) Simunoid

Question .
ভারতের প্রথম হাইপার কার “শূল (SHUL)” কোন কোম্পানি উন্মোচন করলো ?
      (a) অডি (Audi)
      (b) রেনাল্ট (Renault)
      (c) বাজিরানী অটোমোটিভ
      (d) নিসান (Nissan)

Question .
BCCI কাকে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করল ?
      (a) সতীনাথ ঝিংড়া
      (b) অরুনা সাইরাম
      (c) বিনেশ রেড্ডী
      (d) রমেশ পাওয়ার

Question .
2018 FIFA World Cup এ গোল্ডেন বল কে পেয়েছেন ?
      (a) থিবোট কার্টোসিস
      (b) লুকা মোড্রিক
      (c) হ‍্যারি কেন
      (d) কিলিয়ান এমবাপ্পে

Question .
সম্প্রতি কোন রাজ্য সরকার ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে হেরিটেজ কমিটি খুলল ?
      (a) ওড়িশা
      (b) দেরাদুন
      (c) ছত্রিশগড়
      (d) হায়দ্রাবাদ

Question .
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নকশার যে 100 টাকার নোট বার করার অনুমতি দিল সেই নোটটির রং কি ?
      (a) ল‍্যাভেন্ডার
      (b) ভায়োলেট
      (c) ব্রাউন
      (d) মেজেন্টা

Question .
সম্প্রতি বৃহস্পতির ক’টি নতুন উপগ্রহ আবিষ্কার হলো ?
      (a) 10 টি
      (b) 7 টি
      (c) 12 টি
      (d) 15 টি

Question .
কোন রাজ্য সরকার খুব তাড়াতাড়ি পৃথিবীর মধ্যে সব থেকে সস্তা শুদ্ধ পানিয় জল সরবরাহের সূচনা করবে ?
      (a) বিহার
      (b) পশ্চিমবঙ্গ
      (c) মহারাষ্ট্র
      (d) মধ্যপ্রদেশ

Question .
NRI of the year কে হলেন ?
      (a) সুনীল ছেত্রী
      (b) ওয়ারেন বাফেট
      (c) রোহিত শর্মা
      (d) প্রেম ওয়াস্তা

Question .
হিমা দাস কোন রাজ্যের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ?
      (a) আসাম
      (b) হরিয়ানা
      (c) অরুণাচল প্রদেশ
      (d) হিমাচল প্রদেশ

Question .
কোন রাজ্য online pension management system চালু করল ?
      (a) ছত্রিশগড়
      (b) ত্রিপুরা
      (c) রাজস্থান
      (d) ঝাড়খন্ড

Question .
সম্প্রতি কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Athena নামক উপগ্রহ 2019 এ উৎক্ষেপণ করবে বলে ঘোষণা করল ?
      (a) face book
      (b) twitter
      (c) whats app
      (d) এদের কোনটাই নয়

Question .
সম্প্রতি ভারত সরকার biodegradable স্যানিটারি ন্যাপকিন কোন যোজনার দ্বারা চালু করলো ?
      (a) রাষ্ট্রীয় গোকুল মিশন
      (b) স্বদেশ দর্শন যোজনা
      (c) প্রধানমন্ত্রী ভারতীয় জনশুদ্ধি পরিযোজনা
      (d) ওপরের কোনোটিই নয়

Question .
শুভঙ্কর শর্মা কিসের সাথে জড়িত ?
      (a) গল্ফ
      (b) দাবা
      (c) কবাডি
      (d) ওপরের কোনোটিই নয়


Question .
ভারতীয় সেনাদের তৈরি কারগিল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত ?
      (a) দ্রাস
      (b) তাওয়াং
      (c) রাজপথ
      (d) পালাম বিহার


Question .
নিচের কোন সংস্থা সূর্যকে স্পর্শ করার জন্য প্রথম মিশন শুরু করলো ?
      (a) ISRO
      (b) European space agency
      (c) NASA
      (d) JAXA


Question .
“Gandhi : The years that changed the world” বইটি কার লেখা ?
      (a) জগদীশ সিং রাজপুত
      (b) রামচন্দ্র গুহ
      (c) ভরত সুন্দরসন
      (d) নুয়ান কুলাসেকারা


কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-


পৃথিবীর প্রথম ডিজিটাল মিউজিয়াম টোকিও তে খোলা হচ্ছে
 মিউজিয়ামটি যে বিল্ডিংখোলা হচ্ছে তার নাম Mori বিল্ডিং।

ভারতের প্রথম ডিজিটাল রাজ্যকেরালা
ভারতের প্রথম ডিজিটাল গ্রাম - উত্তর গুজরাটের সবরকান্ত জেলার আকোদারা
ভারতের প্রথম ডিজিটাল জেলা/শহর - নাগপুর

সম্বল (SAMBAL) যোজনা
এই যোজনা অনুযায়ী মধ্যপ্রদেশের শ্রমিক শ্রেণীর মানুষদুস্থ পরিবার দের প্রতি মাসে মাত্র 200 টাকা করে  ইলেকট্রিক বিল নেবে বলে ঠিক করল মধ্যপ্রদেশ সরকার। এর ফলে সরকার যাচাই করতে চায় যে প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের যোগাযোগ পৌঁছাচ্ছে কিনা।
মধ্যপ্রদেশের রাজধানীভোপাল
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীশিবরাজ সিং চৌহান
মধ্য প্রদেশের গভর্নরআনন্দীবেন প‍্যাটেল

আবুধাবি হল united arab emirates এর রাজধানীআরবের মুদ্রার নাম রিয়াল

• UNESCO :- United Nations educational scientific and cultural organisation
•  সদর দপ্তর প্যারিসে
রাজধানীমানামা
মুদ্রাবাহারিন দিনার

তামিলনাড়ুর রাজধানী - চেন্নাই
তামিলনাড়ুর গভর্নর - বনোয়ারী লাল পুরোহিত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপ্পাডি কে পালানাস্বামী

•  ঝাড়খন্ডের রাজধানীরাঁচি
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরঘুবর দাস
ঝাড়খণ্ডের গভর্নরসৈয়দ আহমেদ

অস্ট্রেলিয়া
রাজধানীcanberra
মুদ্রাaustralian dollar

মেক্সিকো
রাজধানীমেক্সিকো সিটি
মুদ্রামেক্সিকান পেসো

happiness কারিকুলাম
•  এই কারিকুলাম অনুযায়ী প্রতিদিন স্কুলগুলিতে 45 মিনিটের একটি হ্যাপিনেস ক্লাস হবে যেটাতে ধ‍্যান, শিক্ষার মূল্য এবং বিভিন্ন মানসিক ব্যায়াম এর প্রশিক্ষণ দেওয়া হবে।

ভারতের প্রথম e waste recycling ইউনিট বেঙ্গালুরু তে স্থাপিত হলো

• union minister of chemicals and fertilizers - অনন্ত কুমার
কর্ণাটক রাজধানীবেঙ্গালুরু
কর্নাটকের মুখ্যমন্ত্রীর নামএইচ ডি কুমারাস্বামী
কর্নাটকের গভর্নরবাজু ভাই বালা 





You may also go through -

সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 
Current Affairs : August – 2018


Current Affairs : July – 2018