Indian constitution : MCQ questions and answers
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-3 is provided in this post. From various sections of Indian Constitution or Political Science Most important and selective 30 MCQ question and answers is included in this post.Railway NTPC Exam-2019, RRC Group-D, West Bengal Police Exam 2019, West Bengal Civil Service mains Exams-2019, WBPSC Clerical Exam is knocking on the door. All are golden opportunity for Government Job seekers.
![]() |
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-3 |
Previously Knowledge Account already posted two Set of MCQ questions from Indian Constitution that is from Political Science.Now Indian constitution : MCQ questions and answers in Bengali Part-3 is provided. Go through all the questions and make your preparation better for upcoming competitive exams you are appearing for. Best of Luck.
Indian constitution
MCQ questions and answers in Bengali
Part-3Question 61.
রাজ্যে রাষ্ট্রপতি শাসন এর সর্বোচ্চ মেয়াদ কত বছর ?
(a) 1 বছর
(b) 2 বছর
(c) 3 বছর
(d) 4 বছর
Question 62.
বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন নিম্নের কে ?
(a)মুখ্যমন্ত্রী
(b) বিধানসভার স্পিকার
(c) রাজ্যপাল
(d) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
Question 63.
কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন (ইউ পি এস সি) কাকে পরামর্শ দিয়ে থাকে ?
(a) রাষ্ট্রপতি কে
(b) প্রধানমন্ত্রী কে
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) কোনোটিই নয়
Question 64.
দেশে আর্থিক জরুরি (360 দ্বারা) ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে পারে ?
(a) এক মাস
(b) দুই মাস
(c) তিন মাস
(d) চার মাস
Question 65.
রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
(a) স্পিকার
(b) মুখ্যমন্ত্রী
(c) রাজ্যপাল
(d) পঞ্চায়েত মন্ত্রী
Question 66.
আধুনিক গণতন্ত্র হলো-
(a) প্রত্যক্ষ গণতন্ত্র
(b) সমাজতান্ত্রিক গণতন্ত্র
(c) সামরিক গণতন্ত্র
(d) পরোক্ষ গণতন্ত্র
Question 67.
কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয় ?
(a) অধ্যক্ষ
(b) কমিশনার
(c) কাউন্সিলর
(d) চেয়ারম্যান
Question 68.
গ্রাম সভা কোন স্তরে গঠন করা হয় ?
(a) গ্রামস্তরে
(b) ব্লক স্তরের
(c) জেলাস্তরে
(d) রাজ্যস্তরে
Question 69.
লোকসভার সাধারন স্থায়িত্বকাল কত ?
(a) চার বছর
(b) পাঁচ বছর
(c) ছয় বছর
(d) অনির্দিষ্টকাল
Question 70.
রাজ্যপাল এর জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার ?
(a) 25 বছর
(b) 30 বছর
(c) 35 বছর
(d) 40 বছর
Question 71.
মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে ?
(a) 40 বছর
(b) 25 বছর
(c) 30 বছর
(d) 35 বছর
Question 72.
কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক ?
(a) বিহার
(b) উত্তরপ্রদেশ
(c) মধ্যপ্রদেশ
(d) মহারাষ্ট্র
Question 73.
ভারতী সংসদে কয় প্রকার কক্ষের অস্তিত্ব রয়েছে ?
(a) দুই প্রকার
(b) তিন প্রকার
(c) চার প্রকার
(d) ছয় প্রকার
Question 74
প্রধানমন্ত্রী হতে হলে সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
(a) 35 বছর
(b) 30 বছর
(c) 25 বছর
(d) 20 বছর
Question 75.
পশ্চিমবঙ্গে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মহিলাদের প্রতিনিধিত্ব কত শতাংশ করা হয়েছে ?
(a) 25 %
(b) 30 %
(c) 40 %
(d) 58 %
Question 76.
ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নূন্যতম কত দিন ভারতে বসবাস করতে হয় ?
(a) পাঁচ বছর
(b) দশ বছর
(c) ছয় বছর
(d) সাত বছর
Question 77.
সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
(a) লোকসভার স্পিকার
(b) রাষ্ট্রপতি
(c) উপরাষ্ট্রপতি
(d) রাজ্যসভার চেয়ারম্যান
Question 78.
ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন ?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
Question 79.
কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের(UPSC) সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর ?
(a) 62 বছর
(b) 65 বছর
(c) 60 বছর
(d) 58 বছর
Question 80.
কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী বিল সংসদে পাস হয় ?
(a) 52 তম
(b) 62 তম
(c) 74 তম
(d) 76 তম
Question 81.
ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা কোনটি ?
(a) 68 ধারা
(b) 168 ধারা
(c) 268 ধারা
(d) 368 ধরা
Question 82.
ভারতে মোট সংবিধান সংশোধন পদ্ধতি কত প্রকার ?
(a) এক প্রকার
(b) দুই প্রকার
(c) তিন প্রকার
(d) চার প্রকার
Question 83.
ভারতীয় সংবিধানের কোন সংশোধনী কে ক্ষুদ্র সংবিধান বলে ?
(a) 42 তম
(b) 45 তম
(c) 40 তম
(d) 41 তম
Question 84.
রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্য বৃন্দ কার দ্বারা নিযুক্ত হন?
(a) রাষ্ট্রপতি
(b) রাজ্যপাল
(c) স্পিকার
(d) মুখ্যমন্ত্রী
Question 85.
লী কমিশন নিচের কোন বিষয়টি সঙ্গে যুক্ত ?
(a) রাষ্ট্র কৃত্যক কমিশন গঠন
(b) শিল্প
(c) কৃষি
(d) বাণিজ্য
Question 86.
লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ?
(a) 2026 খ্রিষ্টাব্দ
(b) 2021 খ্রিষ্টাব্দ
(c) 2019 খ্রিস্টাব্দ
(d) 2024 খ্রিস্টাব্দ
Question 87.
উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে-
(a) লোকসভা
(b) রাজ্যসভা
(c) উভয় কক্ষ
(d) রাষ্ট্রপতি
Question 88.
1963 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইনে পশ্চিমবঙ্গের কতস্তর বিশিষ্ট হয় ?
(a) দুই স্তর
(b) তিন স্তর
(c) চার স্তর
(d) কোনোটিই নয়
Question 89.
গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ?
(a) 30 জন
(b) 18 জন
(c) 15 জন
(d) 12 জন
Question 90.
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর শাস্তি মুকুব করতে পারেন নিম্নের কে ?
(a) রাষ্ট্রপতি
(b) সুপ্রিম কোর্টের বিচারপতি
(c) উপরাষ্ট্রপতি
(d) রাজ্যপাল
পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -
পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর :-
ভারতে
নতুন railway coach তৈরির কারখানা কোথায় আছে ?
কাপুরথালা
দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম
কি ?
র্যান্ড
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে
প্রতিষ্ঠা করেছিলেন ?
মদনমোহন মালব্য
কাকে
ভারতের সাদা
বিপ্লবের জনক
বলা হয়
?
বার্গিস ক্যুরিয়ান
বিজয়
ঘাট কার
সমাধিস্থল ?
লাল বাহাদুর শাস্ত্রী
স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন
তৈরি করেছিলেন কত
খ্রিস্টাব্দে ?
1897
খ্রিস্টাব্দে
হাঁদা
ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তাকে ?
নারায়ণ দেবনাথ
চাণক্য এর
প্রকৃত নাম
কি ছিল
?
বিষ্ণুগুপ্ত
জাতীয় প্রতিরক্ষা কলেজ
(NDA) কোথায় অবস্থিত ?
কাদাকওয়াসালা
তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর
Current Affairs MCQ practice sets in Bengali
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স