বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-4

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-4

Indian constitution MCQ questions and answers 

এই  Indian constitution : MCQ questions and answers in Bengali Part-4 পোস্ট  এ তোমাদের মোট 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে দেওয়া হল। পরবর্তী পোস্ট গূলোতে  তোমরা আরও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে পাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যেও, পরীক্ষাহলে তোমায় অনেক সাহায্য করবে।WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D ইত্যাদির মতো যেকোনো প্রতিযোগিতামুলক পরীক্ষার  জন্য  ভারতের সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা  অত্যন্ত গুরুত্বপূর্ণ
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-4
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-4

ভারতের সংবিধান 

ভারতের সংবিধানের প্রস্তাবনা, ভারতের সংবিধানের বিভিন্ন ধারার বৈশিষ্ট্য যেমন - ভারত ইউনিয়ন ও তার ভু-খণ্ড, ভারতের নাগরিকত্ব, মৌলিক অধিকারসমূহ, মৌলিক কর্তব্যসমূহ,নির্দেশমূলক নীতিসমূহ,ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা, ভারতের কেন্দ্রের শাশনবিভাগ, ভারতের কেন্দ্রের আইনবিভাগ, ভারতের রাজ্যের শাশনবিভাগ, ভারতের রাজ্যের আইনবিভাগ, ভারতবর্ষের বিচারব্যাবস্থা, ভারতবর্ষে ইউনিয়ন এলাকাসমূহের প্রশাসন তপশিলি এলাকা ও উপজাতি এলাকার প্রশাসন, ভারতবর্ষের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতবর্ষের আমলাতন্ত্র ও রাষ্ট্র কৃত্যক কমিশনসমূহ,ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন, ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ, ভারতবর্ষের সরকারি ভাষাসমূহ,ভারতবর্ষে বিভিন্ন জরুরি অবস্থা মূলক সাংবিধানিক ধারা সমূহ, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এবং বিভিন্ন সংবিধান সংশোধনী,, ভারতের রাজনীতি ও ধর্ম, ভারতের বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি এছাড়া ভারতবর্ষের মানবাধিকার আন্দোলন এবং ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থার পর্যালোচনাইত্যাদি প্রতিটি বিষয় থেকে এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলোতে প্রশ্ন আসে 


Indian constitution 

 MCQ questions and answers in Bengali 

Part-4


Question 91.
সংসদ বা বিধানসভার সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কত মাস মন্ত্রী থাকতে পারবেন ?
      (a) 6 মাস
      (b) 3 মাস
      (c) 4 মাস
      (d) 7 মাস

Question 92.
সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন নিম্নের কে ?
      (a) স্পিকার
      (b) প্রধানমন্ত্রী
      (c) রাষ্ট্রপতি
      (d) উপরাষ্ট্রপতি

Question 93.
সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কে বলা হয়েছে ?
      (a) 61 ধারা
      (b) 62 ধারা
      (c) 65 ধারা
      (d) 63 ধারা

Question 94.
আইনের কাছে সমান’ কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
      (a) অনুচ্ছেদ 14
      (b) অনুচ্ছেদ 15
      (c) অনুচ্ছেদ 17
      (d) অনুচ্ছেদ 21

Question 95.
অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে ?
      (a) অনুচ্ছেদ 18
      (b) অনুচ্ছেদ 14
      (c) অনুচ্ছেদ 17
      (d) অনুচ্ছেদ 15

Question 96.
ধর্মপালনে স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় আছে ?
      (a) 20 - 22
      (b) 25 - 28
      (c) 29 - 30
      (d) কোনোটিই নয়


Question 97.
পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কোন সংস্থা পরিচালনা করে ?
      (a) রাজ্য নির্বাচন কমিশন
      (b) ভারতের নির্বাচন কমিশন
      (c) রাজ্যের রাজ্যপাল
      (d) জেলার জেলাশাসক


Question 98.
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হতে হয় ?
      (a) 21 বছর
      (b) 25 বছর
      (c) 30 বছর
      (d) 20 বছর


Question 99.
মুখ্য নির্বাচন আধিকারিককে কে অপসারণ করতে পারেন ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি
      (c) রাজ্যপাল
      (d) লোকসভা


Question 100.
গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
      (a) পাঁচ বছর
      (b) তিন বছর
      (c) চার বছর
      (d) দুই বছর


Question 101.
মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকেন ?
      (a) পার্লামেন্ট
      (b) লোকসভা
      (c) রাষ্ট্রপতি
      (d) রাজ্যসভা

Question 102.
মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন ?
      (a) স্পিকার
      (b) প্রধানমন্ত্রী
      (c) রাষ্ট্রপতি
      (d) সংসদ

Question 103.
ভারতীয় সংসদ কোন দেশের সংসদীয় ব্যবস্থার অনুকরণ ?
      (a) ব্রিটেনের
      (b) আমেরিকা
      (c) ভারত
      (d) জাপান

Question 104.
স্পিকারকে (ও ডেপুটি স্পিকারকে) কে নির্বাচিত করেন ?
      (a) মুখ্যমন্ত্রী
      (b) লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে
      (c) প্রধানমন্ত্রী
      (d) রাষ্ট্রপতি

Question 105.
স্পিকারের অনুপস্থিতিতে কে সভা চালান?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাজ্যপাল
      (c) ডেপুটি স্পিকার
      (d) উপরাষ্ট্রপতি

Question 106.
লোকসভার মুখপাত্র কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) উপরাষ্ট্রপতি
      (d) স্পিকার

Question 107.
লোকসভার অধিবেশন কবে বসবে কখন শুরু হবে কখন শেষ হবে তা কে নির্ধারণ করেন ?
      (a) স্পিকার
      (b) প্রধানমন্ত্রী
      (c) রাষ্ট্রপতি
      (d) রাজ্যপাল

Question 108.
লোকসভার সম্মান স্বাধীনতা নিরপেক্ষতা ও মর্যাদা রাখার দায়িত্ব নিম্নের কাজ ?
      (a) রাষ্ট্রপতি
      (b) মুখ্যমন্ত্রী
      (c) প্রধানমন্ত্রী
      (d) স্পিকার

Question 109.
লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির কি নাম ?
      (a) নির্ণয়ক ভোট
      (b) প্রত্যক্ষ ভোট
      (c) পরোক্ষ ভোট
      (d) কোনোটিই নয়

Question 110.
রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যে সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম ?
      (a) ঝাড়খান্ড
      (b) হিমাচল প্রদেশ
      (c) জম্মু-কাশ্মীর
      (d) ছত্রিশগড়

Question 111.
ভারতীয় অর্থবিল কে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে
      (a) ৬ মাস
      (b) ২ দিন
      (c) ১৪ দিন
      (d) ৭ দিন

Question 112.
স্পিকারের পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব কতদিন আগে লোকসভায় উত্থাপন করতে হয় ?
      (a) 14 দিন আগে
      (b) 12 দিন আগে
      (c) 13 দিন আগে
      (d) 12 দিন আগে

Question 113.
রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয় ?
      (a) পাঁচ বছর
      (b) ছয় বছর
      (c) চার বছর
      (d) তিন বছর 00

Question 114.
লোকসভার সদস্য দেশ সদস্য পদ খারিজ কার উপর নির্ভর করে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) স্পিকার
      (c) উপরাষ্ট্রপতি
      (d) সুপ্রিম কোর্টের বিচারপতি

Question 115.
উপরাষ্ট্রপতি অনুপস্থিতিতে কে রাজ্যসভার সভাপতিত্ব করেন ?
      (a) স্পিকার
      (b) প্রধানমন্ত্রী
      (c) ডেপুটি চেয়ারম্যান
      (d) মুখ্যমন্ত্রী

Question 116.
কোন বিল অনুমোদনের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভার সমান ক্ষমতা ভোগ করে ?
      (a) প্রত্যক্ষ বিল
      (b) অর্থবিল
      (c) সাধারণ বিল
      (d) কোনটাই নয়

Question 117.
ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন ?
      (a) লোকসভার স্পিকার
      (b) মন্ত্রিপরিষদ
      (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
      (d) মহাগণনা পরীক্ষক

Question 118.
ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ?
      (a) আসাম
      (b) বিহার
      (c) সিকিম
      (d) পাঞ্জাব

Question 119.
White Flag শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
      (a) শান্তির প্রতীক
      (b) যুদ্ধবিরতির প্রতীক
      (c) যুদ্ধ জয়ের প্রতীক
      (d) কোনোটিই নয়

Question 120.
ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগন কার দ্বারা নিযুক্ত হয় ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) প্রধান বিচারপতি
      (d) মুখ্যমন্ত্রী


পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


বাংলায় পেশাদারী অভিনয়ের সূত্রপাত হয় কোন নাটক দিয়ে ?

নীলদর্পণ

বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুর এর মধ্যে সম্পর্ক কি ?
পিতাপুত্র

Quicksilver কোনটি ?
পারদ

মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় ব্যবহৃত হয় ?
কোষ্ঠকাঠিন্য

বাইফোকাল লেন্স কে আবিষ্কার করেন  ?
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

FIFA এর বর্তমান চেয়ারম্যান কে ?
গিয়ানি ইনফান্তিনো

চীনের প্রাচীর কে বানিয়েছিলেন ?
সিং হুয়াং তি

দিল্লির স্থাপত্য শিল্পী কে ছিলেন ?
এডউইন লিউটিয়েন্স

নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না ?
উপরাষ্ট্রপতি

স্নুকারে কয়টি বল থাকে ?
  22 টি



  <<<Previous   3   4   5   6  7   8    Next >>>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018




আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স