সোমবার, ১ এপ্রিল, ২০১৯

current affairs - March-2019 MCQ in Bengali part-4

current affairs - March-2019 MCQ in Bengali part-4

মার্চ মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স - ২০১৯ বা বর্তমান ঘটনার মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর এর  চতুর্থ পর্ব সম্পূর্ণ বাংলাতে আমরা দেখে নেবো এই পোস্টে। তোমরা যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের ২০১৯ সালের (WEST BENGAL POLICE EXAM - 2019)  লিখিত পরীক্ষা দেবে অথবা রেলওয়ে নন টেকনিকাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ Railway NTPC Exam 2019 ও রেলওয়ে গ্রূপ ডি (RRC Group-D) 2019 এর পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। 
current affairs - March-2019 MCQ in Bengali part-4
current affairs - March-2019 MCQ in Bengali part-4
current affairs - March-2019 MCQ in Bengali part-4 is provided in this post. All competitive exam candidate are advised to read and practice all this current Gk questions of March-2019.Railway NTPC - 2019, RRC Group - D, West Bengal Police Exam - 2019 and many more competitive Exams for West Bengal Government jobs and Indian Central Government Jobs are going to held soon. All are golden opportunities to you. So without wasting a bit of second, just read and  practice yourself. I think Like previous parts of current affairs - March-2019 MCQ in Bengali this parts also give you a clear idea what type of current Gk questions 2019 could be asked in all competitive exams.



current affairs - March-2019 

MCQ in Bengali 
part-4


Question 87 .
আন্তর্জাতিক জল দিবস কবে পালন করা হয়?
      (a) 20 মার্চ
      (b) 21 মার্চ
      (c) 22 মার্চ
      (d) 23 মার্চ

Question 88 .
2018 ব্যাস সম্মান কে পেলেন ?
      (a) কমলেশ নীলকান্ত
      (b) বিনোদ কুমার
      (c) পবন চতুর্বেদী
      (d) লিলাধার জাগুরী

Question 89 .
সম্প্রতি কাজাকিস্তান তার রাজধানী আস্তানার নাম বদল করে কি রাখল ?
      (a) নুরসুলতান
      (b) সুলতান ই নুর
      (c) বিজিভাকো
      (d) দামিতোভ

Question 90 .
Special Olympic games 2019 এ ভারত কতগুলি সোনার পদক পেয়েছে ?
      (a) 80 টি
      (b) 82 টি
      (c) 85 টি
      (d) 86 টি

Question 91 .
Uncle Olympics কাকে বলা হয় ?
      (a) Naotoshi Yamada
      (b) Xi pien chang
      (c) Robert Bokavo
      (d) Nemiee Osjani

Question 92 .
2018 Templeton Prize 2019 কে জিতলেন ?
      (a) Avinab Giri
      (b) Marcelo Gleiser
      (c) Andro Markuetz
      (d) Ravi Sharma


Question 93 .
The Bihar Day কবে পালন করা হয় ?
      (a) 21 মার্চ
      (b) 22 মার্চ
      (c) 23 মার্চ
      (d) 24 মার্চ


Question 94 .
World Poetry Day কবে পালন করা হয় ?
      (a) 18 মার্চ
      (b) 19 মার্চ
      (c) 20 মার্চ
      (d) 21 মার্চ


Question 95 .
International Day of forest কবে পালন করা হয় ?
      (a) 21 মার্চ
      (b) 22 মার্চ
      (c) 23 মার্চ
      (d) 24 মার্চ


Question 96 .
World down syndrome day কবে পালন করা হয় ?
      (a) 20 মার্চ
      (b) 21 মার্চ
      (c) 22 মার্চ
      (d) 23 মার্চ


Question 97 .
MITRA SHAKTI – VI সামরিক মহড়া টি কোন কোন দেশের মধ্যে সংঘটিত হচ্ছে ?
      (a) ভারত ও নেপাল
      (b) চীন ও পাকিস্তান
      (c) ভারত ও বাংলাদেশ
      (d) ভারত ও শ্রীলঙ্কা

Question 98 .
World Tuberculosis (TB) day কবে পালন করা হয় ?
      (a) 21 মার্চ
      (b) 22 মার্চ
      (c) 23 মার্চ
      (d) 24 মার্চ

Question 99 .
SAFF ( South Asian football federation) women’s championship কোন দেশ জিতল ?
      (a) ভারত
      (b) শ্রীলংকা
      (c) নেপাল
      (d) বাংলাদেশ

Question 100 .
Martyr’s Day কবে পালন করা হয় ?
      (a) 21 মার্চ
      (b) 22 মার্চ
      (c) 23 মার্চ
      (d) 24 মার্চ

Question 101 .
সুদিন ধাভালিকার , বিজয়ের সরদেশাই কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন ?
      (a) অরুণাচল প্রদেশ
      (b) গোয়া
      (c) মহারাষ্ট্র
      (d) অন্ধ্রপ্রদেশ

Question 102 .
কে সম্প্রতি স্যার রিচার্ড হ্যাডলি মেডেল ফর মেনস্ প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন ?
      (a) রিশভ পান্ত
      (b) বিরাট কোহলি
      (c) কেন উইলিয়ামসন
      (d) ডেভিড ওয়ার্নার

Question 103 .
সম্প্রতি PhonePe এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?
      (a) শাহরুখ খান
      (b) আমির খান
      (c) সালমান খান
      (d) অক্ষয় কুমার

Question 104 .
Every vote Counts – The story of India’s Elections’ – বইটির লেখক কে ?
      (a) প্রণব মুখার্জি
      (b) নবীন চাওলা
      (c) ভেঙ্কাইয়া নাইডু
      (d) মহাম্মদ হামিদ অন্সারি

Question 105 .
European T20 League এর official name কি ?
      (a) Euro T20
      (b) Euro T20 League
      (c) Euro T20 Slam
      (d) Euro T20 19

Question 106 .
World meteorological day কবে পালন করা হয় ?
      (a) 21 মার্চ
      (b) 22 মার্চ
      (c) 23 মার্চ
      (d) 24 মার্চ

Question 107 .
Global energy transition index এ ভারতের Rank কত ?
      (a) 88
      (b) 72
      (c) 76
      (d) 56

Question 108 .
‘The great disappointment – How Narendra Modi square and add a unique opportunity to transform the Indian economy’ বইটির লেখক কে ?
      (a) সালমান রুশদি
      (b) কিরণ দেশাই
      (c) সালমান আনিস সোজ
      (d) অনিতা দেসাই

Question 109 .
পৃথিবীর গভীরতম গুহার খোঁজ কোন রাজ্যে পাওয়া গেছে ?
      (a) অরুণাচল প্রদেশ
      (b) মেঘালয়
      (c) হিমাচল প্রদেশ
      (d) বিহার

Question 110 .
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কে প্রথম পাঁচ হাজার রানের গণ্ডি পেরোলো ?
      (a) রোহিত শর্মা
      (b) সুরেশ রায়না
      (c) ক্রিস গেইল
      (d) বিরাট কোহলি

Question 111.
Global Teacher prize for 2019 কে পেল ?
      (a) Peter Tabichi
      (b) Martine hansan
      (c) Robert Sadssy
      (d) Jerimi Ford

Question 112 .
64th Filmfare Awards 2019 কোথায় হল ?
      (a) মুম্বাই
      (b) কলকাতা
      (c) নিউ দিল্লি
      (d) পুনে 0

Question 113 .
পৃথিবীর বৃহত্তম ইউএস রিসাইক্লিং প্লান্ট কোথায় খোলা হল ?
      (a) প্যারিস
      (b) নিউইয়র্ক
      (c) দুবাই
      (d) লন্ডন

Question 114 .
AUSINDEX সামরিক মহড়া টি কোন কোন দেশের মধ্যে হয় ?
      (a) ভারত ও রাশিয়া
      (b) ভারত ও অস্ট্রেলিয়া
      (c) ভারত ও বাংলাদেশ
      (d) ভারত ও শ্রীলঙ্কা

Question 115 .
World Theatre day কবে পালন করা হয় ?
      (a) 24 মার্চ
      (b) 25 মার্চ
      (c) 26 মার্চ
      (d) 27 মার্চ

Question 116 .
কে সম্প্রতি ভারতের বাস্কেটবল টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন ?
      (a) Ramesh Singh
      (b) Veselin Matic
      (c) Dark manual
      (d) Ravi balan

Question 117 .
ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রথম জাহাজ কোনটি ?
      (a) নতুন গঙ্গা
      (b) আর ভি বেঙ্গল গঙ্গা
      (c) ইন্দো বাংলা
      (d) ওপরের কোনোটিই নয়

Question 118 .
AUSINDEX সামরিক মহড়া টি কোন কোন দেশের মধ্যে হয় ?
      (a) ভারত ও রাশিয়া
      (b) ভারত ও অস্ট্রেলিয়া
      (c) ভারত ও বাংলাদেশ
      (d) ভারত ও শ্রীলঙ্কা

Question 119 .
কে সম্প্রতি Comoros এর রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন ?
      (a) Ahmed Abdullah
      (b) Azali Ahamada
      (c) Ikako jerruano
      (d) None of this

Question 120 .
সম্প্রতি PolicyX.comএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?
      (a) সুরেশ রায়না
      (b) বীরেন্দ্র শেওয়াগ
      (c) বিরাট কোহলি    
      (d) মহেন্দ্র সিং ধোনি




কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-



সম্প্রতি
ভারত
QRSAM নামক surface to air missile উৎক্ষেপণ পরীক্ষা
সফলভাবে সম্পন্ন করল
DRDO সম্প্রতি ওড়িশার উপকূল থেকে এই মিসাইল টি উৎক্ষেপণ করেছে
 DRDO –
defence research and development organisation
H.Q.- New Delhi
Chairman – Dr. G. Sateesh Reddy


য়োহেই শাশাক্বা
2018 তে
gandhi peace prize পেলো 
এই পুরস্কারের মূল্য এক কোটি টাকা য়োহেই শাশাক্বা জাপানের বাসিন্দা

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার
20
মূল্যের 12 টি বাহু বিশিষ্ট বহুভুজাকার কয়েন তৈরি করার কথা ঘোষণা করল
কয়েনটি তৈরি হবে তামা দস্তা এবং নিকেল দিয়ে যার বেধ হবে 27 মিলিমিটার এবং ওজন 8.54 গ্রাম
কয়েন টির একদিকে থাকবে অশোক স্তম্ভ এবং চিহ্নটির দু’পাশে লেখা থাকবে সত্যমেব জয়তে  হিন্দিতে লেখা থাকবে ভারতইংরেজিতে লেখা থাকবে India

ইন্দোর
2019 এ
swachh survekshan 2019 এর আওতায় সব থেকে পরিষ্কার শহরের মর্যাদা পেল
দ্বিতীয় স্থানে রয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কর্নাটকের মাইসোর

Google
কোম্পানি
‘Bolo’ app
চালু করল
ভারতের সমস্ত প্রাথমিক পর্যায়ের ছাত্রদের হিন্দি এবং ইংরেজি পড়া এবং শেখাতে সাহায্য করবে এই অ্যাপ

পশ্চিমবঙ্গ
সরকার যুবশ্রী অর্পণ যোজনা চালু করল
রাজ্যের যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে এই যোজনা টি যাতে রাজ্যের প্রায় 50 হাজার যুবক যুবতীরা 100000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য

অজিত কুমার মহান্তি
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর হিসেবে সম্প্রতি
নিযুক্ত হলেন
ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র হচ্ছে ভারতের একটি প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র যার সদরদপ্তর মুম্বাইয়ের ট্রমবে তে অবস্থিত।প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালের 3 রা জানুয়ারি এবং প্রতিষ্ঠা করেছিলেন ডঃ হোমি জাহাঙ্গীর ভাবা

“AI Nagah 2019” 
ভারতওমান
দেশের যৌথ সামরিক মহড়া
12 মার্চ থেকে 25 শে মার্চ পর্যন্ত চলবে এই যৌথ সামরিক মহড়া টি ওমানের AI Akdar Mountains এ . ভারতওমানের স্থলবাহিনী এতে অংশগ্রহণ করছে

উত্তরাখণ্ড
রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অঞ্চল অমৃত যোজনা চালু করল
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সম্প্রতি এই যোজনা টি চালু করলেন যাতে সরকার রাজ্যের অঙ্গনওয়াড়ি শিশুদের সপ্তাহে দুদিন 100 মিলি লিটার করে দুধ দেবে রাজ্যের প্রায় কুড়ি হাজার কেন্দ্রের আড়াই লাখ শিশুদের

সৌম্য স্বামীনাথন
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মুখ্য গবেষক হিসেবে 
নিযুক্ত হলেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলে জাতিসঙ্ঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সি আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ক সমন্বয় করে ভূমিকা পালন করে থাকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের 7 এপ্রিল এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়

Maharana Pratap : the invincible warrior বইটি
Rima hooja -  লেখা
মহান রাজপুত যোদ্ধা মহারানা প্রতাপ এর জীবন কাহিনী এবং বিভিন্ন কার্যকলাপ বিশেষত হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে এই বইটাতে লেখা রয়েছে

  <<<Previous   1  2   3   4    


You can check also last Six Months Current Affairs here

সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ)  সম্পূর্ণ বাংলাতে 

Current Affairs : March – 2019







Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018





Current Affairs : November – 2018




Current Affairs : October – 2018





Current Affairs : September – 2018





আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স