রবিবার, ১০ মার্চ, ২০১৯

current affairs - August-2018 mcq in bengali part-2

current affairs - August-2018 mcq in bengali part-2

current affairs - August-2018 mcq in bengali part-2
current affairs - August-2018 mcq in bengali part-2

current affairs - August-2018 mcq in bengali part-2 MCQ questions and answers are provided in this post.Most important current affairs MCQ questions and answers of August 2018 in Bengali are ready here. All competitive exam aspirants who are preparing for government job exams are advised to practice all the current Gk questions of August-2018.


current affairs : August - 2018 

mcq in bengali 
part - 2


Question .
বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্যের উদ্বোধন হলো কোথায় ?
      (a) তামিলনাড়ু
      (b) কেরালা
      (c) কর্ণাটক
      (d) গোয়া

Question .
কোন দেশ সম্প্রতি প্রথম হাইপারসনিক aircraft Xingkong – 2 পরীক্ষা করল ?
      (a) ভারত
      (b) চীন
      (c) দক্ষিণ কোরিয়া
      (d) জাপান

Question .
গগনজিৎ ভুল্লার কোন খেলার সাথে যুক্ত ?
      (a) কবাডি
      (b) ব‍্যাটমিন্টন
      (c) দাবা
      (d) গল্ফ

Question .
2018 সালে মহিলা হকি বিশ্বকাপ এর কোন দল জিতল ?
      (a) নিউজিল্যান্ড
      (b) অস্ট্রেলিয়া
      (c) নেদারল্যান্ড
      (d) ভারত

Question .
2018 সালের Asian nations cup chess কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
      (a) আমেরিকা
      (b) সিঙ্গাপুর
      (c) ইরান
      (d) ভারত

Question .
Association of professionals (ATP) world singles ranking এর প্রথম স্থানে কে রয়েছে ?
      (a) রজার ফেদেরার
      (b) নোভাক জকোভিচ
      (c) রাফায়েল নাদাল
      (d) অ্যান্ডি মারে


Question .
2018 Colif Cup ফুটবল টুর্নামেন্ট কে জিতল ?
      (a) আর্জেন্টিনা
      (b) ভারত
      (c) অস্ট্রেলিয়া
      (d) নেদারল্যান্ড


Question .
কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি কে জাতিসংঘের মানবাধিকার পরিষদের নতুন প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে ?
      (a) চিলি
      (b) ইন্দোনেশিয়া
      (c) ভারত
      (d) চীন


Question .
91 তম অস্কার অ্যাওয়ার্ড এ কোন নতুন ক্যাটাগরি যোগ করা হবে ?
      (a) সর্বশ্রেষ্ঠ হাস্যরস ছবি
      (b) সেরা হাস্যরস অভিনেতা
      (c) সেরা কোরিওগ্রাফার
      (d) জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ সাফল্য লাভ


Question .
বিশ্ব জৈব জ্বালানি দিবস (bio fuel day) কবে পালিত হয় ?
      (a) 10 আগস্ট
      (b) 13 আগস্ট
      (c) 14 আগস্ট
      (d) 9 আগস্ট


Question .
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?
      (a)নির্মল কাফাটিয়া
      (b) দেবরাজ চৌহান
      (c) হরিবংশ নারায়ন
      (d) এদের কেউ নন

Question .
কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কন্যা উত্থান যোজনা চালু করল ?
      (a) বিহার
      (b) তেলেঙ্গানা
      (c) পশ্চিমবঙ্গ
      (d) রাজস্থান

Question .
2018 এশিয়ান গেমস এর opening flag bearer কে ?
      (a) অনিশ ভ‍্যানওয়ালা
      (b) নীরজ চোপড়া
      (c) মেরি কম
      (d) পি ভি সিন্ধু

Question .
Telecom regulatory authority of India (TRAI) এর চেয়ারম্যান কে ?
      (a) কপিল আচার্য
      (b) রাম সেবক শর্মা
      (c) রাজেন্দ্র মেনন
      (d) এদের কেউ নন

Question .
PEPSICO এর নতুন সিইও কে?
      (a) ইন্দ্র নুয়ী
      (b) রামন লাগুয়ার্তা
      (c) লুইস কিরকবি
      (d) এদের কেউ নন

Question .
National commission for women এর চেয়ারপারসনকে ?
      (a) নীল ত্রিপাঠী
      (b) রাজেন্দ্র মেনন
      (c) এদের কেউ নন
      (d) রেখা শর্মা

Question .
দিল্লি হাইকোর্টের বিচারপতি কে নিযুক্ত হলেন ?
      (a) রাজেন্দ্র মেনন
      (b) অনিক ভট্টাচার্য
      (c) মুকেশ আর শাহ
      (d) এদের কেউ নন

Question .
কলম্বিয়ার (60 তম ) কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ?
      (a) ম‍্যানুয়েল আজানে
      (b) ম‍্যারিয়ানো রেজয়
      (c) ইভান ডক মারকুয়েজ
      (d) এদের কেউ নন

Question .
সাংহাই কর্পোরেশন organization 2018 কোথায় অনুষ্ঠিত হবে ?
      (a) রাশিয়া
      (b) ফ্রান্স
      (c) চীন
      (d) বেলারুশ

Question .
World elephant day কবে পালন করা হয় ?
      (a) 13 আগস্ট
      (b) 12 আগস্ট
      (c) 11 আগস্ট
      (d) 10 আগস্ট

Question .
কোন দেশ কলকাতায় visa application center খুলবে ?
      (a) বাংলাদেশ
      (b) ইজরায়েল
      (c) ইরান
      (d) সৌদি আরব

Question .
আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় ?
      (a) 12 আগস্ট
      (b) 11 আগস্ট
      (c) 10 আগস্ট
      (d) 9 আগস্ট

Question .
Air quality index এ ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি ?
      (a) গুয়াহাটি
      (b) দিল্লী
      (c) ওপরের কোনোটিই নয়
      (d) গুরুগ্রাম

Question .
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কে ?
      (a) অজয় সিং
      (b) বিজয় দুবে
      (c) কমল ত্রিপাঠি
      (d) বিজয় কমলেশ তাহিলরমানি

Question .
সম্প্রতি প্রয়াত সোমনাথ চ্যাটার্জি নিমের কোন ক্ষেত্রে সাথে জড়িত ?
      (a) কোন একটি রাজ্যের রাজ্যপাল
      (b) কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী
      (c) লোকসভার স্পিকার
      (d) কোন একটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ

Question .
কোন ভারতীয় লেখক 2018 সালে হিন্দু playwright অ্যাওয়ার্ড পেল ?
      (a) অ‍্যানি জাইদি
      (b) কমল চট্টোপাধ্যায়
      (c) রমন সিং
      (d) মমতা কালিয়া

Question .
প্রয়াত ও বলরামজি দাস টেন্ডন মিমের কোন ক্ষেত্রে সাথে জড়িত ?
      (a) খেলোয়াড়
      (b) সাংবাদিক
      (c) রাজনীতিবিদ
      (d) বিজ্ঞানী

Question .
সম্প্রতি কোন রেল স্টেশন এ ওয়ান ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ?
      (a) জয়পুর
      (b) তিরুপতি
      (c) যোধপুর
      (d) গুয়াহাটি

Question .
প্রয়াত ও বলরামজি দাস টেন্ডন মিমের কোন ক্ষেত্রে সাথে জড়িত ?
      (a) খেলোয়াড়
      (b) রাজনীতিবিদ
      (c) সাংবাদিক
      (d) বিজ্ঞানী

Question .
সম্প্রতি কোন রেল স্টেশন এ ওয়ান ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ?
      (a) জয়পুর
      (b) তিরুপতি
      (c) গুয়াহাটি
      (d) যোধপুর



কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-

সম্প্রতি বৃহস্পতির
12 টি
নতুন উপগ্রহ আবিষ্কার হলো 
এই নিয়ে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা দাঁড়ালো মোট 79 টি
বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ
বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম গ‍্যানিমিড
আবর্তন কাল – 9 ঘন্টা 55 মিনিট (সবথেকে কম)
পরিক্রমণ কালপ্রায় 12 বছর
•  সমগ্র সৌরমণ্ডলের মধ্যে এই গ্রহের মধ্যাকর্ষণ বল সবথেকে বেশি

বিহার
খুব তাড়াতাড়ি পৃথিবীর মধ্যে সব থেকে সস্তা শুদ্ধ পানিয় জল সরবরাহের সূচনা করবে
• 50 পয়সা প্রতি লিটার দরে পাওয়া যাবে এই জল
এই সুলভ জল প্রজেক্টটির ধারণা আনা হয়েছে সুলভ শৌচাগার এর ধারণা থেকে এই প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন জলাশয়ের জল যেমন পুকুর নদী খাল বিল ইত্যাদির জলকে বিশুদ্ধ পানীয় জলের রূপান্তরিত করে তা সরবরাহ করা হবে
রাজধানীপাটনামুখ্যমন্ত্রীনিতীশ কুমারগভর্নরসত্যপাল মালিক

NRI of the year
হলেন
প্রেম ওয়াস্তা
ইনি fairfax financial holdings এর প্রতিষ্ঠাতা
এই অ্যাওয়ার্ডটি global indian দের দেওয়া হয় তাদের world-wide achievement এর জন্য

ঈশ্বর শর্মা
british indian of the year হলেন
8 বছর বয়সী এই ছেলেটি world student games 2018 তে (কানাডা) গ্রেট ব্রিটেনের হয়ে স্বর্ণ পদক জিতেছে

2018 BIMSTEC সম্মেলন
হবে
নেপালে 
BIMSTEC -  Bay of Bengal initiative for multi-sectoral technical and economic cooperation
• নেপালে এই প্রথমবারের জন্য এই সম্মেলন হচ্ছে
সদর দপ্তর – ঢাকা
সদস্য সংখ্যা - 7

রাজ্যসভা হল সংসদের উচ্চ কক্প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভার সদস্য তথা বিধায়করা রাজ্যসভার 238 জন সদস্ কে নির্বাচিত করেন এবং সাহিত্য বিজ্ঞান চারুকলা সমাজসেবা প্রভৃতির ক্ষেত্রে যাদের বিশেষ অবদান রয়েছে তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারেন সব মিলিয়ে 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয় রাজ্যসভায় নির্বাচিত হবার যোগ্যতা হলো ন্যূনতম 30 বছররাজ্যসভা হল সংসদের স্থায়ী কক্6 বছরের জন্য রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হনএই কক্ষের এক তৃতীয়াংশ সদস্য প্রত্যেক দু’বছর অন্তর অবসর গ্রহণ করেন এবং সেই শূন্য আসনের জন্য নির্বাচন হয়ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে একজন ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন


   <<<Previous   1  2   3   4    Next >>>


You may also go through -

সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 
Current Affairs : September – 2018




Current Affairs : August – 2018





Current Affairs : July – 2018




current affairs - July-2018 MCQ in Bengali part-1 ⇨ Click here

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স