শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

geography mcq questions and answers in Bengali Part-1

geography mcq questions and answers in Bengali Part-1

Indian Geography

Geography of India, Geography Of west Bengal and Geography of the World - all are very essential topics for any competitive Exams for Government Job in Indian Central Government as well as different State Government's Job in India like UPSC, WBCS, WB-Police exams, WBPSC clerical exams, Railway NTPC, Railway Group-d Exams etc.After reading the syllabus of Geography you must read thoroughly any of the recommended books as your Guide or Your teacher recommends you.But after that you must be realized that you need to practice them in mcq format questions and answers.So here Our Knowledge Account team is introducing a set of mcq questions and answers in Bengali language.


geography mcq questions and answers in Bengali Part-1
geography mcq questions and answers in Bengali Part-1


About geography mcq questions and answers in Bengali Part-1

In this post 30 most important suggestive and selective mcq question and answers on Geography is given.Questions from different revolution like green revolution, white revolution and so on, Indian Coastal lines,Important dams in India,Earth Atmosphere,Census - 2011, River System of India are included in this post.

geography mcq 

questions and answers in Bengali 

Part-1


Question 1.
কাবেরী নদীর জল নিয়ে বিতর্ক কোন কোন রাজ্যের মধ্যে ?
      (a) অন্ধপ্রদেশ ও কেরালা
      (b) কেরালা ও কর্ণাটক
      (c) তামিলনাড়ু ও কর্ণাটক
      (d) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু

Question 2.
কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ শুরু হয়েছিল ?
      (a) পশ্চিমবঙ্গ
      (b) গুজরাট
      (c) অন্ধ্রপ্রদেশ
      (d) রাজস্থান

Question 3.
সবুজ বিপ্লবের ফলে কি হয় ?
      (a) গমের উৎপাদন বাড়ে
      (b) আঞ্চলিক অসাম্য বাড়ে
      (c) ব্যক্তিভিত্তিক অসাম‍্য বাড়ে
      (d) উপরের সমস্ত টাই

Question 4.
পশ্চিমবঙ্গের বঙ্গের উত্তর অঞ্চল কি নামে পরিচিত ?
      (a) তরাই
      (b) ভাবর
      (c) বারিন্দ
      (d) রূঢ়

Question 5.
পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড‍্যাম কোনটি ?
      (a) হিরাকুঁদ
      (b) মেটুর
      (c) ভাকরা
      (d) মাইথন

Question 6.
ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
      (a) 6600 কিমি
      (b) 4500 কিমি
      (c) 3600 কিমি
      (d) 6000 কিমি


Question 7.
নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
      (a) মহাদেব পাহাড়
      (b) মহাকাল পাহাড়
      (c) নীলগিরি পাহাড়
      (d) পাগলী পাহাড়


Question 8.
আরাবল্লী কোথায় অবস্থিত ?
      (a) আগ্রা ও দিল্লির মধ্যে
      (b) উদয়পুর ও জয়পুর এর মধ্যে
      (c) রাজস্থান ও আগ্রার মধ্যে
      (d) রাজস্থান ও পাঞ্জাব এর মধ্যে


Question 9.
বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি ?
      (a) ট্রপোস্ফিয়ার
      (b) স্ট্রাটোস্ফিয়ার
      (c) আয়োনোস্ফিয়ার
      (d) ওপরের কোনোটিই নয়


Question 10.
পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত ?
      (a) 8848 মি
      (b) 8548 মি
      (c) 8150 মি
      (d) 1984 মি


Question 11.
কাটি গঙ্গা কোন নদীকে বলা হয় ?
      (a) কোপাই নদী
      (b) নর্মদা নদী
      (c) সরস্বতী নদী
      (d) তুঙ্গভদ্রা নদী

Question 12.
Babel of Tribes Nations কাকে বলে ?
      (a) দার্জিলিং
      (b) জলপাইগুড়ি
      (c) মালদা
      (d) মুর্শিদাবাদ

Question 13.
কলকাতার কোথায় সৌরশক্তি চালিত পার্ক আছে ?
      (a) সল্টলেক সেক্টর 3
      (b) সল্টলেক সেক্টর 4
      (c) সল্টলেক সেক্টর 5
      (d) ওপরের কোনোটিই নয়

Question 14.
হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল ?
      (a) 1947 সালে
      (b)1943 সালে
      (c) 1942 সালে
      (d) 1939 সালে

Question 15.
পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
      (a) বীরভূম
      (b) নদীয়া
      (c) কোচবিহার
      (d) কলকাতা

Question 16.
আদি গঙ্গা কোন জেলায় অবস্থিত ?
      (a) হাওড়া
      (b) কলকাতা
      (c) উত্তর 24 পরগনা
      (d) দক্ষিণ 24 পরগনা

Question 17.
পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয় ?
      (a) হাওড়া
      (b) কলকাতা
      (c) উত্তর 24 পরগনা
      (d) দক্ষিণ 24 পরগনা

Question 18.
পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত ?
      (a) 947
      (b) 943
      (c) 973
      (d) 974

Question 19.
বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ?
      (a) কেরালা
      (b) কর্ণাটক
      (c) তামিলনাড়ু
      (d) অন্ধ্রপ্রদেশ

Question 20.
পশ্চিমবঙ্গের কোন জেলা আখ উৎপাদনে প্রথম ?
      (a) মুর্শিদাবাদ
      (b) নদীয়া
      (c) বর্ধমান
      (d) হুগলি

Question 21.
পশ্চিমবঙ্গের কোন জেলায় গম উৎপাদনে প্রথম ?
      (a) হুগলি
      (b) নদীয়া
      (c) মুর্শিদাবাদ
      (d) বীরভূম

Question 22.
পশ্চিমবঙ্গের কোন জেলায় ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে ?
      (a) দার্জিলিং
      (b) পশ্চিম মেদিনীপুর
      (c) বর্ধমান
      (d) মুর্শিদাবাদ

Question 23.
কোন দেশকে সাতটি সমুদ্রের দেশ বলা হয় ?
      (a) ভারত
      (b) আরব
      (c) শ্রীলংকা
      (d) ফিনল্যান্ড

Question 24.
হাজার হ্রদের দেশ কাকে বলে ?
      (a) ভারত
      (b) আরব
      (c) শ্রীলংকা
      (d) ফিনল্যান্ড

Question 25.
বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?
      (a) তিস্তা
      (b) দামোদর
      (c) ময়ূরাক্ষী
      (d) হুগলি

Question 26.
পৃথিবীর মেরু ব্যাস কত ?
      (a) 12757 কিলোমিটার
      (b) 12714 কিলোমিটার
      (c) 12321 কিলোমিটার
      (d) 12741 কিলোমিটার

Question 27.
রিহাদ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
      (a) মধ্যপ্রদেশ
      (b) উত্তর প্রদেশ
      (c) কেরালা
      (d) পাঞ্জাব

Question 28.
সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের লোক সংখ্যা কত শতাংশ (2011 সালের জনগণনা অনুযায়ী)
      (a) 19. 5%
      (b) 18. 5%
      (c) 17. 5%
      (d) 16. 5%

Question 29.
ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে কম 2011 সালের জনগণনা অনুযায়ী ?
      (a) নাগাল্যান্ড
      (b) অরুণাচল প্রদেশ
      (c) সিকিম
      (d) অসম

Question 30.
ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন ?
      (a) কেরালা
      (b) অরুণাচল প্রদেশ
      (c) বিহার
      (d) উত্তরাখণ্ড




পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


chenab এবং jhelam কোন নদীর শাখা নদী?
সিন্ধু


ভারতে কে হোমরুল আন্দোলন শুরু করেন?
অ্যানি বেসান্ত

অল ইন্ডিয়া সার্ভিস এর জনক হিসেবে কে পরিচিত?
সর্দার বল্লভ ভাই প্যাটেল

দিল্লি পুলিশ সম্প্রতি মহিলাদের জন্য যে মোবাইল অ্যাপটিচালু করেছেন তার নাম কি?
হিম্মত

UNFCCC — এর ফুল ফর্ম কি?
United Nations Framework Convention on Climate Change

কনফুসিয়াস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল?

জিম্বাবুয়ের রবার্ট মুগাবে

আমাদের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে?
11

2015 তে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ?
Svetlana Alexievich

দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালের কোন মাসে হয়েছিল ?
সেপ্টেম্বর

    1  2   3   4   5   6    Next >>>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019


Current Affairs : January – 2019


Current Affairs : December – 2018


Current Affairs : November – 2018


আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স