শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

geography mcq questions and answers in Bengali Part-2

geography mcq questions and answers in Bengali Part-2

geography mcq questions and answers in Bengali Part-2
geography mcq questions and answers in Bengali Part-2

Indian Geography

Geography of India, Geography Of west Bengal and Geography of the World - all are very essential topics for any competitive Exams for Government Job in Indian Central Government as well as different State Government's Job in India like UPSC, WBCS, WB-Police exams, WBPSC clerical exams, Railway NTPC, Railway Group-d Exams etc.After reading the syllabus of Geography you must read thoroughly any of the recommended books as your Guide or Your teacher recommends you.But after that you must be realized that you need to practice them in mcq format questions and answers.So here Our Knowledge Account team is introducing a set of mcq questions and answers in Bengali language.

About geography mcq questions and answers in Bengali Part-2

As the previous post 30 most important suggestive and selective mcq question and answers on Geography is given i this post.Questions from different revolution like green revolution, white revolution and so on, Indian Coastal lines,Important dams in India,Earth Atmosphere,Census - 2011, River System of India are included in this post.



Geography MCQ in bengali 

Part-2


Question 31.
ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ ?
      (a) কেরালা
      (b) অরুণাচল প্রদেশ
      (c) বিহার
      (d) উত্তরাখণ্ড

Question 32.
ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান কোথায় ?
      (a) প্রথম
      (b) দ্বিতীয়
      (c) তৃতীয়
      (d) চতুর্থ

Question 33.
ভারতের কোথায় প্রথম সিমেন্ট শিল্প গড়ে ওঠে ?
      (a) ভিলাই
      (b) চেন্নাই
      (c) মুম্বাই
      (d) রাউরকেল্লা

Question 34.
স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতা কত ছিল ?
      (a) 12 %
      (b) 14 %
      (c) 16 %
      (d) 10 %

Question 35.
ভারতে বৈগা উপজাতি কোথায় দেখা যায় ?
      (a) অসম
      (b) উড়িষ্যা
      (c) মধ্যপ্রদেশ
      (d) জম্মু কাশ্মীর

Question 36.
ভারতের লেপচা উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
      (a) সিকিম
      (b) নাগাল্যান্ড
      (c) বিহার
      (d) জম্মু কাশ্মীর


Question 37.
ভারতে ওঁরাও উপজাতির লোক কোন রাজ্যে বসবাস করে ?
      (a) কেরালা
      (b) বিহার00
      (c) মেঘালয়0
      (d) মধ্যপ্রদেশ


Question 38.
নিচের কোন জায়গায় ভারতের একটি স্বদেশী পারমাণবিক চুল্লি রয়েছে ?
      (a) কোব্বাডা
      (b) কুডাক্কুলাম
      (c) হরিপুর
      (d) কাকরাপারা


Question 39.
ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে ?
      (a) কলকাতা
      (b) নাগপুর
      (c) ভুবনেশ্বর
      (d) বেনুকুট


Question 40.
অ‍্যাজুরাইট কোন ধাতুর আকরিক ?
      (a) আকরিক লোহা
      (b) ম্যাঙ্গানিজ
      (c) তামা
      (d) ম্যাগনেসিয়াম


Question 41.
পাইরো সিলেট কোন ধাতুর আকরিক
      (a) আকরিক লোহা
      (b) ম্যাঙ্গানিজ
      (c) তামা
      (d) ম্যাগনেসিয়াম

Question 42.
লিমোনাইট কোন ধাতুর আকরিক ?
      (a) আকরিক লোহা
      (b) ম্যাঙ্গানিজ
      (c) তামা
      (d) ম্যাগনেসিয়াম

Question 43.
বিটুমিনাস কয়লা কার্বনের পরিমাণ কত ?
      (a) 30 শতাংশের কম
      (b) 50 থেকে 85 শতাংশ
      (c) 85 থেকে 90 শতাংশ
      (d) 30 থেকে 50 শতাংশ

Question 44.
অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
      (a) রাজস্থান
      (b) ঝাড়খন্ড
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) কর্ণাটক

Question 45.
সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
      (a) রাজস্থান
      (b) ঝাড়খন্ড
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) কর্ণাটক

Question 46.
বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অধিকার স্থান অধিকার করে ?
      (a) রাজস্থান
      (b) ঝাড়খন্ড
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) কর্ণাটক

Question 47.
ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হিরে উৎপাদিত হয় ?
      (a) রাজস্থান
      (b) মধ্যপ্রদেশ
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) কর্ণাটক

Question 48.
যেসব মানুষ যে কোনো রকমের পরিষেবা প্রদান করে থাকে তাদেরকে কি বলা হয় ?
      (a) ব্লু কলার ওয়ার্কার
      (b) রেড কলার ওয়ার্কার
      (c) পিংক কালার ওয়ার্কার
      (d) হোয়াইট কলার ওয়ার্কার

Question 49.
ভারতের কোন রাজ্যে বীরা নামক স্থানান্তর কৃষি দেখা যায় ?
      (a) অন্ধপ্রদেশ
      (b) পাঞ্জাব
      (c) উত্তর প্রদেশ
      (d) মধ্যপ্রদেশ

Question 50.
পোডু চাষ কোন রাজ্যে দেখা যায় ?
      (a)অন্ধপ্রদেশ
      (b) পাঞ্জাব
      (c) উত্তর প্রদেশ
      (d) মধ্যপ্রদেশ

Question 51.
0ভারতের কোথায় বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র রয়েছে ?
      (a) পুনে
      (b) দিল্লি
      (c) কোট্টায়াম
      (d) নেলোর

Question 52.
ভারতের কোথায় চিংড়ির গবেষণা গার রয়েছে ?
      (a) পুনে
      (b) দিল্লি
      (c) কোট্টায়াম
      (d) নেলোর

Question 53.
ভারতের কোথায় রাবার গবেষণা কেন্দ্র রয়েছে ?
      (a) পুনে
      (b) দিল্লি
      (c) কোট্টায়াম
      (d) নেলোর

Question 54.
গোবিন্দ সাগর কোন রাজ্যে অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) অন্ধ্রপ্রদেশ
      (c) পাঞ্জাব
      (d) উত্তর প্রদেশ

Question 55.
গোবিন্দ বল্লভ পন্থ সাগর কোথায় অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) অন্ধ্রপ্রদেশ
      (c) পাঞ্জাব
      (d) উত্তর প্রদেশ

Question 56.
গান্ধী সাগর কোথায় অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) অন্ধ্রপ্রদেশ
      (c) পাঞ্জাব
      (d) উত্তর প্রদেশ

Question 57.
নাগার্জুন সাগর কোথায় অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) অন্ধ্রপ্রদেশ
      (c) পাঞ্জাব
      (d) উত্তর প্রদেশ

Question 58.
ভারতের কোথায় দুধের গবেষণাগার রয়েছে ?
      (a) দিল্লি
      (b) গুজরাট
      (c) পশ্চিমবঙ্গ
      (d) মধ্যপ্রদেশ0

Question 59.
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকোন রাজ্যে অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) মহারাষ্ট্র
      (c) তামিলনাড়ু
      (d) কর্ণাটক

Question 60.
কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
      (a) রাজস্থান
      (b) মহারাষ্ট্র
      (c) তামিলনাড়ু
      (d) কর্ণাটক



পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


কোন মৌলিক অধিকার টি যারা ভারতীয় নাগরিক নন তারাও ভোগ করতে পারেন?
Right to Live & Personal Liberty

DBMS এর পুরো নাম কি?
Database Management System

যে পদ্ধতিতে ধাতুতে  মরিচা নিবারণের জন্য জিংক অক্সাইড এর প্রলেপ দেওয়া হয় তাই বলা হয়?

গ্যালভানাইজেশন পদ্ধতি

শনি গ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায় ?
হাইড্রোজেন এবং হিলিয়াম

ASCII এর পুরো নাম কি ?
American Standard  Code for Information Interchange

সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
1972

ব্রাউজিং স্কিনকে এক্সপান্ড  করার জন্য কোন শর্টকাট কী ব্যবহৃত হয়?
F11

1989 সালে শচীনের প্রথম টেস্ট ম্যাচে কোন দল প্রতিপক্ষ ছিল?
পাকিস্তান

প্রথম অলিম্পিক  খেলা কোন দেশে হয়েছিল?
গ্রিসের এথেন্সে

বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?
78%


  <<<Previous   1  2   3   4   5   6    Next >>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019


Current Affairs : January – 2019


Current Affairs : December – 2018


Current Affairs : November – 2018



আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স